অহনা একটু কথা কহোনা অহনা পেছন ফিরে চাহোনা অহনা একটু কথা কহোনা অহনা পেছন ফিরে চাহোনা প্রথম দেখাতে আমি প্রেমে পরেছি তোমার দুইচোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার রাতের বেলা শুয়ে শুয়ে শুধু ভাবি তোমায় কিভাবে পাব আমি তোমার ঐ চোখেতে হারিয়ে যায় আমার এ মন ঘনো কালো চুল দেখে পাগল যে আমি এখন হৃদয়ের কথা আমি বলি কারে আসে না কাছে আমি শুধু ভালবাসি যারে অহনা একটু কথা কহো না অহনা পেছন ফিরে চাহো না অহনা একটু তুমি হাসো না অহনা কেনো ভালবাসো না সামনে দিয়ে যখন তুমি হেঁটে যাও হৃদয়ের মাঝে আমার ঝড় যে উঠাও প্রেমে পড়ে আমার কিযে হলো পাগল হলাম আমি আগে ছিলাম ভালো স্যারের কথা কিছুই আমার মাথায় ঢোকে না একদিন তোমায় না দেখে থাকতে পারি না নীল জোছনায় শোনাবো গান তোমায় শুধু তুমি ভালবাসো যে আমায় অহনা একটু কথা কহো না অহনা পেছন ফিরে চাহো না অহনা একটু তুমি হাসো না অহনা কেনো ভালবাসো না অনেক দিন হলো তুমি কলেজ আসো না মনের মাঝে তাই সুর বাজে না কোথায় হারালে আমার মনের রানী আমি হবো যে তোমার জীবনের ক্ষনি এহে অহনা ক্যান্টিনে আসো না এহে অহনা একটু কাছে বসো না এহে অহনা কেনো ভালবাসো না এহে অহনা কিছুভালো লাগে না অহনা একটু কথা কহো না অহনা পেছন ফিরে চাহো না অহনা একটু তুমি হাসো না অহনা কেনো ভালবাসো না এহে অহনা কেনো ফোন করো না এহে অহনা কেনো ক্লাসে আসো না এহে অহনা নোট কি তোমার লাগবে না এহে অহনা বেইলি রোডে চলো না অহনা একটু কথা কহো না অহনা পেছন ফিরে চাহো না অহনা একটু তুমি হাসো না অহনা কেনো ভালবাসো না অহনা একটু কথা কহো না অহনা পেছন ফিরে চাহো না অহনা একটু তুমি হাসো না অহনা কেনো ভালবাসো না
২০০৭ সাল! তখন হাইস্কুলে পড়তাম। নিজের ক্লাসেরই এক বান্ধবীকে খুব পছন্দ করতাম। সরাসরি কখনো বলতে পারতাম না। তাই মাঝে মাঝে তার সামনে এই গানটা গাইতাম। আহা সেই প্রথম প্রেমের অনুভুতি! ❤
এই গান টা সর্বপ্রথম সম্ভবত GTA BANGLA VICE CITY তে শুনেছিলাম। ঠিক মনে করতে পাচ্ছি না কিন্তু মনে হচ্ছে ওখানেই শুনেছি। হটাৎ কেন জানি আবার এই গান টা খুব ভালো লাগছে ইদানিং।
সত্যি বলতে এই গানটা আমি ১ম শুনেছি বরিশালে অনুষ্ঠানে । এই গানটায় আমি আমার বোন নেচেছি সেই রকম ভাবে। গানটায় নাচার পর দেখি আমার হাতের ঘড়িটা নেই 😄। ওটা আব্বুর উপহার ছিল। বেশ সুন্দর ছিল। কেন জানি আফসোস হয় নি। আরো এই গানটা শোনার পর ঘড়ি হারানোর কষ্ট ভুলে গেছিলাম 💟
#subconscious বেশিদিন বাদে তোমাদের আবিষ্কার করলাম।তোমাদের সবগুলো এ্যলবাম শুনলাম। এই প্রথম কোনো ব্যান্ড এর সবগুলো এ্যলবাম শুনলাম। আমি তোমাদের শুরে মন্ত্রমুগ্ধ। take love ❤️
Sir, apnader ei gaangular music video gula kothai? youtube e khujle to pai na!, apnara officially jodi ektu charten tahole khubi khushi hoitam! By the way, Ami apnader onek boro fan!
00:12 Story of love and letting go 01:07 Longing for love and connection 01:30 Emotional turmoil and unrequited love depicted through music 01:53 Ohona expresses her deep feelings of love and longing for someone special. 02:18 Desire for love and laughter amidst college life 03:01 Avoid sitting close, love is not reciprocated 03:45 Encouraging freedom of expression and individuality 04:24 Song lyrics expressing reluctance towards love Crafted by Merlin AI.
i discovered this song yesterday... and and and!!! i feel that i'm blessed... ITSSS SUCH A VIBEE!!! LOVED IT!! The lyrics, the beats, the way of singing everythinggg gives a perfect vibe. So, here's a fan added to your list!! OHONAAA EKTUU KOTHA KOHONAA!!!😭❤ Shada ghora o khub bhalo lage amar.... Thankyou Subconscious
আমার Wife হচ্ছে আমার অহনা তাকে যখন ই দেখি হৃদয়ে আমার ঝড় ওঠে যায় সে যখন মুসকি হাসি দেয় তখন আমি যেন কোথায় হারিয়ে যাই ! তার অনেক ছোট ছোট ইচ্ছা যার মধ্যে একটি হলো রাতে ঘুরতে বেড় হওয়া এবং আইসক্রিম খাওয়া! - তবে ইদানীং কাজের চাপ একটু বেশি হওয়ায় তাকে নিয়ে আর রাতের বেলায় ঘুরতে গিয়ে আইসক্রিম খাওয়া হয় না! - এই গানটি প্রথমে ফেসবুকে শুনেছি অনেক ভালো লাগে তাই সৃতি রেখে গেলাম। 15/8/2023
Thank you for sharing your lovely story which giving us an image of a cute couple. but bro work is not life, enjoy your life with Ohona when it is cute and fun. create loads of hot memories and share with us one day when you are old. hahahah. love you brother, life is so so so beautiful. Alhamdulillah.
কিছু কিছু গান জীবনের সাথে মিলে যায়। এটা একটি আর এই জীবনের সাথে মিলে যাওয়া গান গুলো অসাধারণ হয়। প্রতিটা লাইনের রিলিক্স অসাধারণ লাগে আমার কাছে। ১২ মে ২০২৩। আজকের ঘটনা 🌸🌸
মজা বিষয় আরো একটা হলো ঘড়ি হারিয়ে যাওয়ার পর আব্বুকে বলছিলাম, জানো আব্বু ওই ব্যান্ডের দুজনের নামের পিছনে আলমগীর আছে। আব্বু শুনে হেসে দিয়েছিল কারণ আমার আব্বুর নাম আলমগীর হোসেন❤🤗