অপূর্ব একটি ছায়াছবি দেখানোর জন্য অনেক ধন্যবাদ । উত্তম কুমারের এই ছবিটি অনেক দিন পর দেখলাম । দুর্লভ ছায়াছবি। কাহিনী ও সকল অভিনেতা -- অভিনেত্রীদের প্রাণবন্ত অভিনয়ের গুণে ছায়াছবিটি সমৃদ্ধ । ছবির গানগুলো কেন শোনা গেল না? আশাকরি আগামী দিনে এরকম ভুল আর হবে না । পুরো ছায়াছবিটি আবার দেখানোর অনুরোধ জানাচ্ছি । এই রকম পুরোনো দিনের ছায়াছবি গুলো মাঝে মাঝে পুনরাবৃত্তি করে দেখালে ভালো লাগবে । কাহিনী ও অভিনয়ের গুণে সমৃদ্ধ এই সকল ছায়াছবি গুলো যতোই দেখা হোক সব সময়ই ভালো লাগে দেখতে। এই সকল দুর্লভ ছায়াছবিগুলি সংগ্রহ ও যত্ন করে রাখা উচিত। ছায়াছবিটির প্রিন্ট পরিষ্কার ছিলো কিন্তু সাউন্ড কোয়ালিটি খুব ভালো ছিলো না। উত্তম কুমার অভিনীত ছায়াছবি -- দৃষ্টি দান , কামনা , বকুল, কল্যাণী , দেবএ, লাখ টাকা, নবীন যাত্রা , নষ্টনীড় , ও রে যাত্রী , মর্যাদা , সহযাত্রী , রাত ভোরে , যাত্রা হলো শুরু, ডাক্তার বাবু, পুষ্পধনু, খেলাঘর, বড়দিদি, নেকলেস, কান্না , দো দিল, আমার দেশ , শ্রী কান্তের উইল , কিতাব , বন্দী , দুই ভাই , বিন বাদল ভরসায় , ভ্রান্তি বিলাস , সঞ্জীবনী , বউ ঠাকুরাণীর হাট , সুরের পরশে , শিকার ও পুরোনো দিনের অন্যান্য অভিনেতা -- অভিনেত্রীদের আরো ভালো ভালো ছায়াছবি গুলো আগামী দিনে দেখানোর অনুরোধ জানাচ্ছি ।
খুব সুন্দর ছবি। যেগুলো ইউটিউবে নেই সেই সব ছবিগুলো কি আপলোড করা যায় না? একটু দেখুন যদি নবদিগন্ত, রাজনন্দিনী, কাজললতা, চিরকুমার সভা এই সব ছবিগুলো যদি পাওয়া যায়।
মানুষের জীবন বড়ই অদ্ভুত রে!মানুষের দু'টি সমমনা মন ও জীবন স্রোত যতই একই ধারাবাহিকতায় ও ছন্দে বয়ে চলুক না কেন, সময়ের আবর্তে ও জীবনে প্রয়োজন এবং অভিজ্ঞতা আর চাওয়া পাওয়ার টানা পোড়নে তার ছন্দ পতন হবেই!নদীর যেমন শুরুত একই নদীর অববাহিকায় গতিময় ভাবে চলে যায় তবুও প্রাকৃতিক ভাবে হলেও নিজেকে নতুন নদী পথে বা দিশায় নিয়ে যায় আর এটাই স্বাভাবিক কারন এটা তো হওয়ারই ছিলো!তাই মানুষেরও বাল্যবস্থা ও কিশোরে দুটি মন,সত্তা বা মানুষ যতই একে অপরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থাকুক না কেন,একটা সময় পরে তাদেরও এই সহযাত্রায় ছন্দ পতন ঘটবেই কারন সময়ান্তে তখন তার দুটি আলাদা পরিপূর্ণ মানুষে রুপে নিজেদের প্রতিষ্ঠিত করে এবং তাদের জ্ঞান বৈরাগ্য রুচি পছন্দ ইত্যাদি সব কিছুতেই মতামতের অমিল হওয়ার সম্ভাবনা বাড়িয়ে দেয়!প্রাপ্ত বয়স্ক প্রত্যেক মানুষই তার নিজের রাজ্যের রাজা তাই তার থাকে সর্বদা নিজস্বতা,কেউ বা অাধুনিকা ও চটপটে আবার কেউ বা একটু গম্ভীর ব্যাক্তিত্ব সম্পন্ন চাপা স্বাভাবের আর নিজেদের প্রকাশ ভঙ্গিমাও আলাদা হয়ে থাকে।তবে প্রেম বা ভালোবাসা এমন এক অনুভূতি কাকে কার প্রতি যে কিভাবে ভিজিয়ে দিয়ে যায় তা বুঝা বড় মুশকিল!এ যেন এক ত্রিকোনামিত'ক প্রেমের গল্প!তবে এই প্রেমের বিষ যখন প্রত্যেকেই খেয়েছে তখন তো এক জনকে এই বিষ হজম করে নীলকন্ঠ রুপ ধারন করতেই হবে এ তো কোন ছাড়া কোন উপায়ও নেই!কারন,দর্শক আমরা যতজনই হই না কেন চাঁদ কিন্তু একটাই।তবে ভালোবাসলে লস্ নেই লাভ ছাড়া কারন,নিজের করে পেলে 'সফলতা'র দিক দিয়ে লাভ আবার ভালোবাসা প্রয়োজনে ত্যাগ করলে 'স্বার্থকতা' দিয় লাভ।তবে দার্শনিক বা শিল্পিরা স্বাভাবত ভাবেই একটু বেশিই হজম করতে পারে সেটা তিরস্কারের যন্ত্রনা বা না পাওয়া ভালোবাসার রিক্ততা!সর্বপরি বলতে চাই,সত্যিই এমন বন্ধুত্ব বিরল তাই সকলে মিলে বন্ধুত্বের জয়গান গাওয়া উচিত!সকলে সতর্ক ও সচেতন হোন!ধন্যবাদ।
যে আশা নিয়ে ছবিটি দেখতে বসেছিলাম, সেটি পূরণ হলো না। গান, বিশেষ করে অমর গান মৌবনে আজ মৌ জমেছে কেন নিঃশব্দ করে রাখা হল বুঝতে পারলাম না। তাও ছবিটি আপলোড করার জন্য অসংখ্য ধন্যবাদ।
পুরানো দিনের সিনেমায় গান একটা প্রধান বিষয়, এসব গান যদি শুনতে না পাওয়া গায় কেমন লাগে? এখনকার জেনারেশন এসব মুভি দেখবে না ৫০-৬০ দশকের সিনেমা। আমরা যারা দেখি তাদের জন্য গান শুনতে না পাওয়াটা খুব বেদনাদায়ক।
পুরানো দিনের উত্তম সুচিত্রা মালা সিনহার চলচ্চিত্র গুলো Remake হওয়া উচিত। দর্শক স্বস্তি পাবে। সমাজের অবক্ষয় বন্ধ হবে। মানুষের মূল্যবোধ অক্ষয় হবে। ভারতীয় সংস্কৃতি প্রাণ ফিরে পাবে। সমাজে পুনর্জাগরণ ঘটবে।
সুন্দর গান গুলি Miss করলাম। খুব দুঃখ পেলাম। এইভাবে গান বাদ দিয়ে চলচিত্র দেখানোর কোন অর্থ নেই। গান চলচিত্রের আত্মা। এইভাবে দর্শকদের দুঃখ দেওয়া ঠিক নয়।
Chobir gan gulo keno bad deoa hoyeche, karon ta janaben,ei chobir pran hoche chobir gan gulo. Uttam babur chobi charar aage valo kore khutiye dekhe neben. Asha kori parer bar ei vul ar korben na.
Ami sumita Bhattacharya .ami tomake aei katha bolini. Suddenly aei dharen ekti comments dekhte pai. Tahole sujata likhe thakte pare.God knows jai hok ami atota kharap noi je shikha guru ke e dharener katha likhbo. Sujata timid amar kadhe banduk rekhe fire korche. Orr sat sahash jodi thakto tahole nijer number diye lekhe na keno ? Orr kache ekhon tinte number royeche. Ekdin jodi thik aei kathata likhte paro tumi noy apni badder e dharoner katha likhte paren na. Tumi kore bolo jodi dhare felbe je eta tumi likhecho. Tit for tat. Tumi jano Foriyad movie ta ajkal keno anek din agger thekei dekha bandha kore diyechi.