Тёмный

Sei Nilanjana || Dr. Soumik Das || Political Satire 

Soumik Das
Подписаться 109 тыс.
Просмотров 591 тыс.
50% 1

‪@soumikdasofficial‬
ছেলেটি পড়েছে মহা ফ্যাসাদে। নীলাঞ্জনা’কে ভালোবাসে, কিন্তু সরকারি চাকরি করা ছেলে না হলে কিছুতেই ওর বাবা মেয়ের বিয়ে দেবেনা। এদিকে সে বদ্ধ বেকার। ছেলেটি তারপর কি কি করল শুনুন এবার। আরে হ্যাঁ মশাই গানটাই শুনতে বলছি।
Written & Composed by: Dr. Soumik Das
#drsoumikdas #seinilanjana #politicalsatire
RU-vid: / @soumikdasofficial
Website: www.drsoumikda...
Facebook: / soumikdasgyana
Lyrics:
ডঃ সৌমিক দাস
------------------------
সবে ধন নীলমণি
আমিই বাবার
আরেকটা পরিচয়
বদ্ধ বেকার
আমার প্রেমিকা আছে
সবারই তো থাকে
বিয়েটা হয়নি আজও
কে খবর রাখে
চাকরিটা যেন হয়
সরকারি পাকা
মেয়ের বাপের চাই
এটুকুই কাকা
এদিকে আমার
জোড়া শুকতলা ধার
সরকারি চাকরি
জুটলনা আর
দিয়েছি SSC
করেছি ক্লিয়ার
কারা যেন ক্যাশ গুঁজে
হয়ে গেল পার
আমি তাই ফ্যা ফ্যা করি
রোজ পথে ঘাটে
ফ্রী টাইমে পা দোলাই
সিঙ্গেল খাটে
ভাবছি পাড়ার মোড়ে
চপটপ ভাজি
শ্বশুরকে দিদি ঠিক
করে নেবে রাজি
কত বেঞ্চ কত পার্ক
কত সিনেমা
তুমি তো আমার
সেই নীলাঞ্জনা
পাড়াতেই আছে
জনা পঞ্চাশ ছেলে
জোটেনি চাকরি
তারা দাঁড়িয়ে প্যারোলে
সবাই ভাজলে চপ
হেবি কেলো হবে
কেই বা ভাজবে আর
কে কিনে খাবে
তাই ভাবি কাশফুলে
বালিশ বানাই
কম্পিটিশন কম
চলবে এটাই
সব গুদামেই
হেবি গালাগাল দিয়ে
আমায় পাগল বলে
দিল যে তাড়িয়ে
দিদিকে বলো'তে
ফোন করেছি তো আজই
দিদি ঠিক শ্বশুরকে
করে নেবে রাজি
কত বেঞ্চ কত পার্ক
কত সিনেমা
তুমি তো আমার
সেই নীলাঞ্জনা
My RU-vid channel so far since 2018
১। পরিস্থিতির গান : • Poristhitir Gaan || Dr...
২। এপিটাফ ২ (Music Arindam) : • Epitaph 2 I Gyanascope...
৩। শরীর গুনছে ক্ষত : • SHORIR GUNCHHE KHATO |...
৪। ফেলুদার গান : • Feludar Gaan | Gyanasc...
৫। জননেতা : • JANO NETA- A Political...
৬। মগজধোলাই : • MAGOJDHOLAI- A Politic...
৭। খুড়োর কল : • Khuror Kol | Political...
৮। ভোট নদী : • VOTE NODI - A Politica...
৯। তাই কি হয় : • TAI KI HOY- A Politica...
১০। খবর : • Khobor || Dr. Soumik D...
১১। পলিটিক্যাল কীর্তন : • Political Kirton || Dr...
১২। ধর্ম : • Dhormo || Dr. Soumik Das
১৩। পরের জন্ম : • Porer Jonmo | Dr.Soumi...
১৪। পাউচ : • Pouch (পাউচ) || Dr. So...
১৫। মেহনতী মানুষ : • Mehonoti Manush || Dr....
১৬। হবু মাস্টার : • Hobu Master || Dr. Sou...
১৭। বাঙালি জাগোরে (Lyrics Rajib Chakraborty) : • Bangali Jagore (বাঙালি...
১৮। প্রজাতন্ত্রের গান : • Projatontrer Gaan || D...
১৯। ব্রিগেড : • Brigade || Dr.Soumik D...
২০। নবান্ন : • Nabanna || Dr. Soumik ...
২১। হিসেব এখনো বাকি : • Hiseb Ekhono Baki || D...
২২। আমার ভোট : • Amar Vote (আমার ভোট) |...
২৩। এক ব্যস্ত যাদবপুর : • Ek Byasto Jadavpur || ...
২৪। মিছিলেও প্রেম হোক (Lyrics Barish | Music Nilabja) : • Michhileo Prem Hok || ...
২৫। হালকা পুলকা গান : • Halka Pulka Gaan || Dr...
২৬। আজব কারখানা : • Ajob Karkhana || Dr. S...
২৭। রেড ভলান্টিয়ার : • Red Volunteer || Dr.So...
২৮। স্কুল খুলবে কবে : • School Khulbe Kobe || ...
২৯। ডেলিভারী বয় : • Delivery Boy || Dr. So...
৩০। পুজোর গান : • DURGA PUJO THEME SONG ...
৩১। মধ্যবিত্ত ছানা : • Moddhyobitto Chhana (ম...
৩২। বাংলাদেশ : • Bangladesh || Dr. Soum...
৩৩। হোয়াইট কলার জব : • White Collar Job || Dr...
৩৪। পুরভোট : • Puro Vote || Dr. Soumi...
৩৫। ভুশুন্ডির মাঠ : • Vushundir Math || Dr. ...
৩৬। তুমি কাগজে খবর কর (Lyrics Rajat Banerjee) : • Tumi Kagoje Khabor Kar...
৩৭। মনে রাখা হবে সব : • Mone Rakha Hobe Sab | ...
৩৮। সেই নীলাঞ্জনা : • Sei Nilanjana || Dr. S...
৩৯। গণতন্ত্র বেঁচে নেই : • Ganotantro Bneche Nei ...
৪০। ভিতর মন (Lyrics Anupam) : • Vitor Mon || Anupam ||...
৪১। পুড়ল মানুষ (Lyrics Deep Soumik) : • Purlo Manush || Dr. So...
৪২। আপ্পুলিশ : • Appulish || Dr. Soumik...
৪৩। শহরনামা (Lyrics Anupam) : • Shahornama || Anupam |...
৪৪। রংমেলান্তি (Lyrics Anupam) : • Rangmelanti || Anupam ...
৪৫। মগজধোলাই ২ : • Magoj Dholai 2 || Dr. ...
৪৬। চাকরি চুরি (Lyrics Soumik Einstein) : • Chakri Churi || Dr. So...
৪৭। জীবনের গান (Lyrics Anupam Einstein) : • Jibaner Gaan || Dr. So...
৪৮। বিলুর মিড ডে মিল (Lyrics Soumik Anupam Einstein) : • Bilur Mid Day Meal || ...
৪৯। ডেলিভারী বয় (হিন্দী) (Lyrics Swagatam) : • Delivery Boy || Hindi ...
৫০। পলাতক (Lyrics Anupam) : • Palatak || Dr. Soumik ...
৫১। বুলবুলিতে খাবে কি : • Bulbuli Te Khabe Ki ||...
৫২। মন্ত্রী খাচ্ছে খাবি : • Montri Khachhe Khabi T...
৫৩। স্বাধীনতা এক্সপ্রেস (Lyrics Ranjan Prasad) : • Swadhinata Express || ...
৫৪। বাংলা মিডিয়াম (Lyrics Anupam) : • Bangla Medium || Dr. S...
৫৫। হবু শিক্ষক দিবস : • Hobu Shikkhok Dibas (হ...
৫৬। অমনি আমার (Lyrics Anupam) : • Omni Amar || Dr. Soumi...
৫৭। আমি তো সেই চুরির মালিক নই : • Ami To Sei Churir Mali...
৫৮। হৃদয়পুর (Lyrics Anupam) : • Hridoypur || Anupam | ...
৫৯। লাল নিশানায় : • Lal Nishanay || Dr. So...
৬০। বেলা বোস : • Bela Bose Ajo Kade || ...
৬১। আমায় বাঁচতে দাও : • Amay Bachte Dao || Dr....
৬২। বুড়ো ট্রাম (Lyrics Anupam) : • Buro Tram || Anupam ||...
৬৩। মায়ার জঞ্জাল : • Mayar Jonjal || Full V...
৬৪। বাজেট : • Budget || Dr. Soumik D...
৬৫। রুমাল ভেজা চোখ (Lyrics Einstein | Music Swagatam) : • Rumal Veja Chokh || Dr...
৬৬। একভাবে দাঁড়িয়ে : • Ekbhabe Dariye || Dr. ...
৬৭। অকূল দুর্নীতির বুঝি কূল নাইরে : • Amay Dubaili Re (Okul ...

Опубликовано:

 

16 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,1 тыс.   
@sohelsarkar13
@sohelsarkar13 2 года назад
নচিকেতার কলম দিদি ক্ষমতায় আসার পরই শিকেই উঠে গেছে।আজকের বাংলার হাল আপনার গানে উঠে আসে।আপনিই পারেন জীবনমুখী গান আর বাংলার ঘুমন্ত বিবেক কে জাগিয়ে তুলতে পারে ❤️🙏
@holyworldofswapna1586
@holyworldofswapna1586 2 года назад
অসম্ভব পারবে না।কারণ সবাই ভিক্ষে নিতে নিতে নুয়ে পড়েছে।
@suvendudey6297
@suvendudey6297 2 года назад
কখনো পারবে না, কারণ বাংলার মানুষের মেরুদন্ড ভেঙে গেছে CPIM এর আমল থেকে । সব শেষ করে দিয়ে গেছে ।
@holyworldofswapna1586
@holyworldofswapna1586 2 года назад
@@suvendudey6297 ঠিক
@saibalmukherjee3251
@saibalmukherjee3251 2 года назад
নচিকেতা!!!!!!!!!!! হাঁ হাঁ হাঁ হাঁ হাঁ হাঁ হাঁ ।👍
@avirajghosh7942
@avirajghosh7942 2 года назад
​@@suvendudey6297 একজন ঠিক বলেছেন সি পি আই এম ই মেরুদন্ড ভেঙে দিয়েছে এই সরকার সেই ভাঙা মেরুদন্ডকে জোড়ে । 💩💙🤍💚 জয় বাংলা 💙🤍💚
@Koushik554
@Koushik554 2 года назад
২০২২ সালে দাঁড়িয়ে নীলাঞ্জনার প্রেমিকের সঠিক বর্ণনা দিয়েছেন দাদা....Hats off
@sumanakhara2987
@sumanakhara2987 2 года назад
Akdom
@ROYTrepil07
@ROYTrepil07 Год назад
একদম
@arpannaskar7244
@arpannaskar7244 2 года назад
দিদিকে বলো'তে ফোন করেছি তো আজই.... দিদি ঠিক শ্বশুরকে করে নেবে রাজি.... ভালো কিছু শুনতে এসে সেরা কিছু শুনে গেলাম.... এর থেকে ভালো প্রাপ্তি আর কী ই বা হতে পারে!!
@sitarammandal3268
@sitarammandal3268 2 года назад
100%, বেকার ছেলেদের মনের ভিতরের যন্ত্রনা উপস্থাপনা করেছেন স্যার। দারুন দারুন 🧡🤍💚
@historydarpan5115
@historydarpan5115 2 года назад
আপনি পশ্চিমবঙ্গের বাস্তব জীবন যন্ত্রণা ফুটিয়ে তুলেছেন আপনার কথার মাধ্যমে। খুব খুব সুন্দর হয়েছে স্যার....... আপনার গান প্রায়ই আমি শুনি এবং খুব ভালো লাগে বাস্তবের সঙ্গে এই গানগুলো সম্পূর্ণ মিলে যায়......
@ratan6759
@ratan6759 2 года назад
সত্যি ভাই....
@nilchatterjee2772
@nilchatterjee2772 2 года назад
❤️
@hamen03soft
@hamen03soft 2 года назад
Indeed 😊🤍
@tkghosh3050
@tkghosh3050 2 года назад
Good very good
@sankarsinha8961
@sankarsinha8961 2 года назад
বিপ্লবী সাজা বাঙালির একটা ফ্যাশন। সঙ্গে একটা প্রেমিকা, সিগারেট, কিছু দূরভেদ্য বই গরমা গরম লেকচার, কিছু নস্টালজিয়া একটা বাঙালি প্যাকেজ।
@priyabratamanna4378
@priyabratamanna4378 2 года назад
বর্তমান সমাজের বেকার যুবকদের জীবন যন্ত্রনা গানের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং সংগ্রামী অভিনন্দন স্যার। 🙏🙏🙏
@jayantabisui3479
@jayantabisui3479 2 года назад
চালিয়ে যান দাদা
@sankarsinha8961
@sankarsinha8961 2 года назад
দাদা ক্ষমতা তো চৌত্রিশ বছর ভোগ করেছেন কটা বেকারের চাকরির ব্যবস্থা করেছেন? মরার (যাবার)আগে হরিনাম করতে গিয়ে সিঙ্গুর নন্দীগ্রামে উল্টে পড়লেন। এখন পালাগান বেধে যাত্রা করেন।
@soumitroy8428
@soumitroy8428 2 года назад
আমার ভাবতেও ভালো লাগছে যে, সৌমিকের এই "নীলাঞ্জনা" আগের "নীলাঞ্জনা" কে ছাড়িয়ে এগিয়ে গেল । আগের "নীলাঞ্জনা" অসাধারণ ছিল - তা সত্বেও সৌমিকের "নীলাঞ্জনা" ছাপিয়ে অনেক এগিয়ে গেল । এটা আমাদের সবার বড় প্রাপ্তি ।
@kaustavchatterjee366
@kaustavchatterjee366 2 года назад
eta ektu besi hoyue galo na dada? soumik dar gan gulo sottie asadharon hy etao osadharon but original nachiketa er nilanjana is one and only , its classic...
@priyabratamanna4378
@priyabratamanna4378 2 года назад
@@kaustavchatterjee366 কিন্তু দাদা নিজেকে জীবনমুখী গানের বাপ হিসেবে পরিচয় দেওয়া নচিকেতা র কি উচিত ছিল না, দিদিমনির পা না চেটে বর্তমান পরিস্থিতির মোতাবেক গান লিখতে। সেই দিক থেকে দেখতে গেলে সত্যি সৌমিক দাস অনেক এগিয়ে গেছেন
@debjeetbanerjee112
@debjeetbanerjee112 2 года назад
@@priyabratamanna4378 সহমত 🔥
@darpan8377
@darpan8377 2 года назад
@@priyabratamanna4378 apni o soumik dar moton bastob tai bollen.... kudos 🙏💯
@soumitroy8428
@soumitroy8428 2 года назад
আসল কথা হচ্ছে, যে কোনো গান তৈরী হয় কথা ও সুরের সমন্বয়ের মাধ্যমে । এই দুটো যদি শক্তিশালী হয় তবেই গানের আবেদন থাকবে শ্রোতাদের কাছে, গান জনপ্রিয় হবে । সৌমিকের গানগুলো উল্লেখিত দুটি বিভাগ খুবই শক্তিশালী । নচিকেতার নীলাঞ্জনা খুবই জনপ্রিয় গান । আমার অন‍্যতম প্রিয় গান । কিন্তু সৌমিকের গান কোনরকম advertisement বা অধুনা মার্কেটিং সিস্টেমের সাপোর্ট বা মিডিয়ার সাপোর্ট ছাড়াই একদম ন‍্যূনতম অর্কেস্ট্রা নিয়ে you tube এর সাহায্যে অসম্ভব জনপ্রিয় হচ্ছে একের পর এক গান । যেমন হয়েছিল গননাট‍্য সঙ্ঘের জ‍্যোতিরিন্দ্র মৈত্রের নবজীবনের গান, সলিল চৌধুরীর পথে এবার নামো সাথী, জর্জ বিশ্বাস,হেমন্ত মুখোপাধ‍্যায় থেকে গৌতম চট্টোপাধ্যায় -- তথাকথিত মার্কেটিং সাপোর্ট, অ‍্যাডভার্টাইসমেন্ট ছাড়াই অসম্ভব জনপ্রিয় হয়েছিল । আজও মহীনের ঘোড়াকে থামানো যায়নি । বলতে দ্বিধা নেই, সৌমিক সেই রাস্তায় চলছে । আজকের বোধহীন অবক্ষয়ের জগতে সৌমিকের মতো মানুষের দরকার । জ‍্যোতিরিন্দ্র মৈত্রর বাণীতে কণ্ঠ মিলিয়ে বলি "এসো মুক্ত করো, এসো মুক্ত করো অন্ধকারের এই দ্বার"।
@debjeetbanerjee112
@debjeetbanerjee112 2 года назад
নচিকেতার পর বাস্তববাদী রাজনৈতিক গান বলতে আজ শুধুই সৌমিক-দার গান। শাসকের চোখে চোখ রেখে এইভাবেই এগিয়ে চলো দাদা, সাথে আছি ❤️✊
@arabindurana4836
@arabindurana4836 2 года назад
ঠিক বলেছেন
@milansingha7918
@milansingha7918 2 года назад
Nochiketa ekhon kochi kata
@sankarsinha8961
@sankarsinha8961 2 года назад
আপনার বলা কথা গুলো আপনি নিজেই বিশ্বাস করেন তো? কমিউনিস্ট দের সম্পর্কে করা মনমোহন সিংহের মন্তব্য। চৌত্রিশ বছর রাজত্ব করার পর এই গান ?কেউ খাবেনা দাদা। দু-চারটে ক্যাসেট হয়ত বিক্রি হবে।
@tuhinbarai7592
@tuhinbarai7592 Год назад
Achaa ei j sathe achi kotha tar mane ki vayaa???
@mdaftabuddinmolla9021
@mdaftabuddinmolla9021 2 года назад
বর্তমান সময়ের, অবস্থা আপনি একদম নিখুঁত ভাবে ফুটিয়ে তুলেছেন আপনার শিল্পীক সত্তা দিয়ে.. আপনাকে স্যালুট
@ranakar7879
@ranakar7879 2 года назад
বতর্মানে বেকার যুবকদের যন্ত্রনা ফুটিয়ে তোলার জন্য অনেক ধন্যবাদ স্যার 🙏💕
@prasenjitbiswas5527
@prasenjitbiswas5527 2 года назад
আমি নিশ্চিত আমার মত অনেকেই এই গান শুনে চোখ ভরিয়ে দীর্ঘশ্বাস ফেলছে.. ধন্যবাদ স্যার আপনাকে অনেক ধন্যবাদ..
@wbcsiseasy3821
@wbcsiseasy3821 2 года назад
গানের প্রতিটি শব্দ অনুভব করলাম। আর প্রতিটা মুহূর্তের অনুভূতি গায়ের লোমগুলো কে খাড়া করে তুলেছে। সকালের থেকে মনটা ভাল হয়ে গেল এই ভেবে যে এখনও এই পৃথিবীতে কিছু মানুষ আছে যারা আমাদের কথা ভাবে!!! সমিক স্যার আপনাকে অনেক অনেক অনেক ধন্যবাদ 🙏🙏🙏 এই আশায় বেঁচে আছি যে "একদিন সব থেমে যাবে''
@hamen03soft
@hamen03soft 2 года назад
Lyrics 🏆🎖
@papiyaghosh3351
@papiyaghosh3351 2 года назад
❤️❤️
@roomipandit9770
@roomipandit9770 2 года назад
প্রশংসার ভাষা নেই, বাস্তবতার কঠিন চাবুক দাগ ফেলছে গানের কথায়,অসাধারণ অসাধারণ!!
@lifeofart1558
@lifeofart1558 2 года назад
আস্তে আস্তে আপনার খুব বড়ো ভক্ত হয়ে উঠছি। প্রতিবাদের ভাষা গান দিয়ে। অনেক শুভকামনা থাকলো। স্রোতের বিপরীতে এগিয়ে মানুষের কষ্ট এর কথা বলার জন্যে।
@sayandip3681
@sayandip3681 2 года назад
অসাধারণ অনবদ্য বাস্তবতায় ভরা শিক্ষীত বেকার যুবসমাজের যন্ত্রনা গুলো উপস্থাপনা করলেন......
@ImranAli-bf9ok
@ImranAli-bf9ok 2 года назад
এক সপ্তাহ হলো আপনার সন্ধান পেয়েছি। আপনার প্রতিটা রচনা সমাজ বাস্তবতা-এর কথা উল্লেখ করে হৃদয় কে স্পর্শ করে যায়। ধন্যবাদ স্যার নতুন আর একটা উপহারের জন্যে। ❤🙏❤
@subhadeepnath5951
@subhadeepnath5951 2 года назад
বর্তমান পশ্চিমবঙ্গের বাস্তব যন্ত্রণার কথা ফুটিয়ে তুলেছেন স্যার,, salute you sir🙏🙏
@souravchakraborty1817
@souravchakraborty1817 2 года назад
সত্যিই একটা চাকরি কয়েকটা পরিবার কে বাঁচিয়ে দিতে পারে....... আপনার মতো করে যদি সবাই ভাবতো তাহলে আজ অনেক নীলাঞ্জনা নিজের ইচ্ছে পূরণ করতে পারতো😢😢 প্রনাম নেবেন দাদা🙏🙏
@kushalmukherjee7714
@kushalmukherjee7714 2 года назад
অনেক শিক্ষিত যুবক যুবতীর মনের কথা বললেন।salute Sir.
@baishalighosh1947
@baishalighosh1947 2 года назад
গানের মাধ্যমে খুব সুন্দরভাবে বাস্তব পরিস্থিতিটা তুলে ধরেছেন।😊
@comredeganesh
@comredeganesh 2 года назад
সকালে সেরা টা শুনে গেলাম ❤️⭐✊🏻 বাস্তবিক রসিক স্যার ❤️😎
@jahirhossain1015
@jahirhossain1015 2 года назад
অতুলনীয় sir ❤️
@santiprasadsandhaki7855
@santiprasadsandhaki7855 2 года назад
আমার প্রিয় গায়ক ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@malaykumarhazra2022
@malaykumarhazra2022 2 года назад
অসাধারণ সুর-কথা-ভাবনা তে বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত কর্মসংস্থানের করুন চিত্র সুন্দর ভাবে ফুটিয়ে তোলার জন্য এবং অবহেলিত বেকার যুবকদের হৃদয়ের রক্তক্ষরণ কে প্রশমিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার, এই ভাবেই গানের লিরিক্স এর মাধ্যমে সবকিছু প্রস্ফুটিত করার জন্য।
@sahilhossain1995
@sahilhossain1995 2 года назад
100% চরম বাস্তব ছবি
@basudebmondal5425
@basudebmondal5425 2 года назад
অনবদ্য ও চমৎকার। 💗
@pralayshit8506
@pralayshit8506 2 года назад
সত্যি স্যার আপনার গানের মধ্য দিয়ে বর্তমান শিক্ষিত বেকার প্রজন্মের যন্ত্রণা তীব্রভাবে প্রস্ফুটিত হয়। আপনি সত্যি স্যার অসাধারণ ,অসাধারণ আপনার গান ,অসাধারণ আপনার সুর। লাল সেলাম স্যার।
@ManobDas-xi5lz
@ManobDas-xi5lz 2 года назад
voter somoi mone chilo na? ekhn char bochor angul choso ghore bose. nijeder paa nijerai kurul mercho.
@tapaskumarbhar6206
@tapaskumarbhar6206 2 года назад
লাল চীনকে দেখে লাল সেলাম বলুন । ভারতবর্ষের লালেরা হিন্দুবিরোধী মুসলিম তোষণকারী ।
@hamen03soft
@hamen03soft 2 года назад
🎗
@pralayshit8506
@pralayshit8506 2 года назад
@@tapaskumarbhar6206 vul bollen, asole bepar ta holo manus akhon পর্যবেক্ষণ না করেই সব কিছু বলছে। একবার চারদিক টা দেখুন, সব কিছু স্পষ্ট হয়ে যাবে। কে কাকে তোষণ করছে। বরং এটা বলতে পারেন যে বাম(লাল) 34 বছর ছিল বলেই পশ্চিম বঙ্গ অন্যান্য রাজ্যের মত ধর্মান্ধ হয় নি।
@holyworldofswapna1586
@holyworldofswapna1586 2 года назад
@@tapaskumarbhar6206 একদম ঠিক
@sudebroy_here
@sudebroy_here 2 года назад
বেকার ছেলেদের জীবনী একটা গানে।🙂🖤
@kartick2012
@kartick2012 2 года назад
বাস্তব জীবনের বাস্তব কিছু কথা,মন ছুঁয়ে গেলো❤️❤️❤️❤️❤️
@Foysal486
@Foysal486 2 года назад
জয় শ্রীরাম দাদা। চালিয়ে যান
@bikramchatterjee4504
@bikramchatterjee4504 2 года назад
অত্যন্ত বাস্তবমুখী ও অর্থবহ গান । জনগণের জ্ঞান অর্জন ও জনমত গঠনে সহায়ক হবে বলে মনে হয় ।
@moyenuddin3040
@moyenuddin3040 2 года назад
অনবদ্য স্যার । গানের মাধ্যমে বাস্তবতাকে এত সুন্দর ভাবে ফুটিয়ে তোলা যায় আপনার গান না শুনলে কেউ বুঝবে না
@animeshghosh1971
@animeshghosh1971 2 года назад
অসাধারণ কণ্ঠস্বর আর লিরিক্স যতই মন খারাপ থাকুক আপনার গান শুনলে মন খুব খুশি হয়ে যাই ।প্রণাম স্যার
@sumanbhowmick8
@sumanbhowmick8 2 года назад
স্যার... প্রণাম নেবেন....! আতঙ্ককে যে গানে ফোটানো যায়, সেটাই মন্ত্রমুগ্ধর মতো শুনলাম.... 🙏
@arnabbiswas4036
@arnabbiswas4036 2 года назад
আজ কথা গুলো ভাবছি, হঠাৎ আপ্নার গানে এই মনের কথা গুলো শুনতে পেয়ে চোখ ভোরে এলো। ❤️
@samsuddinmondal2336
@samsuddinmondal2336 2 года назад
এককথায় অনবদ্য! অসংখ্য ধন্যবাদ স্যার।
@rajatsuvra6705
@rajatsuvra6705 2 года назад
গানটা শুনতে শুনতে কথা গুলো নিজের জীবনের সাথে মেলাই... সবটাই বেশ ভালো ভাবেই মিলে গেলো... আনন্দ পেলাম এটা ভেবে যে আমাদের জীবনেরও ছন্দ হয়...
@rajendradas7238
@rajendradas7238 2 года назад
অসাধারণ, অনবদ্য এক বাস্তবতা সমৃদ্ধ বৈপ্লবিক চিন্তাধারাপূর্ন গান উপহার দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ ।
@rakeshhalder4906
@rakeshhalder4906 2 года назад
আপনার গান বেকার যুবসমাজের প্রতিবাদের ভাষা। আপনার গান যত বার শুনি আমি মুগ্ধ হয়ে যাই। দাদা অসাধারণ ।
@tapaskumarbhar6206
@tapaskumarbhar6206 2 года назад
এটাই হচ্ছে এগিয়ে বাংলার বাস্তব চিত্র । জয় শ্রী রাম । ভারত মাতার জয় হোক ।
@gopalroy4802
@gopalroy4802 2 года назад
বাস্তব জীবনের সাথে মিলে গেলো
@ritamghosh2701
@ritamghosh2701 2 года назад
উউফ !!!.. বর্তমান পরিস্থিতির অপ্রিয় সত্যিটাকে, কেবল কয়েকটি সাধারণ শব্ধবন্ধে বিন্যস্ত করে এমন সুরে গানের পরিবশেন .....সত্যিই অনবদ্য ... 🙂🙂🙂
@biplabmishra
@biplabmishra 2 года назад
অনবদ্য স্যার, বাস্তবতার দর্পন, এই চাবুকে জ্বালা হবেই।
@umasankartarafder9277
@umasankartarafder9277 2 года назад
অসাধারন sir , অনমনীয় শিরদাঁড়ার উপর উন্নত মস্তিষ্ক আর দীপ্ত কণ্ঠ।🙏
@SachinMahatoVlog
@SachinMahatoVlog 2 года назад
দারুন স্যার ❤️🙏
@kaustavchatterjee4220
@kaustavchatterjee4220 2 года назад
খুব সুন্দর গান স্যার । আপনার প্রতিটি গানই আমার খুব পছন্দের । আমি নিজে BSc mathematics honours 2nd year এর ছাত্র । আমার মত ছাত্র জীবনের অনেক দুঃখ এবং তাদের মাঝেই খানিক আশার আলোর সঞ্চার ঘটানো আপনার এই অনবদ্য সৃষ্টি গুলিকে হৃদয় থেকে শ্রদ্ধা জানাই । ❤️❤️
@simpamalas4193
@simpamalas4193 2 года назад
অসাধারণ স্যার 👍👍👍 বাস্তব জীবনের নীলাঞ্জনার ঘটনা তুলে দিলেন।। খুব ভালো লাগলো গানটা শুনে।
@tuhinguchhait9797
@tuhinguchhait9797 2 года назад
Hi
@gridharichand2701
@gridharichand2701 2 года назад
অসাধারণ গান, আমার হৃদয় ছুঁয়ে গেলো এই কয়েক টা মিনিট।
@বাঙালি-ঝ২থ
@বাঙালি-ঝ২থ 2 года назад
দারুণ জেঠু😍❤️বোডো ভালো লাগে তোমায়😊❤️
@santugayen7404
@santugayen7404 2 года назад
অসাধারণ গেয়েছেন। পশ্চিমবঙ্গের সামাজিক রাজনৈতিক চাল চিত্র ফুটে উঠেছে আপনার গানের মধ্য দিয়ে।
@siliguripallabipal1059
@siliguripallabipal1059 2 года назад
খুব ভালো লাগল স্যার।বাস্তব জীবন যন্ত্রণাকে আপনি ফুটিয়ে তুলেছেন আপনার সঙ্গীতের মাধ্যমে।
@gangadhargarai3182
@gangadhargarai3182 2 года назад
কিছু বলার নেই স্যার। একেবারে বাস্তব কে তুলে ধরলেন।।।🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🔥🔥
@jayadrathgaming5199
@jayadrathgaming5199 2 года назад
স্যার বাস্তব জীবনের কথাগুলো গানের মধ্যে ফুটিয়ে তোলার জন্য ধন্যবাদ আপনাকে❤❤❤
@sankhamondal1006
@sankhamondal1006 2 года назад
অসাধারন স্যার ,পশ্চিমবঙ্গের ভবিষ্যত তো অতীত । 'বর্তমান ' উন্নয়নের হাতে দোদুল্যমান...
@ranajoybanerjee8688
@ranajoybanerjee8688 2 года назад
You are ahead of the time...... You will be a legendary character in near future..... Red Salute Sir
@priyanka__rajdeep_gharkaynnabl
নচিকেতা ঘুমিয়ে আছে স্যার,আপনি এভাবেই আগুন জ্বালান❤
@SachinMahatoVlog
@SachinMahatoVlog 2 года назад
সেরার সেরা বর্ষ সেরা 🔥❤️
@pampadebnath2015
@pampadebnath2015 10 дней назад
Sir durdanto song ta baniyechen !!! Super Duper !!!!❤❤❤❤❤🙏🙏👍👍👍😃😄
@deyrajdip0404
@deyrajdip0404 2 года назад
বাস্তব কথা গুরুদেব
@reyajulhaque9262
@reyajulhaque9262 Месяц назад
গানটায় সমাজের বাস্তবচিত্র তুলে ধরেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।
@prasenjitchakrabarti5831
@prasenjitchakrabarti5831 2 года назад
The song is the mirror of current time at West Bengal. No recruitment...some bogus idea and some Clowns... Superb..Salute ❤️❤️❤️
@basabnandimajumdar5690
@basabnandimajumdar5690 2 года назад
দারুন দারুন।আপনার সৃষ্টির স্রোতধারা অব্যাহত থাকুক।লাল সেলাম।
@rajib5662
@rajib5662 2 года назад
খুব ভালো লাগলো ❤
@nandeswarrishi511
@nandeswarrishi511 2 года назад
বর্তমান বেকারদের বাস্তব জীবনের রূপ,,যেটি একমাত্র আপনি তুলে ধরতে পারেন sir 🙏🙏, অনেক ধন্যবাদ আপনাকে❤️❤️
@suparnahazra9133
@suparnahazra9133 2 года назад
প্রণাম নেবেন স্যার 🙏 এই সমাজে আপনার মতো শিরদাঁড়া সোজা রাখা মানুষের খুবই অভাব🙏🙏।
@tuhinguchhait9797
@tuhinguchhait9797 2 года назад
Right
@itsdipayan8361
@itsdipayan8361 2 года назад
Awasome. আপনি বেকার যুবকদের মনের কথাটা ছুড়ে দিলেন সরকারের কাছে❤️। লাল সেলাম
@tarapadajash1728
@tarapadajash1728 2 года назад
বাংলার যৌবনের যন্ত্রণা যথার্থই ফুটে উঠেছে এ গানে । অভিনন্দন !
@pampadebnath2015
@pampadebnath2015 Месяц назад
Oh gan tar kothagulo just superb ! Nochiketa har manbe apnar kache!!!! Really asadharon Sir !❤❤❤❤🙏🙏🙏
@arnabkumarkonar8786
@arnabkumarkonar8786 2 года назад
বাহ.... বেশ বাস্তব রসিক 🥰❤️
@Unknown_Akshu
@Unknown_Akshu 2 года назад
সমকালীন সমাজের কী বিচিত্র ছবি এঁকেছেন । সত্যিই অসাধারণ ❗
@souravraha4027
@souravraha4027 2 года назад
স্যার আপনার গানের সুর অতুলনীয়। আর আপনার গানের লাইনগুলো বাস্তব ♥️
@SimranFoodPark
@SimranFoodPark 2 года назад
খুব ভালো লাগলো গান টি।একদম সমাজ ব্যাবস্থার গালে থাপ্পড়👍👍👍
@PrimaryeducationR
@PrimaryeducationR 2 года назад
আপনার গান গুলো শুনে চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে ।SSC পরীক্ষাটাই নিল না ।
@holyworldofswapna1586
@holyworldofswapna1586 2 года назад
আর হবেও না
@Dotman001
@Dotman001 2 года назад
খুব সুন্দর
@bikrammaji7268
@bikrammaji7268 2 года назад
স্যার আপনি যে বর্তমান ছাত্র সমাজের বাস্তবতা তুলে ধরেছেন একটা গানের মধ্য দিয়ে সেই জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা জানাই........ আর এরকম গান আপনি আরো আমাদেরকে দিতে থাকেন........ গানটা যখন শুনলাম এতটাই ভাল লাগল ভালো লাগলো যে আমি সেটা ভাষায় প্রকাশ করতে পারবোনা........ধন্যবাদ স্যার
@gopalpal5819
@gopalpal5819 2 года назад
Comred ✊✊✊ asadharan.. Darun hoche... Tomk lal selam.. Jontona gulo tumi bojo Guru... ❤ tomk. Agiea cholo..... ..
@Asit_mondal123
@Asit_mondal123 2 года назад
রেসোনের দুটাকা চাল খেয়ে বেচে আছে ঠিকই, কিন্তু ইচ্ছা পূরণ না হওয়া, স্বপ্ন গুলো স্বপ্নই থেকে যাওয়ার যন্ত্রণাটা ভীষণ। সেই সব ছেলেদের যন্ত্রণা একটা ডালিতে সাজিয়ে রচনা করা গান। এই গানটা আসলে গান নয়।ছেলেদের বুকের মধ্যে দুমড়ে থাকা যন্ত্রণা। 🙏🙏
@somnathlaha1477
@somnathlaha1477 2 года назад
ওঃ,,,দারুন,,,,দারুন সুন্দর। বাংলা র বাস্তব চিত্রটা তুলে ধরার জন্য ধন্যবাদ, Sir.🙏
@আমরাবাঙালি-ঠ৬ষ
100 % বাঙালির ছেলের যন্ত্রণা । হে দিদি হায় !! দিদি কিসের পাপ আমাদের
@kamaleshsaha4894
@kamaleshsaha4894 Год назад
❤️ দিনে দিনে বয়ে যাওয়া দীর্ঘ ১১ বছরের দু : সহ বাঙালি জীবনের যন্ত্রণাকে আপনি মূহুর্মুহু কথার রচনায় আর সুরের জাদু দিয়ে সুললিত কন্ঠে ভড়িয়ে তুলছেন, তা বাঙালি জনমানসে গভীর রেখাপাত করছে । দারুণ !!
@soumyascreation9775
@soumyascreation9775 2 года назад
এইভাবে বেকার সমাজের জীবন যন্ত্রণাকে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ স্যার। ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনাদের মত মানুষদের এই সময় যে বড্ড দরকার............
@kamalchowdhury1864
@kamalchowdhury1864 2 года назад
Uff ❤️❤️অউটস্টান্ডিং
@divyenduroychoudhuri7267
@divyenduroychoudhuri7267 2 года назад
Hats off to you sir❤️❤️❤️. Your sweet voice always highlights the bitter truths of the present situation in our state.
@parthagoswami4501
@parthagoswami4501 2 года назад
Sir akdom sothe kotha
@pragatieducationalinstitut2242
@pragatieducationalinstitut2242 2 года назад
Time will remember you as The Rebel Poet Soumik Das
@sribasbiswas4391
@sribasbiswas4391 2 года назад
আমাদের মনের কষ্ট তুলে ধরার জন‍্য আপনাকে আমার শতকোটি প্রনাম ।ভালো থাকবেন আর সুস্থথাকবেন ।
@parthatantuboy155
@parthatantuboy155 2 года назад
When talk about the lyrics with political satire ,you are the best sir 🙏🙏🙏 বর্তমান পশ্চিমবঙ্গের বাস্তব চিত্রটি তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ .
@mddeluarhossain337
@mddeluarhossain337 2 года назад
বাস্তবতাটা‌কে তু‌লে ধরার জ‌ন্যে অ‌নেক অ‌নেক ধন‌্যবাদ !
@tamalbanerjee4832
@tamalbanerjee4832 2 года назад
আমি নচিকেতার চরম ভক্ত, আর সেই সুবাদেই নীলাঞ্জনা আলাদা জায়গা রাখে একটা তবুও এটা আলাদাই বুকে লাগলো, দারুণ বললেও কম হবে ♥️
@bikku0078
@bikku0078 2 года назад
💥💥💥
@subhadrabhattacharyya7330
@subhadrabhattacharyya7330 2 года назад
"হবুমাস্টার" থেকে যাত্রা শুরু মাঝে কত গান,কত কথা, কতই বিরোধিতা। আজকে আবারও একই ভাবে মন করলো "সেই নীলাঞ্জনা" সঙ্গে আছি এগিয়ে চলো
@SumitBanik1696
@SumitBanik1696 Год назад
বাহ্, গান শুনি আর মুগ্ধ হই। ভালো থাকুন, আর গান গেয়ে যান।
@farhasarmin5391
@farhasarmin5391 Год назад
অসাধারণ Sir!👍👍👍👍👍👍
@dipayandey3631
@dipayandey3631 2 года назад
Lal Selam Dada ❤️❤️🔥🔥...Sera Hoyeche Ganta ❤️🔥
@parthapratimdas4530
@parthapratimdas4530 2 года назад
দাদা আপনি পুরোনো নীলাঞ্জনাকে হারিয়ে দিয়েছেন। এভাবেই চালিয়ে যান।
@soumyamukherjee4810
@soumyamukherjee4810 2 года назад
ফেলুদা ও নীলঞ্জনা তো এক ই সুর হয়ে গেল😊 সুন্দর লাগল..
@KM14003
@KM14003 2 года назад
হেব্বী বস! তুমি বেকার যুবকের রোজনামচা দারুন তুলে ধরলে l 👌👍😇
@PARAM700
@PARAM700 2 года назад
❤️👌👌...khub sundor bastob badi gan....ay dosa ty cholche amder
@suparnapal2060
@suparnapal2060 2 года назад
আপনার প্রতিবাদী ভাবনা অসাধারণ।❤️
@Joydeepcha
@Joydeepcha 2 года назад
কালকে রাত 3.30 পর্যন্ত শুনলাম নীলাঞ্জনা ❤❤❤ কমকরে 50- 60 বার শুনলাম... কিন্তু দিল মাঙ্গে মোর.... চালিয়ে যান গুরু.......... 🙏🙏🙏
@soumikdasofficial
@soumikdasofficial 2 года назад
Amar souvaggyo
Далее
Delivery Boy || Dr. Soumik Das
3:13
Просмотров 718 тыс.
Magoj Dholai 2 || Dr. Soumik Das || Political Satire
3:23
Hobu Master || Dr. Soumik Das || Political Satire
3:09
Appulish || Dr. Soumik Das || Social Satire
3:27
Просмотров 171 тыс.
White Collar Job || Dr. Soumik Das || Social Satire
3:21
PART 01 - TOUGH TALK - DR SOUMIK DAS VS RHITOBRATA
18:31
Political Satire | Dr.Soumik Das | JUKEBOX Vol.1
19:51