এই গান ঈশ্বরের প্রতি চরম আকুতি নিয়ে গাওয়া, এরপর ঈশ্বর যদি না কাঁদেন তো কে কাঁদবে? ওঁর জন্য ঈশ্বর কোল পেতে দিয়েছেন। এখানে আমরা বিক্রমের জন্য হাহাকার করছি এই গান শুনে। সবই উপরওয়ালার ইচ্ছে। 🙏🙏🙏
মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, কেন মেঘ আসে হৃদয়-আকাশে, কেন মেঘ আসে হৃদয়-আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ-মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব।। ক্ষণিক আলোকে আঁখির পলকে তোমায় যবে পাই দেখিতে, ওহে হারাই হারাই সদা হয় ভয় হারাই হারাই সদা হয় ভয়, হারাইয়া ফেলি চকিতে আশ না মিটিতে হারাইয়া পলক না পড়িতে হারাইয়া, হৃদয় না জুড়াতে হারাইয়া, ফেলি চকিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব।। কী করিলে বলো পাইবো তোমারে রাখিব আঁখিতে আঁখিতে, ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ ওহে এত প্রেম আমি কোথা পাবো নাথ তোমারে হৃদয়ে রাখিতে, আমার সাধ্য কিবা তোমারে দয়া না করিলে কে পারে তুমি আপনি না এলে কে পারে হৃদয়ে রাখিতে। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব।। আর কারো পানে চাহিব না আর করিব হে আমি প্রাণপণ, ওহে তুমি যদি বলো এখনি করিবো তুমি যদি বলো এখনি করিবো বিষয়-বাসনা বিসর্জন দিব, শ্রীচরণে বিষয়, দিব অকাতরে বিষয় দিব তোমার লাগি বিষয় বাসনা বিসর্জন। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব।। কেন মেঘ আসে হৃদয় আকাশে, কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মোহ-মেঘে তোমারে দেখিতে দেয় না, মোহ মেঘে তোমারে অন্ধ করে রাখে তোমারে দেখিতে দেয় না, মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না, মাঝে মাঝে তব।।
অনেক অনেক দিন বাঁচলে একজন শিল্পী আমাদের অনেক কিছুই দিতে পারেন। কিন্তু এতো কম বয়সে স্বরের উচ্চতা সত্যিই ভাবা যায় না। আমার প্রিয় শিল্পী। তোমার অভাব বুঝিয়ে দেয়।
আমি রোজ ওর গলায় এই গানটি অবশ্যই শুনি।না শুনতে পারলে মনে হয় কিছু একটা হোলো না।এতো প্রাণ ঢালা গান।আহা বড় কষ্টও পাই আবার কি রকম এক শান্তি অনুভব করি।যেখানেই থাকো ভালো থাকো।
মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না । হে অন্তর্যামী, মনেরও মানুষ কেন মেঘ জমে হৃদয় আকাশে ? মোহ মেঘ তোমারে দেখিতে দেয় না, অন্ধ করে রাখে আমারে । মায়া মেঘ জমে মনেরও আকাশে আবেগে আপ্লুত করে ঢেকে দেয় তোমারে । মাঝে মাঝে তব দেখা পাই চিরদিন কেন পাই না ?
যতবারই শুনি ততবারই নতুন ভাবে নতুন অনুভূতির নীরব আকুলতা উদযাপন করি। কি আসাধারণ গায়কী.... হৃদয় নিঙড়ানো অনুভূতি তে আজও তোমার কণ্ঠে এই গান বিষণ্নতা বয়ে আনে। তোমার এই অকাল প্রয়ান মেনে নিতে কষ্ট হয়। তোমার আত্মার চিরশান্তি কামনা করি ❤️❤️
Majhe Majhe Tobo Dekha Pai Chiro Din Keno Pai Na Keno Megh Ase Hridoy Akashe Tomare Dekhite Dey Na Rag - Kafi Kiirton Tal - Dadra Porjay - Puja Upo Porjay - Bibidh Prarthona Book - Robichchhaya (Shadow Of Sun) Kabya Grontho 8 Brahma Songiit 3 Brahma Songiit 5 Swaro Bitan 23
EK TA ASHRAM KHULO CHOLE JAW AMERIKA KALI PUJO HOLO TAR POR LONG COURT PORO TAR POR BOLO FOOTBALL CRIKET CARAM LUDO JETE HOBE AMERIKA CERTIFICATES TAR VHASON DAW WHATE ATMA ATMA IS PROSS CERTIFICATES AMERIKA BES ONE BHASON SIX CRORE ATMARAM KANALI SHASHAN IT IS NOT AMERIKA