আমার শেখরের চরিত্রের imperfection টা সবথেকে পছন্দের। সে ললিতাকে একান্ত নিজের বলেই মনে করতো, তাই ললিতাকে যেমন নিজের থেকেও বেশি ভালোবেসেছিল তেমনি তাকে অবহেলা ও ঘৃণা করতেও পেরেছিল !!! আবার নিজের ভুল ভাঙতে তার স্বীকারোক্তি করতেও তার এইটুকু দ্বিধা হয়নি!! ললিতা ছিল তার অন্তরের একেবারে অন্তস্থলে ... ভালোবাসার আনন্দ ও যন্ত্রনা দুটোই সে গভীর ভাবে উপলব্ধি করেছিল । ❤
@@samihachowdhury6738 যাকে মানুষ ভালোবাসে, সে তাকেই "অবিশ্বাস" করে !! ইহাই "ভালোবাসার নিয়ম!!" এবং "ভালোবাসা একটি অভ্যেসও বটে !!" আর "ভালোবাসা যদি অভ্যেস না হয়, তবে সে ভালোবাসা টেকেও না, ভুলতেও সময় লাগে না !! আর তাই শেখর ললিতাকে অবিশ্বাস করেছিল, ঘৃণা করেছিল, কিন্তু ভুলতে পারে নি !!" পুরুষ এর ইগো ও পারিপার্শ্বিক পরিস্থিতি তার সবটা গন্ডগোল করে দিযেছিল। তার চরিত্রের বৈশিষ্ট্য শরৎ বাবু তাঁর লেখাতেই সুন্দর করে বর্ণনা দিয়েছেন। আমি বলার কে ?
@@samihachowdhury6738ভালোবাসলে যেমন "ভালোবাসা" থাকে তেমন "অবিশ্বাস" ও থাকে !! নাহলে তা "ভালোবাসা" নয়!! আর "ভালোবাসা একটা অভ্যাস ও বটে !!" "অভ্যাস" না হলে "ভুলতেও সময় লাগে না !! ছেড়ে গেলে যন্ত্রনাও হয় না !!" শরৎ বাবুই শেখরের চরিত্রের পুরুষের ইগোর সুন্দর বর্ণনা দিয়েছেন। আমি আর কি বলবো !!!
নাঃ কোনদিনও এই সিরিজ দেখবো না .. বই পড়ে চরিত্রগুলো যেভাবে ভেবেছি তারা সেভাবেই থাকবে মনের মনিকোঠায় ! .. সে পরিণীতা হোক্ বা চরিত্রহীনের সতীশ সাবিত্রী হোক্ .. ❤
"পরিণীতা"র সঙ্গে যে আবেগ জড়িয়ে আছে সেটা ভাষায় বলা সম্ভব নয়। জানি না বর্তমানে কোন পরিচালক সেই গল্পের সঠিক মূল্যায়ন করতে পারবে কি না তবে অপেক্ষায় রইলাম।❤❤
সৌমিত্র এবং মৌসুমী অভিনীত পরিণীতার থেকে আকাশ পাতাল তফাৎ হবে গৌরব এবং দেব চন্দ্রিমা অভিনীত পরিণীতা। ওখানে শেখর ২৪/২৫ এবং ললিতা ১৩ বছরের যা সৌমিত্র এবং মৌসুমী খুবই সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। তাছাড়া যারা উপন্যাস টা পড়েছি তাঁরা খুব সুন্দর ভাবে সিনেমার সঙ্গে উপন্যাসের সংযোগ করতে পারবে। কিন্তু এটা দেখে যা মনে হচ্ছে সিরিজ পুরোপুরি আলাদা হবে। অতিরঞ্জিত সংলাপ, অতি বিবৃতিতে কাহিনি অগ্ৰগতি করা হচ্ছে।আজ বাইরে যখন কিছুক্ষণ আগে পর্যন্ত মুষলধারে বৃষ্টি হচ্ছিল ঠিক তখনই আমার মনে হঠাৎই খেয়াল উঠল শরৎচন্দ্রের পরিণীতা পড়বো। উপন্যাসটি আমার অত্যন্ত প্রিয় একটা উপন্যাস। উপন্যাস শেষ হওয়ার পর হাতে মোবাইল নিয়ে ইউটিউব খুলতেই ট্রেলার টা দেখলাম। আমি কিছুটা আশাহত 😓
না গিরীনের সাথে ললিতার বোন অর্থাৎ আন্নাকালীর বিয়ে হয়েছে তাও সেটা গিরীনের ইচ্ছেতেই...!❤️🩹 আর নায়িকা ললিতা আর নায়ক শেখরের বিয়ে হয়েছিল গিরীন বাবুর ললিতাকে বিয়ের প্রস্তাব দাওয়ার অনেক আগেই...!😌✨
@@AntaraGhosh-k8gগিরীন বাবু নিতান্তই নিপাট ভদ্রলোক, ললিতাকে বিয়ে করার প্রস্তাব দিলেও ললিতার একটি মাত্র কথা 'আমার স্বামী আছে 'তে তিনি মনে মনে ভালোবাসলে ও দ্বিতীয় বার বিয়ের কথা বলেন নাই। সত্যি গিরীন বাবু ভালোবাসারই যোগ্য।
আগেই ট্রেলার টা দেখার ইচ্ছা ছিল , কিন্তু দেখিনি কেন জানেন শুধুমাত্র গপ্পো মির এর ঠেক এ গল্প টা শোনার অপেক্ষায় ।আজ পরিণীতা গল্পটা পুরো শোনা শেষ করে ট্রেইলার টা দেখলাম । আমার তো অসাধারণ লেগেছে এখন সিরিজ টা কেমন হবে তার অপেক্ষায় থাকলাম। আশা করি ভালই হবে❤
পরিণীতা, ভীষণ সুন্দর একটা গল্প। শেখর আর ললিতার চেহারার বর্ণনাও ভালোভাবে দেওয়া হয়েছে সেখানে। ললিতার বয়স আরো একটু ছোটো এবং আমাদের কল্পনায় সেই চরিত্রের অবয়ব অতীব জোরদার এবং ভয়ংকর রকমের অবসেশনের। তাই এই পরিণীতার ট্রেলার দেখা এবং দেখে মনে হল ওই ছোট ছোট লাইন, দৃশ্য গুলো মনের কল্পনায় যতটা মজবুত ততটা এই ট্রেলারে নজরকাড়া হয়নি। পরিণীতা আমাদের ছোটোবেলার প্রথম ভালোবাসা, আজো মনখারাপ হলে পরিণীতা পড়তে ভালোলাগে । ❤
আরে মশাই , যদি শ্রদ্ধেয় কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আসল গল্পঃ পরিণীতা শুনতেই হয় বা উপলব্ধি করতেই হয় তবে গপ্পো মীরের ঠেকের থেকে পরিণীতা গল্পঃ টি শুনুন । ওখানে অনির্বাণ দা শেখরের অভিনয়ে আছে। তৃপ্তি পাবেন। এসবের থেকে অনেক ভালো❤ যাকে বলে খাঁটি ❤
পুরনো স্মৃতিগুলোকে অগ্নি স্পর্শ করে গিয়েছে। তিলে তিলে গড়ে ওঠা মায়া গুলো বেহায়ার মতো পিছু তাড়া করে বেড়ায়। ছেড়ে থাকতে চাইলেও কেন জানি ঘিরে ধরে চারপাশ থেকে। গভীর থেকে মায়া, পরিণীতা 🖤😑
Recently গপ্পো মীর এর ঠেকে শেখর এর চরিত্রে অনির্বাণের গলা শোনার পর, গৌরবের অভিনয় মেনে নিতে পারছি না। সব চরিত্র সবাইকে দিয়ে হয়না যেমন ব্যোমকেশ আর শার্লক হোমসের এর গলাতে মীর ছাড়া আর কাউকে ভালো লাগে না এটাও তেমন।
ইস্ ,,,, বাঙালি যদি এমন ভাবে গল্প বলতো, দৃশ্যপট যদি এমন হতো, মনে হচ্ছে কল্পনা গুলো চোখে দেখছি , সেই পুরোনো দৃশ্য, বাংলা সাহিত্যের ভান্ডার ঠিক,, তাহলে ভিক্ষে করে বলতে হতো না , বাঙালির পাশে দাঁড়াতে ,, Best of Luck।।। I want more these types of bengali story...❤❤❤❤❤❤❤
If you really want to feel the essence of Parineeta on screen just go watch the one made in bengali way earlier starring Soumitra Chatterjee as Shekhar and Moushumi Chatterjee as Lalita. The authenticity of the roles and story is pretty much in order in that film. This one i am pretty sure is a bengali remake of the hindi version of parineeta. In the novel, Lalita is just a 14 year old unlike the old enough of lalita of every other version (except the one with Soumitra). As much freedom struggle was in the picture of social scenario, there was ill practices like child marriage. The film made with Soumitra and Moushumi puts up a great act representing those times.
Goppo mir er thek e golpo ta shonar por jokhon trailer ta dekhlam... Just durdanto laglo! Gaurav and Debchandrima k darunn lagche. Sai ak golpo kintu notun bhabe!
কোন সেই কিশোরী বেলা তে পড়া উপন্যাস,শেখর দা কে ভালবাসা,ভালোলাগা,কি অদ্ভুত ভাবে গানের ওপারে প্রদীপ্ত চরিত্র থেকে গৌরব চক্রবর্তী আমার ভীষণ পছন্দের,আর সেই আজ শেখর দা,এবং গিরিন এর চরিত্রে অর্পণ দাস কে দেখে ভীষণ ভালো লাগলো,দুজন ও খুব ভাল অভিনেতা,যদিও সিরিজে মূল গল্পর কি হবে জানা নেই,ভালো হোক এটাই চাইবো।
শেখর আর ললিতা সমবয়সী বা বন্ধু ছিল না কিন্তু। উপন্যাসটা এতো বেশি প্রিয় আর এতবার পড়েছি যে কোনো অভিনেতা/অভিনেত্রীই আসলে মনমতো হবে না। আমার কল্পনার চেয়ে সুন্দর হবে না।
প্রিয় গল্প ❤ যতটা পড়ে ভালো লাগে সেটাই বেশি ভালো লাগার কিন্তু এটাও মন্দ নয়.... খুব হিংসে হচ্ছে আমার পছন্দের গল্প টা এবার অনেকের পছন্দের হয়ে যাবে.....🙂😢😅
গান গুলো কবে আসবে? খুব সুন্দর গান গুলো। সঙ্গে web series টাও দুর্দান্ত। শেখরের ভূমিকায়ে গৌরব দা কে ভীষণ সুন্দর দেখাচ্ছে। আর অভিনয় তো অসাধারণ। সঙ্গে সঙ্গে দেবচন্দ্রিমা দি কেও খুব মানিয়েছে। শেষ অর্পণ দা চরিত্র টাও দারুন গিরিন এর ভূমিকায়ে। সব মিলিয়ে পুরোনো দিনার একটা ম্যাজিকাল সময়কাল দেখলাম।
শেখর আর গিরীন এর চরিত্র দুটোর কাস্টিং অদল বদল হলে বেশী ভালো হত। এমনিতেও খুব একটা expectation নেই। বই পড়ে যেমন ভালো লাগা তৈরী হয়েছে তেমনই থাক। এসব দেখে আর নিজের কল্পনার শেখর আর ললিতাকে কোনরকম কিছু বদলাতে চাইনা।
Ajkei golpo ta sunlam tarpor trailer ta dekhe moneholo egulo kotha theke elo esob to nei jeta achhe setai banan na asol tai januk nahoy sobai eto keramoti korar ki khub i dorkar achhe sobete 🙂💔
শ্রীকান্তর মত এবার এই গল্পেরও মা বোন এক করে ছাড়বে এরা !!! সাউথ থেকে হুবহু কপি করার সময় তখন সব ঠিক থাকে, আর নিজেদের অরিজিনাল গল্পকে সিনেমায় এডাপ্ট করার সময় তখন সো কল্ড ক্রিয়েটিভ চয়েজের কথা মনে ওঠে আপনাদের !!! ধিক্কার জানাই এমন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে॥ 🖕🏻🖕🏻🖕🏻🖕🏻🖕🏻
গপ্পো মিরের ঠেকে , যেভাবে পরিণীতা কে উপস্থাপন করেছেন আর শেখর চরিত্রে অনির্বাণ ভট্টাচার্যের কণ্ঠ আমাকে যেভাবে শিহরিত করেছে তা এই অভিনয় একেবারে করতে পারেনি এখানে পুরো গল্পটাই বদলে গেছে।
সত্যি ভাবতে পারিনি 'Parineeta' উপন্যাস টি এত সুন্দর তুলে ধরবে চলচ্চিত্র এর মাধ্যমে 👌🫶 উপন্যাস টি পড়ে যত টা ভালো লেগেছিল তার থেকেও বেশি ভালো লাগলো চলচ্চিত্র টা দেখে।আমি একজন পুরুষ হয়ে এটা বলছি যে , এর দ্বারা এটা বুঝিয়ে দিলেন যে একটা মেয়ের কাছে ভালোবাসার মানুষ ও বিবাহের মর্যদা কতটা ! Thanks a lot Hoichoi এবং পরিণীতা serise এর সকল কর্মকর্তাদের এত সুন্দর একটা series দর্শকদের উপহার দেওয়ার জন্য 🎉🥰❤️💯
Hello hello just for the review. Ami puro movie ta dekhechi And this is an absolutely beautiful movie. A must watch.ami jani oneke poreche onek jon Soumitra Chatterjee k beshi pochondo korban but please jodi eta emni release hoto ott ta na hoye then eta akta masterpiece. Movie just outstanding. Please dont compare actors. Hote pare keu akjon legacy chereche tar but that doesn't mean gaurav da bhalo koreni. He is not legacy now but will become tomorrow. I hope people watch this film. 2to generation por this will become a legacy nd i hope directors ra erakom film ro banai . Also debchandrima is such a sweetheart.love you loads❤️