I Iove my golden Bangladesh.....May Allah bless us and our golden Bangladesh.Emon desh, emon ma, emon bhasa, emon bipod mukto ashroe tumi chara k dibe Bangla ma! Joy Bangla!
আমারো তাই মনে হয়। একটা বর্বর দেশ রবীন্দ্রনাথ ডিজার্ভ করবেনা, এবং নিজের দেশরে সেরা বলবে এটাই স্বাভাবিক। নিজের দেশরে অন্ধের মতো প্রশংসা করে অন্য দেশের চেয়ে বড় বানানোর মতো অরুচিকর কাজ রবীন্দ্রনাথের হতে পারেনা।
প্রিয় বাংলাদেশের বন্ধুরা কবি দ্বিজেন্দ্র লাল রায়ের অনবদ্য সৃষ্টি এই গান , বাংলা ভাষার অনন্য সম্পদ , যা সারা বিশ্ব বাংলাকে আলোড়িত করে চলেছে , প্রতিটি বাঙালীর হৃদয়ে চিরকাল গাঁথা থাকবে। ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যে নদীয়া জেলার সদর শহর কৃষ্ণনগরে কবি দ্বিজেন্দ্র লাল রায়ের জন্ম , আমি অত্যন্ত গর্বিত কারণ কবির শহর আমারও জন্মস্থান এবং আমি এই শহরের স্থায়ী বাসিন্দা । আমার দেশের পক্ষ থেকে সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই ।
From West Bengal with ❤ to Bangladesh. BD might have animosity with India, but I sincerely hope that you do not hate your fellow Bengali brethern on the other side of border. An UNITED BENGAL one day will be formed , hopefully.
You are completely correct in your statement; however, he was born in British India, specifically in what was then undivided Bengal. Just letting you know.
আমি কোয়ন্টামের মেডিটেশনে যাই না। বাংলাদেশের দেশাত্ববোধক গানগুলিই আমারে মেডিটেশনের কাজ করে। আমাদের গানগুলি এত সুন্দর চেতনা সমৃদ্ধ, দেশকে ভালোবার এত গভীর ও মধুর ভালোবাসার গান পৃথিবীতে কমই খুঁজে পাওয়া যাবে। আর যে ১৩৬ জন ডিজলাইক দিয়েছে তাদের প্রতি করুণা ও ঘৃণা জানাই।
@@breshtif4377 এই গানটা বাংলার। অবিভক্ত বাংলার। সেই হিসেবে বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের সমান অধিকার এই গানের উপর। তাই আন্দাজে সবকিছু নিজেদের বলে চালিয়ে দিবেন না।
গানটা শুনছি আর অঝোরে অশ্রু ঝরছে। দেশের এই ক্রান্তিলগ্নে এসে আজ বুঝতেছি মর্মটা।এতো আবেগ,দরদ আর ভালোবাসা গেঁথে আছে গানটায়।যা আপনাকে দেশের প্রেমে পরতে বাধ্য করবে।বাধ্য করবে হারিয়ে যেতে।আর আপনার অজান্তেই আপনার চোখ যুগল ছলছল হবে...
সত্যিই ভাই এই ২০২৪এর জুলাই মাসটা না আসলে বুঝতেই পারতামনা দেশকে কত্তোটা যে ভালোবাসি❤️ পুরো জুলাই-আগস্ট দেশের গান দেশের খবর ছাড়া অন্যকিছুতে মনই বসেনি, যখনই এই প্রাণ জুড়ানো গানগুলো শুনতাম আর দেশটার ক্ষত চিহ্নগুলো চোখে ভাসতো তখন খুব চিতকার করে কান্না চলে আসতো😅 আর আন্দোলনের প্রত্যেকটা ভাই বোনের জন্য তো কতো কেদেছি, আল হামদুলিল্লাহ আল্লাহ আমাদের সবার দোয়া ও মনের কষ্ট শুনেছেন🥰❤️
sitting alone in my hostel in germany far away from my dear ones , this brought tears to my eyes.. My country is the best.. proud to be a Bengali.... Shokol desher shera.... Amar jonmobhoomi... SHUBHO NOBOBORSHO !!!
চোখে জল এসে গেলো। খুব মিস করি বাংলাদেশ তোমায়। অনেক ভালোবাসি। জীবিকার তাগিদে ছুটতে গিয়ে আজ তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছি। কিন্তুু বিশ্বাস করো একটুও কমে নি তোমার প্রতি ভালোবাসা । ভালো থেকো আমার প্রিয় বাংলাদেশ।
I performed this song on this Independence Day ... Shottie joto bar ganer kotha gulo shuni gaye kata day .. Oshadharon .. "Amon deshti kothao khuje pabe nako tumi ... Shokol desher raani she je amar Jonmobhumi .. she je amar jonmobhumi she je amar Jonmobhumi"
কেন নয় ভাই। নোবেল বিজয়ী কবির লেখা গান ওইটা। শোনা যায় সুর কপি করা হয়েছে "আমি কোথায় পাবো তারে। আমার মনের মানুষ যেরে" গান থেকে। আরও শুনবেন, তাহলে বলি গানটি রবিন্দ্রনাথ লিখেছিল বঙ্গভঙ্গ রদ আন্দোলন সমর্থন করে।
দেশের প্রতি ভালবাসাটা শুধু এই গানগুলো শুনতে গেলে বোঝা যায় । অথচ সারাদিন মনে হয় এটা কেমন দেশ , এতো এতো অপরাধ অতো অনুন্নত, এতো কুসংস্কার এতো এতো এতো না পাওয়া। তারপরেও যখন মন দিয়ে দেশের গান গুলো শুনি তখন শুধুই দেশ আর দেশের সৌন্দর্য চোখে ভাসে। কি অপূর্ব সুন্দর অপরুপ প্রকৃতি আমার চতুর্দিকে। আমি দেখি আমি ধারণ করি এতো সৌন্দর্য্য তাহলে সেদেশ অবশ্যই সবার সেরা ভালবাসি দেশ , ভালবাসি দেশের মানুষকে। 💜💛💚💙❤
same bhai, after listening these song all complaints about my dear Bangladesh is gone, and i only left with the feelings that How deeply i love my motherland... Joy Bangla
Eyi gaanta jotobari shuni...gaye kaanta dey....asadharon lyrics...ebong daroon geyeche sob gayekra...amra sobai bangali....epar hok ar epar...eyi gaanta sob bangalider
আমি জাতীয় সংগীত ফিল করতে পারি নাই কখনও হয়তো মুক্তিযুদ্ধ দেখিনি এজন্য আমাদের ভাইয়ের অক্লান্ত পরিশ্রম এবং অগণিত রক্ত ঝরনের ফলে স্বৈরাচারী সরকারের পতনের পর থেকে এই গানটি শুনলে আমার শরীরের সব লোম দাঁড়িয়ে যায়।আমার জন্য এটাই আমার দেশের জাতীয় সংগীত
Arijit Bagchi..i am not bengali..i am assamese..but assam and bengal are neighbouring states and both the languages are somewhat similar..that's why..bhattacharya title is written by both assamese and bengali people..there are some common titles between bengali and assamese people..like dutta,das,mazumdar,bhattacharya,chakraborty..
নতুন করে নিজেকে উপলব্ধি করতে পারলাম , এদেশের স্বাধীনতার জন্য আমাদের বীরদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।দেশের প্রতি তীব্র ভালোবাসা যেন আমরা তরুন সমাজে জাগ্রত হয়, এটাই প্রত্যাশা
গানটি শুনে আজ মনের অজান্তেই চোখের কোনে জল চলে আসলো, আগে এই দেশের মানুষের এই দেশটি নিয়ে কত গর্ব করতো , আর আজ দেশের অনেক মানুষ মনে করে এই দেশের জন্মনো টাই যেন পাপ হয়েছে 😢
শিরোনামঃ ধন ধান্য পুষ্প ভরা শিল্পীঃ সমবেত কন্ঠ গীতিকারঃ দ্বিজেন্দ্রলাল রায় সুরকারঃ দ্বিজেন্দ্রলাল রায় ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি।। চন্দ্র সূর্য গ্রহতারা, কোথায় উজল এমন ধারা কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে তারা পাখির ডাকে ঘুমিয়ে পরে পাখির ডাকে জাগে।। এত স্নিগ্ধ নদী কাহার, কোথায় এমন ধুম্র পাহাড় কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে এমন ধানের উপর ঢেউ খেলে যায় বাতাস কাহার দেশে ।। পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে।। ভায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।।
অসাধারণ,গান টি শুনতে শুনতে কবে যানি চোখের কােনায় জল চলে আসল বুঝতে পারিনি,বার বার যেন শুনতে ইচেছ করে, মা মাটি, র যে নিবির টান সেটা সত্যি এই গানের মাধ্যমে ফুঁটে উঠেছে, বিশেষ করে আমরা বাহিরে যারা অবস্থান করতেছি তারা বুঝতে পারবে, গানটির জন্য দরদ কতটুকুন,,
ডি এল রায়ের অমর সৃষ্টি এই গানটি। যারা দুর্নিতি করেন গানটি শুনে কাজে নামবেন তাহলে আর দুর্নিতি করার ইচ্ছা হবেনা। মাতৃভূমির প্রতি ভালবাসা জন্মাবে। দুর্নিতির ওষুধ এই গান।।।
২০০৮ সালে যখন প্রথম দক্ষিণ কোরিয়া যাই ২ দিন পর ট্রেনিং সেন্টারের হলরুমে এই গানটা গেয়েছিলাম অনেকেই অশ্রু ধরে রাখতে পারিনাই। আজ ২০২৪ সাল ৬ আগস্ট এই গানটা শুনতে আসলাম আজও একই অবস্থা
গানটি শুনে অজান্তেই চোখে পানি চলে আসলো,,গায়ের লোম দাঁড়িয়ে গেলো,, আমি আমার দেশকে অনেক ভালোবাসি,, আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহন করে,, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া,, আমাকে বাংলাদেশের একজন নাগরিক বানানোর জন্য,,,
সত্যিকারের জাতীয়তাবোধ জাগ্রত করার ক্ষমতা রাখে এই গান..... এই গান সবার শোনা উচিত...... জাতীয় সংগীত এমন কিছু হলে ভাল হত....... Everything is perfect at this song.... music composition extraordinary.... Just create a patriotic tendency to do something for my beloved country.......
ধন ধান্য পুষ্প ভরা, আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা, ওসে স্বপ্ন দিয়ে তৈরী সেদেশ স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি। চন্দ্র সূর্য গ্রহ তারা, কোথায় উজান এমন ধারা, কোথায় এমন খেলে তড়িৎ, এমন কালো মেঘে, ও তার পাখির ডাকে ঘুমিয়ে পড়ে পাখির ডাকে জেগে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি। এতো স্নিগ্ধ নদী তাহার, কোথায় এমন ধূম্র পাহাড়, কোথায় এমন হরিৎ ক্ষেত্র আকাশ তলে মেশে, এমন ধানের উপর ঢেউ খেলে যায়, বাতাস তাহার দেশে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি। পুষ্পে পুষ্পে ভরা শাখী, কুঞ্জে কুঞ্জে গাহে পাখি, গুঞ্জরিয়া আসে অলি, পুঞ্জে পুঞ্জে ধেয়ে, তারা ফুলের উপর ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি। ভাইয়ের মায়ের এতো স্নেহ, কোথায় গেলে পাবে কেহ, ও মা তোমার চরণ দুটি বুকে আমার ধরি, আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি। এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি, সকল দেশের রানী সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি, সেযে আমার জন্মভূমি।
Being a Bangladeshi, I really wish we were as patriot as Indian people are as a nation. I honestly love the love that you people have for your country. Respect you sir for your loving gesture.
World er kono song ei song er jayga nite parbe na....never and ever! Salute and respect to the singers.....composers.....and the whole team of this song! Joy Bangla.
jara emn shundor gaan e dislike dieche,tara jodi Bengali hoe thake,tahole bolbo,tara manush namer kolonko...ei gaan ti amr jibone shona shera gaangulor modhe ekti gaan...respect for all those singers who sang beautifully this touching song....specially hats of to bappa...love u sooooo much,my bangladesh.....
the song makes me so emotional... As being a Bangladeshi I am proud for all staff, whom having a lot of potential. We have glorious past, this song symbolize one of the glorious part of culture... We have a lot of foreign friend, all of them are asking to come to visit Bangladesh. I welcome all of them.
I don't know whenever I listen this song I get goosebumps and tears in my eyes, such a strong song, strong lyrics, it'll make you proud at the same make you cry with happiness.. Just love Dijendro lal rai for this awesome creation.🙏❤