আমার প্রাক্ যৌবন বয়সের সময়,এই ছবিটি মুক্তি পায়।আর ছবির সঙ্গে এই গানটি আমার যৌবনের ঘুম ভাঙিয়ে, আমাকে রঙীন স্বপ্ন দেখিয়েছে। গানটি শুনে এক অদ্ভুত আনন্দ ও বিশেষ অনুভূতি লাভ করি। স্রষ্টা ও শিল্পী কে অসংখ্য ধন্যবাদ ও প্রণাম জানাই।
আমার জীবনের সবচেয়ে বিস্ময় সৃষ্টি করে এই গান টি ....আমার সবচেয়ে প্রিয় গান এটাই.... হেমন্ত মুখোপাধ্যায় যেমন কিংবদন্তি তেমনি শিবাজী চট্টোপাধ্যায় ... আর পুলক বাবুর কথা কি বলবো... কারন তাকে যতোটা প্রশংসা করবো ততো কম পড়ে যাবে..... যদি হাজার হাজার লাইক দেওয়া যেত তাহলে আমি বার বার লাইক দিতাম .....সত্যিই.....
খুব ভালো লাগল।যত বার শুনি তখনই মনে হয় ।আজকে আবার নতুন করে সৃষ্টি হয়েছে ।ইতিহাস থেকে তুলে এনে আমাদের মনকে ভালো করে দেন । মাননীয় গুনী সঙ্গীত শিল্পীর মঙ্গল কামনা করি ঈশ্বরের কাছে ।অসাধারণ পোস্ট ।অসংখ্য ধন্যবাদ
গানটির মধ্যে কতটা আবেগ(ভালোবাসার) লুকিয়ে আছে, সেটা সম্পূর্ণ বোঝা যাচ্ছে, শিবাজী স্যারের গলায়। এবং এর সাথে আমাদের হেমন্ত মুখোপাধ্যায় সাহেবের কথা মনে পড়ে যাচ্ছে। সত্যিই আগের দিনের গান গুলো, অসাধারণ ছিলো। বর্তমান যুগে হয়তো এরকম গান আর তৈরি হবে না। "ভালবাসা ভালবাসা" মুভি টাও অসাধারন ছিলো। এককথায়, আগের দিন গুলোই অসাধারণ ছিলো❤️❤️
এই সেই গান,😊 আমার বর নিজ কন্ঠে গেয়ে আমার জীবনের best মূল্যবান উপহার দিয়েছিলেন,আমার জীবনের মূল্যবান gift,আমার বরের কণ্ঠস্বর ভীষণ মধুর, আমার বর ভালবেসে গেয়েছিলো, আমার সহজ সরল মিষ্টি বর মানুষটা কে নিজের স্বামী রূপে পেয়ে আমি ধন্য ঠাকুর তোমার কাছে।💖