Not sure why it never won any award for best lyrics......expressions like 'Interim voidness', 'comparing dying city to zero sum factory', 'Truth in each moment'....never heard before....indeed an underrated masterpiece....poetry is awesome
এই গানটির শ্রোতা কম, এর কারণ হচ্ছে টার্গেট অডিয়েন্স/ শ্রোতা । গানটি শুনতে বা মোটামুটিভাবে একটা নির্দিষ্ট বয়স পেরোতে হয় । আবার ঐ বয়সের বয়স্ক শ্রোতারা আবার অনুপমের ঘরাণায় অভ্যস্ত নন। অন্যদিকে ইয়াং শ্রোতাদের পক্ষে পুরোটা উপলব্ধি করা মুশকিল।
জীবন অভিজ্ঞতার সারবত্তা, 'সত্যি'র অন্যরকম সংজ্ঞা, সম্পর্কের জটিল টানাপোড়েন..সব মিলিয়ে শুন্যতার একটা অশুন্য ধারাবিবরনী দিয়ে যায় এই গানটা। ঠিক তাই দর্শক এবং শ্রোতামহলে অতটাও জনপ্রিয় নয়। 🙂
ভালোবাসার মানুষটির সঙ্গে হাত ধরে হাঁটছিলাম শেষবারের মতো, তার ইচ্ছেয় গানটা চালিয়েছিলাম, চোখের জল বাঁধ মানলোনা....মুহূর্তটির সঙ্গে গানটা বাঁধা পরে গেলো সারাজীবনের মতো।😔
খুব প্রিয় একজন মানুষের suggest করা অন্যতম তাঁর প্রিয় গান। হয়তো এই গানের গভীরতা উপলব্ধি করার ক্ষমতা বা বয়স কোনোটাই আমার হয়নি কিন্তু যত বারই গানটা পরবর্তীতে শুনবো ততো বারই তাকে ঘিরে গড়ে ওঠা মুহূর্তগুলো স্মৃতির পাতায় উজ্জ্বল হরফে ফুটে উঠবে।❤😌 Just for you.... "যদি এক মুহূর্তের জন্য আমায় চাও সেটাই সত্যি!"😌❤
পরিবার, বন্ধু থেকে শুরু করে সকল মানুষের কাছে থেকে খুব খারাপ ভাবে ঠকেছি জীবনে। জীবনে যাদেরকেই বিশ্বাস করে আঁকড়ে ধরতে চেয়েছি তারাই ঠকিয়েছে। আজকেও বিশ্বাস ভাঙলো আবার। জানি না আজকে থেকে দশ বছর পর জীবন কোথায় নিয়ে যাবে। গানটা শুনতে শুনতে কমেন্টটা রেখে গেলাম। জীবনে একদিন খুব শক্ত হয়ে উঠবো। একদিন নিজে সফল হবো জীবনে খুব খারাপ ভাবে বিশ্বাস ভাঙা মানুষগুলো কথা মনে করে সেদিন এই গানটা শুনতে শুনতে হাসবো। আজকের মতো কাঁদতে কাঁদতে গানটা শুনবো না আর সেদিন। আজকে আমার কষ্টের সাক্ষী যেই গান সেদিন আমার আনন্দের সাক্ষী হবে ❤
এই বরফপথ এই কঠিন রাত তোমার পুরোনো অজুহাত এই আলোর নিচে কাঁপতে থাকা ছায়ার শিকড় ছিঁড়তে চাই এই উল্কাপাত এই বিশ্রী রাত আচমকা এই গোপন আঁতাত সব ধ্বংস হওয়ার আগেই আমি তোমার চোখে ভিজতে চাই আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালোবাসাতে ফিরিয়ে নিয়ে গেলো তোমায় আহত ঝিনুক সৈকতে আর চিরাচরিত জীর্নতায় আবার প্রেমের তীক্ষ্ণতায় সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বতী শূন্যতায় যদি এক মূহুর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি ছন্দপতন ঘটতে থাকে ভাঙ্গনে গেলে ভুল করি আমার বয়সের ওজন তোমার খবর রাখা জরুরী এই মৃত্যুমুখী শহর যেন শূন্য মাপার কারখানা গিলছে তোমায়, গিলছে আমায় আন্ধকারের আস্তানা। আর এই ক্যাফেটরিয়ায় আবার যেদিন ফেরা যায় তোমার রুমাল মোছা ঠোঁটের এই নিয়ম মানার বাধ্যতায়। তখন চিন্তা ঘুম মেনে নিতে পারলে না। সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বতী শুন্যতায়।
গভীর ভালোবাসা মনেহয় এমনই হয়...!! একটা কমেন্ট রেখে গেলাম। কোনদিন নিজের লেখা কমেন্টে চোখ পরবে যখন, তখন আজকের অনুভূতিটা সেদিন আবার মনে পরে যাবে।🖤 তারিখঃ ২৬/১২/২০২২, সময়ঃ বিকাল ৫.৫২
হটাৎ এক অফিসে প্রাক্তনের সাথে দেখা।।।আমি তাকাইনি সে আমায় জিজ্ঞেস করল " কিরে কেমন আছিস?" আমি অবাক হয়ে তাকিয়েছিলাম, ভাবিনি বাস্তব কি না... পরে আবার দেখে বুঝলাম বাস্তব!!! সে আমাকে বলেছিল কোনো যোগাযোগ করার চেষ্টা না করতে.... আমিও করিনি ... সেদিন থেকে একটা লাইন... "যদি একমুহুর্তের জন্য হলেও চাও , সেটাই সত্যি "😊
যদি সত্যি ভালোবেসে থাকো, কষ্ট হবে। আর এটাই জীবন। কষ্ট না পেলে ভালোবাসার মর্ম কি ? জীবন মানেই সুখ আর দুঃখের সঙ্গে লড়াই। শুধু তুমি নয় একা, এই যুদ্ধে ভগবান শ্রীকৃষ্ণ পরাজিত। ভালোবাসা মানে যে ত্যাগ। মনে রেখো বন্ধু আর এগিয়ে চলো ভবিষ্যতে, হয়তো সময় তোমার জন্য অনেক সুখ রেখেদিয়েছে এই দুঃখের বদলে।
আমি সুনামগঞ্জ বাংলাদেশের ছেলে। সুনামগঞ্জ শাহ আব্দুল করিমের জেলা,হাছন রাজার জেলা,আরো অনেক বিখ্যাত লোকের জেলা। আমি ওপার বাংলা গানের খুব বড় ভক্ত সবসময়ই। আমি এই গানটা যখন শুনি মনে হয়ে যেন সারা দুনিয়ায় একসাথে সুর বাজছে,আর আমি সেই সুরের শুধা পান করছি। এই গানটা আমার ভালবাসা❤️ আমি ওপার বাংলার মানুষের কথাগুলোর ও বড় ভক্ত।
সব ধ্বংস হওয়ার আগেই আমি তোমার চোখে ভিজতে চাই আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালোবাসাতে ফিরিয়ে নিয়ে গেলো তোমায় আহত ঝিনুক সৈকতে আর চিরাচরিত জীর্নতায় আবার প্রেমের তীক্ষ্ণতায় সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বতী শূন্যতায়
For a single moment truth!!! Philosophical meaning of this song is the Universal Love Truth. Give us more unique poems, with best wishes to you magical Man.
I have been listening this song from last 7days continuously. I don’t know why this song is too underrated. I felt this song very different that never felt any other songs
One of the finest works of Anupam Roy... What a song! And hatts off to Rupankar da. It's 2018 now, but still, the song seems really fresh to me... So soothing!
ভালোবাসার মানুষ টা কথা দিয়েছিল পাশে থাকবে এখন আছে হয়তো বা সারাজীবনের জন্য।।২ বছর হলো ভালোবাসার মানুষটার সাথে সংসার করছি।।এভাবেই জীবনের শেষ দিন পর্যন্ত কাটাতে চাই।।♥️♥️♥️
That's The Truth This snow storm, this dark night And your habitual, typical excuses; If I could remove this darkness, Under this flickering dim light! This eerie meteor swarm, sickly dark night The secret, sudden collusion; I wish you drench me with your tears Before the coming armageddon! With sweet words, blue sea takes you To the shore of the wounded oysters, While my intense love prompts me to observe, record you exactly; To be played back eternally, decaying To fill up the void within. Even if you’ve wanted me for a moment That’s the truth! Clumsy me, can’t even break up! My years are more than you weigh! Do you know? This decaying, dying city is like a monster, celebrating only voids, Swallowing you, me, us in its dark inside. And if you ever returned to this cafeteria With your usual hollow routine politeness And feckless social obedience, You’d wish to get away. You couldn’t accept me! But, as always, The recordings remain; To be played back eternally, decaying To fill up the void within. Even if you’ve wanted me for a moment That’s the truth!
প্রথমবার যখন শুনেছিলাম তখনও তোমার চাওয়াতে আমি ছিলাম না, এতবছর পর আবার শুনলাম এখনও তোমার চাওয়াতে আমি নেই। তবুও.....যদি এক মুহূর্তের জন্যও আমায় চাও সেটাই সত্যি❤ খুব ভাল থেকো তুমি। যে কারণটা আজ আমাদের এতটা দূরে পাঠিয়ে দিল , সেটাতে সফল হও। এতটাই সফল হও যেন কোনও দিন আমাকে হারিয়ে ফেলার জন্য আফসোস না হয়।। ❤❤❤
Hothath jeno Kafka ebang Browning er Jugal Bandi Shunlam..........Ashadharan Composition...........Ashadharan Gaoa...........Feeling Proud of Next Generation..................Bangalee Pichhie Porte Pare Kokhono Kokhono..........Kintu Kissutei Muchhe Jete Parena.....
অফিসের ডেস্কে কাজ করতে করতে হঠাৎ দেখলাম আমার "সে" এই গানটার লিংক পাঠিয়েছে। গানটা শুনে শুনেই কমেন্ট লিখছি। আমি জানিনা আগামী পাঁচ বছর পরেও সে আমার থাকবে কিনা, কিন্তু আমি চাই এই গানের সাথে আমার কমেন্টটা থেকে যাক। প্রিয়তম, আমি তোমাকে এক মুহুর্তের জন্য চাইনি, আমি তোমাকে আমার জীবনের প্রতিটি মুহুর্তের জন্যই চাই,আর এটা ই ধ্রুব সত্যি।❤
এই বরফপাত, এই কঠিন রাত তোমার পুরোনো অজুহাত এই আলোর নিচে কাঁপতে থাকা ছায়ার শিকড় ছিঁড়তে চাই এই উল্কাপাত, এই বিশ্রী রাত আচমকা এই গোপন আঁতাত সব ধ্বংস হওয়ার আগেই আমি তোমার চোখে ভিজতে চাই আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালোবাসাতে ফিরিয়ে নিয়ে গেলো তোমায় আহত ঝিনুক সৈকতে আর চিরাচরিত জীর্ণতায় আমার প্রেমের তীক্ষ্ণতায় সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বর্তী শূণ্যতায়!! যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি . যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি . যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি . যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি .
গানটা শুনছি, বাইরে ঝড় বৃষ্টি, মনের ভেতরেও একই ভাবে বইছে ঝড়। তোমার কথা খুব মনে পড়ছে। জানি ঘেন্না করো আমাকে। তবু এক মুহূর্তের জন্য আমাকে চাইলে সেটাই সত্যি জানব। ইতি পুটুন
এই বরফপাত, এই কঠিন রাত তোমার পুরোনো অজুহাত এই আলোর নিচে কাঁপতে থাকা ছায়ার শিকড় ছিঁড়তে চাই এই উল্কাপাত, এই বিশ্রী রাত আচমকা এই গোপন আঁতাত সব ধ্বংস হওয়ার আগেই আমি তোমার চোখে ভিজতে চাই আর কেউ তোমার ভাষাতে সমুদ্রের ভালোবাসাতে ফিরিয়ে নিয়ে গেলো তোমায় আহত ঝিনুক সৈকতে আর চিরাচরিত জীর্ণতায় আমার প্রেমের তীক্ষ্ণতায় সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বর্তী শূণ্যতায়। যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি (x4) ছন্দপতন ঘটতে থাকে ভাঙতে গেলে ভুল করি আমার বয়সের ওজন তোমার খবর রাখা জরুরী এই মৃত্যুমুখী শহর যেন শূণ্য মাপার কারখানা গিলছে তোমায়, গিলছে আমায় অন্ধকারের আস্তানা। আর এই ক্যাফেটারিয়ায় আবার যেদিন ফেরা যায় তোমার রুমাল মোছা ঠোঁটের এই নিয়ম মানার বাধ্যতায়.. তখন তোমার চিন্তা ঘুম মেনে নিতে পারলে না সব রেকর্ড করা থাকবে তোমার অন্তর্বর্তী শূণ্যতায় ... যদি এক মুহূর্তের জন্যেও আমায় চাও সেটাই সত্যি (x4) সেটাই সত্যি, সেটাই সত্যি