Тёмный

Private car Driving Training with driving licence প্রাইভেট কার ড্রাইভিং শিখুন ড্রাইভিং লাইসেন্স সহ12 

Bangladesh Driving Training Institude
Подписаться 2,3 тыс.
Просмотров 40 тыс.
50% 1

ড্রাইভিং শিখুন
প্রাইভেট কার, মোটরসাইকেল, স্কুটার ও বাইসাইকেল।
পেশাদার-অপেশাদার, ন্যাশনাল-ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তিতে সহায়তা ও নবায়ন করা হয়।
প্রাইভেটকার (অটো+ম্যানুয়াল) ড্রাইভিং এ আমাদের টোটাল তিনটি কোর্স চালু আছে।
অনলাইনে ভর্তির জন্য নিচের ফরমটি ফিলাপ করুন:
bddti.com/admi...
ফুল কোর্স:
৩০ দিনের ফুল কোর্স ১০,০০০ টাকা (এসি ফ্রেশ কন্ডিশনের গাড়ি) ৯০০০ টাকা (নন এসি পুরাতন কন্ডিশনের গাড়ি)। যার মধ্যে ২২ টি ক্লাস প্র্যাকটিক্যাল, চারটি ক্লাস ইঞ্জিন এবং চারটি থিউরিটিক্যাল। ফুল কোর্স এ হাত ক্লিয়ার না হলে এক্সট্রা ফ্রি ক্লাস দিয়ে আমরা হাত ক্লিয়ার করে দেই। ফুল কোর্স এ কোন স্টুডেন্ট ভর্তি হলে দ্বিতীয়বার আমরা তাকে আর ভর্তি করি না বরং ফ্রি ক্লাস দিয়ে হাত ক্লিয়ার করে থাকি। এই কোর্সে কোন স্টুডেন্ট ভর্তি হলে লাইফটাইম ক্লাস করার সুবিধা পাবে। কোন স্টুডেন্ট শিখার পরে ভুলে গেলেও ফাইনালি গাড়িতে ওঠার আগে এসে ফ্রি ক্লাস করে যেতে পারবেন।
মিডিয়াম কোর্স:
২০ দিনের মিডিয়াম কোর্স ৬৫০০ টাকা (নন এসি)/৭০০০ টাকা (এসি ফ্রেশ কন্ডিশনের গাড়ি)। যার মধ্যে ১২ টি ক্লাস প্র্যাকটিক্যাল, চারটি ক্লাস ইঞ্জিন এবং চারটি ক্লাস থিওরিটিক্যাল।
সর্ট কোর্স:
১০ দিনের শর্ট কোর্স ৩৫০০ টাকা (নন এসি)/৪০০০ টাকা (এসি ফ্রেশ কন্ডিশনের গাড়ি)। যার মধ্যে ০৬ টি ক্লাস প্র্যাকটিক্যাল, ০২ ক্লাস ইঞ্জিন এবং ০২ ক্লাস থিওরিটিক্যাল।
বাইক ও স্কুটার ড্রাইভিং এর জন্য আমাদের দুইটি কোর্স একটিভ আছে। স্কুটার ড্রাইভিং এ ফুল কোর্স করতে হবে।
সর্ট কোর্স:
২৫০০ টাকায় টোটাল দশটি ক্লাস যার মধ্যে ৬ টি ক্লাস প্র্যাকটিক্যাল দুইটি ক্লাস অ্যানালিটিক্যাল এবং দুইটি ক্লাস থিউরিটিক্যাল।
ফুল কোর্স:
৪৫০০ টাকায় টোটাল ২০ টি ক্লাস যার মধ্যে ১২ টি ক্লাস প্র্যাকটিকাল চারটি ক্লাস অ্যানালিটিক্যাল এবং বাকি চারটি ক্লাস থিওরিটিক্যাল। যদি এই কোর্সে কারোর হাত ক্লিয়ার না হয় সে ক্ষেত্রে এক্সট্রা আরও ফ্রী কয়েকটা ক্লাস আমরা দিয়ে দিই।
ক্লাস শুরুর আগে সম্পূর্ণ কোর্স ফি পরিশোধ করতে হয়। ভর্তির জন্য দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং জাতীয় পরিচয় পত্র অথবা পাসপোর্ট অথবা জন্ম নিবন্ধন এর ফটোকপি লাগবে।
কোন কোর্স কার জন্য?
নতুনদের জন্য ফুল কোর্স । যারা অন্যান্য প্রতিষ্ঠানে দুই/একটা কোর্স করার পরেও হাত ক্লিয়ার হয়নি, তাদের জন্য মিডিয়াম কোর্স এবং যারা প্রফেশনাল ড্রাইভার তাদের জন্য শর্ট কোর্স প্রযোজ্য।
ট্রেনিং টাইম: সকাল ০৬:০০ হতে সন্ধ্যা ০৭:০০ পর্যন্ত এবং অফিস সময় সকাল ৯:০০ হতে সন্ধ্যা ০৭:০০ পর্যন্ত সপ্তাহে ৭ দিন । আপনার সুবিধামত দিনে ও সুবিধামত সময়ে ক্লাস করতে পারবেন। আগের দিন টাইমিং বুকিং দিতে হয়। স্লট খালি থাকা সাপেক্ষে এক দিনে একাধিক ক্লাস করা যাবে। যেকোনো কোর্সের টাকা ক্লাস শুরুর আগে পরিশোধ করতে হয়।
মোটরসাইকেল এবং প্রাইভেট কারে যেকোনো কোর্স এ প্রত্যেকটি ক্লাসের ডিউরেশন ২০ মিনিট করে। মোটরসাইকেল ও স্কুটার ড্রাইভিং ট্রেনিং এ আমরা প্রতিদিন তিনটি করে ক্লাস দিয়ে থাকি।
ড্রাইভিং লাইসেন্স:
ক) পেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ১২০০০ টাকা যা ২ কিস্তিতে আমরা নিয়ে থাকি। অ্যাপ্লিকেশনের সময় ৭০০০ পরীক্ষার দিন বাকি ৫০০০ টাকা। পেশাদার ড্রাইভিং লাইসেন্সের জন্য ৪ কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ডের কপি দুইটি ও ন্যূনতম অষ্টম শ্রেণী পাশের সার্টিফিকেট লাগবে। ডোপ টেস্টের ফাইল আমরা রেডি করে দেব এবং আপনাকে এগুলো স্বাক্ষর করে আনতে হবে ( ডোপ টেস্টের ব্যয় আপনার)। এর মেয়াদ পাঁচ বছর। লাইসেন্স বের হতে সময় লাগবে দুই মাস দশ দিন।
খ) অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ফি ১৩০০০ টাকা যা ২ কিস্তিতে আমরা নিয়ে থাকি। অ্যাপ্লিকেশনের সময় ৬০০০ পরীক্ষার দিন বাকি ৭০০০ টাকা দিতে হয়। অপেশাদার ড্রাইভিং লাইসেন্স করার জন্য চার কপি পাসপোর্ট সাইজের ছবি এবং দুই কপি ভোটার আইডি কার্ডের কপি, বিদ্যুৎ বিলের কপি এবং যেকোনো একটি এডুকেশন সার্টিফিকেটের কপি লাগবে। এর মেয়াদ ১০ বছর। লাইসেন্স বের হতে সময় লাগবে দুই মাস দশ দিন।
গ) ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স ফি ১০০০০ টাকা। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স করতে গেলে ন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর কপি দুইটি, ও পাসপোর্ট এর কপি দুইটি তিন কপি পাসপোর্ট সাইজের ছবি এবং তিন কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে। সময় লাগবে ১৫-২০ দিন। ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স এর ক্ষেত্রে এটা যদি মিরপুর বিআরটিআর না হয়ে থাকে তাহলে অতিরিক্ত ১০০০ টাকা যোগ হবে এবং সাত কর্মদিবসের মধ্যে করতে চাইলে আরও ১২০০০ টাকা যোগ হবে। কোর্স ফি যেকোনো সময় পরিবর্তনযোগ্য।
আমাদের সাথে যোগাযোগের ঠিকানা:
ধানমন্ডি ব্রাঞ্চ:
বাড়ি: ০১ (তৃতীয় তলা, ঢাকা সিটি কলেজের দক্ষিনে এবং সাইন্সল্যাব আড়ং এর পার্কিংয়ের গেট দিয়ে ঢুকে তিন তলা), সড়ক: 2, ধানমন্ডি, ঢাকা।
maps.app.goo.g...
গুলশান ব্রাঞ্চ:
বাড়ি: 54/A (দ্বিতীয় তলা, রবি হেড অফিস এর অপজিটে), সড়ক: 132, গুলশান 1, ঢাকা।
maps.app.goo.g...
উত্তরা ব্রাঞ্চ:
বাড়ি নং: ৫৬ (এ এইচ টাওয়ার, লিফট এর ৫), সড়ক নং: ২, সেক্টর ৩, উত্তরা আজমপুর, ঢাকা-১২৩০।
maps.app.goo.g...
উত্তরা ব্রাঞ্চ:2:
সেক্টর ১২, রোড ০৩, বাড়ি২১ ( ১২ নাম্বার মসজিদ এর সামনে )
উত্তরা ব্রাঞ্চ ৩:
সেক্টর ১১,বাড়ি ৩৮ গরীব-এ-নাওয়াজ এভিনিউ ( উত্তরা ব্লাড ব্যাঙ্ক এর নিচতলা )
মিরপুর ব্রাঞ্চ:
মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, অষ্টম তলা (লিফট এর সাত), স্পেস নং: ১৮৪, মিরপুর 1, ঢাকা।
maps.app.goo.g...
বনশ্রী, রামপুরা ও আফতাব নগর ব্রাঞ্চ
বাড়ি: ৪১ (দ্বিতীয় তলা, ওয়ান ব্যাংকের বিপরীতে), সড়ক: ৬, ব্লক: সি, বনশ্রী, ঢাকা-১২১৯।
goo.gl/maps/E3...
হট লাইন: 01813118833
ওয়েবসাইট: www.bddti.com
ফেসবুক পেজ: / bddti
ইউটিউব চ্যানেল: / @bangladeshdrivingtrai...

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 126   
Далее
Million jamoasi - Amerikaga sayohat
12:37
Просмотров 420 тыс.
БАБУШКА ВСЁ ИСПОРТИЛА #shorts
00:24
Просмотров 531 тыс.