মানিক ভাই অসাধারন একটি ভিডিও। মানুষ যে এত সহজ সরল হতে পারে আজ তা বুঝলাম। আপনার এবং তাদের কথা শুনে চোখে পানি চলে আসলো। আল্লাহ আপনার এবং এই পরিবারের প্রতি সহায় হোন। আমিন।
আলহামদুলিল্লাহ কুয়েত থেইকা আল্লাহ আমাকে আপনার চিত্র ধারণ দেখার তউফিক দিছেন আসলে আমার সত্ত্যি কথা বলতে আমার খুব ভাল্লাগে গরু বাছুর দেখতে আমিও দেশে ফিরে ছোট করে একটা গরুর খামার করবো ইনশাহ আল্লাহ ❤ছোট বরো সকল খামারিদের জন্য দোয়া রইলো আল্লাহ আপনাদের মনের আসা পুরন করুক এগিয়ে জান আগামীর লক্ষ্যে ( আর মানিক ভাই আপনিও ভালো থাকুন এই দোয়া করি) খুদ্র খামারিদের গল্প তুলে ধরলে অনেক কিছুই শিখা জায় ❤
ভাই গরুটি বিক্রি হলে এই পরিবার এর পরবর্তী অবস্থা তুলে দরার জন্য আবেদন করলাম এতে হয়তো অনেকে সাহস পাবে অনুপ্রাণিত হবে আর আমি সহজে কাওকে কমেন্ট করি না কিন্তু আপনি জা করে জাচ্ছেন খুব ভালো আত লোগ উপকারী কাজ। সালাম ভাই
আসছালামুআলাইকুম। আমি আপনার সবগুলো ভিডিও নিয়মিত দেখি। আজ পর্যন্ত আমার দেখা সবচেয়ে বড় ও সুন্দর গরু এটা। দেখেই বুঝা যাচ্ছে গরুটাকে তারা অনেক যতন করেছে। সেই সাথে আপনার আবেগময় কথাগুলো বেশ ভাল লেগেছে।
সর্ব প্রথম মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন এই গরিব মানুষ টির মনের আশা পূরণ করেন এবং গরু টি বিক্রি না হওয়া পর্যন্ত যেন সুস্থ রাখেন । আর যারা কিনবেন তারা ও যেন সুস্থ অবস্থায় কোরবানী দিতে পারেন । মানিক ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই গরীব মানুষ টির জন্য কিছু কথা বলেছেন । শুধু ভিডিও বানানো বড় কথা নয় মানবতার জন্য কাজ করা ও অনেক বড় কথা যা আপনি করেছেন আপনি সামনে এগিয়ে যান । মহান আল্লাহ পাক অবশ্যই আপনার ভাল কাজের প্রতিদান দিবেন । ধন্যবাদ আপনাকে
আসসালামুআলাইকুম মানিক ভাই, ইউটিউব এ একমাত্র আপনার চ্যানেল দেখি গরুবিষয়ক তথ্য জানার জন্য। আমিও গরু পাগল ইনশাল্লাহ একদিন আমি গরু পালন শুরু করে আপনাকে দাওয়াত দিব।
আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে অনেক অনেক শুকরিয়া আদায় করি এই রকম একটা বড় ধরনের গরু দেখানোর জন্য অনুরোধ করছি আমরা যাদের এই গরুটি পছন্দ হয় ওনারা উপযুক্ত পয়সা দিয়ে নিয়ে যায়
ভাইয়া কেমন আছেন, আজকের ভিডিওটা অনেক সুন্দর আমার দেখা আপনার চিএপুরী কৃষিচিএর এটা সেরা ভিডিও,,, অনেক দুর এগিয়ে যান ভাই সেই দোয়া করি অনেক ধন্যবাদ আপনাকে,,, খামারির জন্য ও শুভকামনা রইলো,,,,💜💜💜
মানিক ভাই আপনার ইমোশনাল কথা শুনে আমার কান্না চলে আসছে, দোয়া করি আপনি যেন এভাবেই আরো যারা অনেক গরিব খামারী আছে তাদের জীবনের গল্প তুলে ধরতে পারেন। ভালো থাকবেন,
মানিক ভাই আপনার কথাগুলো শুনে আমার হৃদয়টা অনেক ঠান্ডা হয়ে গেছে আমিও একদিন না একদিন একটা গরুর খামার করব আমার জন্য দোয়া করবেন আমি যখন প্রতিষ্ঠিত হতে পারব তখনই আপনাকে আমি দাওয়াত করে আমার বাড়িতে নিয়ে যাব ইনশাল্লাহ
সঞ্জু ভাইয়ের গরু টা আসলেই অনেক সুন্দর অসাধারণ একটা ষাঁড়। একটি গরু নিয়েও যে ভালো প্রতিবেদন বানানো যায় মানিক ভাই তার প্রমাণ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ মানিক ভাই।
আস সালামআলায়কুম মানিক ভাই প্রথমে আপনাকে ধন্যবাদ আপনাকে আর আমি আপনার নিয়মিত আয়োজন দর্শক , তবে আপনার পতি বেদন দেখে এখন ছুট্য করে শুরু করেছি একটি গাবি একটি বগনা বাছুর দুইটা সার বাছুর , তবে যদি সফল হইতে পারি তাহলে আপনাকে একদিন দাওয়াত করবো আর আমি একজন সৌদি পবাসি এখনো প্রবাসেই আছি আর , ভারিতে আমার ছেলে এবং ছেলের মা তারা দুই জনে দেখা সুনা করে , তবে আমার আশা দেশে গিয়ে একটু ভর আকারে করবো ইনশাআল্লাহ দোয়া করবেন ধন্যবাদ চিত্যপুরি কৃষি চেনেলকে ধনীর আপনার সকল ধর্ষককে
স্যার,আপনার কাজ দেখে আপনাকে ধন্যবাদ জানিয়ে ছোট করবোনা,তবে দোয়া করছি সেই পরিবারের সদস্যদের জন্য ভালো থাকুক তারা আর আপনাকেও অনেক ধন্যবাদ যে সবার কমেন্টের উত্তর দেন...
মানিক ভাই আপনার চিএপুরি কৃষিচিএ অনেক ভাল লাগে,। তার চেয়ে ভাল লাগে আপনাকে গরিব খামারি যারা একটা দুইটা গরু পালে অনেক কষ্টের বিনিময়ে, তাদের প্রতি যেই শোয়ানি বতি এবং ইমসনাল হয়ে যান, অনেক ভাল লাগে,,
মানিক ভাই ভালো আছেন আমি দুবাই প্রবাসী এই ভিডিও দেখে আমার চোখে পানি এসে গেল আর আমি গরু ছাগল এর খুব বেশি পাগল আরো ভালো লাগে আপনি কথায় আললাহ নাম নেন আললাহ আপনার উপর রহমত বর্ষণ করোক আমার আশা অক্টোবর মাসে দুই তিনটি গরু কিনব দোয়া করবেন আমিন
আমি বুজতে পাড়লাম না মানিক ভাই এই প্রতিবেদন টা দেখে কেনৌ যানি চোখেরজল চলে আসলো, আপোনার ২৮১ টা প্রতিবদেন আমি একটাও বাধ দেইনি দেখার এই প্রতিবদেন টা আর একটা প্রতিবদেন দেখে ছিলাম প্রান্তিক কৃষক দুইটি গরু ছিলো দুইটি মারা গেছে তার গোওলাঘর টি শুন্য আপনি বলে ছিলে চেস্টা করবেন এই দুইটি প্রতিবদেন আমার চোখেরজল আসোলো কেনৌ যানি
ভালো লাগার মত একটি প্রতিবেদন। ধন্যবাদ.. মানিক ভাই। ধন্যবাদ, চিত্রপুরী কৃষিচিত্র টিমের সকল সদস্যকে। আন্তরিক দোয়া রইল.. আল্লাহ তা'আলা যেন এই পরিবারের সহায় হোন।
আসসালামুয়ালাইকুম মানিক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন একটি প্রতিবেদন করেছেন যেটা দেখে আমার নিজেরও চোখের পানি চলে এসেছে আল্লাহ আপনার মঙ্গল করুক আপনি সব সময় সুস্থ থাকুন মানুষের উপহার করুন এটাই আমাদের কামনা