আধ্যাত্মিক গানের মধ্যে এড না দিলেই কি নয়?মনযোগ দিয়ে গান শুনতে শুনতে হঠাৎ এডের বাণী শুনা যায়।জানিনা কার কেমন লাগে আমার তো খু--- বই কষ্ট হয়,খারাপ লাগে।দয়া করে কি অন্তত আধ্যাত্মিক গানের মধ্যে এড দেওয়া বন্ধ করা যায় না।আমার আকুল আবেদন রইলো কতৃপক্ষের কাছে।
যারা মমতাজ শিল্পীর ভক্ত, অনুগ্রহ করে আমাকে তথ্য দিয়ে সহায়তা করুন। তথ্যটি হলো। আমি মমতাজের একটি গান খুব পছন্দ করি, গানটির প্রথম লাইটি মনে নেই কিন্তু একটি ধারণা দিতে পারি ( জাল দলিলে সৈই কইরা এতিমের ধন নিলা কাইরা ) গানটির নাম ও অথবা এ্যালবামের নাম, আমার জিমেইলে ismailhossain5890@gmail.com পাঠিয়ে দিন। ( Please )
রং এর বাজার এলবাম। গান - চুপ করিয়া আল্লাহ শুধু দেখতাছে, দুই কান্দে দুই ফেরেস্তা লেখতাছে, বাটপারি জুয়া চুরি যতই করো ভাই, আখেরাতে খাইবা ধরা, পাইবা না রেহায়।