উড়ে যাক মন ,,,,,,,,,,,, কি সুন্দর লিখেছেন । খুব খুব খুব ভালো লাগলো । এই বৃষ্টিতে ঘরে বসে থাকলেও মনতো বসে থাকেনা। ঠিক বলেছেন ।সুর তো কথা অনুযায়ী হয়েছে শিল্পী কন্ঠের উপস্থাপনা অপূর্ব অপূর্ব সুন্দর। জয়গুরু জয়গুরু। সহশিল্পীদের নমস্কার জানাই । সঙ্গীত পরিচালক কে আমার প্রনাম জানাই ।।
🥀 এটা শুধু মাত্র একটি গান ই নয় একটি সোনালী ইতিহাস। ঈশ্বরের চরম ভালোবাসা থাকলে তবেই এই ধরনের গান লেখা সম্ভব হয়। কি সুন্দর সুর, তেমনি গানের ভাষা আর তেমনি গলার স্বর থেকে খাঁটি মধু ঝরে পড়ছে। আহা! সুরের আবেশে প্রাণ ভরে যায় এতো আবেগ ও দরদ দিয়ে গান খুব কমই আছে। এইসব গান শোনার মানুষ হয়তো আজকাল খুব কম আর এই গান শোনার যে মন মানসিকতা তা আজকাল মানুষের মধ্যে পাওয়া যায় না। এতে এতো মধুর সুর আজকের দিনে গানে নেই। দারুন হয়েছে। 🥀🥀🥀🥀🥀🥀