ইন্দ্রানি, তুমি ৭০ এ? আমিও! বাংলাদেশ হতে! চিটাগং কলেজে ১৯৬৯ আই.এ ভর্তি হয়ে এটা খুব গাইতাম। ৬/৭ বছর বয়সে ('৫৬-'৫৭ইং) গ্রামের বাড়িতে কলের গানে প্রথম শুনি হেমন্তের গান--"ছেলেবেলার গল্প শুনার দিনগুলো এখন কত দুরে.."! কৈশোরে বুঝলাম ('৬৪-'৬৫ইং) হেমন্ত ক্রেজ কাকে বলে। শ্যামল,দ্বিজেন,মান্না, ধনন্জয়, সতীনাত,মানবেন্দ্র,সুবীর,অমল, --এরাও পুর্ব পাকিস্তানে জনপ্রিয় ছিলেন, তবে হেমন্তের মত না। তিনি মুলত ভারী পুরুষালী কন্ঠস্বরের জন্যই জনপ্রিয় হন। আমাদের সিনিয়রেরা সবাই তাকে নকল করতে তার মত গলা ভারী করে গাইত নাম কামাবার জন্য। তখন গ্রাম,থানা পর্যায়ে যারাই হেমন্তকা'র গলা মোটামুটি নকল করে গেয়ে ফেলত, মফস্বলের অনুষ্ঠানে তাদেরকেই ভাড়া করা হত আগে। '৬৯পুর্ব প্রাদেশিক পর্যায়ে ৩/৪জন অবিকল নকল করতে পারত। বাংলাদেশ স্বাধীন হবার পরে সবচে সফল ছেলে(আমাদের ২/৩বছরের জুনিয়র) ছিল চট্টগ্রামের প্রবাল চৌধুরী। হেমন্তকা'র ঠিক পিছনে বসিয়ে তাকে দিয়ে গাওয়ালে দুই বাংলার বাংগালী মাত্রেই ভাবত হেমন্ত কা গাইছেন। বাংলাদেশে কন্ঠস্বরের জন্য ১নং শিল্পীদ্বয়- হেমন্ত এবং গায়কী দক্ষতার জন্য "তুমি আজ কত দুরে" খ্যাত --জগন্ময় মিত্র। বাংলাদেশে এ দুজন যৌথভাবে প্রথম স্হানে। যাহোক, বোন ইন্দ্রানী, তোমাকে বাংগালি পেয়ে তোমার সাথে কিছুক্ষণ বক বকালাম আর কি! বাংলাগান,আবেগ, সাহিত্যের দিক থেকে একই বলে হেমন্ত কা নিয়ে তোমার সাথে মন খুলে দুটো কথা বল্লাম। মমতার নেতৃত্বে পঃবাংলা কেন্দ্রে ১নং রাজস্ব প্রদানকারী প্রদেশ হোক এবং ভারতকে নেতৃত্ব দিক বহুকাল। মমতা C.M. থেকে ভারতের P.M হোক। প্রণব কা হয়েছেন। জ্যোতি কা ও নিশ্চিতই হতেন, তার দলের পলিটবুরোর সুরজিত সিং বার্নালা হিংসা বশতঃ হতে দেয় নি! সে আরো কজনকে ভুল বুঝিয়ে, জ্যোতি কা-র বিরুদ্ধে ভাড়িয়ে তাদের দিয়ে ও সে ব্যাটা নিজে জোতি বাবুর বিপক্ষে ভোট দেয়ায় আর হলনা! নাহয় ভারত তিনজন বাংগালি P.M. পেত মমতা সহ(ইনশাল্লাহ,মমতাও হবে)। আমরাও দুর থেকে আনন্দিত হতাম! হবনা? বাংলা ভাষাকে আমরাইতো জাতীসংঘ তথা বিশ্বের সর্বত্রই প্রতিষ্ঠা করেছি! তাই তো তোমাদের ক্রমশ উন্নতিতে আমরাও খুশি হবই তো, যেমন আমাদেরকে নিয়ে তোমরা হও!
আপনার কথা সবটুকুই গ্রহণের নয়। সলিল চৌধুরী উপযুক্ত কন্ঠের শিল্পী দিয়ে গান না গাওয়ালে এমন গান কাল উত্তীর্ণ হতো না। যিনি সব কিছু ধারণ করে যথাযথভাবে তা কন্ঠের মাধ্যমে ফুটিয়ে তোলে গাওয়ার মাধ্যমে কথা ও সুরকে প্রকাশ করেন, তার অবদানটা গীতিকার ও সুরকার থেকে কম তো নয়ই বরং বেশী। সলিল চৌধুরী বিশিষ্ট শিল্পীদের দ্বারা উনার লিখা এবং সুর দেয়া গান না গাওয়ালে- গতকালের বা আজকের সলিল চৌধুরী হতে পারতেন না। It's totally a wonderful team work, bro.
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি পথ হারাব বলেই এবার পথে নেমেছি নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি এই নয়নে পাব বলেই নয়ন মুদেছি সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয়…
কি সুর, কি কথা, কি কন্ঠ। সবকিছুর কোনো জুড়ি নেই। Hats off legendary maestros of Bengali Golden Age reverend Hemanta Mukhopaddhay and Salil Chowdhury da. 🙏🙏🙏
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে (২) নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি এই নয়নে পাব বলেই নয়ন মুদেছি।। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা (২) রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি।।
অনেক আগে মার্শাল 'ল' আমল(এরশাদ)সময়ে কুমিল্লা শহরে স্টেডিয়াম মার্কেটে 'তরঙ্গ' অডিও ক্যাসেট থেকে হেমন্ত মুখার্জী র ক্যাসেট কিনে এ গানসহ আরও অনেক গান শুনেছি।সত্যিই অপূর্ব।
Hemant Mukherjee is one of the finest singer and music director. His Bangla songs are the best thing and listening to them is the best thing I do to myself. They are therapy ❤️ I'm glad he ever existed. I'm glad whole Bangla language exists. ❤️
পথ হারাবো বলেই এবার পথে নেমেছি সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি, পথ হারাব বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ঢেকে সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি এই নয়নে পাব বলেই নয়ন মুদেছি, সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নি যে অচেনায় হারায়ে তাই আবার খুঁজি নিজে, সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা, সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা সে গানের পরশ লেগে হৃদয় হল সোনা, রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি সুর হারাবো বলেই সেতার সুরে বেঁধেছি, সোজা পথের ধাঁধাঁয় আমি অনেক ধেঁধেছি পথ হারাবো বলেই এবার পথে নেমেছি।
Hemanta Jeethu khub valo sangeet silpi. Good composition. Good lyrics. Chiro din er gaan.eii gulo. Uttar 24 parganas. Khardah. Rahara. INDIA. Jai Hind.
Playing and practicing this songs from 1958 today in 2023 … 65 years since … rehearsals ongoing for playing and recording with baba and my son - across 3 generations… and 2 continents :) …. Wish us luck.