Тёмный

Jodi Boli | Pratik Kundu & Sudeshna Das | Triangle Shots 

TRIANGLE SHOTS
Подписаться 14 тыс.
Просмотров 2,9 млн
50% 1

Опубликовано:

 

28 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 734   
@rajatsarkar2911
@rajatsarkar2911 Год назад
সকালে প্রেম বিকেলে ভেঙে যাওয়ার যুগেও আমি সেই নব্বই দশকের মতো কাওকে ভালোবাসি। 😌♥
@ankitasaha990
@ankitasaha990 Год назад
Amio vai
@arnobkumar7023
@arnobkumar7023 Год назад
❤️
@arnabbera9568
@arnabbera9568 10 месяцев назад
Right 👍😊😊❤❤❤🧡🧡🧡🧡
@sabyasachideb4222
@sabyasachideb4222 9 месяцев назад
@shojib8242
@shojib8242 2 месяца назад
এখন আর কাওকে ৯০দশকের মতো ভালোবাসি না।। না কেও আমাকে ভালোবাসুক না আমি কাওকে ভালোবাস্তে চাই। আমি আমার মতো অনেক ভালো আছি 😊😊😅
@arupbarua-eq3jq
@arupbarua-eq3jq 8 месяцев назад
গান টা দুজনে একসাথে প্রথম শুনলাম, সবকিছু মিলে যাচ্ছে আমাদের সাথে। আশা করি দুজনে সারাজীবন এইভাবে থাকবো।
@tonmoy368
@tonmoy368 2 года назад
ভাগ্যিস বাঙালি হয়েছিলাম,নয়তো এমন সুন্দর একটা গানের কথা গুলো না বোঝাই থাকতো🙂 ধন্যবাদ লেখক ও গায়ক গায়িকা🥰🌺
@hlamemarma8826
@hlamemarma8826 Год назад
Ami bangali na hoyeo ami protiti line bujte pari....
@tonmoy368
@tonmoy368 Год назад
@@hlamemarma8826 কিভাবে সম্ভব
@mdtuhin5355
@mdtuhin5355 Год назад
@@hlamemarma8826 আমি কারণ খুজে পেয়েছি তুমি মনে হয়ে পার্বত্য অঞ্চলের আদিবাসী আপনার নাম দেখে আন্দাজ করেছি এই নামটি আমার খুব পরিচিত
@Ghost666-dark
@Ghost666-dark Год назад
অনেক সুন্দর ১টা গান।
@thefajelltd1940
@thefajelltd1940 8 месяцев назад
​@@mdtuhin5355jjy
@thetrap9738
@thetrap9738 2 года назад
কেউ যখন গানটা শুনতে আসবেন। কমেন্টে একটা লাইক করে দিয়েন। সেই অযুহাতে নাহয় আবার শুনবো আমিও।
@SAMRAT786
@SAMRAT786 2 года назад
Hisubscribe hide kaise kare Samrat786 🙏🙏🙏🙏🔔🔔🔔
@jesminjesmin
@jesminjesmin Год назад
আজ প্রথম শুনলাম❤️
@aminhaque7944
@aminhaque7944 Год назад
@@jesminjesmin গান টা আসলেই সুন্দর
@sakilahmed8089
@sakilahmed8089 Год назад
😁
@bbithi4003
@bbithi4003 Год назад
🥴🤣🥰
@KaBiR8787
@KaBiR8787 Год назад
এ যেন শুধু গান নয়, হৃদয় নিংড়ানো আবেগ ও অনুভূতির কম্বিনেশন 💝
@royroy6643
@royroy6643 Год назад
কেউ কেউ হয়তো, পুরনো কিছু স্মৃতিকে মনে করে গানটা শুনতে আসে। ভালো থাকোক সব ভালোবাসার মানুষ গুলো।
@pramasarkar8190
@pramasarkar8190 Год назад
🖤🖤
@alhasan6988
@alhasan6988 2 года назад
আজ বাংলা বুঝি বলে, এত্ত সুন্দর একটা গানের প্রতিটি শব্দ হৃদয় কোণে আঘাত করছে
@cynthiaruppy9261
@cynthiaruppy9261 2 года назад
সত্যিই তাই নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল শুনতে শুনতে
@SAMRAT786
@SAMRAT786 2 года назад
subscribe hide kaise kare Samrat786 🙏🙏🙏🙏🙏🔔🔔🔔
@kantidhiman
@kantidhiman 2 года назад
ঠিক 4 মাস আগে এই গানই আমায় প্রেমের সাগরে ঠেলে দিয়েছিল ...… আজ অবশ্য সে আমারই পাশে , তাকে এই গান শুনিয়ে সেও অভিভূত 😊💖 আর লাইন গুলো সত্যি মিলে যায় 🤗💕👥
@aklimasiddiquarima7588
@aklimasiddiquarima7588 2 года назад
আপনাদের বিয়ে তে আমাকে একটু দা০য়াত দিবেন বড় ভাইয়া
@kantidhiman
@kantidhiman 2 года назад
@@aklimasiddiquarima7588 একেবারে নিশ্চিত ভাবে তো সবকিছু বলা যায় না যোগাযোগ রইলে ভেবে দেখবো , 😊
@aklimasiddiquarima7588
@aklimasiddiquarima7588 2 года назад
@@kantidhiman আচ্ছা
@aklimasiddiquarima7588
@aklimasiddiquarima7588 2 года назад
@@kantidhiman কখন দিবেন রে ভাই
@MdRakib-yw1it
@MdRakib-yw1it 2 года назад
💙💙
@sagorahmmed2580
@sagorahmmed2580 Год назад
আমার সহধর্মীনির প্রিয় একটা গান 💝 "সত্যিই সে না থাকলে আমি মহাশূন্য এই মহাদেশে "
@shreyashisdinda5000
@shreyashisdinda5000 Год назад
Same here
@Mdmilonmilon-is4gu
@Mdmilonmilon-is4gu Год назад
❤❤
@mamonimobileservicing757
@mamonimobileservicing757 12 дней назад
প্রেমে পড়িনি তবুও এইগানগুলো কেন এত ভালো লাগে❤❤
@anjansarker2417
@anjansarker2417 Год назад
আমারো একটা সুখ আছে,, গানটা শুনতে শুনতে সুখটাকেই ফিল করতাছি,,তীষু❤️
@moumitadakua8717
@moumitadakua8717 2 года назад
সবার জীবনে এমন স্মৃতি থাকুক।❤️ এই গান না বুঝলে জীবন বৃথা।😊
@user-dibyasreedhar
@user-dibyasreedhar 4 месяца назад
মানুষ ভাবে এক হয় আরেক। যাকে নিয়ে স্বপ্ন দেখা হয় একটা সময় সেই মানুষ টাই অচেনা হয়ে যায়।❤
@bdfacts8387
@bdfacts8387 2 месяца назад
💔
@WASIM916
@WASIM916 Год назад
ভাগ্যিস আমি বাঙালি হয়েছিলাম নয় তঃ এই গানে শুনতে পেতাম না আর বুঝতেও পারতাম না যে একটা গানের মধ্যে এত কিছু লুকিয়ে থাকতে পারে 🥰❤️‍🔥💖
@stupids8982
@stupids8982 2 года назад
যদিও কাউকে উৎসর্গ করার মতো কেউ নেই তবুও গানটা বারবার শতবার শুনি। ভালোবাসা অনাগত তোমার 🥰🥰🥰🥰😍💔21-10-2022
@sajiaafrinkoobsundarsubhan852
Sotto hotek. Balobassa. Kokono. Hariea joy na
@MDSHOHEL-dz7ec
@MDSHOHEL-dz7ec Год назад
- কেউ থাকে না ভাই,😢 - মানুষ কয়েকদিনের জন্য আসে,🙂 - খুব ভালোবাসা দেখায়, তারপর চলে যায়।😅🌸🥀
@206-tusharkantimukherjee3
@206-tusharkantimukherjee3 Год назад
Are you sure buddy ?!...
@Aohona-ql6ff1df4b
@Aohona-ql6ff1df4b 3 месяца назад
Hum
@Mahfuzur_Rhman_Saif
@Mahfuzur_Rhman_Saif 2 года назад
Another one master piece from West Bengal 💖 Love from Bangladesh.
@কৈলাশেশ্বরীবিগ্রহী
১১ বছর আগে যেভাবে ভালোবেসেছিলাম,আজকে এই গান তাকে পাঠিয়ে আবার পুরোনো দিনে ফিরে গেলাম দুজনে।
@dewanmahtabdidar9946
@dewanmahtabdidar9946 Год назад
কি অপূর্ব এক গান,কি অপূর্ব কথামালা।প্রত্যেকটা জুড়ির সবচেয়ে সাধারণ কথাগুলো,আলাপগুলো,সবচেয়ে কাঙ্খিত এবং প্রার্থিত শব্দগুলোও যে সুরের ঝংকারে এমন অপূর্ব করে উপস্থাপন করা যায় তা এই গান শুনলে মনে পড়ে। আমার যে মানুষটা আমার জগৎজুড়ে থাকে,তারও এই গানটা বড় পছন্দের।এবং সে যেহেতু আমার পছন্দের সবটা জুড়ে থাকে,তাই এই গানটাও আমার সবচেয়ে পছন্দের হয়ে গেছে এখন।দুজনেই প্রায়ই শুনি।ভালো লাগায় আচ্ছন্ন হই।ভালোবাসা দোল খেয়ে যায় দুটি হৃদয়ে। শুধুই চাওয়া,দুটি হৃদয়ের এই দোলাটুকু অক্ষয় থাকুক আজীবন।বাঁচি এই বিশ্বাসে,শেষ নি:শ্বাসে তোমাকেই পাশে চাই,তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে..
@smmaker3082
@smmaker3082 Год назад
জাস্ট অসাধারণ 🥰👌👌 রিলেশনে থাকা অবস্থায় ঝগড়া বাজলেও এই গান তোমায় আবার তার প্রতি নতুন করে প্রেম জোগাবে❤️
@srabontikarmakar9027
@srabontikarmakar9027 Год назад
ঠিক বলেছেন❤️
@snshakib2645
@snshakib2645 Год назад
🐈
@ArmanImtiaz-lp8ui
@ArmanImtiaz-lp8ui 10 месяцев назад
আহারে
@mainakchakrobarty5670
@mainakchakrobarty5670 Год назад
কিছু গান শুনলে মনে হয় এইতো তুই যেনো পাশেই বসে আছিস ,জানি খুব অবাস্তব আমার চিন্তা গুলো আমার আবদার গুলোর মতোই কিন্তু তোকে পাশে দেখতে চাই, হ্যাঁ আজও চাই এত কিছুর পরেও চাই। হয়তো কোনদিন আবার একসাথে হাঁটবো কিংবা নয় ,তাতে কী যায় আসে আমার মানুষটাতো আমারই, যেকোনো শহরে কিংবা গ্রামে ,যেকোনো সময়ে ,যেকোনো পৃথিবীতে। ভালো থাকিস 🌻
@tushtisdass3076
@tushtisdass3076 Год назад
বাঁচি এই বিশ্বাস এ❤️ শেষ নিঃস্বাস এ🖤 তোমাকেই পাসে চাই তুমি না থাকলে শূন্য এ মহাদেশে🥀🥀❤️
@রবিবারভালোবাসি
Wow
@fahaduzzamanpapon5780
@fahaduzzamanpapon5780 Год назад
মনের মত মানুষ বারবার আসবে, কিন্তু ভালোবাসার মত মানুষ জীবনে একবার আসে তাই তাকে জীবনের সবটুকু দিয়ে হলেও আগলে রাখো ♥
@Amour1992
@Amour1992 Год назад
A person like your heart will come again and again ,but a person like love comes once in your life ,so keep him with all your life 🖤🖤
@ShamimAhmed-do2wv
@ShamimAhmed-do2wv Год назад
বুঝলে প্রিয় হাজার মিল থাকলেও ভুল বোঝাবুঝি হবেই,আর ভুল বোঝাবুঝি টা মিটিয়ে নিতে হবে,কারণ সম্পর্কটা দামী🖤🌼
@neema4279
@neema4279 2 года назад
ভালোবাসা ভালো তবে তবে বেশি ভালোবাসা ভালো না ☺️☺️ আর যদি ভালোবাসা বেশি হয়ে যায় তাহলে তা বেশি প্রকাশ করতে নেই 😊🥀🥀 কারণ বেশি বেশি কিছুই ভালো না
@bebibag189
@bebibag189 Год назад
ভালোবাসা কি কখনো মাপা যায়,,নাকি মেপে ভালোবাসা যায়! মন ছাড়া কি মনের মানুষ রয়,,,,,
@mirzafahimshahriar1136
@mirzafahimshahriar1136 Год назад
ভুল একটা ধারণা,ভালোবাসা যখন প্রকাশ পাই নাহ তখন দূরত্ব টা সৃষ্টি হয়,আর শেষ যখন চলে আসে তখন ভালোবাসি বলেও আটকানো যাই নাহ্।তাই ভালোবাসুন প্রকাশ করুন
@voiceofsoumik275
@voiceofsoumik275 2 года назад
খুব সুন্দর একটা inosence কাজ করছে পুরো গানটা জুড়ে। কথা, সুর, গায়কী সাথে ভিজুয়াল প্রতিটি বিষয়‌ই যথাযথ ভাবে একে অপরের সাথে মিশে গেলে এমন শিল্প পাওয়া সম্ভব। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ❤️
@noyonnobin312
@noyonnobin312 2 года назад
স্মৃতি রেখে গেলাম 🖤💙
@tahiyajahan5626
@tahiyajahan5626 2 года назад
বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা থাকতে মূল্য দিতে হয় আর নাহয় কেঁদে শেষ করা যায় না😭😭😭
@mychoice738
@mychoice738 2 года назад
হুমমমম
@amithassan7118
@amithassan7118 Год назад
গাছ আছে
@KHISA_06
@KHISA_06 Год назад
আমি বাঙালী নই, কিন্তু বাংলা বুঝি। তাই গানের লাইনগুলো ছুঁয়ে গেল।
@kkvai6661
@kkvai6661 Год назад
স্মৃতি হিসেবে কমেন্ট করে গেলাম। যখন কেউ গানটা শুনে আমার কমেন্টে লাইন দিবে তখন আবার গানটা শুনবে আসবো।😊
@aktawhidkabir8377
@aktawhidkabir8377 4 месяца назад
hello
@shamimhosainmondol5839
@shamimhosainmondol5839 Год назад
সে আমার জীবনে এসেছিল ঝড়ের মতো। ভেবেছিলাম সে শান্ত ঝড় শুধু আমার আকাশেই বইছে । এখন দেখি সে ঝড় অন্য আকাশেও শান্তি ছড়ায় । সে শান্ত ঝড় অশান্ত হয়ে হৃদয়ের সমস্ত অনুভূতি ভেঙে দিয়ে চলে গিয়েছে।
@Aohona-ql6ff1df4b
@Aohona-ql6ff1df4b 3 месяца назад
Thik
@MBabu09
@MBabu09 Год назад
Sotti darun ekta gan... Thanks Pratik and sudeshna.. Sathe lekhok keo... Bangla mane alada ♥️♥️♥️...thanks eto sundr gan debar jonno
@ChandralekhaDasgupta-xj1be
@ChandralekhaDasgupta-xj1be 29 дней назад
Jhunti wala guy so sweet🎉❤
@rahacreated1003
@rahacreated1003 Год назад
প্রতিটা লাইন আমি তাকে উৎসর্গ করছি যার সাথে প্রতিটা লাইন খুব সিনগ্ধ ভাবে মিলে যাচ্ছে Raha 💙
@joydevmandal6901
@joydevmandal6901 2 года назад
💙ভালোবাসা রইল এই ভালোবাসার গান আরো চাই প্রেমে পরুক পৃথিবী 😌🌊
@NazmulMunna-s1t
@NazmulMunna-s1t 10 месяцев назад
এক কথায় অসাধারণ লিরিক, কথাগুলো অন্তরে আঘাত করে। বেঁচে থাকার প্রেরণা জোগায়।
@hiyabanik
@hiyabanik 5 месяцев назад
Vison pochonder...etto asadharon lyrics ....bar bar shunleo mon vore na...♥️
@rimi_rabha
@rimi_rabha 2 года назад
লাইন গুলো ঊফফ,, প্ৰতিটি শব্দ বুকের কোণে আঘাত করি গিছি 🥺❤️❤️
@md.shakilmiah9569
@md.shakilmiah9569 Год назад
তোমার মায়াই আটকে গেলাম একনজরে দেখে
@srabontikarmakar9027
@srabontikarmakar9027 Год назад
গানের কথা ও সুর খুব বেশি টানে💚অসাধারণ এবং কৃতজ্ঞতা এমন গান উপহার দেয়ার জন্য🙏ইউটিউব আসলে এই গান অনেকবার শুনা হয়💜
@DebuHindu
@DebuHindu Год назад
আমার জিবনে মনের কথাগুলো বলার মতো কেউ নাই।।।লোকের সম্পর্কগুলো দেখতে অনেক ভালো লাগে।
@jhumu1967
@jhumu1967 Год назад
কেউ নেই, তাও এই গান শুনতে ভালো লাগে। একা একাই শুনি❤️❤️ যখন কেউ আসবে তখন তাকে নিয়েই শুনবো❣️❣️
@animeshnath4995
@animeshnath4995 Год назад
বাঁচি এই বিশ্বাসে, শেষ নিঃশ্বাসে তোমাকেই পাশে চাই, তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে। যদি ঘুমিয়েও পড়ি শেষ ঘুমে আমি তবুও তোমাকে চাই, তুমি স্বপ্নেই এসো রূপকথার ওই দেশে এটা রূপকথায় সম্ভব, বাস্তব বড় কঠোর
@brokenhart8166
@brokenhart8166 Год назад
Aha ra
@M.arafat_Habib
@M.arafat_Habib Год назад
bissas hoy na
@M.arafat_Habib
@M.arafat_Habib Год назад
akn kar somye sigle jast fun kora cara r kicoy na
@Shariful_Hasan
@Shariful_Hasan Год назад
যখনই তাকে মনে পড়ে ঠিক তখনই গানটি তাকে উৎসর্গ করে দেই💖 ভালোবাসি তোমায় প্রিয়❣️❣️
@Ghost666-dark
@Ghost666-dark Год назад
গানটা আমার সারীকে উৎসগ্ করলাম।
@zinnatjahan2510
@zinnatjahan2510 Год назад
আজ ৩রা ফাল্গুন (বসন্তকাল) জানালার পাশে বসে চা খাচ্ছি আর এই গানটা শুনতেছি । বসন্তের হালকা বাতাস আর চায়ের কাপে চুমুক সাথে এই গানটা । অসম্ভব সুন্দর একটা ভালো লাগা
@tumihinaami89
@tumihinaami89 Год назад
এতো বিলাসিতা জীবন আমাদের নাই রে বোন,, তাই ততোটা ভালো ভাবে শুনতে পারি নাই, চারিদিকে ভীষণ অন্ধকার,বাড়ির সামনে ফাঁকা একটা রাস্তা, কানে হেডফোন লাগিয়ে শুনছিলাম, আর, Background এ ঝি ঝি পোকার শব্দ হাতে, একটা সিগারেট আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে
@zinnatjahan2510
@zinnatjahan2510 Год назад
@@tumihinaami89ওওও আচ্ছা
@TamannaTanha-l8p
@TamannaTanha-l8p Год назад
Gaan ta ei prothom shunlm...gan ta shune nijer prio manush ta ke mone pore gelo r nijer ojante e ekta anondo kaj kortese 🌸
@rupsachakraborty1706
@rupsachakraborty1706 2 года назад
গানের প্রতিটি শব্দ হৃদয় স্পর্শ করলো কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি 😌 হৃদয়ে থেকে যাওয়ার মতো একটি গান এবং থাকবেও 😌❤❤❤❤❤❤❤
@PrithaDas-v3n
@PrithaDas-v3n 2 месяца назад
মনে রেখো প্রিয় "বাঁচি এই বিসশ্বাসে শেষ নিঃশ্বাসে তোমাকেই পাশে চাই তুমিই না থাকলে আমি শূন্য এই মহাদেশে "❤
@zahangiralam5044
@zahangiralam5044 11 месяцев назад
জীবনের সবচেয়ে ভালো উপহার হলো একটি সবচেয়ে ভালো মানুষ। তুমি আমার সর্বশ্রেষ্ঠ উপহার❤️
@Summaries.m2512
@Summaries.m2512 8 месяцев назад
আপনাদের এই চ্যানেল এর মধ্যে সীমাবদ্ধ ছিলাম না কিন্তু আমি যদি বলি গান টার মায়ায় পড়ে গেছি । এমন কোন দিন নাই যে দিন একবার ও এই গানটি শুনি নি । ❤❤❤❤
@trishamondal757
@trishamondal757 5 месяцев назад
জানিনা আদেও কোনোদিনও আমি আমার মনের মানুষটির খোঁজ পাবো কিনা! কিন্ত যদি কোনোদিনও খোঁজ পাই, তাহলে নিশ্চয়ই কোনো এক দিন দুজন মিলে গঙ্গার ধারে বসে, চায়ের কাপ হাতে এই গানটা শুনব। এই গানটির কথাগুলো পুরো মন ছুঁয়ে যায়, অনেক ধন্যবাদ এই গানটা তৈরি করার জন্য।❤
@arijitdutta439
@arijitdutta439 2 года назад
ভীষন মিষ্টি একটা গান..🌸 যদিও গানটি উৎসর্গ করার মতো কেও নেই..তবু যতবার শুনি, ভাবতে ইচ্ছে হয়..বারবার শুনতে ভালোলাগে। পরে হয়তো কাওকে উৎসর্গ করবো এই গান..২৮/১০/২২
@paprii3568
@paprii3568 Год назад
💖😁 মনে হলো এটা আমাদের গল্প 💖 ভালোবাসি❣️
@Patwary1996
@Patwary1996 Год назад
দুদিন ওনার সাথে অভিমানে কথা বলিনি,পরে তিনি আমাকে এটা সেন্ট করছিলো😘 তিনি আমার বেলা😘😘😘 তখনিই গানটা আমার প্রথম শোনা।বহুদূর থেকেও তিনি আমার অনূভূতি স্পর্শ করতে পারে ভীষন রকম ভাবে। ভালোবাসা সুন্দর❤😘
@mr.mixersevan4590
@mr.mixersevan4590 Год назад
কেউ যখন গানটা শুনতে আসবেন তখন আমার এই কমেন্ট টাতে একটা লাইক দিয়ে যাবেন,, আপনার নোটিফিকেশনের জন্য না হয় আমি আবারো একবার শুনে নিবো এই সুন্দর গানটা 😍😍
@neelraju3709
@neelraju3709 Год назад
sottiy osomvob
@mdrakibulislamzihad991
@mdrakibulislamzihad991 10 месяцев назад
hmmm ganta khob valolagar moto akta gan
@arnabbera9568
@arnabbera9568 10 месяцев назад
😢
@aktawhidkabir8377
@aktawhidkabir8377 4 месяца назад
hello
@surajdewan3011
@surajdewan3011 Год назад
Gan tar lyrics gulo sune apnake vishon miss korchhi.. apni to janen ami gan suni na just RU-vid scroll korte korte hotat ei gan tar play button e angul ta pore gelo. Gantar Protita line e apnake feel korechhi.❤️❤️ I really love you my love.❤️❤️
@BoishakhiAcharjee
@BoishakhiAcharjee 3 месяца назад
সত্যি এই গানটা মন ছুয়ে যায়... 🥰
@brtechnical2217
@brtechnical2217 Год назад
এটা কোনো গান নই এটা হলো প্রতিটা প্রেমিক প্রেমিকার না বলা জমানো অনুভূতির ভিড় ❤ সাজেস্টেড #আমার এই গানের অনুভূতির লোক বর্ষা ❤😘😍
@Rosebloomers
@Rosebloomers Год назад
1 st time I am listening this song nd it's the 5 th time I am listening this repeatedly...lyrics❤️❤️
@biswajithalder8640
@biswajithalder8640 Год назад
Hats of to the lyricist whom made an outstanding music❤️❤️ perfect words mixing and emotions ❤️❤️❤️
@kalamislam4253
@kalamislam4253 Год назад
😊
@RaviDakua-w3c
@RaviDakua-w3c 4 месяца назад
Aaj aie gan tar mane thik bujhte parchi 🙂❤... miss you baby ❤
@snehabasu2746
@snehabasu2746 4 месяца назад
Onek valobasi ❤🥺
@Bithika3
@Bithika3 Год назад
অসাধারণ ❤️❤️ আমার ভালোবাসা অসম্পূর্ণ ❤️❤️ তবও আমি থাকবো তোমার অপক্ষায় ❤️❤️
@srinjanbanerjee5080
@srinjanbanerjee5080 9 месяцев назад
Wonderful song absolutely sweet and lyrical magic . Sotti Bangla Jano prem ke aro bariye dai odbhut
@dollygoswami3066
@dollygoswami3066 Год назад
Khub priyo ekta gan💟sujog pelei suni😊🥀
@niladro5958
@niladro5958 Год назад
আমার আর তার স্মৃতি হয়ে থাকবে গান টা,,,আসলেই অনেক সুন্দর।
@funnyvideo3420
@funnyvideo3420 Год назад
এই গানের প্রতিটি কথা, মন ছুয়ে দেওয়ার মত। it’s one type of different feelings...
@x-sg871
@x-sg871 Год назад
awesome vai, just awesome lyrics , just asadharon lege6e 🥰🥰
@harun997
@harun997 Год назад
অসাধারণ,কিছু গান আপনার মানসিকতার পরিবর্তন করে।ভালো থাকুক সকল ভালোবাসার মানুষ গুলো❤
@a.k.mhelaluddin537
@a.k.mhelaluddin537 2 года назад
জীবনের অন্যতম সুন্দর অনুভূতির একটি মুহূর্ত হলো প্রেমে পড়ার। মুহূর্ত😉
@sajiaafrinkoobsundarsubhan852
Riiiiiittttttttttt
@adarshaghosh5654
@adarshaghosh5654 Год назад
স্মৃতি রেখে গেলাম 💙
@subarnakarmakar1429
@subarnakarmakar1429 2 года назад
Khub sundor lekha & darrun geyechhen apnara gaan ta❣️ awnek awnek suvechchha roilo agami diner jonno puro team ke💌🧿
@akashdeb_0
@akashdeb_0 9 месяцев назад
Kya song hai yaar.. mind blowing ❤❤
@kanha_travelsmotivational259
Really 😢 Ai sob song sonar maton actual age jeno mone hay akhon jakhan kauke khuv miss kara jay jakhan takhan 😊
@krishnokanto5770
@krishnokanto5770 2 года назад
দারুন লাগলো প্রিয় মানুষটি দিয়েছিলো এই গানটি শুনতে ক দিন পর শুনলাম এককথায় অসাধারণ অসাধারণ ❤❤
@tanujroy2606
@tanujroy2606 8 месяцев назад
এই গান এর আলাদাই অনুভূতি ❤
@subrotosarkerbd
@subrotosarkerbd 2 года назад
এই গান শুনলে মনে হয় আমারও কেউ আছে কল্পনায় ভেসে বেরায় তখন। ❤️❤️
@mdemonadi
@mdemonadi Год назад
ভালোবাসা আসলেই সুন্দর ❤️‍🩹🖤🤍
@sarmisthasahoo4187
@sarmisthasahoo4187 Год назад
Sati gan ta khub sundor ganta sunlye mone vorye jay preme porye galam songtar❤❤❤❤
@accountingfighter
@accountingfighter 2 года назад
মনের মত মানুষ বারবার আসবে, " কিন্তু ভালোবাসার মত মানুষ জীবনে একবার আসে- তাই তাকে জীবনের সবটুকু - দিয়ে হলেও আগলে রাখো ♥️
@emonahmed-o8m
@emonahmed-o8m Год назад
valobasha sundor.....sobai sundor valobasha niye beche takuk
@nurhasan7500
@nurhasan7500 Год назад
তাকে গান টা শুনাবো বলে অনেক কষ্টে মুখস্থ করেছিলাম,,,, শুনানোর আগেই সে হারিয়ে গেছে,, এখন সে অন্য কারো,😌
@droy3118
@droy3118 Год назад
So sad bro 🥺
@bdfacts8387
@bdfacts8387 2 месяца назад
💔
@Abbuammu12
@Abbuammu12 3 месяца назад
Onk shundor akta gan Khub valo lage ganti❤❤
@87611
@87611 8 месяцев назад
অহ অসাধারণ লিরিক্স, যাস্ট অন্যরকম
@Dishu600
@Dishu600 Год назад
আমিও এমন একটা মানুষ পাশে চাই যে ছেড়ে যাবে না😊 পাশে থাকবে সারা জীবন❤️
@mouliroy3248
@mouliroy3248 Год назад
ভীষণ ভালো লাগলো❤🤗❤
@bristysingh6297
@bristysingh6297 2 года назад
কেউ নেই যাকে ভেবে গানটা শুনবো কিন্তু হয়ত কেউ আসবে আমার জীবনেও এই ভেবেই গানটা শোনা হয় আর মুখে হাসি চলে আসে।😊💜
@randomscribblings8270
@randomscribblings8270 Год назад
গানটা শোনার পর মনের মধ্যে আবার তারজন্য ভালোবাসা জেগে উঠলো❤
@kaziemon3807
@kaziemon3807 2 года назад
ভুলা অক্ষরেও আপনি আমাকে ছেড়ে যাইয়েন না,, (মায়াবতী) ❣️
@ranajitsingh5065
@ranajitsingh5065 Год назад
Singer voice is wonderful 💖👍
@imranmahmud4575
@imranmahmud4575 Год назад
ভলোবাসা অসম্ভব সুন্দর ❤😊
@প্রাক্তন-ফ৬ধ
- তোমার উপন্যাস এর শেষ অধ্যায় হতে চাই প্রিয়!< - থাকতে চাই আজীবন!>
@Shariful_Hasan
@Shariful_Hasan Год назад
একটি গান একটানা কতোবার শুনতে পারলে আমি বুঝবো তোমার মতো ঠিক গানের প্রেমে পড়ে গেলাম❣️❣️
@UmmaSalmaMukta-d1p
@UmmaSalmaMukta-d1p 9 дней назад
প্রথম দিনের মতো এখনো তোমার প্রেমে মুগ্ধ ❣️❣️
@Shariful_Hasan
@Shariful_Hasan 9 дней назад
@@UmmaSalmaMukta-d1p 😘😘😘
@mintudas1362
@mintudas1362 2 года назад
Bahut sundar ei gaan ta!!
@crhandcrafts
@crhandcrafts Год назад
গান টা সত্যি অসাধারণ ❤
@riyaghosh956
@riyaghosh956 Год назад
দূরে থাকা মানুষ টাকে খুব মনে পড়ে এই গানটা শুনে ❤❤❤
@asmakhatun8028
@asmakhatun8028 Год назад
This song is an emotion for every lovers ❤
@indranilmandal6099
@indranilmandal6099 10 месяцев назад
Note my words , one day it will also be viral ...!!! what a amazing music and lyrics .... loveed it .... " Kolkata "
@bultiseal9678
@bultiseal9678 Год назад
আজ থেকে ঠিক ৫ মাস আগে তার সঙ্গে বসে এই গানটি শুনতাম অবশেষে আজ আমরা বিবাহিত ❤️
@SreeApon-hu1ms
@SreeApon-hu1ms Год назад
Happy life ❤
@AsusshiningStar
@AsusshiningStar Год назад
Congratulations
@nahinahar
@nahinahar 2 года назад
অসাধারণ সুন্দর একটা গান❤️🌸
@tanushridas4394
@tanushridas4394 Год назад
অসাধারণ অসাধারণ অসাধারণ লিরিক্স.. ❤️❤️❤️
@AmForhad-m4x
@AmForhad-m4x 2 месяца назад
তুমি না থাকলে আমি শূন্যে এই মহাদেশে ❤❤❤❤
@storywithtr7895
@storywithtr7895 Год назад
- এতদিন এমন একটা দারুণ গান মিস করে পেললাম.