গান টা শুনলে আবু সাইদ থেকে শুরু করে আবরার সবার কথা মনে পড়ে চোখে পানি চলে আসে। আমাদের একজন নোবেল ম্যান ছিলো বাট সে তার প্রতিভাকে কাজে লাগাতে পারেনি আফসোস। ভয়েস টা এখনো কত আবেগে ভাসায়।
নোবেল তোমার মতে বলিষ্ঠ কন্ঠ আমাদের এই বাংলাদেশের দরকার। স্পষ্ট এবং বাংলা গানের জন্য তুমি সেরা হয়ে থাকো এই দোয়াই করি ।কাম ব্যাক করো নোবেল ।তোমার ফিরে আসা দরকার নোবেল ।তোমাকে আমরা ভালোবাসি। ভালো একজন শিল্পী এবং ভালো ভালো গান উপহার দেবে আমাদের এবং সবার সঙ্গে ভালো সম্পর্ক রেখে তুমি আগামী দিনগুলো চলবে এই দোয়াই করি। ভালো মানুষ হও, তোমার গান শুনবো এই অপেক্ষায় থাকে তোমার ভক্তরা। ভালোবাসা দোয়া দুইটাই থাকলো নোবেল❤❤❤❤
২৪ এর আন্দোলনে প্রতিটা দিন এই গান শুনতাম আর দেশের প্রতি এক অন্যরকম ভালোবাসা সৃষ্টি হতো। নিজের জীবনের থেকেও বেশি ভালোবাসা সৃষ্টি হয়েছে জন্মভূমির প্রতি। তখন জীবনের তোয়াক্কা না করে রাজপথে নেমেছি কত বন্ধুকে হারিয়েছি সহপাঠীকে হারিয়েছি রক্তাক্ত রাস্তা দেখেছি আমি ফিরে এসেছি কিন্তু বন্ধু আর সহপাঠীদের হারিয়েছি। কে জানতো এই গানটার কারণে দেশের প্রতি এত ভালোবাসা সৃষ্টি হবে। ভালো থাকুক আমার ২৪ এর সহযোদ্ধারা।
কে জানতো এই গান আজ ২০২৪ এ এসে কোটা শহীদদের স্বরণে শোনে এতোটা আবেগপ্রবণ হয়ে পরতে হবে! আমাদের বাবা-দাদারা কেন এইসব গান শুনলে চোখের পানি ফেলতো তা আজ আমরা বুঝতে পারছি। দেশকে দ্বিতীয় বার স্বাধীন করতে যারা শহীদ হয়েছে আল্লাহ তায়ালা উনাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস দান করুক। আর যারা নিজেদের হাত,পা,চোখ ইত্যাদি অংগ হারিয়েছেন আল্লাহ তায়ালা আপনাদের কে উত্তম প্রতিদান দিক❤️🇧🇩
প্রতিটি কথা আর সুর যেন প্রতিটি মুহুর্তে জানান দিয়ে যাচ্ছে দেশ কে আমরা ভিশন ভালোবাসি...অগাধ শ্রদ্ধা তাদের প্রতি যারা দেশের জন্য অকপটে নিজের জীবনকে বলি দিয়েছেন🫡
এই গান যতবার শুনি আমার গায়ের পশম দাঁড়িয়ে যায়। ২০২৪ সালের যুদ্ধতে খুব কাছে থাকার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ। তাই ড্রামের শব্দগূলোর সাথে গুলির শব্দের মিল পাই।
Akdom..amro same,, kanna dhore rakhtr pari nh..ah amr viyera koto nirmom vabe sohid hoyesr desher jonno..koto kosto paise amr vi gulo..Allah oder sokol ke maf kore jno jannater উচ্চ makam dan korr 😢🥺
গানটা শুনলে 😢 চোখের কোনায় অজান্তেই কেমন জল চলে আসে,,, যারা দেশের জন্য দেশের মানুষের জন্য প্রাণ উৎস্বর্গ করেছেন তাদের এই বলিদান যেন আমরা বিফলে না দিই কখনো 😢😢
একই গান অনেকেই গেয়েছে, কিন্তু তোর গাওয়া এই গান আমি কয়েকশো বার শুনে ফেলেছি। যতবার শুনি ততবার মুগ্ধ হই। সৃষ্টিকর্তা তোকে কণ্ঠ দিয়েছে কিন্তু তুই সেটা ব্যবহার করতে পারলি না যথাযথ। নষ্ট হয়ে গেলি। কষ্ট হয় তোর জন্য। ভিশন
বিপ্লব চিরাচরিত ! স্বাধীনতা অর্জন, রক্ষার জন্য বিপ্লব ছিল বিপ্লব থাকবে। যেসব তাজা প্রাণের বিনিময়ে যুগে যুগে স্বাধীনতা অর্জিত হয়েছে তাদের আত্নার মাগফেরাত কামনা করি। আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিবেন।
আমাদের আন্দোলন এ নোবেল এর গান গুলো.......... আমাদের স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এর ফুটন্ত জীবন গুলো..... দেশপ্রেম আছে ...এরা আবার দেখিয়ে গেলো কত স্বপ্ন দেখি..কয়দিন আগেও মনে হতো দেশে থাকবো না ...সত্যি বলতেসি এখন ইচ্ছে করেনা.. দুনিয়ার চিন্তা মাথায় ঘোরে এইটা করলে ভালো হতো ঐটা করলে ভালো হতো...দেশ সংস্কার করতে ইচ্ছে করে তীব্র আমাদের রাজাকার এর বাচ্চা গুলো ✊
ইশ! তিনদেশের সকল মানুষ যদি আপনার মত হতো। তাহলে এই উপমহাদেশটা কত সুন্দরই না হত। কিন্তু, তিনদেশের মানুষগুলো সবসময়ই একে অন্যের পেছনে লেগে থাকে একে অন্যকে ছোট ও আপমান করার জন্য। দেখে খুব খারাপ লাগে। আপনার জন্যও শুভকামনা!❤❤❤
একদম না । এটি বাংলাদেশের জন্য লেখা গান নয়। কোন মুক্তিযোদ্ধা বা কোটা যোদ্ধার জন্য এই গান নয়। এই গানের প্রতিটা নিঃশ্বাসে রয়েছেন ক্ষুদিরাম, বাঘা যতীন, বিনয়-বাদল- দীনেশ, আসফাকুল্লা খান, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদরা। ভারতের স্বাধীনতা সংগ্রামের গান কি করে বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে?
@@সঞ্জয়মোড়ল-হ৬জ হিন্দু নিয়ে কোনো প্রবলেম নেই। প্রবলেম হলো সোনাগাছির প্রতিষ্ঠাতা ও ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করা চরম মুসলিম বিদ্বেষী মাল রবির উপর। 😊
@@mdmisbah3441 মানে তখন ভারত ছিলো। কিন্তু বাংলাদেশ এখন আর ভারত নেই। সুতরাং এই গানের ওপর বাংলাদেশের কোন অধিকারও নেই।এই গান ক্ষুদিরাম, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, আশফাকুল্লা খান, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, কর্তার সিং সারাভাদের জন্যই মানায়। বিদেশী মুক্তিযোদ্ধা বা কোটা যোদ্ধাদের জন্য না।
এই গানটি যে লিখেছে,,, সে কি মুসলিম নাকি নন মুসলিম? তার পরিচয় কি?? বিশেষ কারণে জানতে ইচ্ছে করছে,,,,, দ্বিতীয় নাম্বার কথা হচ্ছে,,, এটার কিছু পরিভাষা নিয়ে প্রশ্ন আছে,, কেউ যদি আমাকে বুঝিয়ে দিতে পারেন তাহলে রিপ্লাই করবেন,,, ১. মন্দির দ্বারা কি বুঝানো হয়েছে? ২. বিজয়লক্ষ্মী বলতে কি বুঝানো হয়েছে? আমি জানার জন্য প্রশ্ন করছি কেউ ভুল ভাবে নেবেন না