কোটা আন্দোলনের যুক্তি আছে, এবং যারা এই আন্দোলনে মৃত্যু বরন করেন তাদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করা সঠিক ছিলো, কিন্তু গায়েবানা জানাজা কি জন্য? গায়েবানা জানাজা বলতে কি বুজায়, জানাজা নামাজ পড়তে সামনে মৃত ব্যাক্তির লাশ সামনে থাকা বাধ্যগত, যাই হউক আল্লাহ প্রতিটা মায়ের সন্তানকে হেফাজত করুন।
একজন পেশাদার পুলিশ তো নিরস্ত্র দাবি-আন্দোলনকর্মীকে গুলি করতে পারেনা। তাহলে পুলিশের পোশাক পরে অন্য কেউ এসব করছেনা তো? বিষয়টি আমাকে ভাবাচ্ছে। শুভবুদ্ধির উদয় হোক।
আসসালামু আলাইকুম কালকে ভারত থেকে যে লোক আছে মেট্রোচু করে এই হামলাটি করাইতাছে ভারতের লোক দিয়া আর একটা মানুষ মারা গেছে তার জানাজার অংশগ্রহণ করার দায়িত্ব আবার অধিকার যদি কোন হামলা মামলার একটা পুলিশের নামে মামলা হতে মামলা করার দরকার
আসসালামু আলাইকুম ভাই এটা কোন দেশ ভাই এটা কেমন দেশ মুসলিমের অধিকার কি নামাজ নামাজ পড়তে কোন বাধা দেওয়া ইয়ার সঠিক কোন আইন আছে কিনা বাংলাদেশ দেওয়া যাবে না আমি নামাজ পড়বো নামাজ পড়ার পরে তাকে ফাঁসি দেওয়া হয়