ভারতীয় বাংলা গানের কালজয়ী এই স্মরণীয় গানের মূল শিল্পী বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পী সন্তোষ সেনগুপ্ত। ভারতীয় বাংলা গানের অবিস্মরণীয় শিল্পী কিংবদন্তি সন্তোষ সেনগুপ্তের অনবদ্য গায়কী তৎকালীন সময়ে ব্যাপক ভাবে সমাদৃত হয়েছিল। তবে, আমাদের প্রজন্ম, ভারতীয় বাংলা গানের আরেক কিংবদন্তি শিল্পী অনুপ ঘোষালের অসাধারণ ও অনবদ্য গায়কীতে আমরা বার বার মুগ্ধ এবং আপ্লূত হয়েছি! ভারতীয় বাংলা সঙ্গীতের অবিস্মরণীয় শিল্পীদ্বয় কিংবদন্তি শিল্পী সন্তোষ সেনগুপ্ত এবং অনুপ ঘোষাল এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধা ও শতকোটি প্রণাম♥️🙏
অসাধারণ এই কালজয়ী স্মরণীয় গানের মূল শিল্পী ভারতীয় বাংলা গানের স্বর্ণযুগের কিংবদন্তি শিল্পী সন্তোষ সেন গুপ্ত। বাংলা গানের কিংবদন্তি শিল্পী সন্তোষ সেন গুপ্তের অনবদ্য গায়কী তৎকালীন সময়ে শ্রোতাদের হৃদয়ে গান টি ব্যাপক ভাবে নাড়া দিয়েছিল। তবে পরবর্তীতে ভারতীয় বাংলা সঙ্গীতের আরেক কিংবদন্তি শিল্পী অনুপ ঘোষালের অনবদ্য এবং অসাধারণ গায়কীতে আমরা বার বার মুগ্ধ ও আপ্লূত হয়েছি! ভারতীয় বাংলা সঙ্গীতের কিংবদন্তি প্রিয় শিল্পীদ্বয় সন্তোষ সেন গুপ্ত এবং অনুপ ঘোষাল এর অমর স্মৃতির প্রতি বিনম্র চিত্তে শ্রদ্ধাঞ্জলি ও শতকোটি প্রনাম।❤️🙏
ভালবাসার স্বপ্ন গুলো তোমাকে ভালোবাসার আগে জানতাম না স্বপ্নগুলো ভাঙ্গার কষ্ট কি মানুষ কেন এত কষ্ট পায় স্বপ্ন ভেঙে গেলে আর জানবোই বা কেমন করে বল ,তোমার আগে অন্য কাউ কে নিয়ে তো এত স্বপ্নই দেখিনি তাই জানতাম না স্বপ্নগুলো ভাঙ্গার কষ্টকি তুমি আমাকে ভালোবেসে যা দিয়েছ,তা হয়তো ভালোবাসার মানুষ তার ভালোবাসার মানুষটিকে দেয় না আসলে তোমার ভালোবাসার প্রতিদান দেয়ার ধরন টাই এমন তাই না তোমাকে একটা কথা তুমি কোনদিন কারো স্বপ্ন হবার ইচ্ছে করো না কেন জানো,কারন তুমি স্বপ্ন ভাঙ্গতে জানোকিন্তু স্বপ্ন বাস্তবায়নকরতে জানো না..তুমি জানো আজ আমার প্রতিটা কষ্ট,কোন একসময় এক একটা ভবিষ্যতে স্বপ্ন ছিল তাই অনুরোধ কারো স্বপ্ন আর মনটা নিয়ে খেলা করো না,কারন তুমি বোঝনা মন ভাঙ্গার কষ্ট কি বিশ্বাস করো তোমাকে ছাড়া আমি এখন ভাল আছি , আমিও ভালো থাকতে পারি ভেবো না তোমার অপেক্ষায় আছি...........
আপনি তৃণমূল ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলে গেলে কোনোভাবেই এই ভাবে অসম্মানিত হতে হতো না। আপনার জন্য আমরাও দারুন ভাবে ব্যথিত। আপনার সারা জীবনের সঞ্চিত সম্মান ওরা অল্প সময়ে শেষ করে দিয়েছে...!