সৃতি রেখে গেলাম আজ প্রচন্ড বিষন্নতায় গান টি শুনছিলাম যাতে যতবার এই গানটি কেউ শুনতে আসে কমেন্টে যতবার লাইক দিবে ঠিক ততবার মনে হবে এই রাতের কথা। যাতে কখনো ভূলে না যাই এই রাত।
৬ ষ্ঠ শ্রেণিতে তাকে প্রথম দেখে ভালোলেগে ছিল,, তাকে কখনো বলার সাহস হয় নাই,এভাবে ২ বছর যায় তারপর ক্লাস ৮ এ আমার নামে তার কাছে একজন অনেক খারাপ কিছু বলে, সে থেকে আমাকে ঘিনার দৃষ্টিতে দেখে,, এখন স্কুল জীবনটা হয়তো শেষ 🙂 তাকে আর দেখা যাবে না,,, আমার ভালোবাসা টা একতরফাই থেকে গেলো ৬ বছর ধরে,,তবুও এক আশা আছে তাকে পাবার 🖤একতরফা ভালোবাসাটাও সুন্দর না থাকে তাকে পাওয়ার চাহিদা,, না থাকে ছুয়ে দেওয়ার তীব ইচ্ছে 🖤🙂
ভালোবাসা কখনো শেষ হয়ে যায় না। ভালবাসা শুধু প্রকাশ করার ভংগী বদলায়, ভালবাসা হাসায়,কাঁদায়,কমেন্টমেন্ট করতে সেখায়,, তবে কিছু কিছু কমেন্টমেন্ট ভালোবাসা কে বিসর্জন করতে শেখায়,,ঠিক তেমনি এই গানটার মাঝে ভালবাসা লুকিয়ে আছে পূর্ণতা...😊 🖤
সেই প্রথম যে দিন তাকে দেখেছিলাম ঔ দিন ই তার চোখের মায়ায় পড়ে গিয়েছিলাম যদিও তাকে দেখতে গিয়েছিলাম সবার সম্মতি ক্রমেই❤️❤️ আলহামদুলিল্লাহ এখন সে আমার স্ত্রী 😘😘তাকে পেয়ে আমার জীবনটা পূর্ণতা পেয়েছে ❤❤সরাটা জীবন তার সাথেই কাটিয়ে দিতে চাই।। অনেক বেশি ভালোবাসি ম্যাডাম ❤️😘
২ বছরের রিলেশন আমাদের কিছু দিন যোগাযোগ বন্ধ ছিলো আমাদের তারপরে এক দিন ফোন দিয়া বলে সে বিয়ে করে নিয়েছে....🙂 তার সাথে দেখা হয় না কথা হয় না আজ প্রায় ৪ বছর তবুও তাকে বলতে চাই তুমি সেই পূর্নতা আমার অনুভবে.... 🌸
প্রেম হোক বা না হোক জীবনে একজন পছন্দের মানুষ থাকাটা সুন্দর। হঠাৎ করে বিধ্বস্ত লাগলে তার কথা মনে করে একটু হেসে ফেলা হয়। শত ব্যাস্ততার মাঝে তার ফটো দেখা হয়,। কিন্তু তাকে বলেছিলাম মনের কথা সে রাজি হয়নি..!
আমাদের র্যাগ কনসার্ট ছিল। র্যাগ ব্যাচ একদম স্টেজ এর সামনে দাড়িয়ে পূর্ণতা গাইতে গাইতে কেদেছিলাম। এভারগ্রিন মেমোরিজ হয়ে থাকবে ❤ থাকুক না কিছু অপূর্ণতা।
কমেন্ট'টা করে গেলাম!কেউ একজন দুঃখ ভরাক্রান্ত মন নিয়ে কোন এক গভীর রাতে বা বিষন্ন সন্ধ্যায় গানটি শুনবে আর কমেন্ট বক্স ঘাটাঘাটি করার সময় আমার কমেন্ট টা দেখবে আর একটা লাইক করবে আর আমার কাছে নোটিফিকেশন আসবে আর আমি আবারও ছুটে আসবো গানটি শোনার জন্য 💗🌸
একটা মানুষকে সারাদিন মিস করা, তাকে ফিল করা, তার জন্যে নিজের ভেতর প্রতিনিয়ত কি চলে, সেটা তাকে বুঝাতে না পারার মতো বাজে অনুভূতি দুনিয়াতে আর কিছু হতে পারে না! 💔
তার খুব পছন্দের গান এটা। সেই সূত্রে গানটা আরো ২ বছর আগে শুনেছিলাম।তখন ওতোটাও ভালো লাগেনি হয়তো ছোট ছিলাম তাই।এখন গানটা পছন্দের লিস্টে। গানটা অনুভব করি।যতবার শুনি তার কথা মনে পড়ে❤️তার choice always best,,তার ড্রিম আমার সাথে warfzee এর এই "পূর্ণতা" শুনবে। তুমি সেই পূর্ণতা আমার অনুভবে💫🖤
আমার জীবন যখন বিষন্ন তাই ঘেরা ঠিক সেই মহূতে সেই এসে আমার হাত ধরে পূণতার স্বপ্ন দেখিছিলো। জীবনে সব থেকে কষ্টে মহূত সে ছিলো আমার পাশে। তবে আজ কেনো অপূণতা 🥺🥺হতবা সে দিন গুলিই আমার কাছে ছিলো পূণতা ❤
তোমাকে পেয়ে গেলে আমার আর কোনো কিছুই লাগতে না,তুমি ছিলা আমার সব কিছু, যেখানে আছো ভালো থেলো প্রিয়, অনেক বছর পর হলেও যদি আমার কমেন্ট টা দেখো তুমি বুঝতে পারবা আমি কমেন্ট করেছি,অপেক্ষা করবো শুধু একবার আমার সাথে কথা বলিও..!😅💖
হইত আমি তোমাকে পাই নাই। তবে তুমি সেই পুরণতা আমার অনুভবে।।।। হয়ত তুমি আমায় ভুলে যাবে পরিবারের চাপে।।। কিন্তু এই আশিক শুধু তমার ই রয়ে থাকবে।। তমার সাথে আর যোগাযোগ থাকবে না হয়ত। জদি কন্দিন এই গান শুনে থাক তাহলে এই গানের মাঝেই আমাই খুজে পাবে 💝💔।
প্রেমে পড়ার বয়স ছিল না তবুও ক্লাস নাইনে তার প্রেমে পড়েছিলাম বলতে গেলে প্রথম দেখায় 😄 তার মায়াবী চেহারার মায়ায় আটকে ছিলাম 🫠 দেখতে দেখতে ৪ বছর হলো আমার এক তরফা প্রেমের 😅 তাঁকে দেখার পর আর কাউকেই ভালো লাগেনি 😄 তাই আজও ভাবি হয়তো তাকে পাবো কোনো একদিন সেই আশায় আছি😅
- তাঁকে হারানোর বেদনা হয়তো কোনোদিন ভুলে যাওয়ার নয়। যদি গান গুলো না থাকতো তাহলে হয়তো 😅💔 এ যেন লাখো মরে যাওয়া মানুষের চিৎকার সৃতি রেখে গেলাম আবারও ফিরবো আমি আমাতে 💔😅
আমার কাছে পলাশ ভাই এর গলায় পূর্ণতা গানটা ভালো লাগে। মানছি মিজান ভাইয়া বেস্ট কিন্তু আমার কাছে পলাশ ভাই কে ভালো লাগে। কার কার পলাশ ভাই এর ভয়েস ভালো লাগে? 😊
স্মৃতি রেখে গেলাম😅যদি কোনো দিন আমার মত কেউ নিজের প্রেমিক কে এক আকাশ ভালোবাসার পর কারণ ছাড়া হারিয়ে ফেলছেন তাদের আর্তনাদ😅এই গান দ্বারা প্রকাশ করে গেলাম 1:26
আমি তখন ক্লাস ৯ এ আর সে ক্লাস ৭ এ। মনে পড়ে, আমি ২য় তলায় দাঁড়িয়ে তাকে দেখতাম। অনেক বলার চেষ্টা করে ও পারিনি।এসএসসি শেষ করার পর যখন সাহস করে বলি সে বলে, তার পরিবারের এগুলো মানবে না। কি করা এভাবেই চলতে থাকে কিন্তু আমি তাকে পাওয়ার আশা হারিয়ে ফেলিনি।আবারও কথা শুরু হয় আমার অনার্স ৩য় বর্ষে। বুঝতে পারতাম সেও আমাকে পছন্দ করে কিন্তু কখনো মনের না কথা সে ও বলতে পারেনি।তাই একদিন রাগ করেই কথা বলা বন্ধ করে দেই।২০২২ সালে বিয়ে করেছে।হয়তো ভালোই আছে। কিন্তু তাকে না পাওয়ার আক্ষেপ সারাজীবন থাকবে।
আজ ডিম্বাকৃতির বসুন্ধরাতে তেইসের প্রণয়,স্নেহ,অনুনয়,অনুরাগ শুধুই তুচ্ছতাচ্ছিল্য, সেখানে উনিশের ভালোবাসার কথা মনে করা হচ্ছে দুরবস্থা। যেখানে আজ ছেলে মেয়ে অনুরক্তি করে স্কোয়ার, কিউবের মত। যেখানে ভালোবাসার কোন অবকাশ নেই। এখানে শুধু কপটতা দিয়ে ভর্তি। ~আহমাদ ফাহিম ~
পরেরবার নিল তীমি হয়ে জন্মাতে চাই।প্রার্থনা করি তুমিও যেন তাই হও। এ জীবন ছন্নছাড়া, ছিন্নভিন্ন। হৃদয়ে, ফুসফুসে, মস্তিষ্কে প্রচুর ক্ষত। পরেরবার সাংসারিক বন্ধুসুলভ হবো নীলতিমির মত৷ অতল সমুদ্রে সাঁতরে বেড়াবো পরিবার নিয়ে। তোমার খুব কাছাকাছি থাকবো। তারপর তুমি একদিন হারিয়ে গেলে আমিও স্বেচ্ছায় তীরে গিয়ে মৃত্যুবরণ করবো। তখন আর আমাকে স্বার্থপর বলার সুযোগ থাকবে না কিন্তু 😄