বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকা সিদ্ধান্ত অনুসারে ২৬ আগস্ট, ২০২৪ সোমবার বিশ্বের অধিকাংশ তীর্থ, মন্দির ও সংগঠন শ্রীশ্রী কৃষ্ণজয়ন্তী ব্রত (জন্মাষ্টমী ব্রত) পালন করবেন: ১) আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সঙ্ঘ (ইসকন) ২) শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী প্রভুপাদের আনুগত্যাধীন সমস্ত গৌড়ীয় মিশন ৩) সপ্তদেবালয়ের অন্যতম শ্রী রূপগোস্বামীপাদের প্রাণধন শ্রী শ্রী রাধা-গোবিন্দদেবজী মন্দির ৪) সপ্তদেবালয়ের অন্যতম মধুপন্ডিতের শ্রীশ্রীরাধা-গোপীনাথজীর মন্দির ৫) সপ্তদেবালয়ের অন্যতম শ্রীল সনাতন গোস্বামীর প্রাণধন শ্রীরাধা-মদনমোহনজীর মন্দির ৬) বৃন্দাবনের সপ্তদেবালয়ের শ্যামানন্দের শ্রীশ্রীরাধা-শ্যামসুন্দর মন্দির ও সমস্ত শ্যামনন্দী পরিবার ৭) বৃন্দাবনের রামানন্দী শ্রী সম্প্রদায়ের মলুক পীঠ ৮) সমস্ত মথুরা পুরী ৯) সমগ্র দ্বারকা ও উজ্জ্বয়নী ১০) সমস্ত মধ্ব, শ্রী ও নিম্বার্ক বৈষ্ণব সম্প্রদায়
হরেকৃষ্ণ প্রণাম প্রভু,জন্মাষ্টমী ব্রতের দিন ভগবানকে অন্ন ভোগ বা ময়দা আটা নির্মিত ভোগ নিবেদন করলে সেটা কি গুরুবর্গকে ওই দিন নিবেদন করা যাবে? যদি না করা যায় তাহলে উপায় কি?
Hare krishna hare krishna Krishna krishna hare hare Hare rama hare rama Rama rama hare hare 🙏🌸🌼 Jay shree radhe krishna 🙏🌸🌼 Jay srila prabhupada 🙏🌸🌼 Koti koti pronam prabhu ji 🙏🌸🌼onek dhonnobad 🙏Happy janmastami 🙏🌸🌼