আমি এই অত্যাধুনিক ইন্টারনেটের যুগে থেকেও প্রতিদিন এইসব অসাধারণ পুরনো মুভি গুলো দেখলে খুব শান্তি লাগে আমার। উত্তম কুমার, সৌমিত্র,সুচিত্রা, সাবিত্রী, সুপ্রিয়া দেবী ওনাদের আমি খুব পছন্দ করি ওনারা সব যুগের সেরা অভিনেতা অভিনেত্রী।।। অসাধারণ মুভি💟💟অনেক কিছু শেখার আছে।।
হতে পারে এটি 1972 সালের একটি পুরনো সিনেমা কিন্তু এটি বর্তমান সময়ের একটি কারেন্ট সিনেমা। সৎ পথে শিক্ষিত ব্যক্তিদের যেকোনো কাজ করে খাওয়ার প্রেরণার সিনেমা। 👌👌♥️♥️
Soumitra chattopadhyay screen এ থাকলে কেন জানি না পুরো attention টা ই আমার ওনার দিকে চলে যায়। যে কোনো নায়িকার সঙ্গে ওনাকে এত সাবলীল লাগে। আর অনুপ কুমার তো অনবদ্য । 🙏
আপনার Feedback-এর জন্য ধন্যবাদ। You can enjoy the rest of our uploads available in : Android : bit.ly/3eSJtKq iOS : apple.co/2IyrUTZ Web : www.klikk.tv/
আমার গুছিয়ে কথা বলা কিম্বা গুছিয়ে লেখার গুন কোনো দিনই ছিল না আজ ছেষট্টি বছর বয়সে এসেও সেই ট্রাডিশন সমানে চলছেই ।যে কথাটা বলার জন্য শিব ঠাকুরের গীত গাইতে বসেছি সেটা হচ্ছে অবশ্যই ভালো গল্পকার ও গল্পের বুনোট কিভাবে বুনতে হয় সেই শিক্ষাটা হয়তো এ যুগের যাঁরা সিরিয়াল সিনেমার লেখক বা লেখিকা তাদের জন্য খুবই শিক্ষণীয় ।এতো গেল রান্না করার প্রথম ভাগ, এবার আসি দ্বিতীয় ভাগে সেটা হচ্ছে অসাধারণ অভিনয়ের গুনে একটা গল্প কিভাবে প্রতিটা মানুষের মনের গভীরে পৌঁছে দিতে হয় সে বিষয়ে কোনো সন্দেহ থাকার কথা নয় আর সেই দুঃসাহসী মনোভাব বা স্পর্ধা আমার নেই, আর বাদবাকি কথা আমার ভেতরে যা ছিল অন্যরা তা আমার আগেই মন্তব্য করেছেন তাঁরা ।🙏
Amazing movie ahead of times, and correct in its prediction of socioeconomical fate of Bengali middle-class youth. SMSB/Small entrepreneurship is the way to go. BTW, Minu is played by Sumita Sanyal, not Mahua
❤️এটা ডাইরেক্টর এর জন্য, ❤️ এটা গল্প কার এর জন্য, ❤️ এটা স্ক্রিপ্ট রাইটার এর জন্য,( ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️আর এসব হল ক্যামেরার সামনে অভিনয় করা অভিনেতা-অভিনেত্রীদের জন্য ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️) বাংলা সিনেমায় যদি মহানায়ক কাউকে মানতে হয় কিংবা বলতে হয় তাহলে ❤️সৌমিত্র চট্টোপাধ্যায় ❤️ কেই মনে করি।।।।।।।ওনার মধ্যে একটা পুরুষালি ভাব ছিল তাঁর সাথে আরো অনেক কিছুই ছিল প্লাস পয়েন্ট।।।।আর মহানায়িকা বাংলা সিনেমার মাতা অবশ্যই অবশ্য ❤️ সুচিত্রা সেন ❤️🙏🏻🙏🏻
আমি ১৯ শতাব্দীর ছায়াছবির ভক্ত তা বলে এখনকার ছায়া ছবি কে মন্দ বলবো না!উত্তম কুমার সুচিত্রা সেন,সৌমিত্র সাবিত্রী, বিশ্বজিৎ সন্ধ্যা রায়,জহর রায় ভানু বন্দোপাধ্যায়,তুলসী চক্রবর্তী,নবদ্বীপ হালদার কাহিনীতে না থাকলে মনে হয় মানানসই হচ্ছে না!😢
আসলে মানুষের আধুনিক মুক্ত চিন্তা ধারা কখোনো সময়ে গন্ডিতে আটকাতে পারেনা। নিজের শত হেরে যাওয়াতে উঠে দাঁড়াতে হাত বাড়িয়ে দেওয়ার মত পরিবার আর মনের জোর থাকলে ভাগ্য পরিবর্তন হতে বাধ্য।
Ato sabaleel akta cinema bahudin por dekhlam.Dadasaheb falk Soumitra Chattopadhyayer exeptional avinoy ja motei avinoy noy jeno chira bastab, tr. sathe Anup kr. Living legend Sabitri mam kake chere kake bolbo 100/100. protyek. 🙏🙏🙏🌹🌹🌹👍👍👍👍👍
আমি সবসময়ই সাদাকালো প্রেমী,রংবেরং এর চোখ ঝলসানো আলো আমার বড্ড বাজে লাগে। ছোট বেলায় যখন পরিবারের সবার সাথে দেখতাম তখন বারবার ইচ্ছে করতো মিনু পিচ খাইতে। আর আজ লেখাপড়ার পাঠ চুকিয়ে ছবিটা দেখি আর ভাবি সবজায়গা এত ডিজিটাল আমার চা এর দোকান দেওয়ার মতো বাংলায় কোন জায়গা ফাকা আছে বলে মনে হয় না। বারবার হেরে যাই নিজের কছে। আজ ছবি যেন বাস্তব জীবনে পরিণত হয়েছে।