Artcell,Arbovirus, Aurthohin,Ashes এদের গান শুনতে শুনতেই দিন পার হয়ে যায়, ভাল লাগার তালিকায় Bay of Bengal নতুন করে যুক্ত হলো এই মাস্টার পিসের মাধ্যমে, অবিরাম শুভকামনা থাকলো
ভিডিটা নতুন ভাবে বাচতে শেখায়। একজন মেয়ের কাছে তার চুলগুলো অন্যতম প্রিয় জিনিস। ক্যান্সারের সাথে যুদ্ধ করে তা হারিয়েও বেচে থাকতে শিখেছে। তবে আমি কেন হাসিমুখে বাচতে পারবো না। One of the best Music video that I've ever seen👌👌 Love the Life ❤❤
জীবন যুদ্ধে হেরে যাওয়া মানুষগুলোর স্বপ্ন আর অনুভূতি গুলো প্রকাশ পায় গানটাতে অসাধারণ একটি গান আর গানের কথাগুলো।। হ্রদয় চুয়ে যায়.... ❤️❤️বে অব বেঙ্গল ❤️❤️❤️
I lost my sister on blood cancer, I rarely manage the courage to play this song, when I do, I see the reflection on what I've seen those months, how my sister single handedly struggled and gone far away,
So Pathetic... Same to my brother... I didnt even try to feel his pain thought he might survive as everyone then thinking positive about him.. but he couldn’t...😑😑 R.I.P
যেদিন প্রথম বে অফ বেঙ্গল এর গান শুনছিলাম ওইদিনই বুঝছিলাম অনেক দূর যাবে ব্যান্ডটা আর এই ব্যান্ডটাই ফিউচার বাংলাদেশরে রিপ্রেজেন্ট করবে হ্যা ওইটাই করতেছে... লাভ ইউ বে অফ বেঙ্গল ♥♥♥♥
প্রথম শোনাতেই এক নাগাড়ে বিরামহীন শুনতেই আছি। এটা শুনেই বে অব বেঙ্গল'র বিগ ফ্যান হয়ে গেলাম। এটা শুধু গান না, এটা মোটিভেশনাল গান।বেঁচে থাকার গান।নতুন করে স্বপ্ন দেখার গান। Best of luck 'Bay of Bengal'.
@@uglydemon5189 ভাই, উনি আমাদের দেশের গানকে ভালোবাসে, উনাকে একটু সম্মান দিয়ে কথা বলায় ক্ষতিটা কি বলুন? শুধু শুধুই নিজের পরিচয় দিয়ে দেশের বদনাম করার কোনো মানে হয় না, আপনি তুচ্ছ একজন শ্রোতা যে জানে না কিভাবে সম্মান দিতে হয়।
ওপারের ভেসে আসা মৃদু আলো পরে চোখে নীল স্বপ্নীল দৃষ্টি ঘুচে যাওয়া নিঝুম অরন্যে আধাঁরের মাঝে ঘুমহীন অচেতন রাত্রিযাপন অপেক্ষায় মিশে যায় জীবনের সব স্মৃতিচারণ আমি ছিলাম তোমাদেরই মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে আমি ছিলাম তোমাদেরই মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে দিশেহারা আমার প্রতিক্ষা ভেসে যাওয়ার ওপারে মুক্তির অপেক্ষায় আমার স্বত্বা প্রহর গোনে আমি ছিলাম তোমাদেরই মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে আমি ছিলাম তোমাদেরই মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে
স্কোড্রন লিডার এর বিমান দূর্ঘটনায় মৃত্যুর পরে তাকে সম্মান সূচক যে ব্রেক ওফ ভিডিও টা বানানো হয়েছে সেখান থেকে গানটা শোনা। শ্রদ্ধা রইলো সেই পাইলট এর ওপর যে নিজের জীবন বিলিয়ে দিতে দ্বিধা বোধ করেনি। 🌸
Lyrics: ওপারের ভেসে আসা মৃদু আলো পরে চোখে নীল স্বপ্নীল দৃষ্টি ঘুচে যাওয়া নিঝুম অরন্যে আধাঁরের মাঝে ঘুমহীন অচেতন রাত্রিযাপন অপেক্ষায় মিশে যায় জীবনের সব স্মৃতিচারণ আমি ছিলাম তোমাদেরই মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে আমি ছিলাম তোমাদেরই মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে দিশেহারা আমার প্রতিক্ষা ভেসে যাওয়ার ওপারে মুক্তির অপেক্ষায় আমার স্বত্বা প্রহর গোনে আমি ছিলাম তোমাদেরই মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে আমি ছিলাম তোমাদেরই মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে...
গানটা রিলিজ হয়েছে প্রায় ৫ বছর হইয়ে গেল...আজ ৫ বছর পর গান টার মরমো বুঝতেছি..কিছু অভিশপ্ত দিনের কথা যখন মনে পরে গানটা শুনি...গানটা মৃত্যুর আগে পর্যন্ত হৃদয়ে থাকবে...
Bay of Bengal naam taa shotti tomader maanai. Besh notun ekta concept. Aar eto shundor shur gulo kothai paao tomra dada??? BD te talented musicians der shotti shesh nei. Love from Bengal,India.
ওপারের ভেসে আসা মৃদু আলো পরে চোখে নীল স্বপ্নীল দৃষ্টি ঘুচে যাওয়া নিঝুম অরন্যে আধাঁরের মাঝে ঘুমহীন অচেতন রাত্রিযাপন অপেক্ষায় মিশে যায় জীবনের সব স্মৃতিচারণ আমি ছিলাম তোমাদেরি মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে।(২) দিশেহারা আমার প্রতিক্ষা ভেসে যাওয়ার ওপারে মুক্তির অপেক্ষায় আমার স্বত্বা প্রহর গোনে আমি ছিলাম তোমাদেরি মাঝে হেসেছিলাম একসাথে উড়েছিলাম স্বপ্নীল আকাশে চাঁদের দেশে যেতে হারিয়ে।(২)
অসাধারণ। ক্যাম্পাসে প্রথমবার এসে, নতুন গান দিয়ে পুরো মাঠে ঝড় তুলে দিয়েছিলেন। #we hope to see you again in CVASU. আশা করি ভবিষ্যতে এধরনের গান আরো আসবে। I want to rate this song 10/10.
ভাই গানের ইমোশন এত গভীর কিভাবে হতে পারে প্রেম ভালোবাসা ছাড়াও? বাস্তবেই কি ন্যাড়া মাথা করে শ্যুট করেছিলেন নাকি সত্যিকারেই কাউকে হারিয়ে এত দরদ ভরা কণ্ঠে ছড়িয়ে দিয়েছেন সুরের সুরভী। ❤️❤️❤️❤️❤️❤️
Ei band er praising joto korbo,kom e hobe, Oshadharon composition❤ But no one is talking about the girl, beautifully acted and giving us a deep massage🌹 this video motivates us to live,live & fight back with a big smile..✨☺
বখতিয়ার ভাই আমার কাছে এটা আপনার সব থেকে মাস্টার পিস গান❤️ ২০১৯ সালে সর্বপ্রথম আমি এই গানটি শুনি। তারপর থেকে প্রায়ই ইউটিউবে এসে শুনে থাকি। এই গানটা আমার কাছে নেশার মত লাগে🌺 Take love baktiar vai❤️
5 years+ পরে হুট করে গানটার লিরিক একটা ভিডিও তে শুনেছি, আমি আসলে নিজেউ বুঝতে পারিনি যে একটা ৫ বছর আগে আপলোড করা গান আমাকে আমার ৩ বছরের আবেগে ফিরিয়ে নিয়ে যাবে। ধন্যবাদ আপনাদের আমাকে আবার সেই আগের অনুভুতিতে প্রবেশ করানোর জন্য। শুভ কামনা আপনাদের জন্য।❤️❤️❤️
অসিম জাওয়াদ, তাহমিদ সহ নাম জানা অজানা সকল শহীদ দের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা। ওই অসিম আকাশের দিকে তাকালেই তোমাদের মনে পড়বে। আমাদের বীর সন্তানেরা ভালো থেকো মহাকালের পথে।
বাবাকে এমন এক মুহূর্তে হারাই যেসময় সবচেয়ে প্রয়োজন ছবিটার দিকে তাকিয়ে অপার মুগ্ধতা নিয়ে একবুক কষ্টের সাথে যুদ্ধ করে বেচে থাকা শিখে গেছি...... বাবার মৃত্যু আমাকে পাথরের ন্যায় শক্ত করে দিয়েছে আল্লাহর কাছে একটাই চাওয়া সে যেখানেই থাকুক অনেক ভাল থাকুক! আমি যেন তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপ দিতে পারি এটাও আমার চাওয়া আর বাবা তোমার স্বপ্নের সেনাবাহিনীতেই যোগ দিবো তুমি ওপারে বসে দেখো আমি যেন সবকিছুরই একটা বিহিত বিধান করতে পারি আর দেশমাতার সেবায় নিজেকে বিলিয়ে দিতে পারি!😅 অনেক ভালবাসি বাবা🙂🥀
জীবন সংগ্রামী, অদৃশ্য এক যুদ্ধপথ। কখনো বেড়াজাল তো কখনো মায়াজাল সংবেদনশীলতার কোন ছায়া নেই বাঘ রুদ্র এ জীবন হতাশায় ছিন্ন প্রতিঘাতে আক্ষেপ ছাড়া কিছুই নেই এ জীবনের ইতি টাতে... আমি ছিলাম তোমাদেরী মাঝে....🖤🖤🖤
ভাই কুস্টিয়া এসেছিলাম অফিসের ট্রেইনিং এ, বিকালে ঘুরতে বের হয়ে দেখি কুস্টিয়া পৌরসভায় কনসার্ট চলছে৷ কিছুক্ষন পর আপনারা স্টেজে এলেন। তারপর গাইলেন এই গানটি। আজ দুইদিন ধরে গুনগুন করে গেয়েই যাচ্ছি, আর কতবার যে শুনেছি হিসেব নেই। আরো মাস্টারপিসের জন্ম দিন ভাই। বাংলা ব্যান্ড এর ভবিষ্যৎ আপনারা। ❤️
I lost my brother on 10th july . Dont know what happened to him. In last 2years We had done every possible test to find out what disease he had but couldnt find any. He was my best friend and a father to me. My life is completely destroyed after he left. Nothing will replace him in my life . I just want to stay with him in afterlife . Thats it. may Allah grant him jannatul ferdous
গানটা রিলিজ হয়েছে প্রায় ৫ বছর হইয়ে গেল...আজ ৭ বছর পর গান টার মরমো বুঝতেছি..কিছু অভিশপ্ত দিনের কথা যখন মনে পরে গানটা শুনি...গানটা মৃত্যুর আগে পর্যন্ত হৃদয়ে থাকবে...
কত গানই তো শুনি, ক'টা আর একদম অন্তরে গেঁথে যায়? ওপারে একদম হৃদয় ছুঁয়ে গেছে। সাথে মিউজিক ভিডিওটা গানের মর্মটাকে অন্য লেভেলে নিয়ে গেছে। ভালোবাসা বে অব বেঙ্গল এর জন্য!
আমি ছিলাম তোমাদেরই মাঝে। হেসে ছিলাম একসাথে।এই কথাটা শুনার সাথে সাথে গায়ের পশম দাড়িয়ে গেছে😔 ধন্যবাদ @bay_of_bengal এত সুন্দর একটি গান বাঙ্গালীদের জন্য গাওয়ার জন্য। ভালোবাসা অভিরাম❤️❤️❤️❤️❤️
অনেকদিন দেখা হবে না তারপর একদিন দেখা হবে। দু’জনেই দু’জনকে বলবো, ‘অনেকদিন দেখা হয়নি’। এইভাবে যাবে দিনের পর দিন বৎসরের পর বৎসর। তারপর একদিন হয়ত জানা যাবে বা হয়ত জানা যাবে না, যে তোমার সঙ্গে আমার অথবা আমার সঙ্গে তোমার আর দেখা হবে না। এক জন্ম🌠
bakhtiar bhai ki shuru korcn egula... guitar ..bass instrumental... flute cover... and now direction .....I mean u r the pride of ur Chittagong 🎼🎼🎻🎻🎹🎹🎷🎷🎺🎺🎸🎸〽〽
❝ আমি ছিলাম তোমাদেরই মাঝে - হেসেছিলাম একসাথে ❞ ❝ উড়েছিলাম স্বপ্নীল আকাশে - চাঁদের দেশে যেথে হারিয়ে ❞ ধন্যবাদ Bakhtiar Hossain ভাইকে, ❝ক্যান্সার❞ এ আক্রান্ত একজন মানুষের শেষ কথা গুলো এতো সুন্দর করে গুছিয়ে লিখার জন্য !!
কোট সংস্করণ আন্দোলন -২০২৪ এবং সরকার পতনের স্বাধীনতা দিবস ৫ ই আগষ্ট এই আন্দোলনে গনহত্যার সেই ভিডিও সঙ্গে এই গানটা কতবার সুনছেন। গানটা এই আন্দোলন শহীদদের জন্য একটা সৃতি। যেটা আজীবন মনে রাখবে সবাইকে ❤❤❤❤
হঠাৎ ফেইসবুকে একটা শর্ট ভিডিওতে গানটার ক্লিপ দেখি।শুনেই একটা নেশা কাজ করা শুরু করলো মনের অজান্তেই মনের মধ্যে।😊 সোজা চলে আসলাম ইউটিউবে এসে শুনতেছি।❤️ আমাদের জেনারেশন অনেক লাকি যে এমন মাস্টারপিস গান পেয়ে।❤️ ধন্যবাদ💖
Bakhtiar bhai ami apnr main channel e shei kobe theke subscribed but never knew je ei gaan ta apnr e Allah!! Gaan ta koto shunsi Spotify te but jantam e na eita apnr! Best bhai best!!
ভাই মারাত্মক ... মারাত্মক একটা গান .... এরকম একটা মাস্টারপিস গান এতদিন থেকে শুনিনি কিভাবে বুঝতে পারছি না 🙏.... গান টার মধ্যেকার ব্যাথা টা অনুভব করা তো অসম্ভব কিন্তু একটু হলেও আঁচ করতে পারছি পুরো শরীর টা শিউরে উঠছে 🙏... সত্যি কি অসাধারণ 🙏 তবে আমি ভগবানের কাছে প্রার্থনা করছি যেনো গান টার ব্যাথা টা কাওকে পুরোপুরি ভাবে অনুভব করতে না হয় 😥🙏....আর থ্যাংক ইউ স্যার এরকম একটা গান উপহার দেওয়ার জন্য .... Love from 🇮🇳
Can't believe I found this masterpiece so late! I fell in love with this song almost instantly. Kemon 4 minutes etto taartaari shesh hoye jaaye, bujhte ee paari naa! What a magical melody. Aar video taa o ki khoob shundor aar heart touching ❤️🩹
"আমি ছিলাম তোমাদেরই মাঝে হেসে ছিলাম একসাথে",এই লাইনটার মধ্যে একটা লুকায়িত ফিল পাওয়া যায় চোখ বন্ধ করলে, 😌 রেখে গেলাম কিছু কাগজ মোড়ানো স্মৃতি , জানি না দ্বিতীয় বার দেখার সুযোগ হবে কী না🙂 (উড়ে ছিলাম স্বপ্নীল আকাশে, চাঁদের দেশে যেতে হারিয়ে)🥀
Halishahar beach e shoot hoyche.. Awesome place indeed.. Nostalgia for me.. Btw brother, it was nice to see you as bald in the last guitar class.. 🎸 keep it up..