আমি ভারত থেকে বলছি চেন্নাই যাওয়ার টিকিট যদি না পাওয়া যায় তাহলে কলকাতা শালিমার থেকেছত্রিশগড় হয়ে কেটে কেটে টিকিট কাটবেন বিলাসপুর দুটি ট্রেনে চেন্নাই পৌঁছে যাবেন
আমার এই জীবনে আমি ৩ বার গিয়েছি ফেয়ারলি প্লেস একবারও টিকিট পাইনি অথচ হাওড়া স্টেশনের রাস্তার ওপারে একটা টিকিটের দোকান আছে ঐখান থেকে ব্ল্যাকে সবসময় টিকিট পাইছি। শুধু টাকা একটু বেশি লাগছে আর কি। দুর্নীতি শুধু বাংলাদেশে না ইন্ডিয়াতে ও হয়
Arrival & Departure এর photocopy যে নিবো , ওটা যেই বার প্রবেশ করবো সেই বারের না-কি ? ওইবার তো শুধু arrival সীলটা থাকবে তাই না? নাকি আমি যতোবার বিগত বছরে ভারতে ভ্রমণ করেছি ততবারের photocopy দিতে হবে অর্থাৎ বিগত সকল page এর arrival & departure এর photocopy দিতে হবে কি ? মেহেরবানী করে, একটু বুঝিয়ে বলবেন, আশাকরি। আমি যেন বিষয়টির clear ধারণা পেতে পারি। ধন্যবাদ
আপনি যেদিন যাবেন সেদিন টিকিট পাওয়া একটু কঠিন। তবে নিউমার্কেট এলাকায় কিছু টিকেটের দোকান আছে আপনি ওদের সঙ্গে যোগাযোগ করলে দ্রুত টিকিট পাবেন। টাকা হয়তো একটু বেশি লাগবে।
আমিওতো মেডিকেল ভিসায় আসতে চাচ্ছি এবং কলকাতা থেকে ডাক্তার দেখানোর পরে ঘুরতে যেতে চাচ্ছি সেক্ষেত্রে টিকেট পাওয়ার ব্যাপারে আপনার বাস্তব অভিজ্ঞতা একটু শেয়ার করবেন
আসলে মেডিকেল ভিসায় আপনি যেখানে ডক্টর দেখাবেন সেখানেই কিন্তু যেতে হবে। অন্য জায়গায় দেখানো যাবেনা। আর টিকিট আপনাকে ওখানকার কাটতে হবে। এখানে টিকিট পাওয়া যায়। তবে মিনিমাম কয়েকদিন আগে কাটলে ভালো হয় এবং টিকিট পাওয়ার সম্ভাবনা থাকে। আর দিনের টিকিট দিনে বা পরের দিন কাটতে চাইলে সম্ভাবনা কম থাকে। সেক্ষেত্রে আপনি কলকাতার যেকোনো দোকানে খোজ করভেন একটু বেশি দামে টিকিট পেয়ে যাবেন
ভাইজান আমার টুরিস্ট ভিসা। টিকিট সংগ্রহ করতে গিয়ে ডাক্তার দেখানোর কথা বললে ভালো হবে, নাকি ঘুরতে যাব সেটা বললে ভাল হবে, নাকি যে কোনটাই বলা যাবে? কোন সমস্যা নেই
ভাইয়া আরেকটা বিষয়, আমি 26 তারিখে কলকাতা তে পৌঁছাবো In-Sha-Allah। এখন আমি কি বাইরে থেকে ২৭ তারিখের বা ২৬ তারিখ রাতের টিকিট পাবো? সম্ভাবনা কেমন? আর আমার CMC Vellore এর অ্যাপয়েনমেন্ট দিয়ে ভিসা করিয়েছি। তাই আমাকে তো ইন্ডিয়ার immigration এ CMC Vellore এর আশেপাশের যেকোনো ঠিকানা দিতে হবে। But আমি যদি ডক্টর দেখাইতে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে যায় তাহলে কি কোন প্রবলেম হবে? নোট: আমি জানি যে ফেয়ারলি প্লেস কলকাতা থেকে ওরা চেন্নাই এর টিকিট দিবে না but New market erea থেকে যদি ম্যানেজ করে যেতে চাই তাহলে কোনো প্রবলেমে পরবো কিনা?
@@sagorworld ভাইয়া আরেকটা বিষয়, আমি 26 তারিখে কলকাতা তে পৌঁছাবো In-Sha-Allah। এখন আমি কি নিউ মার্কেট এরিয়া থেকে ২৭ তারিখের বা ২৬ তারিখ রাতের টিকিট পাবো? সম্ভাবনা কেমন? আর আমার CMC Vellore এর অ্যাপয়েনমেন্ট দিয়ে ভিসা করিয়েছি। তাই আমাকে তো ইন্ডিয়ার immigration এ CMC Vellore এর আশেপাশের যেকোেনা ঠিকানা দিতে হবে। But আমি যদি ডক্টর দেখাইতে চেন্নাই অ্যাপোলো হাসপাতালে যায় তাহলে কি কোন প্রবলেম হবে? নোট: আমি জানি যে ফেয়ারলি প্লেস কলকাতা থেকে ওরা চেন্নাই এর টিকিট দিবে না but New market area থেকে যদি ম্যানেজ করে যেতে চাই তাহলে কোনো প্রবলেমে পরবো কিনা?