ঠিক 4 মাস আগে এই গানই আমায় প্রেমের সাগরে ঠেলে দিয়েছিল ...… আজ অবশ্য সে আমারই পাশে , তাকে এই গান শুনিয়ে সেও অভিভূত 😊💖 আর লাইন গুলো সত্যি মিলে যায় 🤗💕👥
কি অপূর্ব এক গান,কি অপূর্ব কথামালা।প্রত্যেকটা জুড়ির সবচেয়ে সাধারণ কথাগুলো,আলাপগুলো,সবচেয়ে কাঙ্খিত এবং প্রার্থিত শব্দগুলোও যে সুরের ঝংকারে এমন অপূর্ব করে উপস্থাপন করা যায় তা এই গান শুনলে মনে পড়ে। আমার যে মানুষটা আমার জগৎজুড়ে থাকে,তারও এই গানটা বড় পছন্দের।এবং সে যেহেতু আমার পছন্দের সবটা জুড়ে থাকে,তাই এই গানটাও আমার সবচেয়ে পছন্দের হয়ে গেছে এখন।দুজনেই প্রায়ই শুনি।ভালো লাগায় আচ্ছন্ন হই।ভালোবাসা দোল খেয়ে যায় দুটি হৃদয়ে। শুধুই চাওয়া,দুটি হৃদয়ের এই দোলাটুকু অক্ষয় থাকুক আজীবন।বাঁচি এই বিশ্বাসে,শেষ নি:শ্বাসে তোমাকেই পাশে চাই,তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে..
কিছু গান শুনলে মনে হয় এইতো তুই যেনো পাশেই বসে আছিস ,জানি খুব অবাস্তব আমার চিন্তা গুলো আমার আবদার গুলোর মতোই কিন্তু তোকে পাশে দেখতে চাই, হ্যাঁ আজও চাই এত কিছুর পরেও চাই। হয়তো কোনদিন আবার একসাথে হাঁটবো কিংবা নয় ,তাতে কী যায় আসে আমার মানুষটাতো আমারই, যেকোনো শহরে কিংবা গ্রামে ,যেকোনো সময়ে ,যেকোনো পৃথিবীতে। ভালো থাকিস 🌻
খুব সুন্দর একটা inosence কাজ করছে পুরো গানটা জুড়ে। কথা, সুর, গায়কী সাথে ভিজুয়াল প্রতিটি বিষয়ই যথাযথ ভাবে একে অপরের সাথে মিশে গেলে এমন শিল্প পাওয়া সম্ভব। ভবিষ্যতের জন্য অনেক শুভেচ্ছা ❤️
সে আমার জীবনে এসেছিল ঝড়ের মতো। ভেবেছিলাম সে শান্ত ঝড় শুধু আমার আকাশেই বইছে । এখন দেখি সে ঝড় অন্য আকাশেও শান্তি ছড়ায় । সে শান্ত ঝড় অশান্ত হয়ে হৃদয়ের সমস্ত অনুভূতি ভেঙে দিয়ে চলে গিয়েছে।
বাঁচি এই বিশ্বাসে, শেষ নিঃশ্বাসে তোমাকেই পাশে চাই, তুমি না থাকলে আমি শূন্য এ মহাদেশে। যদি ঘুমিয়েও পড়ি শেষ ঘুমে আমি তবুও তোমাকে চাই, তুমি স্বপ্নেই এসো রূপকথার ওই দেশে এটা রূপকথায় সম্ভব, বাস্তব বড় কঠোর
আজ ৩রা ফাল্গুন (বসন্তকাল) জানালার পাশে বসে চা খাচ্ছি আর এই গানটা শুনতেছি । বসন্তের হালকা বাতাস আর চায়ের কাপে চুমুক সাথে এই গানটা । অসম্ভব সুন্দর একটা ভালো লাগা
এতো বিলাসিতা জীবন আমাদের নাই রে বোন,, তাই ততোটা ভালো ভাবে শুনতে পারি নাই, চারিদিকে ভীষণ অন্ধকার,বাড়ির সামনে ফাঁকা একটা রাস্তা, কানে হেডফোন লাগিয়ে শুনছিলাম, আর, Background এ ঝি ঝি পোকার শব্দ হাতে, একটা সিগারেট আলহামদুলিল্লাহ, অনেক ভালো লেগেছে
জানিনা আদেও কোনোদিনও আমি আমার মনের মানুষটির খোঁজ পাবো কিনা! কিন্ত যদি কোনোদিনও খোঁজ পাই, তাহলে নিশ্চয়ই কোনো এক দিন দুজন মিলে গঙ্গার ধারে বসে, চায়ের কাপ হাতে এই গানটা শুনব। এই গানটির কথাগুলো পুরো মন ছুঁয়ে যায়, অনেক ধন্যবাদ এই গানটা তৈরি করার জন্য।❤
ভীষন মিষ্টি একটা গান..🌸 যদিও গানটি উৎসর্গ করার মতো কেও নেই..তবু যতবার শুনি, ভাবতে ইচ্ছে হয়..বারবার শুনতে ভালোলাগে। পরে হয়তো কাওকে উৎসর্গ করবো এই গান..২৮/১০/২২
দুদিন ওনার সাথে অভিমানে কথা বলিনি,পরে তিনি আমাকে এটা সেন্ট করছিলো😘 তিনি আমার বেলা😘😘😘 তখনিই গানটা আমার প্রথম শোনা।বহুদূর থেকেও তিনি আমার অনূভূতি স্পর্শ করতে পারে ভীষন রকম ভাবে। ভালোবাসা সুন্দর❤😘
Gan tar lyrics gulo sune apnake vishon miss korchhi.. apni to janen ami gan suni na just RU-vid scroll korte korte hotat ei gan tar play button e angul ta pore gelo. Gantar Protita line e apnake feel korechhi.❤️❤️ I really love you my love.❤️❤️