যত শুনছি তত অশ্রুপূর্ণ হয়ে উঠছে দু নয়ন এত সুন্দর কণ্ঠ শুদ্ধ রাবীন্দ্রিক ভাবে বিভাবিত হয়ে গাওয়া,গানে সুরে এত আত্মনিবেদন ভাবাই যায়না। শিল্পীর কোনো দেশ গণ্ডি হয়না। এই মহান শিল্পী সংগীত দুনিয়ার এক মহাসম্পদ।ঈশ্বর দীর্ঘজীবী করুন আর এই গানের ভুবন আলোকিত থাকুক দীর্ঘদিন। অনেক শুভেচ্ছা।
This collection shows the tremendous versatility of Lisa in her renditions of Rabindrasangeet. It shows she is one of the best of Rabindrasangeet artists in both Bengals. Dr. Ajit Thakur (USA).
She is wonderful but she is ageing. The approach and enthusiasm observed in presenting 5 greats including Tagore, has matured but one will.agree that the pleasure of Rabindrasangeet is in its openess at the great concentratiom
All songs of this CD are unique keep the listeners imbued in the melody taking them to another domain of profundity where only sweetness of the eternity pervade. The last song 'Esho Feeray esho'- is rightly selected to be the last but not the least one, which is so touchingly rendered by Lisadi that it keeps the listeners at the end filled with emotions as if all are calling those departed to come back to the beloved ones ! O my God ! She is so devoted and remain engrossed in the message of the song and her pronunciation, and body language as ( we have seen some of her VDOs) she is seen while singing live is amazing and thought evoking. She is one of the finest Tagore Song Exponents of the contemporary period in the Sub Continent.
She is one of the best. There are- Aditi Gupta, Pramila Mullick, Aditi Mahasin, Swagatalakhshmi Dash Gupta, Tania Mannan, Susmita Patra, and a handful of others in both Bengals.
এক অনবদ্য আত্মমগ্নতা আছে ওনার renditionএ, immediate, restricted বাস্তব কে transcend করে অন্য বাস্তবিকতার পথনির্দেশ আছে। ঈশ্বর কে ধন্যবাদ আপনার অস্তিত্বের জন্য।
Ami mugdha hoye gachi Laisar Kanthe Ravindra Sangeet sune.Ami Rabindrasangeet er ekjon akonisto bhakto. Laisa amar annotama priyo Shilpi hoye gachen. Agamite aro gan record kore amerder jonno upload korben ei ashay thaklam. ❤️❤️
লাইজা আহমেদ লিজা আমার খুব প্রিয় গায়িকা। কঠিন গান গুলিও কত সহজে পরিবেশন করেন।"এসো এসো ফিরে এসো" গান টি অপূর্ব পরিবেশনা করেছেন। তিনি কি শান্তি নিকেতনে শিক্ষা নিয়েছেন?
যদিও অনেকটা সময় পেরিয়ে গেছে, পদ্মা মেঘনা যমুনা দিয়ে বয়ে গেছে অনেক জল, আফশোষ, এতদিন পরে অ্যালবাম টি শুনলাম ও মুগ্ধ হলাম। যদিও ওনার প্রতি মুগ্ধতা আমার সাম্প্রতিক নয়। অর্ক বাবুর মন্তব্য একটু অবাক করল বলে এই প্রসঙ্গের অবতারণা। একজন শিল্পীর সঙ্গে আরেক শিল্পীর তুলনা বা আরেকজনের মত হয়ে ওঠার কি কোনো অবকাশ থাকে? বিশেষত কলা চর্চার ক্ষেত্রে। সেখানে প্রত্যেকেই নিজের বৈশিষ্ট নিয়ে উজ্জ্বল। আপনার মন্তব্য কি এইরূপ যে" Rembrandt এর Picasso হয়ে উঠতে সময় লাগবে। বা রসগোল্লার সন্দেশ হয়ে উঠতে!" ধৃষ্টতা মার্জনা করবেন। (কোন্নগর থেকে)।
কবি গরু রবীন্দ্রনাথের গানগুলোর আবেদন চিরন্তন হলেও গানগুলো একটানা সুরের কঠিন নিগড়ে বাঁধা পড়ে গেছে। এই সুর পাল্টানো দরকার। এই সুর বুদ্ধ-সহজিয়া-বৈষ্ণব-সন্ন্যাসীদের জন্যই প্রযোজ্য হতে পারে। নিদ্রাহীন চোখে নিদ্রা আনার ক্ষেত্রেও ভুমিকা রাখতে পারে। তবে বিজ্ঞানভিত্তিক জীবন-মুখী মানুষের জন্য এই সুর প্রযোজ্য হতে পারে না। গানগুলো বিচিত্র সুরে গাওয়া হোক......