এই গান গুলোর সাথে আমাদের কত শত স্মৃতি। ফিরে গেলাম ছোট বেলায় সেই ছোট বেলার দিন গুলোতে। বিজয় দিবস, স্বাধীনতা দিবসে আগে এই গান গুলোই বি টি ভি তে হতো। এই গান গুলো শুনেই আমরা বড় হয়েছি। আগে বিজয় দিবস মানে ছিল অন্য রকম আনন্দ। ছোট বেলায় বাবার হাত ধরে বিজয় দিবসে স্মৃতিসৌধে কতবার গিয়েছি। সেই ৮০-৯০ দশকের কথাগুলো মনে পরে গেলো। বাবার হাত ধরে আর স্মৃতিসৌধে যাওয়া হবে না। আমরাই এখন বুড়ো হবার পথে। বাবাও চলে গেছে পৃথিবী থেকে। এখনো যেতে পারব স্মৃতিসৌধে, কিন্তু সেই আবেগ, সেই অনুভূতি এখন আর পাবো না।
As a Bangali I am very much sorry to give my comment in English. ..I like this song very much, really outstanding... l have saved this song and listen it quite often.
মন ছুঁয়ে যাওয়া অনন্য কথামালার এ গান শুনে আমার চোখে অশ্রু এলো । আহা জনাব হাদী কী আকুল করা সুরে সবাইকে নিয়ে কালজয়ী মাত্রায় গাইলেন ! সারা পৃথিবীর বাঙালির সক্ষম অক্ষম সবার কন্ঠ যেন এক সুমধুর পরশ জাগানো অনুপম ভাবে আপনার সুরে মূর্ত রূপ পেলো !
আমার জন্ম স্বাধীনতার অনেক পরে সে হিসেবে স্বাধীনতা যুদ্ধ এবং স্বাধীনতা অর্জন পরবর্তী মূহুর্তগুলোর কথা শুধু শুনেছি কিন্তু স্বাধীনতা সংগ্রাম এবং অর্জন নিয়ে ঐ সময় বা পরবর্তী সময়ে রচিত দেশাত্ববোধক গানগুলো শুনলে মনে হয় যেন স্বাধীনতা সংগ্রাম এবং বিজয় অর্জনের মূহুর্তগুলো চোখের সামনে ভেসে উঠছে।