কাজল আরেফিন অমির এই যাবতকালের শ্রেষ্ঠ নাটক এটাই। প্রতিটি মুহূর্ত ফিল করার মতো ছিলো। এক কথায় অসাধারণ। সস্তা চরিত্রের নাটকের চেয়েও বছরে এরকম ২-১ টা নাটক ই যথেষ্ট।
এই মাসের সেরা কোপ ডিল 🔔 Original T800 Ultra Smart Watch⌚ ৬০% ছাড়ে ⚡ দাম মাত্র ৩১০ টাকা 🔥 🛒কেনার লিংক: click.daraz.com.bd/e/_CZDgNz ✅ একসাথে ২ পিস নিলে ফ্রি ডেলিভারি পাবেন। ✅ ক্যাশ অন ডেলিভারি এভেলেবল আছে কিন্তু। ⚠ রিসেলের জন্য এই ওয়াচ বেস্ট। গতমাসে যারা মিস দিছিলেন তারা এই সুযোগ মিস দিয়েন না।
আপনি কি জানেন যে ঈশ্বর আপনাকে ভালবাসেন? যীশু খ্রীষ্ট ঈশ্বর এবং ঈশ্বরের পুত্র। যীশু আমাদের পাপের জন্য মারা গেছেন এবং মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত হয়েছেন। যারা যীশু খ্রীষ্টে বিশ্বাস করে তারা স্বর্গে অনন্ত জীবন পাবে। অনন্ত জীবনের জন্য প্রভু যীশু খ্রীষ্টে বিশ্বাস করুন! জন 3:15
পলাশ দাদাকে এই প্রথমবার এই ভাবে কাঁদতে দেখলাম। পলাশ দাদাকে কাঁদতে দেখে চোখে জল ধরে রাখতে পারলাম না 💔💔😔😔😔😥😢😭😭😭 love you polash da ❤❤❤❤ from India 🇮🇳🇮🇳🇮🇳
আমার দেখা পলাশ ভাইয়ের এবং তাদের টিমের সেরা একটি নাটক 🌺 মায়ের জন্য এমন ভালোবাসা এখন কমই আছে, সব মায়ের ছেলে গুলা যাতে এমন হয়, আর মৃত্যুর আগে পর্যন্ত যাতে আল্লাহ সবার মাকে এমন খেদমত করার তৌফিক দান করে 😥💝 আমিন 🤲
এই ঈদের সবচেয়েয়ে সেরা নাটক।কাজল আরেফিন অমির এই যাবতকালের শ্রেষ্ঠ নাটক এটাই। এমন নাটক আগে থেকে বেশি বেশি হলে বৃদ্ধাশ্রম অনেক কমে যেতো.. অনেক মা বাবা অসহায়ের মতো রাস্তা ঘাটে পড়ে থাকত না..!! অনেক ধন্যবাদ।
এটাই প্রকৃত নাটক.. এমন নাটক আগে থেকে বেশি বেশি হলে বৃদ্ধাশ্রম অনেক কমে যেতো.. অনেক মা বাবা অসহায়ের মতো রাস্তা ঘাটে পড়ে থাকত না..!! অনেক ধন্যবাদ। এটা পলাশ ভাইয়ের সেরা একটা নাটক। ❤❤❤
জাতীয় পুরস্কার দেওয়া উচিত নাটকটিকে,, এই ঈদের সবচেয়েয়ে সেরা নাটক। অমি মানেই সব ভিন্নতা আর হিট নাটক নতুন সব ভিন্ন সিন ধন্যবাদ পলাশ মিঠু এমন সুন্দর অভিনয় করার জন্য।
আমার মা ৫ বছর বিছানায় পরে আছে। কিন্তুু কাজের জন্য আমাকে বাহিরে থাকতে হয়। আমি একা,তবে আল্লাহর অশেষ রহমত ভাগ্যের জোর একজন ভালো জীবন সঙ্গী পেয়েছি। সেই এখন পর্যন্ত কোন টু শব্দ করেনি।ভালো থাকুক সকলের বাবা মা।
একটা সেরা নাটক হিসেবে ঐতিহ্য লাভ করতে পারছে নাটকটি। বাংলাদেশের এক অমূল্য সম্পদ। এমন মানুষ নাই যার মন আছে কিন্তু সে কাঁদেনি নাটকটা দেখার পর এমন মানুষ হয়তো ঘটবে না। সত্যি নাটকটা একদম মন ছুয়ে গেছে।
নাটকে শালীনতা ফিরে আসুক, প্রতিটি নাটক থেকে মানুষের রুচির পরিবর্তন আসুক" মায়ের❤ প্রতি যত্ন-ভালোবাসার কথা মনে করিয়ে দিবে এই নাটক❤ পৃথিবীর সব মা/ বাবা যেন ভালো থাকে! সুন্দর সামাজিক নাটক!
শেষমেশ নাটকটা, যে কিভাবে শেষ হয়ে গেল বুঝলাম না। এই নাটকটা তে মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসা, দেখানো হয়েছে তা এক কথায় অসাধারণ। এরকম,নাটক থেকে বাস্তবজীবনে অনেক কিছু শেখার আছে, ধন্যবাদ কাজল আরেফিন অমি ভাই কে, এরকম একটা নাটক উপহার দেওয়ার জন্য। ❤❤❤
কান্না আর ধরে রাখতে পারলাম না,,,মায়ের প্রতি আমাদের এমন শ্রদ্ধাশীল হওয়ার অনেক প্রয়োজন।।। সবসময় তাদের পাশে থাকা উচিত।। ধণ্যবাদ এমন সুন্দর একটা বাস্তব জীবনের জন্য নাটক উপহার দেয়ার জন্য।।।
Bai ma to ma tar obab Kew puron korte parbe na ma Jonno jai korben ma rin khokono puron hobe na sottan jotoin onnah korok ma ei sottan ke agle rakhe. Ma tulona hoy na thanks Bai ekta sundor real life Natok upohar disen sobaaike. Onek chele meye ma baba ke biddasrom e patai de otoba bow er kothay ma ke dekte pare na bortomane chele bowra dekte pare na are tumi to Ekdin maa hobaa thokon bujba biddo hobaa thokon ki korso tumar sasuri sate ba sottan ra ki korso Allah sobaike hedayet dan korok
আমার বাবা ২০২১ এর জানুয়ারীর ১ তারিখ স্টোক করে। প্রায় ১ বছর + হসপিটালে ছিলো বাবার বাথরুম পরিস্কার +গোসল A to Z সব নিজে করছি বেশীর ভাগ সময় সব কিছু এর ভিতর আমার সরকারি জব হইছিলো সেটাও বাদ দিয়া দিছি বাবার পাশে থাকার জন্য। আলহামদুলিল্লাহ বাবা এখনো বেচে আছে এক সাইড অবশ তবে লাঠি দিয়া অল্প অল্প চলা ফেলা করতে পারে। নাটক টা আমার জীবনের সাথে অনেকটাই মিল রয়েছে। চোখে পানি চলে আসলো দেখে বাস্তবিক নাটক এটা আমার বাবার জন্য দোয়া চাই পৃথিবীর সকল বাবা মা কে আল্লাহ সুস্থ্য ও শান্তিতে রাখুন... আমীন।❤
আমার জীবনের সাথে এই নাটকটার মিল আছে আমার আম্মু ব্রেন স্টক করছিল তারপরে আমারও বিয়ে করা লাগছিল আমার আম্মু মারা গেছেন সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন 😢😢😢
মানুষ কর্মে বাঁচে 💙 Kajal Arefin Ome ভাই এটার প্রমাণ আপনি আবারও দেখিয়ে দিলেন "শেষমেশ" এর মাধ্যমে। মায়ের প্রতি একজন সন্তানের ভালবাসা,ত্যাগ,সম্মানবোধ কি রকম হওয়া দরকার সেটা "শেষমেশ" নাটকে আপনি সুন্দর ভাবে ফুটিয়ে তুলেছেন। সত্যি আপনার কার্য প্রশংসনীয় 💙
এই নাটকের লেখককে অসংখ্য ধন্যবাদ এরকম নাটক সমাজে তুলে ধরলে সমাজে অনেক খারাফ ছেলে মেয়ে যারা মা বাবার দুঃখ বুঝে না বা মা বাবাকে আদর যন্ত করে না যদি এসমস্ত নাটক দেখে তাইলে একটু না একটু মা বাবার প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে
পলাশের জীবনের সেরা অভিনয় ❤ ইভানাও জোশ পারফরম্যান্স করছে 💙 মুনিরা ম্যাম লিজেন্ড ওনার অভিনয় নিয়ে কথা বলার মতো দুঃসাহস নেই। ধন্যবাদ আরেফিন অমি কে, বছরে এমন একটা নাটক ই যথেষ্ট ❤
জিয়াউল হক পলাশ ভাইয়ের অভিনয় অনেক সুন্দর মায়ের ক্যারেক্টার টা অনেক সুন্দর ছিল ইমোশনাল হয়ে গেলাম চোখ দিয়ে পানি ধরে রাখতে পারলাম না শেষমেশ নাটকটা দেখে ফেললাম এইরকম নাটক আরো চাই কাজল আরেফিন ওমি ভাইয়ের কাছ থেকে।। শেষমেশ নাটকটা অনেক সুন্দর ❤❤❤❤
অমি ভাই কি বলবো বলার কোনো ভাষা আমি খুজে পাচ্ছি না এটুকুই বলবো ভাই আমার বয়স ২৬ বছর আমি অনেক নাটক দেখছি আপনার নাটক প্রায় আমি দেখি কিন্তু এই নাটক খান দেখে আমি সারা রাত কান্না করছি ভাই।আমার মায়ের জন্য আমার মা মারা গেছে আজ ৪ বছর আমি বর্তমান সৌদি আরব প্রবাসী😭😭😭ভাই আপনাকে স্যালুট জানাই এমন নাটক আমাদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য❤❤
আমি যখন দশম শ্রেণিতে পড়তাম তখন আমার আম্মুর ও এমন সমস্যা হয়েছিলো আমাদের চিনতো না তবে আল্লাহর রহমতে ২ মাস পরে সুস্থ হন আর এখন ও আমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন।