আসসালামু আলাইকুম ভাই।আপনি যেভাবে গুছিয়ে বুঝিয়ে সুন্দর করে বলেন।আমার মনে হয় আমরা যারা বাঙালি আছি তারা যদি সবাই আপনাকে ফলো করে আপনার মত নম্র ও ভদ্র ভাষায় সেম টু সেম কপি করে যদি অপেরাই যাওয়া যায় তাহলে হয়তো আল্লাহ চাইলে পাওয়া যাবে।ইনশাল্লাহ
আসসালামু আলাইকুম ভাই, আশা করি ভালো আছেন। পরিবার (স্ত্রী,বাচ্চা) নিয়ে আশ্রয়ের আবেদন করার সুবিধা-অসুবিধা এবং শরণার্থী হিসেবে ফ্রান্সের রেসিডেন্স কার্ড পাওয়ার সম্ভাবনা সম্পর্কে একটা কন্টেন্ট তৈরি করার অনুরোধ রইলো। আপনার কন্টেন্ট খুবই প্রাসঙ্গিক এবং আল্লাহ প্রদত্ত সুন্দর কণ্ঠে প্রাঞ্জল উপস্থাপন হৃদয়গ্রাহী। আল্লাহ আপনাকে নেক হায়াত এবং মানুষের উপকার করার তৌফিক দান করুক। আমিন।
আসসালামু আলাইকুম ভাই। আমি দুই দিন হলো আপনার ভিডিও গুলো দেখতেছি। কেইস ফাইল করার আগে দরকার ছিলো আপনার পরামর্শ। এইমাসে ইন্টারভিউ দোয়া করবেন।৷ ভাই দুটোই রিজেক্ট হলে France এ থাকাটা কিভাবে সম্ভব। এর উপর ভিডিও থাকলে লিংক দিয়েন। সুস্বাস্থ্য কামনা করি আপনার। 😊
Assalamualaikum bhaiya....thank you very very much for your Videos ❤️ deshe thaka kalin theke apnar videos dekhe aschi....alhamdulilah last month a amra ofpra theke...case peyechi..apnar videos theke onek inspired hoyechi ame r amar husband...thank you Very Very much ❤️❤️❤️❤️
ভাইয়া আমি France আসার পর থেকে আপনার নিয়মিত ভিডিওয় দেখি।৫ মাস হল France এ। আমার 1st interview opra তে ২৬/০৭/২০২৩ আমি অনেক টা আপনার ভিডিওয় দেখে confidence নিছি।ইছা ছিল interview আগে যূদি আপনার সাথে ৫ টা মিনিট কথা বলতে পারতাম। যূদি possible হয় বলবেন,,please thanks bhaiya❤️🙏
আমি আমার পরিবার নিয়ে, আমার হাসবেন্ড ও আমার ১৫মাসের ছেলেকে নিয়ে ফ্রান্সে সেনজেন ভিসায় যেতে চাচ্ছি। আমরা কোনো দেশ ভ্রমন করিনি। সেক্ষেত্রে আমাদের এই ভিসায় যেতে হলে পূর্ব প্রস্তুতি কি কি নিতে হবে? কোথায় থেকে ভিসা এপ্লাই করা লাগে বা কিভাবে এপ্লাই করব। এবং কি কি লাগবে। আর আমাদের খরচ কেমন লাগতে পারে? ফ্যামিলির কেমন স্ট্যাটাস থাকা লাগবে? প্লিজ একটু বলে হেল্প করেন না প্লিজ। এই ইনফরমেশনটার আমার খুব দরকার। আর যদি ভিসা পেয়েও যায় তারপর ফ্রান্সে যেয়ে স্যাটেল হতে গেলে কি কি করনীয়। কিভাবে কি করব? ওখানে যেয়ে একটা বেবি নিলে কি ওই বেবির প্যারেন্ট হিসেবে পিয়ারের জন্য এপ্লাই করতে পারব? আমার ছেলে কি ওখানে ফ্রিতে ডে কেয়ারের সুবিধা পাবে? আর আমি ও আমার হাসবেন্ড অবৈধ হয়েও মানে যাওয়ার পর দুজনে কাজ করতে পারব? আর আমরা কি পুরো পরিবারের জন্যই পিয়ারের এপ্লাই করতে পারব?
ভাই আমার একটি প্রশ্ন,,,, OFPRA ২ বার ইন্টারভিউ নে?? দুই মাস পুর্বে আমি ইন্টারভিউ দিয়েছি, আজকে আমাকে মেইল করে বলছে আগামী মাসে ইন্টারভিউ.. এই বিষয় কিছু বললে উপকৃত হইব।
Assalamu alaikum vaiya....amake ofra 2 bar interview newar por akon boltese je 6 maser bitore amar result dibe na...Ata kiser jonno hote pare plz doya kore janaben...
আসসালামু আলাইকুম- যদি ইউরোপের সেনজেন এর কোনো দেশের রেসিডেন্ট কার্ড থাকে, যেমন পর্তুগাল রেসিডেন্ট কার্ড থাকে, সেই কার্ড দিয়ে কি ফ্রান্সের এসে,পর্তুগালের রেসিডেন্ট কার্ড চেঞ্জ করে ফ্রান্সের নেওয়া যাবে, বা কোনো ভাবে বৈধ হওয়া যায়।
আসসালামু আলাইকুম ভাইয়া ওপি আমাকে বাসা দিয়েছে ডাব্লিং থাকা সত্ত্বে কিন্তু আমি ওপি বাসায় এসেছি এখন যদি আমি আবার পেরেছে চলে যাই তাহলে কোন সমস্যা হবে কিনা আমায় একটু জানাবেন আমি আপনার সব ভিডিও দেখি ভাইয়া
আসসালামু আলাইকুম ভাই আমি ডায়াবেটিসের অনেক অসুস্থ আমার দশ দিন যাবত আমি হসপিটালে আছি তো এই ব্যাপারে আমি কোন ডকুমেন্ট পাইতে পারি কিনা একটু যদি দয়া করে বলেন
Ofpra আমার ৪ ঘন্টা ইন্টারভিউ নেওয়ার পর বল্লো আমাকে জিজ্ঞেস করার অনেক পশ্ন বাকি আছে তাই তারা আমাকে ২ মাস পর আবার ডাকবে। এ বিষয়ে কারো ধারণা থাকলে শেয়ার করবেন।
ভাই ভালো আছেন আসা করি,আমার অস্টিয়া এর ফিংগার আছে,আমি এখন ফ্রান্স এর এজাইলাম ডাব্লিং এ আছি,আমি অস্টিয়া তে হস্পিটালে ছিলাম কিছুদিন এক্সিডেন্ট করে,ভাই আমি এখন এটা জানতে চাচ্ছি,আমার অস্টিয়ার কোনো ডকুমেন্ট এখানে এদের কাছে আছে কি।জানাবেন দয়াকরে।
আসসালামু আলাইকুম ভাই আপনি কেমন আছেন। আপনার ভিডিও সবসময় দেখি ভাই আমি ফ্রান্সে আসছি ৫ মাস আমি অফির ঘরে তাকি আমার ইন্টারভিউ ডেট ছিলো জুলাইয়ের ৬ তারিখ কিন্তু অফরা তেকে কল দিলে যানায় সেটা তারা বাতিল করেছে বলছে তারা নতুন করে জানাবে। আমি অনেক টেনশনে আছি ভাই এ বেপারে আপনার মতামত কি একটু জানাবেন ভাইয়া প্লিজ।
শুধু ofpra নিয়ে কেন, আর কি কোন বিষয় নেই ফ্রান্সে যেটা একজন নতুন ফ্রান্স প্রবাসীর জন্য গুরুত্বপূর্ণ, যেমন কাজ, কেমন কাজ, কোথায় কাজের চাহিদা বেশি, খরচ কেমন ১ মাসে।
@@Sarowar_HOSSAIN কেন আপনি কি এখন উপকার করতে করতে ক্লান্ত নাকি ভাই, ফ্রান্সে তো কত প্রবাসী কত শত ঝামেলা নিয়ে বসবাস করতেছে, সে সব বিষয় তুলে ধরাও তো আপনার দায়িত্ব যেহেতু আপনি ofpra পাশ করিয়ে দিবেন, এটার দায়িত্বও নিয়েছেন, শত শত ভিডিও শুধু এটার উপরেই নাকি ভাইসাব, আর বাদ বাকি বিষয় নিয়ে কথা বলা দরকার নাই, ওগুলো নিয়ে কথা বল্লে পাপ হবে, মানুষ সহজ জিবন যাপন করার কৌশল জেনে যাবে, টাকা কয়েকটা বেশি কামিয়ে নেবে। মানুষকে কেবল মাএ ofpra তেই আবদ্ধ রাখতে হবে। এসব বাদ দিয়ে ভাই বলি কি কমবেশি সকল বিষয় নিয়ে আলোচনা করেন তাহলে নতুন পুরাতন সকল ফ্রান্স প্রবাসী ভাই বোনদের কাজে আসবে। এটা মাথায় রাইখেন, ofpra মানেই সব কিছুর শেষ নয়, ওরা শুধু প্রাথমিক সাপোর্ট গুলো দিয়ে থাকে, সুতরাং বছরের সবটুকু আমাকেই নিজের সব নিজেই করতে হয়, তাহলে ofpra কে এত কঠিন বা হায় হায় আতঙ্ক এমন মনে করার কিছুই নেই।
আসসালামু আলাইকুম। ভাই আপনার এত সুন্দর উপস্থাপনা, সাবলীল ভাষায় বোঝানোর চেষ্টা করেন যা সবার জন্য উপকৃত হয় বলে আমি মনে করি। আমি ইউরোপের অন্য দেশ থেকে আপনার ভিডিওগুলো নিয়মিত দেখি। আপনার whatsapp number. যদি থাকে please দিবেন। God bless you.