আপনার কন্ঠে যখন দেশের গান শুনি তখন গাঁয়ের প্রতিটা পশম দাঁড়ায় যায় আগের সবগুলো দেশের গানের মত এই গানটাও সুপার হয়েছে ধন্যবাদ প্রিয় আসিফ আকবর ভাইয়া এত সুন্দর একটা দেশের গান আমাদের উপহার দেওয়ার জন্য ভালোবাসা অবিরাম 😍😍😍😍😍
সত্যি ভাই আসিফ এর গান এর কাছে যেন সকলেই হার মেনে যায় যার কোন তুলনাই হয় না।এত সুন্দর একটা গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আর ধন্যবাদ সেই মানুষটিকে যিনি এই গানটা লিখেছেন।
গান: যুদ্ধ করেই এনেছি বিজয় (২১)। শিল্পী: আসিফ আকবর। কথা: মনিরুজ্জামান মনির। সুর: মকসুদ জামিল মিন্টু। ইউটিউব: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-kwvwyoY5ZBU.html যুদ্ধ করেই এনেছি বিজয় পেয়েছি বাংলাদেশ সূর্য রাঙা দিগন্তেই স্বপ্নীল পরিবেশ, যুদ্ধ করেই এনেছি বিজয় পেয়েছি বাংলাদেশ সূর্য রাঙা দিগন্তেই স্বপ্নীল পরিবেশ। ইতিহাসের পাতায় লেখা ১৬ই ডিসেম্বর কোটি মানুষের রক্তে গড়া যেন সরোবর॥ (×২) নতুন করেই জন্ম নিতে নতুন করেই জন্ম নিতে, কতো জীবন শেষ সূর্য রাঙা দিগন্তেই স্বপ্নীল পরিবেশ। যুদ্ধ করেই এনেছি বিজয় পেয়েছি বাংলাদেশ সূর্য রাঙা দিগন্তেই স্বপ্নীল পরিবেশ। দেহকে ওরা অস্ত্র করে লড়লো নির্ভয় কোথায় আছে এমন নজির সারা বিশ্বময়॥ (×২) মৃত্যুর মুখে করলো পালন মৃত্যুর মুখে করলো পালন, মা মাটির আদেশ সূর্য রাঙা দিগন্তেই স্বপ্নীল পরিবেশ। যুদ্ধ করেই এনেছি বিজয় (ঐ) -----------
প্রিয় আসিফ ভাই এরকম একটা দেশাত্মবোধক গান উপহার দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমরা আসিফ ভক্তরা আপনার কাছ থেকে এরকম জ্বালাময়ী গান সব সময় আশা করি কিছুদিন আগে আমি আপনার এক স্ট্যাটাসে দেশাত্মবোধক নতুন গান দেওয়ার জন্য অনুরোধ করছিলাম সেই আলোকে আপনার এই গানটা পেয়ে অনেক অনেক খুশি হয়েছি ভালোবাসা অবিরাম
অসাধারন সং আসিফ ভাইয়ের এই বলিষ্ট কণ্ঠে প্রতিবাদি সুরে দেশের গান গুলো শুনলেই মনটা হালকা হয়ে যায় সত্যি বলতে কি তার প্রতিটি গানেই দেশ প্রেমের ছোয়া পাই,, ভালোবাসা অবিরাম বস আসিফ আকবর,,,