ভাই,আমি বাংলা Band Music এর অনেক বড় ফ্যান🥰। আমি তাদের গান সব সময় শুনি। আমিও চেষ্টা করি Lyrics লেখার জন্য। এইটা আমার লেখা Lyrics,,,, {অপূর্ণতা} পারিনি তোমাকে বুঝাতে ভাবিনি এইভাবে হারাবে কখনো আর ফিরব না এই আমি তোমাতে মেঘেরাও উড়ে গেছে বৃষ্টি আর ঝরে না পাখিরাও নিশ্চুপ গান আর গায় না এত করে খুঁজি আলো তবুও কেনো পায় না অন্ধকার রাতে নোনা জল ঝরাতে আমি আর পারি না কত করে এই শহরে চেয়েছি তারে তবুও ফিরবে বলে আলো চারদিক স্তব্ধ হয়ে ঘনিয়ে আসছে কালো ব্যার্থ আমার প্রার্থনা চাই না আর কিছুই অপূর্ণতা আজ তিব্র বেগে ছুটে চলে আমার পিছু ব্যার্থ আমি পারিনি বুঝাতে ব্যার্থ সব প্রার্থনা পারেনি তারে ফেরাতে আজ বড়োই ক্লান্ত পারছি না আর হয়তো হঠাৎ হয়ে যাব চির শান্ত। কখনো পাবোনা জানি আলোর স্পর্শ তিব্র আগুনে আজ হয়েছি ভস্ম সে আছে অনেক ব্যাস্ত তবুও কেন ঝরে শ্রাবন অশ্রু তবুও মনের পাড়ায় বসে তার প্রতিক্ষায় জানি উঠবে না রোদ আমার আঙ্গিনায় যদি আমায় মনে পরে তোমার খুব করে আমি নেই সেই এসো না ফিরে যদি আমার সৃতি ধরে তোমার অশ্রু ঝরে আঁধারেতে খুঁজো আমায় দূর আকাশের তরে হারায় না আমি আর সেই চাঁদেরি দেশে আমি লুকায় তারে মিথ্যে হাসি হেসে আজ আমাকে ঘিরে শত অপূর্ণতা কেমনে ভুলিবো তারে অবশেষে ধূসর শূন্যতা জানালা খুলে দেখো আমায় আমি আছি সেই তাঁরায় যে থাকবে চিরকাল তোমার পাহারায় হঠাৎ ধমকা হাওয়া এসে ভেঙে দিবে সেই দেয়াল থাকব না আর আমি খুঁজে হবে বেসামাল পারিনি তোমাকে বুঝাতে চাইনি এভাবে হারাতে আর ফেরা হবে না সেই তোমাতে। Writer:Raqib
apnar video ta onek khet lage .ami hater na but kishu jnish ache jemon apni shudhu apnar video te intro er por khani matha noran gan shunen deye chole jan agula kore lab ki ami apnar video ekbar dekhe ar kokhono dekhi na shudhu comment korte ashlam