Тёмный

Rajshahi Tourist Place | পুঠিয়া রাজবাড়ি | বাঘা শাহী মসজিদ | রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ | Rajshahi 

Let's Explore Bangladesh
Подписаться 4,2 тыс.
Просмотров 150
50% 1

Rajshahi Tourist Place | পুঠিয়া রাজবাড়ি | বাঘা শাহী মসজিদ | রাজশাহীর দর্শনীয় স্থান সমূহ | Rajshahi | উত্তরবঙ্গ ভ্রমণ
রাজশাহী বাংলাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী মহানগরী। এটি সমস্ত উত্তরবঙ্গের সবচেয়ে বড় শহর। রাজশাহী শহর পদ্মা নদীর তীরে অবস্থিত। এটি রাজশাহী বিভাগের বিভাগীয় শহর। বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর শহর রাজশাহী এবং এটি এক‌ই সাথে বাংলাদেশের সবচেয়ে পরিস্কার-পরিচ্ছন্ন শহর। বাংলাদেশের শহরগুলোর মধ্যে সবচেয়ে কম বায়ু দূষণের শহর রাজশাহী।
রাজধানী ঢাকার গাবতলী, মহাখালী, আব্দুল্লাহপুর ও কল্যাণপুর থেকে ঢাকা টু রাজশাহী রুটের বিভিন্ন পরিবহনের এসি, নন-এসি বাস নিয়মিত চলাচল করে।এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দেশ ট্রাভেলস, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী পরিবহন, তুহিন এলিট, গ্রামীণ ট্রাভেলস, একতা পরিবহন, কেয়া পরিবহন, আকিব পরিবহন ইত্যাদি। ঢাকা থেকে রাজশাহীর বাস ভাড়া ৬৫০ থেকে ১২০০ টাকা পর্যন্ত হয়ে থাকে।
যদি ট্রেন ভ্রমণ করতে চান তাকলে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রয়েছে
পদ্মা এক্সপ্রেস রাত ১১ টায় ছাড়ে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে এবং ধূমকেতু এক্সপ্রেস সকাল ৬ টায় ছাড়ে। এছাড়াও দুপুরে বনলতা এক্সপ্রেস ও সিল্ক সিটি দুপুর ১:৩০ ও ২:৩০ এ আরো ২ টি ট্রেন রয়েছে।
ঢাকা থেকে রাজশাহী দূরত্ব ২৫০ কিলোমিটার। যেতে সময় লাগবে প্রায় ৭ থেকে ৮ ঘণ্টা।
আজকের ভিডিওতে দেখোঃ
** বাঘা উপজেলায়ঃ
বাঘা মসজিদ / বাঘা শাহী মসজিদঃ রাজশাহী শহর থেকে ৩৭ কিলোমিটার দক্ষিণ পূর্ব দিকে বাঘা উপজেলা শহরের কেন্দ্রস্থলে অবস্থিত একটি উঁচু টিলার উপর টেরাকোটা অলংকরণে সমৃদ্ধ দশ গম্বুজ বিশিষ্ট অতুলনীয় বাঘা মসজিদটি বাংলাদেশের প্রাচীনতম মসজিদ গুলির অন্যতম। বাংলার (গৌড়) সুলতান নশরত শাহের আমলে ১৫২৩ খৃষ্টাব্দে মসজিদটি নির্মান করা হয়। মসজিদ সংলগ্ন একটি বিশাল দীঘি রয়েছে যেখানে শীতের অতিথি পাখীদের দৃশ্য মনোমুখগ্ধকর । মসজিদ চত্ত্বরের পার্শ্বেই রয়েছে একাধিক পীর আউলিয়াগনের মাযার। প্রতিদিন হাজার হাজার ধর্মপ্রাণ মানুষসহ অসংখ্য পর্যটক মসজিদ, তৎসংলগ্ন দীঘি ও মাযার দর্শন করে থাকেন। মসজিদটি ২৫৬ বিঘা জমির ওপর অবস্থিত। সমভুমি থেকে থেকে ৮-১০ ফুট উঁচু করে মসজিদের আঙিনা তৈরি করা হয়েছে। উত্তর পাশের ফটকের ওপরের স্তম্ভ ও কারুকাজ ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মসজিদটিতে ১০টি গম্বুজ আছে । আর ভেতরে রয়েছে ৬টি স্তম্ভ। মসজিদটিতে ৪টি মেহরাব রয়েছে যা অত্যন্ত কারুকার্য খচিত। দৈর্ঘ্য ৭৫ ফুট প্রস্থ ৪২ ফুট, উচ্চতা ২৪ ফুট ৬ ইঞ্চি। দেয়াল চওড়া ৮ ফুট গম্বুজের ব্যাস ৪২ ফুট, উচ্চতা ১২ ফুট। চৌচালা গম্বুজের ব্যাস ২০ ফুট উচ্চতা প্রায় ৩০ ফুট। মাঝখানের দরজার ওপর ফার্সি ভাষায় লেখা একটি শিলালিপি রয়েছে।
পুঠিয়া উপজেলায়ঃ
১. পুঠিয়া রাজবাড়ি বা পাঁচআনি জমিদারবাড়ীঃ পুঠিয়া রাজবাড়ী বা পাঁচআনি জমিদারবাড়ী হচ্ছে মহারানী হেমন্তকুমারী দেবীর বাসভবন। বাংলার প্রত্নতাত্ত্বিক ঐতিহ্যের মধ্যে রাজশাহীর পুঠিয়া রাজবাড়ী অন্যতম। ১৮৯৫ সালে মহারানী হেমন্তকুমারী দেবী আকর্ষনীয় ইন্দো ইউরোপীয় স্থাপত্যরীতিতে আয়তাকার দ্বিতল বর্তমান রাজবাড়ীটি নির্মাণ করেন।
২. বড় শিব মন্দির: পুঠিয়া বাজারে প্রবেশ করতেই হাতের বাম পাশে শিবসাগর নামক দীঘির দক্ষিণ পাড়ে বড় শিব মন্দির অবস্থিত।
৩. দোল মন্দির: পুঠিয়া বাজারের মধ্যে অবস্থিত বর্গাকারে নির্মিত ৪ তলা বিশিষ্ট একটি সুদৃশ্য ইমারত।
৪. গোবিন্দ মন্দির: পুঠিয়া পাঁচআনি জমিদার বাড়ি অঙ্গনে অবস্থিত গোবিন্দ মন্দির একটি গুরুত্বপূর্ণ পুরাকীর্তি।
৫. ছোট আহ্নিক মন্দির: পুঠিয়া রাজবাড়ীর দক্ষিণ পাশে এ মন্দির অবস্থিত।
৬.ছোট শিব মন্দির: বর্গাকারে নির্মিত ছোট আকৃতির এ মন্দিরটি রাজবাড়ী হতে ১০০ মিটার দক্ষিণে পুঠিয়া-আড়ানী সড়কের পূর্বপাশে অবস্থিত।
৭. জগন্নাথ/ রথ মন্দির: বড় শিব মন্দির সংলগ্ন পূর্বদিকে শিবসাগর নামক দীঘির দক্ষিণ পাশে জগন্নাথ বা রথ মন্দির অবস্থিত।
৮. চারআনি জমিদারবাড়ী ও মন্দিরসমূহ: পাঁচআনি রাজবাড়ী থেকে প্রায় ১২৫ মিটার পশ্চিমে শ্যামসাগর দিঘীর পশ্চিম পাড়ে পুঠিয়ার চারআনী জমিদার বাড়ী অবস্থিত। চারআনী জমিদার কর্তৃক বড় আহ্নিক, ছোট গোবিন্দ ও গোপাল মন্দির নামে পরিচিত একই অঙ্গনে পাশাপাশি ৩টি মন্দির আছে।
৯. বড় আহ্নিক মন্দির: উত্তর-দক্ষিণে লম্বা আয়তাকার পূর্বমুখি এ মন্দিরে পাশাপাশি ৩টি কক্ষ আছে।
১০. ছোট গোবিন্দ মন্দির: বড় আহ্নিক মন্দিরের উত্তর পাশে বর্গাকারে নির্মিত মন্দিরটি ছোট গোবিন্দ মন্দির নামে পরিচিত।
অন্যান্য দর্শনীয় স্থানঃ
হাওয়া খানা: পুঠিয়া-রাজশাহী মহাসড়কের তারাপুর বাজার থেকে প্রায় ৫০০ মিটার দক্ষিণে এবং পুঠিয়া বাজার থেকে ৩ কিলোমিটার পশ্চিমে একটি পুকুরের মধ্যবর্তী স্থানে হাওয়াখানা অবস্থিত।
এছাড়াও একদিনের ভ্রমণে যে যায়গা গুরবেনঃ
১. রাজশাহী বিশ্ববিদ্যালয়
maps.app.goo.g...
২. রাজশাহী শহর
৩. রাজশাহী কলেজ
maps.app.goo.g...
৪. বরেন্দ্র গবেষণা জাদুঘর
maps.app.goo.g...
৫. পদ্মা পাড় বটতলা
maps.google.co...
৬. লালনশাহ মুক্ত মঞ্চ
maps.app.goo.g...
৭. টি বাধ
maps.app.goo.g...
রাজশাহী টুরিস্ট স্পট
rajshahi best tourist places
rajbari tourist places
rajshahi tourist
rajshahi tourist place
রাজশাহী শহর
rajshahi tourist place
rajshahi tour
rajshahi tourist spot
rajshahi tour plan
পটিয়া রাজবাড়ী
রাজশাহী
digha puthia rajbari
বাঘা মসজিদ
bagha masjid rajshahi
#rajshahi
#tourism
#rajshahituristplace
#tourist
#touristplace
#পুঠিয়া

Опубликовано:

 

13 сен 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 3   
@GuyWithABackpack
@GuyWithABackpack 11 месяцев назад
Rajshahi kobe gela? pashei Sardah Cadet Clg e Padmar par cilo... sundor jayga...
@LetsExploreBangladesh
@LetsExploreBangladesh 11 месяцев назад
মিস করলামতো তাইলে
@LetsExploreBangladesh
@LetsExploreBangladesh 11 месяцев назад
তুমি মিয়া সিকিম কবে গেলা
Далее
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Просмотров 2,8 млн