আমাদের সৌভাগ্য স্যার এর মত দেবতূল্য মানুষ কে শিক্ষাগুরু, অভিভাবক হিসেবে পাচ্ছি ও পেয়ে এসেছি।স্যারকে আমাদের জীবনে এসে আমাদের ধন্য করেছেন বেসুর গান থেকে সুরে গান গাইবার মুক্তির পথ দেখাচ্ছেন। আমার দুই শিক্ষা গুরুর চরণে আমার সশ্রদ্ধ প্রণাম।
কন্ঠস্বরের অনায়াস বিচরণ ও গানের বাণীর প্রকৃত উপলব্ধি আমাদের স্যারকে আমাদের মাথার ওপরেই রেখে দেওয়ায় সাহায্য করেছে চিরদিন ।এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি ।আরো নজরুল গীতির আশায় রইলাম ।🙏🙏
মাস্টারমশায়, বেতারে আপনার 'সুরে সুরে সুর মিলিয়ে' অনুষ্ঠানটা ভীষণ ভাল হত। ওটা কি আবার আরম্ভ করা যায় না? আপনি সুস্থ থাকুন ও এভাবেই গানের মাধ্যমে বাংলার আপামর শ্রোতৃকুলকে আনন্দ দিতে থাকুন। আমার প্রণাম নেবেন। পুনশ্চ, তবলচি অংশুভ বন্দ্যোপাধ্যায় কি আপনার ভাই? উত্তরের অপেক্ষায় রইলাম।