হুমায়ূন আহমেদ স্যারের বাবা আমাদের পিরোজপুর মহকুমার সি,ও ছিলেন। আর তিনি পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছিলেন। সেই অপরাধে তাকে রাজাকার + পাকিস্তানি বাহিনী মিলে ধরে নিয়ে পিরোজপুরের বলেশ্বর নদীর পাড়ে নিয়ে হত্যা করে। তিনি একজন শহীদ মুক্তিযোদ্ধা। তাকে রাজাকার বলার আগে ইতিহাস জানুন। তারপর কথা বলুন। প্রয়োজন হলে পিরোজপুর আসুন৷ ততকালীন কিছু মুরুব্বী মানুষ এখনও বেঁচে আছেন। তাদের কাছে শুনুন। তার কবর পিরোজপুর পৌর কবরস্থানে রয়েছে। সেখানে আসুন। না জেনে মিথ্যা প্রচার করছেন কেন?
@@zihanzishan6041 হ্যা ভাই এটা একটা বড় সমস্যা৷ হুমায়ূন আজাদের কারনেই হুমায়ূন আহমেদ স্যারকে নিয়ে মানুষ উল্টাপাল্টা কথা বলে। একই নাম হওয়ায় এই প্রবলেম। কিন্তু আসল কথা হলো যারা শুধু নাম শুনেছে কিন্তু দুজন আলাদা ব্যক্তির ব্যাপারে জানেইনা তারা সমালোচনা করার অধিকার রাখেনা
একমাএ হুমায়ুন আহমেদ স্যার তার নাটক এবং সিনেমা ইসলাম ধর্ম কে,অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন,হুজুরের চরিত্রে এমনভাবে সাজিয়েছেন ইসলামের পরিপূর্ণ সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে, আল্লাহ যেনো হুমায়ূন আহমেদ এর সকল পাপ গুলো ক্ষমা করে,জান্নাত দান করুন আমিন।
আমার ঠাকুমা আর দাদুর কাছ থেকে শুনেছিলাম। মুক্তিযুদ্ধের সময় তারা..পাক হানাদার বাহিনীর হাত থেকে বাঁচতে ।পালিয়ে আমাদের পাশের গ্রামে মুসলিম বাড়িতে আশ্রয় নিয়েছিল। তখন..আমার বাবা কাকারা অনেক ছোট ছিল। তখন যদি তারা আশ্রয় না দিত তাহলে হয়তো আমার, এই পৃথিবী দেখার সৌভাগ্য হতনা❤ ❤❤হুমায়ূন আহমেদ স্যারের এই ছবিটা দেখে কথাগুলো মনে পড়ল। 😍
এত অসাধারণ মুভি কেমনে হয়। এক মূহুর্তের জন্য বিরক্তি আসেনি। সবাই এত সুন্দর অভিনয় করে, এত সুন্দর করে ঘটনাকে ফুটিয়ে তুলেছে, সত্যিই অনবদ্য। কখনো সূক্ষ্ণ সেন্স অফ হিউমারে হাসতে হাসতে পেট ব্যাথা হয়ে গেছে, কখনো কাহিনীর গভীরতা নিজের অলক্ষ্যে চোখে পানি নিয়ে এসেছে। এ এক মিশ্র অনুভূতি। হুমায়ূন আহমেদ সাহেব, আপনি এত অসাধারণ কেন???
সিনেমাটা যতবারই দেখি, চোখের পানি ধরে রাখতে পারি না। না জানি কত প্রাণের বিনিময়ে আমরা পাকিস্তান হতে স্বাধীনতা লাভ করি। আল্লাহ্ তাআলা আমাদের শহীদ মুক্তিযোদ্ধাদেরকে জান্নাতুল ফিরদৌসে নুসিব করুক।
বর্তমান দিনে লাখ লাখ টাকা খরচ করা সিনেমা গুলো দেখলেও ভিতর থেকে কোন অনুভূতি আসে নাহ।কিন্তু এই সম্পুর্ণ সিনেমাটা একটায় নৌকায় শ্যুট করলেও মানুষের হৃদয় ছুয়ে গেছে...
"পতাকা, স্বাধীন বাংলাদেশের পতাকা" এ লাইনটা যতবার শুনি ততবারই চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে, অনেক ভালোবাসি প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে, অনেক মিস করছি হুমায়ুন আহমেদ স্যারকে। স্যার, আপনি আর কোনদিন আর ফিরে আসবেন না এটা মেনে নিতে পারিনা, সারাজীবনেও আপনার অভাব পূরণ হবেনা।
এর চেয়ে বেশি আবেগ দিয়ে অভিনয় হয় না। স্বাধীন দেশের পতাকা দেখে ফারুক আহমেদ আর এজাজুল ইসলাম সেলুট দিতে যেয়ে সত্যি সত্যি কেঁদে ফেলেছিলেন। সত্যি অসাধারণ একটা ছায়াছবি সেলুট হুমায়ুন আহমেদ স্যার।
শ্যামল ছায়া এই ছবিটা বহুবার দেখেছি, আর যতবারই দেখেছি মন ভরে গেছে। কেন জানিনা মনের গভীর থেকে দুর্বলতা কাজ করে। বর্তমান জেনারেশন এর ছেলে মেয়েরা এইধরনের সিনেমা পছন্দ করেনা। সবশেষে যখনই পতাকা দেখা যায় আর তার সাথে বেজে ওঠে "মুক্তির মন্দির সোপানও তলে" এই গানটি তখনের অনুভূতি ভাষায় প্রকাশ করা যাবেনা। এমনিতে বরাবরই দেশের গান আমার খুবই পছন্দ। স্যালুট হুমায়ুন আহমেদ স্যার।❤
কেউ যদি প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকে ,তাহলে এই ছবি দেখার পর তার মনের অজান্তেই চোখে জল আসবে এবং দেশ ও পতাকার প্রতি এক অনাবিল মায়ার সষ্টি হবে। হুমায়ূন আহমেদ স্যার কে আবার ও স্যালুট জানাই।
সঠিক, আমার অনেক বার এসেছে কাঁন্না,জানি না আমি দেশপ্রেমিক কি না,তবে আবার এই সোনার বাংলারে স্বাধীন করতে চাই,দূর্নীতিবাজ দের বিরুদ্ধে, যারা দেশের অর্থ সম্পদ চুরি করে বিদেশে পাচার করে গাড়ি বাড়ি করে
যতবার দেখি, ততবারই কাঁদি। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে, আমরা কখনো অনুভব করতে পারবো যে...কি পরিমাণ ত্যাগ, অমানুষিক দুঃখ, কষ্টের বিনিময়ে এই স্বাধীনতা আমরা পেয়েছিলাম?
মুখের ভাষা নেই শেষটা খুবই মর্মান্তিক গায়ের লোম এবং চোখে জল চলে এলো 😭 কি অসাধারণ হুমায়ূন আহমেদ স্যার আল্লাহ আপনার সব পাপ মোচন করে জান্নাতুল ফেরদৌসে যায়গা করে দিন ❤❤আমিন
সেই ২০০৫ এ মামাতো ভাইদের সাথে নিয়ে ক্লাস ফাকি দিয়ে সিনেমা টা দেখছিলাম। এই নিয়ে কত্তবার দেখছি মালুম নেহি। পুরানো দিনের কথা মনে পড়ে গেলো। দিন চলে গেছে কিন্তু সিনেমাটা আজো মনে একি রকম দাগ কেটে যায়।
আমরা বুঝি এভাবে স্বাধীন হয়েছি!!! চোখ দিয়ে পানি গলগল করে পরেই যাচ্ছে। আমাদের পূর্ব পুরুষেরা কত আত্নত্যগ করে আমাদের উপহার দিয়েছেন দেশটা। ধন্যবাদ দুই হুময়ূন স্যারকেই। শ্রদ্ধা নিবেদন করছি সকল শহীদকে ও নির্যাতিত প্রিয় মা বোনকে। ♥♥♥
প্রথমেই বলব এটা একটা জীবন্ত সিনেমা!!সেই ছোট বেলায় প্রায় ৭-৮ বছর অাগে গ্রামের বাড়িতে সাদা কলো টিভিও দেখেছিলাম। তখন কীছু বুজতাম না জানতাম না কীন্তু মূভি টি দেখে অজান্তেই চোখ দিয়ে জল চলে এসেছিল। মূভিটি চোখের মধ্যে একেবারে গেথেছিল।।আার আজ ১৮ /১২/২১ মূভিটি দেেখছি চোখে জল চলে আসছে। মূভিটা অনেক খুজেছি কীন্তু নাম না জানার কারণে খুজে পাইনি।।মূভিটা দেখার পর সেই ছোট বেলায় চলে গেছি।।সত্যিই অামার জীবনে দেখা একটা সেরা মূভি💗💗💗💗💗। অাপনারা কে কে ২০২১ এ এসে মূভিটি দেখেছ জানিও।।।। বন্ধুরা!!!
১৯৭১ সালে যুদ্ধ দেখিনি হুমায়ূন আহমেদের লেখা কাহিনী দেখে মনে হয় বাস্তব কাহিনী চোখের সামনে চোখ দিয়ে পানি চলে আসলো ধন্যবাদ হুমায়ুনআহমেদ স্যারকে এত সুন্দর একটা নাট্য অভিনয় উপহার দেওয়ার জন্য
মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু মুভি টা দেখে বুঝলাম মানুষ কত কষ্টে দিন গুলো কাটিয়েছে.. কতো কষ্টের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি আমরা...... সত্যি মুভি টা অসাধারণ....
রিয়াজ, হুমায়ন ফরিদী অসাধারন।।।। বাংলা সিনেমায় এতো সুন্দর ছবি এখন হয় না জন্যেই দর্শক হলে যায় না।।।। আর হয়তো যাবেও না।।।। শান্তিতে ঘুমাক বাংলা সিনেমা।।।। মুক্তিযুদ্ধের ছবি গুলোই সর্বসেরা।।।।।
আমার এক কাকা ছিলেন, আমাদের বাড়ি মাদারীপুর উনি কমান্ডার খলিলের অধিনে নৌকায় চড়ে এভাবে যুদ্ধ করেছন। আমরা তার মুখে যুদ্ধের অনেক গল্প শুনেছি। আজ উনি বেঁচে নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন উনাকে শহীদি মর্যাদা দিয়ে জান্নাতুল ফেরদৌস দান করেন।
এই ছবি যদি ইউরোপ আমেরিকায় নির্মিত হতো তাহলে এতক্ষনে অস্কারে নাম লিখাতো,আর এসব জিনিয়াস অভিনেতা অভিনেত্রী দের কেউ কেউ অস্কারে ভুষিত হতেন,সত্যিই অসাধারন ছবি আর অসাধারন অভিনয়।
হাজার বছর ধরে আর শ্যামল ছায়া বাঙালী মানুষ কেমন ছিলো, তাদের চলাফেরা,মেজাজ, দৃষ্টিভঙ্গি তাদের সরলতা, সব কিছু স্পষ্ট ভাবে ফুটিয়ে তুলছে। ধন্যবাদ হুমায়ুন আহমেদ স্যার ধন্যবাদ জহির রায়হান স্যার❤️
অনেক বার দেখছি, আজ আবার রাত জেগে দেখলাম আর চোখের জল ঝরালাম, সকল মুক্তিযোদ্ধা ভাই বোন দের কাছে সারাজীবন কতৃজ্ঞ থাকবো। স্যালুট লেখক সকল অভিনেতা অভিনেত্রি এবং পরিচালক কে।
আমার জীবনে দেখা আর আমার সর্বোচ্চ বেস্ট পছন্দের অন্যতম সেরার সেরা একটা মুভি,,,,মুক্তিযুদ্ধের যতো মুভি আছে তার মধ্যে এটাই একমাত্র মুভি যেখানে রাজাকারদের খারাপ চরিত্র দিয়ে আমাদের ইসলাম ধর্মকে অবমাননা করা হয়নি,ইসলাম ধর্ম হিন্দু ধর্ম কোনো টাকেই ছোট করা হয়নি,,,,একমাএ সম্পূর্ণ নিখুঁত হৃদয় স্পর্শকাতর মুভি,,,,আর হুমায়ুন আহমেদ স্যার এর কথা তো আলাদা করে বলার প্রয়োজন নেই, তবুও আরেকবার না বলে পারছি না,হুমায়ুন আহমেদ স্যার সর্ব কালের সেরা লেখক,আল্লাহ পাক উনাকে মাফ করে জান্নাত নসিব করুন,
সত্যই অপুর্ব , স্বাধীনতা যুদ্ধ নিয়ে এর আগে আমি এত সুন্দর ও বাস্তব ধর্মী মুভি দিখি নাই । এটাই বাস্তব চিত্র , হিন্দু-মুসলিম , সাধারন লোক , আলেম-ওলামা এদেশের সব লোক পাক হানাদার বাহিনীর নির্যাতনের সিকার হয়েছিলেন , তাইতো মাত্র ৯ মাসে দেশ স্বাধীন হয় । মুভিটা সবার দেখা উচিৎ ।
স্বজল চক্ষে একটা কথাই বলতে চাই.............সত্যিই অসাধারন একজন মানুষ ছিলেন হুমায়ূন ফরিদী। ১৯৭১ সনের যুদ্ধের সময় তাকে মুক্তিযোদ্ধার বেশে যারা না দেখেছেন তারা নতুন করে তাকে যোদ্ধার বেশে দেখতে পারবে এই সিনেমার জন্য। অনেক অনেক শ্রদ্ধা ও বিনম্র সম্মান জানাই সিনেমার সাথে যুক্ত সকল কলাকুশলীদের।
শ্যামল ছায়া ছবিটি দেখলে কোথায় যেন হারিয়ে যাই। মুক্তিযুদ্ধ দেখিনি, তবে দাদীর মুখে অনেক শুনছি। এই ছবিটি দেখলে উপলব্ধি করতে পারি যে কতটা ত্যাগ স্বীকার করেছেন পূর্বপুরুষগণ। স্যালুট সকল মুক্তিযোদ্ধাদের।
ইশ... বাংলাদেশের প্রতিটি মানুষ তথা আমাদের এই নতুন প্রজন্মকের সবাইকে যদি এই সিনেমাটি দেখাতে পারতাম ও অনুধাবন করাতে পারতাম! Tears came to my eyes after many days..... ১৯৭১ এর আগে আমার জন্ম না হওয়া এবং মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করতে না পারার আফসোসটা যেন আরো গাঢ় হলো..........
অনেক ছোটবেলায় বিটিভির পর্দায় সিনেমাটা দেখেছিলাম।।।মাএ একবারই দেখেছিলাম।। তারপর থেকে কেন জানি আমার মনের মধ্যে সিনেমাটা গেথে গিয়েছিল,,, অনেক বছর পর দ্বিতীয় বারের মতো ছবিটা দেখলাম।।। আজ অনেক দিনের আকাঙ্খা পূরণ হলো।। ০১/০১/২০২২
হুমায়ুন আহমেদ লেখক হিসেবে আমার খুব পছন্দের। উনার পরিচালনায় পরিচালিত শ্যামল ছায়া ছবিটি খুবই পছন্দের। অনেক বার দেখেছি। কেন জানি বার বার ছবিটি দেখতে ইচ্ছে করে।
চোখের পানি ধরে রাখতে পারলাম না এইটা ছবি এইটা ভালোবাসা, এইটা দেশের মানুষ আবেগ অনুভুতি, সত্যি এটা আমার দেখা সবচেয়ে সুন্দর ছবি! হুমায়ুন আহমেদ আপনি অসাধারণ!
কত রক্তের বিনিময়ে আমাদের এই স্বাধীনতা। আমাদের এই অর্জন অনেক স্বজন হারানোর মধ্য দিয়ে এসেছে।হুমায়ুন আহমেদ মানে বাংলার ইতিহাস। প্রত্যেকের অভিনয় আসলেই অনবদ্য
বেশ কয়েকটা মুভিই দেখলাম।যেহেতু আগেও টিভিতে দেখেছিলাম কিন্তু তবুও শুধু দেখতে মন চায়। আহা এগুলো দেখলে কি যে একটা মধুর স্পন্দন পাই তা ভাষা বুঝাতে পারব না। ভালোবাসি আমি তোমাকে হে প্রিয় মাতৃভূমি🇧🇩>3
আমাদের পতাকা 🇧🇩 আমাদের পতাকা 🇧🇩 চিল্লাইয়া যখন বলে সত্যিই শরীরে একটা কাঁপুনি এসে যায়। মনে হয়না মুক্তিযুদ্ধ নিয়ে এরচেয়ে ভালো কোনো সিনেমা তৈরী হয়েছে বা ভবিষ্যতে তৈরী হবে। শ্রদ্বেয় হুমায়ুন স্যার।
এভাবেই লক্ষ প্রানের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের স্বাধীনতা,আমি বিনম্র চিত্তে স্বরন করি সেইসকল বীর সেনানীদের যাদের নিঃস্বার্থ আত্নাহুতির কারনে আজ স্বাধীন দেশে বাস করতে পারছি এবং তাদের আত্নার মাগফেরাতের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করছি, আসুন আমরা আমাদের দেশকে নিঃস্বার্থ ভাবে ভালবাসি
দ্বিতীয় স্বাধীনতার পরও আজকেও দেখলাম শ্যামল ছায়া। চোখের পানি ধরে রাখতে পারলাম না। এতো এতো ত্যাগের বিনিময়ে আমার এই সোনার বাংলা। আমি ভালবাসি এই দেশটাকে এদেশের মানুষকে।❣️
কারণ ৭১ এর মুক্তি যুদ্ধে ৯৯% হুজুর, মওলানা ও মাদ্রাসা ছাত্ররা ছিল পাকিস্তানের পক্ষে। তারাই রাজাকারি করেছে তখন। আর স্বাভাবিক ভাবেই মুক্তিযুদ্ধের ছবি গুলোতে তাদের প্রকৃত চেহারাই তুলে ধরা হয়। বাকি ১% মওলানা ছিল স্বাধীন বাংলাদেশের পক্ষে। এই ছবিতে "মওলানা" চরিত্রটি সেই ১% এর প্রতিচ্ছবি।
@@firozahmed5029 অাপনার বক্তব্যের প্রতিবাদ করছি, বিষয়টি কখনই এমন নয়,প্যান্ট শার্ট পড়া অার দাড়িচাছা রাজাকারের সংখ্যা ইসলামী লেবাসধারী রাজাকারের দশগুণ ছিল, সত্যিকার ইতিহাস জানার চেষ্টা করুন৷
@@firozahmed5029 আসলে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে কে হুজুর আর কে হুজুর না। দাড়ি, টুপি, ইসলামি লেবাস পরলেই হুজুর হয় না। আবার দাড়ি, টুপি, ইসলামি লেবাস ছাড়াও হুজুর হওয়া যায়। যারা কুরআন হাদিস তাফসীর সবকিছু জেনেও ইসলামে বিশ্বাস করে, তারাই হুজুর। আর এরা সবাই মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলো। আর যারা ইসলামি লেবাস পরে কিন্তু ইসলাম সম্পর্কে জ্ঞান রাখে না, তাদেরকে হুজুর শ্রেণিতে ফেলাটা বোকামি। যেমন ভারতের অনেক স্থানে দাড়ি, টুপি পরা মসজিদের ইমাম সাহেব হিন্দুদের পুজাতেও অংশগ্রহণ করে। এদেরকে কোনোভাবেই হুজুর শ্রেণিতে ফেলা যায় না। তাই আপনি যদি ইসলামিক লেবাস দিয়ে কে হুজুর সেটা মূল্যায়ন করেন, আপনার ভুল হবে।
মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হল যে বলিদান, লেখা আছে অশ্রুজলে....। Salute to those freedom fighters, who selflessly sacrificed their life to save millions of lives and this beautiful autonomous alter.
মুভি টা দেখে চোখের জক ধরে রাখতে পারি নি,,,,,অনেক গর্বও হচ্ছিলো আমাদের মুক্তিযুদ্ধাদের জন্যে,,,ফেসবুকে শর্ট ভিডিও দেখে এখানে দেখতে আসলাম,,,,,কমেন্ট করে স্মৃতি রেখে গেলাম,,,যদি কেউ রিয়েক্ট দেয় তাহলে আবার মুভিটা দেখবো🙏🙏🙏
এত সুন্দর মুভি, এত অসাধারণ মুভি।প্রতিটা মুহুর্ত মনে রাখার মতন।চোখ দিয়ে অজান্তেই পানি পরেছে।হাজার বছর বেচে থাকুক এমন মুভি।হুমায়ুন আহমেদ স্যারকে অসংখ্য ধন্যবাদ, এমন মুভি বানানোর জন্য।
আহারে কত কস্টের স্বাধীনতা কত রক্ত আর তাজা প্রান দিতে হয়েছে এই দেশটার জন্য তাদের এই ঋন শোধ কখনো করা যাবে না😪😪 আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি 🇧🇩🇧🇩🇧🇩🇧🇩❤❤❤❤
একটা নৌকায় যেন এক টুকরো সোনার বাংলা। কি পরিমান ত্যাগ আর তিতিক্ষার মধ্য দিয়ে আজকের প্রিয় মাতৃভূমি আমরা পেয়েছি তাদের অসাধারণ,নিখুঁত অভিনয় ছাড়া হয়তো আমরা কল্পনায় করতে পারতাম না। সেলুট💪
@@LTAS276L jonab, islam onujai sobai Allah pak er sristi, but Allah pak sobaike hedayet den na. Jara Allah pak er principles theke deviated hoye jay, tarai jalim. Amra amra kotha ta correct na. Amra Allahr principles mene cholechi tai Allah hedayet dan korechen; jeta jalim tader koren nai. Tofat ta ekhanei.
Another masterpiece 👏👏👌 sei kaler movie gulo ki sundor Ami kkonoi gururro dei ni Bangla movie Kintu koykta movie Mon chuye dei Bises kore purano Bangladesher movies
মুক্তিযুদ্ধ নিয়ে বানানো একমাত্র সিনেমা যেখানে রাজাকারের নামে ইসলামকে ছোট করা হয় নি! আল্লাহ হুমায়ুন আহমেদকে ক্ষমা করে দিয়ে বেহেশতের বাসিন্দা করে দিক,আমিন!
হুমম, কোন পক্ষপাতিত্ব নেই, সত্য আর সুনন্দরের প্রতিবিম্ব। কাউকে হেয় করে কাউকে মহান করার মধ্যে কোন কৃতিত্ব দেখি না। হুমায়ুন আহমেদ এর প্রতি ভালোবাসা একারনেই চির অমলিন 💕