অসাধারণ কন্ঠ। অসাধারণ গায়কি। sung in true letter & spirits - রবীন্দ্রনাথের গানের মূল এবং শেষ কথা। সবচেয়ে বড় কথা রবীন্দ্রনাথের গানের “পরিচিত এবং শ্রুতিকটু ম্যানারজিম অনুপস্থিত” - এই কারণেই শিল্পীর গান সম্পূর্ন অন্য মাত্রা পেয়েছে এবং অত্যন্ত চমৎকার পরিবেশনা হয়েছে। শিল্পীর জন্য রইল আন্তরিক শুভকামনা।
রবীন্দ্রসঙ্গীত হচ্ছে বাণী ও সুরের অনবদ্য মিশ্রণ। বাণী প্রধান বলে কথাগুলি যথার্থ উপলব্ধি করে স্পষ্ট উচ্চারণে, খোলা কণ্ঠে গাইতে হবে ( হেমন্ত, দেবব্রত, সুচিত্রা, কণিকা, সাগর সেন, সুবিনয় রায়, চিন্ময় চট্টোপাধ্যায় এরা যেমন গেয়েছেন) বর্তমান গানটি মোহন সিংহের কণ্ঠে অনবদ্য। পুজা পর্যায়ের গানগুলির সঙ্গে প্রাকৃতিক দৃশ্য বা রবি ঠাকুরের গভীর ভাবের ছবি সাযুজ্যপূর্ণ হয়। নানা রকম দৃশ্য, বাস্তুর মূর্তি, গানের অনুভব কে ব্যাহত করে।