জোছনাও লুকায় তোমার ওই চোখে, কিকরে বুঝি মেঘগুলো নয় কালো,, মরুতে নদীর মতো দুঃখ তোমারি, আকাশের মতো যেন সবই আমারি,, তবে না,হবেনা,হবেনা তুমি এত মিছে, ঠিকি ভাবো আমায় সবকিছু শেষে,, নাকি বদলে গেছে সবই তোমার কাছে, অবাক আমি শুধুই ভাবি, এই তুমি কে? ঘুমটাকেও যেন নিয়েছ পুরো কিনে, জানোতো দেখিনা স্বপ্ন খোলা চোখে,, রংধনুর রঙে সাজাও সন্ধ্যা তোমার, যেন পৃথিবীর সবই কিছু তোমার,, তবে না, রবে না, রবে না তুমি এত সুখে, ঠিকি কাঁদো আমায় গোপনে ভেবে,, নাকি বদলে গেছে সবই তোমার কাছে, অবাক আমি শুধুই ভাবি, এই তুমি কে? তুমি ভাসো অথৈ সাগরে, যে সাগর আমার হৃদয়ে,, তুমি দেখ খোলা আকাশে, আর আমি শুধু তোমাকে,, তবে না, যেওনা, যেওনা আমাকে ছেড়ে, কত ডাকে আমায় পিছু না ফিরে,, জানি বদলে গেছে সবই তোমার কাছে, অবাক আমি শুধুই ভাবি, এই তুমি কে?
এতোদিন প্রেমে থাকা অবস্থায় এই গানের ফিলিংস পাই নাই। আজ সে তার ফ্যামিলির জন্য ছেড়ে চলে গেছে। গানটা একদম হৃদয়ে শিহরণ জাগিয়ে দিচ্ছে। প্রতিটা ওয়ার্ডস, প্রতিটা লাইন, একদম কাপন ধরিয়ে দিচ্ছে মনে।
গানটা প্রথম শুনেছিলাম আজ থেকে ৪ বছর আগে এখনো আগের মতই ভাল লাগা কাজ করে আসলে এই গানটা সবার জন্য না, কমেন্ট রেখে গেলাম একদিন হয়ত আমি থাকবোনা আমার পরের প্রজন্ম এসে কমেন্টটা দেখবে আর গানটাকে অনুভব করবে! 🖤
তাকে খুব মনে পরলে এই গান টা শুনি। তার রাগ আর অভিমান এক্টু বেশি ছিল। রাগ ভাংাই নাই বলে মন টাই ভেংে দিয়ে চলে গেছে। ভালবাসার থেকে বেইমান আর কিছু নেই এ দুনিয়ায়।
জোছনাও লুকাই তোমার ওই চোখে কি করে বুঝি মেঘগুলো নয় কালো মরুতে নদীর মতো দুঃখ তোমারি আকাশের মতো যেন সবই আমারি তবে না, হবে না, হবে না তুমি এতো মিছে ঠিকই ভাবো আমায় সব কিছু শেষে নাকি বদলে গেছে সবই তোমার কাছে অবাক আমি শুধু ভাবি এই তুমি কে? ঘুমটাকেও যেন নিয়েছ পুরো কিনে জানোতো দেখি না স্বপ্ন খোলা চোখে রঙধনুর রঙ্গে সাজাও সন্ধ্যা তোমার যেন পৃথিবীর সবই কিছু তোমার তবে না, রবে না, রবে না তুমি এতো সুখে ঠিকই কাঁদো আমায় গোপনে ভেবে নাকি বদলে গেছে সবই তোমার কাছে অবাক আমি শুধু ভাবি এই তুমি কে? তুমি ভাসো অথল সাগরে যে সাগর, আমার হৃদয়ে তুমি দেখো খোলা আকাশে আর আমি শুধু তোমাকে তবে না, যেও না, যেও না আমাকে ছেড়ে কত ডাকে আমার পিছু না ফিরে জানি বদলে গেছে সবই তোমার কাছে অবাক আমি শুধু ভাবি এই তুমি কে?
This song is my comfort zone. Whenever i need to hide from everything and everyone including the person gives me comfort, i play this. Always makes me calm, helps me to feel nothing.
Gan ta jokhn suni ekbare tana 3-4 bar suni. I can relate this song. This song always makes me calm, helps me to feel nothing. Thanks, Popeye (Bangladesh).
অনেক অনেক বছর পর হঠাত একদিন তোমার সাথে দেখা হয়ে যাবে। দুইজন মুখোমুখি দাঁড়িয়ে যাবো। তোমার কিছু না হলেও আমি থমকে যাবো। ভিতরে একটা ঝড় চলে যাবে কয়েক সেকেন্ডেই। তুমি কি জিজ্ঞেস করবে কেমন আছো ? মনে হয় না।তোমার তো ইগো আর পার্সোনালিটি অনেক। নাও জিজ্ঞেস করতে পারো। তবে আমি বুঝে যাবো তুমি তোমার মানুষের সাথে অনেক ভালো আছো। আমি একটা হাসি দিয়ে সরে যাবো। হাটতে কষ্ট হবে তাও নিজেকে ভঙ্গুর দেখাবো না। এটাই কি তবে আমাদের নিয়তি ছিলো। নিজেই নিজেকে প্রশ্ন করবো।
The underrated masterpiece creator of Bangladesh People only listen to neshar bojha,bhalobasha baki,moron ichha But believe me this song is such a gem Goodness it gives me goosebumps Everytime no matter how many times i listen to this Everyday ❤️ Take love from the bottom of the heart❤️
To the person who introduced me to this song and band. Thankyou, you didn't stay but this did and everytime I listen to this song it reminds me of you. That way you always remain close to my heart :)
Amr akhon ar situation a mon a ja ja qstn confusion sob jno gaan ar proty ta line a.... Fvrt hoye galo song ta Tay fb page a post kore rakhlam.. All the 👍💯best
It's 2023 আমি এখনও সেই ২০২০ সালে হারিয়ে যাওয়া কোন এক মায়াবতীর মায়ায় আসক্ত। যখনেই তার কথা মনে পরে আমি চইল্লা আসি এখানে। ভালো থাকুক সেই মায়াবতী যার মায়ায় আমি আসক্ত।
oshadharon............🙃😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔😔 eta shey manusher jonno jara akta mone bojhe na
I downloaded this song mistakenly when i searched for "bhalobasha baki". I kept listening to it after my break up. And the more i listened to this the more i could relate to it. It hits me when he sings "তবে না, হবে না, হবে না, তুমি এত মিছে , ঠিকই ভাবো আমায় সব শেষে, নাকি বদলে গেছে সবই " bc when i reminisce my relationship with him, i keep thinking if all of it was just pretence, then i try to calm myself saying that maybe he loved me that time and it wasn't all fake but that love ended somehow.
2022 এ এসেও এই গান গুলি শুনি, 🌸 ২০২২ এর পরে যদি কেও এই গান শুনেন তাহলে এই কমেন্টে একটা লাইক দিয়ে যাবেন,, তহলে বুঝতে পারবো যে ২০২২ বা এর পরেও এই গান গুলি কেউ শুনে ❤️❤️ সেই আগের মতই ভালোবাসি গান গুলো ❤️❤️
আহ গানটার ১মিলিয়ন ভিও পুর্ন হলো এই বাংলা গান গুলোও অধভূত।প্রথম বার শুনলে বিরক্ত লাগে আর ২ বার শুনলেই শেষ,ওই গান টা সারাজীবনের জন্যে সাথি হয়ে যায়।বিশেষ করে পপআই ব্যান্ডের গানগুলো❤️❤️❤️❤️
Lyrics জোছনাও লুকাই তোমার ওই চোখে কি করে বুঝি মেঘগুলো নয় কালো মরুতে নদীর মতো দুঃখ তোমারি আকাশের মতো যেন সবই আমারি তবে না, হবে না, হবে না তুমি এতো মিছে ঠিকই ভাবো আমায় সব কিছু শেষে নাকি বদলে গেছে সবই তোমার কাছে অবাক আমি শুধু ভাবি এই তুমি কে? ঘুমটাকেও যেন নিয়েছ পুরো কিনে জানোতো দেখি না স্বপ্ন খোলা চোখে রঙধনুর রঙ্গে সাজাও সন্ধ্যা তোমার যেন পৃথিবীর সবই কিছু তোমার তবে না, রবে না, রবে না তুমি এতো সুখে ঠিকই কাঁদো আমায় গোপনে ভেবে নাকি বদলে গেছে সবই তোমার কাছে অবাক আমি শুধু ভাবি এই তুমি কে? তুমি ভাসো অথল সাগরে যে সাগর, আমার হৃদয়ে তুমি দেখো খোলা এই আকাশে আর আমি শুধু তোমাকে তবে না, যেও না, যেও না আমাকে ছেড়ে কত ডাকে আমার পিছু না ফিরে জানি বদলে গেছে সবই তোমার কাছে অবাক আমি শুধু ভাবি এই তুমি কে?
চাঁদ দেখতে মোটেই ভাল্লাগতো না আমার। কারণ তুমি যখন ছিলে তুমিই আমার চাঁদ ছিলে। আজও অদ্ভুত অদ্ভুত জোছনায় ছাদে বসে একা একা চাঁদ দেখি। আর বলি কি অদ্ভুত জোছনা, আমি এপাড় থেকে দেখি আর তুমি ঐপাড় থেকে...
Ami Aj 25 Jinis khaiya gan er real ortho ta bujhlam tai to boli je ato bosor lage kno ekta lyrics ber korte 🙂😅 ato sundor lyrics mito deher song gift korar jonne thanks 💔😅
ei manus ta ekta somoi ayub bacchu, james er moto silpi der place pabe. Apnar 2/3ta gaan sunei apnar fan hoe gesi vai. age keu jodi amake jiggas korto tmr favourite singer k bangladesh e. Ami hoito ba kisu bolte partam na. Kintu ekon bolte parbo apni e amr favourite singer Bangladesh er modde.
এক প্রতারক এর সাথে কাটানো ৫ বছরের ছোট করে গল্প বলি- আজ ৫ বছর চলছে তার সাথে সম্পর্কের।কখনওই ভাবিনি ও আমায় ছেড়ে চলে যাবে।কি করেই ভাববো বলেন..?? এত অভিনয় কি কোন মানুষের পক্ষে করা সম্ভব??আমি সত্যিই অবাক হয়ে আছি আজ...!! ৫ বছরে সে আমাকে যে একটাদিনের জন্যেও ভালোবাসেনি সেটা আমি এখন বুঝতে পারলাম। অথচ সেদিনের আগেও এই ৫ বছরের প্রত্যেকটা দিন আমি ভাবতাম ও আমায় প্রচন্ড ভালোবাসে।এত অভিনয়,এত নাটক একটা মেয়ের পক্ষেই বোধহয় সম্ভব। যে মেয়েটা একটা দিন মেসেজ দিতে না পারলে কান্না কাটি করে চেটলিস্ট জমিয়ে ফেলত,সেই মেয়ে আজ কথাই বলতে চায় না। যে মেয়েকে ছেড়ে যাওয়ার ভয় দেখালে বলত, "আমি ছাড়লে তো তুমি ছাড়বা,তুমি যেতে চাইলেও আমি তোমাকে যেতে দিব না।" সেই মেয়েটা আজ নিতান্তই সাধু আছে। জানি না কি কারনে এসব অভিনয় করেছিল,তবে আমি উপলব্ধি করতে পারছি তুমি যেদিন বুঝতে পেরেছ তুহিন তোমার ভালো চায় সেদিন থেকেই তুমি দূরে সরে যাওয়ার চিন্তা করেছ।আজ যখন সময় এসেছে সরে যাওয়ার আর তখনি তুমি চলে গেলে।এখন আমাকে বল জোর করে তো ভালোবাসা যায় না😅😅 তুমি অন্য আরেকজনকে ভালোবাস সে কথাটি তুমি আমায় আরও আগেই বলতে পারতে।তোমার আমাকে দিয়ে হয় না,আমাকে দিয়ে চলে না।অথচ আমি বোকা তোমার জন্যই পড়ে রইলাম। আমি সরল মনের সোজাসাপটা মানুষটা কখনও বুঝতেই পারিনি তুমি আমার সাথে দিনের পর দিন প্রতারণা করে গিয়েছ।আমি প্রমান পেতাম,আমি তোমাকে মাঝেমধ্যে সন্দেহের আড়ালে ধরে ফেলতাম।ঠিক পরক্ষণেই তোমার মায়াকান্না আর মিথ্যে কসমের আঘাতে আমি সবকিছু ঠিক করে নিজেকে সান্তনা দিতাম এই বলে যে,যেই মেয়ে এত কান্না করে,এত কসম করে সে মিথ্যে না আমিই মিথ্যে। অথচ আজ বুঝতে পারলাম তুমি কি কারনে আটকে ছিলে আমার কাছে।🙂 যার জন্য নিজের ফ্যামিলিতে কত কথা শুনতে হয় আজ,যার জন্যে পরিবারের অবাধ্য হয়ে তোমায় নিয়েই পড়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য বিদেশে যাই নি পড়ালেখায় ডুবে আছি।সেই তুমি..??? সেই তুমি ভেতরে ভেতরে আরেকজনের সাথে সম্পর্কে জড়িয়ে গেলে। এর আগেও ২০১৯- ২০২০ সালে তুমি আরেকটা সম্পর্ক করেছিলে।তখনও এমনটাই হয়েছিল। ঐ যে বললাম না..?? আমি মানুষটা নিতান্তই সরল মনের ছিলাম যে,তোমার পেঁচান অভিনয়ের জালে আজ আমি আঁটকে গেলাম। মানুষ ভুলে যায়,আমিও একদিন ভুলে যাব তোমায়। মনে করতে করতে ভুলে যাব ভাবতে ভাবতে ভুলে যাব মনে না করতে করতে ভুলে যাব ভুলতে ভুলতে ভুলে যাব কিন্তু..?? কিন্তু একটা কিন্তু রয়েই যাবে..!! তুমি এতদিন যে অভিনয় করেছিলে আমার সাধ্য থাকলে আমি অস্কারের শ্রেষ্ঠ অভিনেত্রী ঘোষণা করতাম তোমায়। আজ হয়ত আমার সব ইচ্ছে সব স্বপ্ন ধুলোয় মিশিয়ে দিয়েছ।মনে রেখ, রিভেঞ্জ অফ নেচ্যার বলে একটা কথা আছে।আজ না হয় কাল তুমিও অনুতপ্ত হবে,সেদিন আমায় অনুভব করে ডুকরে ডুকরে কান্না করবে।নাহ্,ফিরিয়ে দিব না খালি হাতে,আজকের দিনটা স্বরণ করিয়ে বলব এই দিনটা সাথে করে নিয়ে যা।একটু অনুভব কর আমার সময়টা কেমন ছিল। শোক কাটিয়ে উঠতে সময়ের প্রয়োজন,সেই সময়টুকুও আজ আমার হাতে নেই।সামনে পরিক্ষা...ভেবে ভেবে ভেঙে পড়লেও চলবে না।যেতে হবে বহুদূর,হেঁটে চলে যাই, চিহ্ন রাখিনা...!! সফলতা নিয়ে একদিন তোর সামনে দিয়ে হেঁটে যাব,চেলেন্জ করলাম তোকে।আমি ঘাড়ত্যাড়া একটা ছেলে, চ্যালেঞ্জ দিয়েছি তো সেটা করে দেখাব,ইনশাআল্লাহ। আর অভিশাপ দেওয়ার মত মানুষ আমি নই,নামাজ পড়ে দোয়া করি তুই ভালো থাক,তোর মন যাতে এভাবে কখনও না ভাঙে যেভাবে তুই আমায় হঠাৎ করে শেষ করলি।আমি চাই তুই এই বিষাদ যন্ত্রনার রোগে যেন না ভোগিস।আর আল্লাহ তোকে হেদায়েত করুক যেন আর অন্য কোন ছেলের জীবন নষ্ট না করিস। ভালো থাকিস এই লেখাই আমার শেষ লেখা তোকে নিয়ে। পরবর্তী লেখা হবে,সফলতার দিনে।
- তাকে পেয়েও হারিয়ে ফেলেছি 🙂 যদি একটা বার বোঝতাম ,,,, - তোমাকেই আমার লাগবে, তাহলে হারাতে দিতাম নাহ🙂 তার সাথে এখনো কথা হয়,,,কিন্তু ভিতরের কথা গুলো স্পষ্ট ভাবে তাকে বোঝাতে পারি নাহ😔🙂 সৃষ্টি- কর্তার কাছে শুধু একটাই প্রার্থণা ,, তাকে আবার নিজের করে যেনো আমার কাছে পাই🙂😊