মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ-- ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ ॥ দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যামেঘের শেষ সোনাতে মন যে আমার গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ ॥ সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে। এই গোধুলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে অসীম গানের রেশ ॥
দিদির কি অদ্ভূত ভেবেছেন আবার গান টা কে.. আর এস্রাজ ই যেন এই গানের সৌরভ কে আমাদের মনে পৌঁছে দিলো... দিদি সুব্রতদা, রানা অনেক অনেক অনেক ভালোবাসা এমন সুগন্ধময় উপহারের জন্য
মধুর তোমার এ সুরের শেষ যেনো কভু না পাই / মেটেনা তৃষিত প্রাণের ক্ষুধা , বলে আরো চাই / আরো চাই জীবনের বাঁকে বাঁকে জুড়াতে সব দুঃখকে / তাই এসো নিত্য দিনের নব নব ছকে !
মধুর তোমার শেষ যে না পাই ওগো মধুর তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ, আনন্দ-আবেশ, মধুর তোমার শেষ যে না পাই ওগো মধুর তোমার শেষ যে না পাই।। দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যা মেঘের শেষ সোনাতে, মন যে আমার গুঞ্জরিছে, গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ, মধুর তোমার শেষ যে না পাই ওগো মধুর তোমার শেষ যে না পাই।। সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে, এই গোধুলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, এই গোধুলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায়, শুনি বনে বনান্তরে, বনান্তরে অসীম গানের রেশ। মধুর তোমার শেষ যে না পাই ওগো মধুর তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ, ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ, আনন্দ-আবেশ মধুর তোমার শেষ যে না পাই ওগো মধুর তোমার শেষ যে না পাই।।
Ki apurbo ai gaan!!! ... kalpona kori Robithakur jodi apnar erokom gaan shunten tahole ki bolten!!! (please don't lough) ... amar to mon pran jurie jai apnar gaan shunle... benche thakar anondo pai ... Jayati apnake janai anek anek subheccha ar valobasa... valothakben.
Ahaa.. Jamon Biswakobi r upolobdhigoto lekha thik temni korei kobi r gaan ke onubhuti prodan Jayati di r gayaki r modhye ....Bar bar sunte iccha kore..❤❤❤❤❤
রবীন্দ্র-গানে জয়তী ম্যাম সুর ও বাণীকে আশ্চর্য-সুন্দরভাবে মিলিয়ে দিয়েছেন। যা কবিগুরুর একান্ত অণ্বিষ্ঠ ছিল। জয়তী তাঁর গানে সুরকে আশ্রয় করে কথার ভিতরের কথাকে ছুঁতে চান। তাই তাঁর গান এভাবে হৃদয়-মন ছুঁয়ে যায়। অন্তরাত্মা অসীমানন্দে আত্মহারা হয়। শিল্পীকে গভীর শ্রদ্ধা জানাই।❤❤❤
মধুর, তোমার শেষ যে না পাই, ওগো মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ আনন্দ-আবেশ মধুর, তোমার শেষ যে না পাই, ওগো মধুর, তোমার শেষ যে না পাই দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যামেঘের শেষ সোনাতে দিনান্তের এই এক কোনাতে সন্ধ্যামেঘের শেষ সোনাতে মন যে আমার গুঞ্জরিছে, গুঞ্জরিছে কোথায় নিরুদ্দেশ মধুর, তোমার শেষ যে না পাই, ওগো মধুর, তোমার শেষ যে না পাই সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে সায়ন্তনের ক্লান্ত ফুলের গন্ধ হাওয়ার 'পরে অঙ্গবিহীন আলিঙ্গনে সকল অঙ্গ ভরে এই গোধুলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় এই গোধুলির ধূসরিমায় শ্যামল ধরার সীমায় সীমায় শুনি বনে বনান্তরে, বনান্তরে অসীম গানের রেশ মধুর, তোমার শেষ যে না পাই, ওগো মধুর, তোমার শেষ যে না পাই প্রহর হল শেষ ভুবন জুড়ে রইল লেগে আনন্দ-আবেশ আনন্দ-আবেশ মধুর, তোমার শেষ যে না পাই, ওগো মধুর, তোমার শেষ যে না পাই
Outstanding rendition n what an excellent manner you sung this one of the greatest tagore song which touched core of the heart. Post Suchitra Mitra, Kanika Bandopadhyay, Sumitra Sen, Purba Dam, Rajeswari Dutta n Pramila Mullick Jayati you r one of the best tagore exponent along with Rezwana Chowdhury Bannyar. Wishing you a long life n sing this way in the years to come.
I always think that in order to sing Tagore’s songs, you, first, have to feel what he felt when he wrote the songs. Jayati is one of those people. This is aTagore song where you can’t render without this feeling