নাটকটা খুব ভালো লাগলো ধন্যবাদ নিলয় ভাইয়াকে আরো বেশি বেশি চাই শুধু নিলয় ভাইয়ের নতুন নতুন নাটক নিলয় ভাইয়া যেই নাটকে আছে সেই নাটকা ফাটাফাটি খুব ভালো লাগে নিলয় ভাইয়ার নাটক বলে কথা না দেখে কি থাকা যায়
একটা নায়িকা হলো নায়িকা অভিনয় একটু ভালো না ফালতু নায়িকা নিলয় ভাইয়া লাস্টে যে মেয়েটাকে বিয়ের আলাপ করছিল সেই মেয়েটাকে ভালো লাগে নায়িকাটার চেয়ে নিলয় ভাইয়া যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছে লাশটে সেই মেয়েটা বেশি সুন্দরী এক কথায় এই নাটকের মধ্যে সবার চেয়ে নিলয় ভাইয়ের অভিনয় গুলো বেশি ভালো হয়েছে খালি এই নাটকে না নিলয় ভাইয়া যতগুলো নাটক আছে প্রতিটা নাটকে এই নাম্বার ওয়ান সবার চেয়ে সেরা নাটক জগতের শ্রেষ্ঠ অভিনেতা নিলয় ভাইয়া তার সব ধরনের অভিনয় গুলো যে এত ভালো লাগে বলে শেষ করতে পারবো না নিলয় ভাইয়ের সাথে নায়িকা হিসেবে সবচেয়ে হিমি আপু কে বেশি ভালো লাগে
নাটকের শুরুতে পাগলী শিরোনামে একটা ভূয়া আবৃত্তি শুনে মেজাজটাই বিগড়ে গেল। এটা কোনো কবিতা এটা কোন আবৃত্তি ? গিটার বাজানোর সিকোয়েন্স টা অরিজিনাল গিটারিষ্টের হাত টা দেখানো যেতো। অথবা নিলয়ের হাতটা না দেখালেই হত কারন নিলয় গিটার প্লেইং জানেনা যেটা দৃষ্টি কটু লেগেছে।