আসসালামুয়ালাইকুম। আল্লাহ তাআলার কাছে। দয়া ভিক্ষা চাই। সকল পিতা-মাতাকে যেন আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন । এবং সুস্থতা দান করে। সকলে আমরা দোয়া করি পিতামাতার জন্য।
মনির খানের মত শিল্পী বাংলার মাটিতে আর আসবে কিনা না জানি না।তবে বাংলার মাটিতে মনির খানের গান গুলা অনেক অনেক যুগ থেকে যাবে। সেই ছোট সময় থেকে তার গান শুনি অনেক ভাল লাগে। আমার মনে আছে ছোট বেলায় আমার চাচা মনির খানের গান শুনতেন,মূলত তার মাধ্যমেই আমি মনির খানের ভক্ত হয়ে যাই। অনেক অনেক শুভ কামনা মনির খানের জন্য। অনেক ভাল বাসি স্যার আপনাকে পৃথিবী সকল বাবাকে জানাই সালাম 🥰🫡
মনির খান প্রথম যিনি মা বাবার গান গেয়ে পুরষ্কার পেয়েছেন। তার সময়ে সবচেয়ে বেশি এলব্যাম বিক্রি হয়েছে তার গান গুলোর।নকুল কুমার আর মনির ভাই দু-জনে মিলে একাকার।
২০১৪ সালে ১১ জুলাই আমার বাবা দুনিয়ার মায়া ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন,,,,সকল বাবাদের আল্লাহ জান্নাত বাসী করুন,,,, আর যারা ভাগ্যবান বাবা - মা আছে তারা সকলেই তাদের ভালবাসেন
বাবা এক অনবদ্য নাম। বাবা নামটি মনে হলেই যেন শরীরটা শক্তিহীন হয়ে পরে। যার বাবা নেই সেই বুঝে শূন্যতা কি জিনিস। বাবা নামটিতে আল্লাহ যেন মধু মিশ্রিত করে দিয়েছেন। সকল বাবা হারা সন্তানদের পক্ষ হতে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তাদের পরপারে শান্তিতে রাখেন।
দোছ আমি তোমার গান শুনতে শুনতে জীবনের ৪৫ বছর বয়সে ও তোমার দোছ হয়ে রইলাম ! তোমার গান আমার জীবন এর সাথে মিলে যায় সেই থেকে তুমি শুধু তুমি তোমাকে ভুলতে পারিনা দোছ ধন্যবাদ
মনির খান হলো বাংলাদেশের গৌরব সোনার ছেলে সোনার শিল্পী। বাংলার মানুষের অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসা পাওয়া একজন শিল্পি আল্লাহ যেন তাকে ইসলামিক গানের জন্য কবুল করেন আমিন