আমার জন্ম সাল 1992 আমি গান বুঝতে পারছি 1999 এর একটি শিল্পী কে খুব ভালোভাবে চিনে নিলাম সেই এই মনির খান আজও একা হলে শুধু মনির খানের গান শুনি থাকি,এই মনির খানের সাথে দেখা করার জন্য পাগল হয়ে আছি কিন্তু আজ পর্যন্ত দেখা পেলাম না, আর দেখা পাবো কি না জানি না,কিন্তু মনির ভাইয়ের জন্য একটু কমেনি ভালোবাসা, আজও তোমাকে ভালোবাসি, i love you ...........আমার প্রীয় মনির খান।।।।।
আমার যখন মনটা খুব খারাপ থাকে আর অতিথ মনে পড়ে,,আমি তখন মনির খানের গান শুনি মনটা ভালো হয়ে যায় । আমি ছোট্ট বেলা থেকে মনির খানের গান শুনি ,,আমার সবচেয়ে প্রিয় শিল্পী মনির খান । i miss you all time...
মনির ভাই, আপনি অসাধারণ, আপনার প্রতিটা গান শুনি, আমি,আমার সাথে একটা মেয়ে এমন করে কাঁদালে, যার জন্য, আমি সারা জিবন চোখের জলে ভাসি,আর যখনি আপনার গান গুলো শুনি তখনি সব কিছু মনে করি ঠিকই আছে আমার জিবনটা,কিন্তু কিছু তেই মন কে বুঝাতে পারি না, কেমন করে সেই বেঈমানটাকে অামি ভুলে যাবো।
যে বাশিতে সুরনেই, সে বাশিতে যন্রনা ঠিকই থাকে, জীবনে সুখগুলী দূর আকাশে এভাবে উরেযাবে ভাবিনী, সুখ পাখি কতই না উরতে পারে, আগে জানা ছিলনা,যদি জানতাম, প্রেমের খাচায় শক্তকরে বেধে রাখতাম। সৃতিগুলী চির অমলিন, কোনদিন হয়তো ভুলতে পারবোনা। ভালথেকো তুমি দূর অজানায়।
অসাধারণ গান গুলো,,, মনির খান অতুলনীয় তার কোন তুলনায় হয় না,, আমার জীবনে একটা শিল্পীই ভালো লাগে সে হলো মনির খান,,,,,,, So love this,,,,,,,, Rehana Tasnin Aysha
আসসালামু আলাইকুম, শ্রদ্ধেয় গুরুজি... "তুমি দূরের মানুষ হয়ে গেলে" এই এ্যালবামটির নাম পরিবর্তন করে "আমার মরণ কালে" রাখা হয়েছে....! আমরা আপনার মূল এ্যালবামেই আপনাকে পেতে বেশি আনন্দ পাই... এছাড়াও- এই এ্যালবামের ২টি গান বিলুপ্ত করা হয়েছে, যা আমরা কখনই কামনা করিনা... গান ২টি হলো:- ১) 'মা' (যদি তিন ভূবনের সমস্ত সুখ) এবং ২) 'তোমরা খেলা দেখে যাও'.... আপনার একটি গানও যাতে কোন এ্যালবামে মিস না হয়... আপনার কোন একটি গান যখন কোন এ্যালবামে মিসিং পাই, তখন অনেক খারাপ লাগে... আমার কাছে মনে হয়- আপনি জীবনে যত গান গেয়েছেন, সেই সমস্ত গানগুলো দিয়ে আলাদা একটা এ্যালবাম করি... যাতে আমি সারাজীবন আপনার গানগুলো একটানা শুনতে পারি...!!! বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, আপনার যত এ্যালবাম আছে সবগুলো এ্যালবামই অরজিনাল নামেই প্রকাশ করার জন্য... এবং আমরা যাতে আপনার যে কোন এ্যালবামেই কোন গানই মিস না করি... দেহে যদি কোন একটি অঙ্গ না থাকে তাহলে যেমন লাগে, তেমনি আপনার এ্যালবামে কোন একটি গান মিস হলে তেমন লাগে... আশা করি আমার অনুরোধটুকু দয়া করে রাখবেন.... (সায়েম,লাকসাম,কুমিল্লা)
এই চোখ বলে তোমাকে রাখবে চোখে ,,,,এই বুক বলে তোমাকে রাখবে বুকে,,,তুমি বলো রাখলে কোথায় তুমি থাকবে সুখে,,থাকবে সুখে,,,I love you 💖💖প্রিয়তম এখনো তোমাকে অনেক ভালো বাসি
সারাদিন মুখে হাসি থাকলেও মনটা কেন যে খুশি হয় না কে জানে জীবনে অসাধারণ কাউকে খুজে না সাধারণ কাউকে খোজো যে তোমাকে অসাধারণ করে রাখবে 👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧🌹👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧👨👨👧👧🌹👨👨👧👧👨👨👧👧👨👨👧👧🌹👨👨👧👧👨👨👧👧👨👨👧👧🌹👨👨👧👧