দুনিয়ার জীবন একটা খেলা ও মনভুলানো সামগ্রী মাত্র, আসল জীবন হচ্ছে পরকাল....! 🎤পপ শিল্পী বা রক শিল্পী আইয়ুব বাচ্চু মারা গেছেন। তার আত্মার শান্তি কামনা করে দিচ্ছে কেউ পোষ্ট। গ্রুপগুলো আমিন আমিন কমেন্ট। কেউ আবার বলছে, "ওপারে ভালো থাকবেন" মনে হচ্ছে কবর টা ঐ শিল্পীর শশুড়বাড়ি!! এই দেশে আস্তিক, নাস্তিক, ইমানদার, মুনাফিক, সুদ খোর, ঘুষখোর, বেশ্যা সবাই মরার পর পাক্কা মুমিন মু'মিনা হয়ে যায়। তাদের জানাযায় শরিক হওয়া যেন জীবনের আসল লক্ষ!! হায় জাতি!! আফসোস!! এখান থেকে আমাদের শিক্ষা নেয়া উচিত, কেউ থাকবেনা, কেউ থাকতে পারবে, কেউ পারেওনি, তুমিও থাকবেনা। এইসব শিল্পীর ভক্তি বাদ দিয়ে তাওবা করে মহান আল্লাহর দিকে ফিরে আসো। পরকালে কেউ কারো হবে না। হে মুসলিম ভাই ও বোনেরা । হে মুসলিম যুবক ও যুবতীরা শুনে রাখো......! দুনিয়ার লোভ-লালসাকে পরিত্যাগ করিতে হয় তাহা বুঝা একটিু কঠিন ব্যাপার। আল্লাহতায়ালা বলেন: “দুনিয়ার জীবন একটি ছলনার বস্তু ব্যতীত আর কিছুই নহে।” দুনিয়ার জাহেরী চাকচিক্য ও মধুরতা উহার প্রকৃত স্বরূপকে গোপন করিয়া রাখে। যদি তুমি উহার জাহেরী রূপলাবণ্যে বিদ্ধুগ্ধ হইয়া পড় তবে তোমার মত নাদান আর কেহ নাই, কারণ তাহা হইলে আখেরাতে তোমার দুঃখ কষ্টের কোন সীমা থাকিবে “বুদ্ধিমান ও স্বচেতন ব্যক্তি সে-ই যে তার নফসকে নিয়ন্ত্রণে রাখে এবং পারলৌকিক জীবনের জন্য সৎকর্ম করে। আর নিবোর্ধ সে ব্যক্তি, যে প্রবৃত্তির চাহিদা পূরণে সময় ক্ষেপণ করে এবং নেক আমল না করে আল্লাহ তাআলার কাছে কিছু পাওয়ার দুরাশা পোষণ করে। ,, না..
একটা সময় ছিলো ২ টা পেন্সিল ব্যাটারি দিয়ে Walkman এর মাধ্যমে এই গানগুলো শুনতাম,, ২০২৪ সালে এসে এই গানটা শুনছি Android মোবাইলে,, দিন পরিবর্তন হয় কিন্তু সৃতি কখনো পরিবর্তন হয়না
ai ganta sunechi aro baro tero bochor age ,tokhon amader barite akta onusthab hooye chilo biyer tokhon amar akta caousiner biyete,tokhon akta somoy basay sobai ganer ashor boshaichilo tokhon ai ganta akt vi gaichilo tokhon theke ami ai ganta fan onek din pore sunlam ai ganta