Тёмный

Solar System Price in Bangladesh | Expert advice for solar system in Bangladesh. 

Technology Bangla
Подписаться 27 тыс.
Просмотров 266 тыс.
50% 1

Опубликовано:

 

29 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 1,2 тыс.   
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
My email: shahinur1000@gmail.com
@kawsarahmed6043
@kawsarahmed6043 4 года назад
আসসালামুআলাইকুম ভাই ভাই আমি আপনার সবগুলো ভিডিও দেখি তবে ইউটিএল গামা প্লাস এর একটা ভিডিও আপডেট দিতেন তাহলে বুঝতাম অনেক কিছু
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
অলাইকুম আসসালাম কাওসার ভাই, আমি অবশ্যই গামা প্লাস নিয়ে ভিডিও করার চেষ্টা করবো।
@mdrubalhossen3457
@mdrubalhossen3457 4 года назад
আসসালামুয়ালাইকুম একটি ৬০ এম্পিয়ার ব্যাটারির জন্য কত ওয়াট সোলার প্যানেল প্রয়োজন জানালে উপকৃত হব।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@mdrubalhossen3457 অলাইকুম আসসালাম। চার্জিং এর সময় যদি আপনি ব্যাটারি থেকে কোন কিছু না চালান বা লোড না থাকে তাহলে 100 ওয়াট এর প্যানেল হলেই হয়ে যাবে। আর যদি লোড থাকে তাহলে আরেকটু বেশি ওয়াটের প্যানেল লাগাবেন। তবে খুব বেশি ওয়াট এর প্যানেল লাগাবেন না, চার্জিং কারেন্ট ব্যাটারির Ah এর চেয়ে 10% এর বেশি যেনো না হয়।
@mdrubalhossen3457
@mdrubalhossen3457 4 года назад
@@TechnologyBanglaShahinআসলে এটা আমার জানা ছিল না আমি৬০ এম্পিয়ার ব্যাটারির সাথে 50 ওয়াটের সোলার দিয়েছিলাম তো আজ আমার নতুন একটা অভিজ্ঞতা হল আপনার কাছ থেকে তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই
@thedevsaddam
@thedevsaddam 4 года назад
Probably this is the first quality review video I've seen in Bengali. Awesome !
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Thank you.
@mojammelhossainrafi9679
@mojammelhossainrafi9679 3 месяца назад
৪ বছরের আগের করা ভিডিও থেকে অনেক তথ্য জানলাম।আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার।
@oney0072
@oney0072 2 года назад
আপনার সাজেশন্স গুলা খুবই অনেস্ট মনে হয়েছে। বিশেষ করে মানুষ যেমনে পেইড রিভিউ করে সেখানে আপনি যত্ন সহকারে অনেক সুন্দর ওভারভিউ করেছেন। ধন্যবাদ আপনাকে 💝🙏
@HossainMdHoque
@HossainMdHoque 2 года назад
A reputed company of solar installation set my solar panels west facing with an angle of 13degree using iron angle bar. First alumenium electric wire than hard electric wire than 40/76 Elct wire and ultimately 8RM DC wire after my instructions from U tube experts. Just think how they wasted my money. Now I called them to renuvate it , they have acquired basic technical skill after 2yrs. Thanks Shahinur bhai you taught them a lesson.
@mezantalukder1638
@mezantalukder1638 4 года назад
আপনার উপস্থাপনা খুব সুন্দর হয়েছে।যে কোন ব্যাক্তি খুব সহজেই বুজবে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Thank you for your inspiration 😊😊😊.
@Rahul90185
@Rahul90185 3 года назад
Pls apnar phone number ta akto jodi send korten
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 3 года назад
01758188500
@Rahul90185
@Rahul90185 3 года назад
@@TechnologyBanglaShahin tnx call u latter
@shakhaoyatakanda
@shakhaoyatakanda Год назад
আপনাদের কোন ব্যবসা আছে কি? থাকলে কোথায় আছে আমি ছোট একটা নিতে চাচ্ছি কিন্তু কেমন খরচ হবে তাই সাহস করছি না
@mohdsulaimanbinahammedali3254
@mohdsulaimanbinahammedali3254 4 года назад
We need more people who talks like you . good communication.. good work
@saifurrahaman8728
@saifurrahaman8728 4 года назад
বাংলাদেশে দেখা একমাত্র সোলার রিলেটেড ইনফরমেটিভ ভিডিও। আপনার সাহায্য লাগবে আমার
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ধন্যবাদ আপনার কমেন্টের জন্য। আমি একজন প্রযুক্তিবিদ তবে আমি সবাইকে পরিচয় দেই প্রযুক্তি প্রেমিক হিসেবে। আমি চাই বাংলাদেশের সবাই যেন সঠিক ইনফরমেশন পায়। আমার এই চ্যানেলের সাথেই থাকবেন। 😊
@saifurrahaman8728
@saifurrahaman8728 4 года назад
আমি বেশ কয়েকমাস ধরেই নেটে সোলার নিয়ে ঘাটাঘাটি করছি, কিছু প্রশ্ন জমা ছিলো তারপরও, আপনার পোষ্টটা কাজে দিলো, এগিয়ে যান, শুভকামনা
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
নেটে ঘাটাঘাটি করেন বেশি বেশি, কোন কিছু সমস্যা হলে আমাকে জানাবেন। আর নতুন কিছু উদঘাটন করলে অবশ্যই আমাকে শেয়ার করতে ভুলবেন না। আপনার কমেন্টের জন্য ওয়েট করবো।
@saifurrahaman8728
@saifurrahaman8728 4 года назад
ইনশাল্লাহ
@রমজানমুহম্মদ
ভাইয়ের প্রেজেন্টেশন অনেক ভালো এবং ব্যয়বহুল আভিজাত্য পূর্ণ, তথ্যবহুল প্রয়োজনীয় ও, শব্দচয়ন ও ভলৈ বাচনভঙ্গি একটু,,,,,,, বিশেষ ধন্যবাদ দিতে হচ্ছে এই জন্য যে (অল্প সময়ে অর্থবহ) এতো গুলো বিষয়ে (ভিডিওতে) বোঝাতে গিয়ে অন্যান্য আই পি এস ডিষ্ট্রিবিউটর রা (মাফ করবেন) এতো বক বক করে পরবর্তীতে কি বিষয়ে ভিডিও তৈরি করছেন সেটাই গুলিয়ে ফেলেন, আপনার জন্য দোয়া থাকলো ভাই ধন্যবাদ।
@sunnyzoro7650
@sunnyzoro7650 4 года назад
OFF GRID & ON GRID এর মধ্যে পার্থক্য কি? সুবিধা/আসুবিধ, আর খরচের দিক থেকে হিসাব করলে কিরকম ব্যবধান হয় জানাবেন (ভিডিও এর মাধ্যমে হলে ভালো হয়!) ধন্যবাদ 😊
@saaobarha8358
@saaobarha8358 4 года назад
ভাইজান, আপনার ভিডিও গুলো খুবই ভালো লাগে,বিশেষত স্পষ্ট ও প্রাঞ্জল ভাষায় উপস্থাপনা এবং সংক্ষেপে মূল বিষয়টি তুলে ধরার জন্য। একটি বিষয় আমি জানতে চাই যদি সময় থাকে তবে জানাবেন বলে আশা রাখি, সেটা হলো -- আপনি নিজের জন্য মনো না লাগিয়ে পলি প্যানেল কেন লাগিয়েছেন অর্থাৎ কোন পজিটিভ দিকগুলো চিন্তা করে পলি ব্যবহার করলেন?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ধন্যবাদ ভাইজান। কয়েকটি কারণ আছে। মনো প্যানেল বড় সাইজের কম পাওয়া যাচ্ছে আমাদের দেশে, শেডিং ইস্যু না থাকলে মনো প্যানেল এবং পলি প্যানেল প্রায় সমান আউটপুট দেয়, প্রাইস টু আউটপুট রেশিও হিসাব করলে পলি প্যানেল কম খরচে বেশি আউটপুট দেয়, বেশি স্পেস এর সমস্যা না থাকলে পলি লাগানো যেতে পারে। তবে আপনি চাইলে মনো লাগাতে পারেন, আমি নিজেও আমার নেক্সট ছোট আরেকটি প্রোজেক্টের জন্য মনো লাগাবো ভাবছি।
@shouravsikder1670
@shouravsikder1670 4 года назад
ভাই ৩ টা বাতি ও ২ টা ফ্যান ৭-৮ ঘন্টা ব্যাকাপ এ চালাতে চাইলে কত টাকা খরচ তবে পারে এবং কত কি কি ভাবে লাগবে একটু খোলে বলবেন প্লিজ।
@jodubongsisamdas3045
@jodubongsisamdas3045 3 года назад
খুবই ভালো খুবই সুন্দর করে আপনি দেখিয়ে দিলেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার বাসায়ও সোলার ইনভার্টার আছে লুমিনাস কোম্পানির 24 ভোল্টের হাজার 1800 ওয়াট এখন বর্তমানে আমি কারেন্ট দিয়ে ব্যবহার করতেছি সোলার প্যানেল কোনটি লাগাবো কোন কোম্পানি সোলার প্যানেল লাগালে ভালো সার্ভিস পাব আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@IpsBazar
@IpsBazar 4 года назад
আমি যতটা জানি।। সুপারস্টার এবং রহিমআফরোজ এগুলো এখন বাংলাদেশে ম্যানুফেকচার হয়না। সম্ভবত চায়না থেকে বানিয়ে নিয়ে আসে???
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
হ্যাঁ সুপারস্টার, রহিম আফরোজ, হ্যামকো এবং ভলবো সবাই চায়না থেকে ইমপোর্ট করে, তবে তারা চায়নার হাই কোয়ালিটি প্যানেল নিয়ে আসে। এই কোম্পানি গুলোর নিজস্ব Quality Control and Quality Assurance Team আছে। তবে যাদের বাজেট আরেকটু বেশি তারা ইন্ডিয়ান প্যানেল ব্যবহার করতে পারে, ইন্ডিয়ান গুলো তুলনামূলক বেটার হয়ে থাকে। জার্মান প্যানেল আরো ভালো, কিন্তু অরিজিনাল জার্মান প্যানেল এখন আর বাংলাদেশে আসে না।
@prodipdas5634
@prodipdas5634 4 года назад
China is best first and last chaina
@m.pnewsagrofarm197
@m.pnewsagrofarm197 4 года назад
আমি আফনার ভিডিওটি মনযগ দিয়ে দেখলাম খুবই তথ্য বহুল আলোচনা এবং সব কমেন্টের উত্তর দিয়েছেন এটা আরও ভাললাগল ৷ আমার পোল্টী খামারে+পুকুরে এক হর্স এর একটি পাম্প শুধু দিনের বেলায় চালাইতে চাই কত ওয়াট পেনেল লাগতে পারে ?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ভাইজান সোলার দিয়ে পাম্প চালাতে প্রয়োজনের তুলনায় বেশি সোলার পাওয়ারের দরকার হয়। এই ব্যাপারে আপনি সোলার পাম্প নিয়ে যারা কাজ করে তাদের সাথে সরাসরি কথা বলুন। সুপার স্টার, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি এগুলো লিখে গুগলে সার্চ দিলে এদের লিংক পেয়ে যাবেন। তাছাড়াও ঢাকার কাপ্তান বাজারে সোলারের অনেক বড় মার্কেট আছে।
@ferdushferdush4797
@ferdushferdush4797 4 года назад
ভাই জান আপনার পেনেল গুলো লাগাতে কত টাকা খরচ হইছে সেটা জানান নাই দয়া করে জানাবেন?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@ferdushferdush4797 আমার 1 হাজার ওয়াটের সোলার প্যানেল, UTL গামা প্লাস ইনভার্টার, 150 Ah TT ব্যাটারি, 10 sq mm তার, গ্যালভানাইজড আয়রনের স্ট্রাকচার ইত্যাদি ইনস্টল করতে প্রায় 1 লক্ষ টাকা খরচ হয়েছে।
@saiftechdubai1743
@saiftechdubai1743 4 года назад
খুব সুন্দর উপস্থাপনা।। পুরা ভিডিওটা দেখেছি। খুব ভালো লাগছে। ধন্যবাদ আপনাকে
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য।
@imran-zd1qh
@imran-zd1qh 3 года назад
আলহামদুলিল্লাহ এই বছরে অনেক গুলা সোলার পাম্প এর কাজ করলাম ১) সোলার পাম্প # বাসা বাড়ির সোলার পাম্প # গরুর খামার এর জন্যে সোলার পাম্প # সবজি বাগাবএর জন্যে সোলার পাম্প #ধান আবাদি সোলার পাম্প # মাছ চাশের জন্যে সোলার পাম্প আবার বাসা বাড়ির জন্যে লাইট ফেন টিভি ফিরিজ এই গুলার জন্যে আলহামদুলিল্লাহ ইট কলের মাধ্যে গতো বছর অনেক পাম্প এর কাজ করছি,, খুব ভালো লাগলো আপনার ভিডিও টা
@gmengineeringbd8752
@gmengineeringbd8752 4 года назад
Very informative vedio, also U r a educative person about tecnology.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
I am happy because your found this video informative 😊.
@eng.royalkhan2445
@eng.royalkhan2445 4 года назад
ভাই আমার প্রশ্নের উওর টা ফেলে উপকৃত হবো।আমার বাসায় AC ( বিদুৎ লাইনের) জন্য ক্যাবেল ওয়ারিং করা আছে। ঐ এক ক্যাবেল লাইন দিয়ে কি আমি সোলার ও কারেন্ট ব্যাবহার করতে পারবো? নাকি সোলারের জন্য আলাদা ওয়ারিং করতে হবে?
@eng.royalkhan2445
@eng.royalkhan2445 4 года назад
এবং ৯ ফ্যান, ১৫ টা লাইট, ১ টা টিভি, ১ টা ফ্রিজ, ও টয়লেটে ৩ টা এ্কজাস্ট ফ্যান এর লাইন আছে কিন্তু সব গুলো তো এক সাথে চলবেনা। আর একটা বিষয় হলো আমার বাসা দ্বীপ হাতিয়াতে। এখানে সকাল ১০:০০ টা থেকে রাত ১২:০০-১:০০ পর্যন্ত কারেন্ট থাকে। বাকী সময় সোলারের উপর নির্ভর করতে হয়। তাহলে আমার কত ওয়ার্ড সোলার বসাতে হবে? এবং কত টাকা খরচ যেতে পারে?
@asifislam6126
@asifislam6126 4 года назад
Thanks for the video... it's really helpful..👍👍
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
You are welcome. I am glad you like this video.
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm Год назад
​@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
@mdrabbi4817
@mdrabbi4817 Год назад
Bai aponake onek onek donbad r aponar bojgolo onek sondor balo lagce bai
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin Год назад
Thank you
@md.saifulislamdewan1749
@md.saifulislamdewan1749 4 года назад
Very informative. I like this video. Go ahead with more information.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Thank you for your inspiration. Definitely I will provide more information in future videos. If you need any further assistance please feel free to knock me here in comment section. Also you can send me an email anytime. E-mail: shahinur1000@gmail.com
@md.mahboburrahmanpalash317
@md.mahboburrahmanpalash317 4 года назад
আলহামদুলিল্লাহ শাহিন ভাই খুব ভালো একটা ভিডিও উপহার দেয়ার জন্য। ভাই আমিও একজন প্রযুক্তি প্রেমী। অন্য সব ভিডিও যারা করে তারা সবাই তাদের ব্যবসাকেই উপস্থাপন করে। আপনি শুধু আলাদা। আমি সোলার নিয়ে অনেক ভিডিও দেখেছি, শুধু আপনার টাই ব্যতিক্রম। আমি সোলার বিষয়ে মাঝে মাঝে প্রশ্ন করব। উত্তর প্রত্যাশী।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ধন্যবাদ আপনাকে কমেন্ট করার জন্য। সোলার সম্পর্কে আপনার যখন যা জানতে ইচ্ছা করবে সাথে সাথে আমাকে প্রশ্ন করবেন, যত দ্রুত সম্ভব আমি উত্তর দিবো।
@TechWorldTut
@TechWorldTut 4 года назад
Best video I have ever seen!
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
I am glad that you liked it. 😊
@mdshahed6758
@mdshahed6758 8 месяцев назад
পিউর, কোনো ভেজাল ছাড়া, দালালি ছাড়া টু দা পয়েন্ট দরকারি তথ্যগুলো পেয়েছি। ধন্যবাদ ..........
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 8 месяцев назад
ধন্যবাদ ভাই। সোলার সংক্রান্ত যেকোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে তৎক্ষণাৎ আমাকে জানাবেন।
@IpsBazar
@IpsBazar 4 года назад
Good video
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Thank you for your appreciation.
@zakariatarafder
@zakariatarafder 4 года назад
ধন্যবাদ ভাইয়া আপনার উপস্থাপনা অনেক ভালো লাগলো,আমি 600w সোলার সিস্টেম করতে চাচ্ছি ,আমার প্রশ্ন হচ্ছে দিনের বেলায় আমি শুধু সোলার থেকে বিদ্যুৎ ব্যবহার করতে চাই,আমার ঘরে ওয়ালটনের ফ্রিজ আছে মাঝারী সাইজ,3টা সিলিং ফ্যান 1টা টিভি,ফ্রিজটা চলবে কিনা? না চললে ডাইরেক্ট কারেন্ট থেকে কিভাবে চালাবো ? আর বাকি সব সোলার থেকে কিভাবে চালাবো ? জানাবেন প্লিস
@JJbrosis
@JJbrosis 4 года назад
বাংলাদেশর মধ্যে এই প্রথম সোলার পাওয়ার নিয়ে বিস্তারিত আলোচনা দেখে বুঝলাম যে অসংখ্য খারাপ মানুষের মধ্যে ভালো মানুষ ও আছেন ,শাহিন ভাই আপনার ভিডিও দেখে নিজেকে বাংলাদেশী ভেবে ভালোই লাগছে😊আপনার নাম্বারটা কি দেয়া যাবে ভাই?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ধন্যবাদ ভাই, এত সুন্দর কমেন্ট করার জন্য। আসলে আমি চাই বাংলাদেশে সৌর বিদ্যুৎ নিয়ে সচেতনতা সৃষ্টি করতে। এই পরিবেশ বান্ধব গ্রীন এনার্জি প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যাক। আপনি আমার মোবাইল নাম্বার চেয়ে এক লাইনের একটা ইমেইল দিবেন প্লিজ। আমি আপনাকে ইমেইলে আমার মোবাইল নাম্বার সেন্ড করে দিবো। Email: shahinur1000@gmail.com
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@Sumon Das দাদা, আপনি 12 ভোল্টের সিস্টেম করতে চাইলে প্যানেল তিনটা প্যারালালে সংযুক্ত করবেন, প্যারালাল কালেকশন মানে পজেটিভ এর সাথে পজিটিভ এবং নেগেটিভ এর সাথে নেগেটিভ সংযুক্ত করা। প্যানেল থেকে যে DC লাইনটা আসবে সেটা সোলার ইনভার্টার এর সাথে কানেক্ট করতে হবে। বুঝতে কোন সমস্যা হলে আমাকে আবার ডিটেলস প্রশ্ন করুন।
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm Год назад
​@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
@NishatAhmed-hj8kv
@NishatAhmed-hj8kv 4 месяца назад
Shahin bai apnaky thanks
@fahimxubayer8768
@fahimxubayer8768 3 года назад
পুরো একটা ৩০০০ স্কয়ার ফিটের বাড়ি কভার করতে কয়টা প্যানেল লাগবে ? ৩ রুমে ১.৫ টনের ৩ টা এসি, একটা গেমিং কম্পিউটার , ৫ টা ফ্যান, দুইটা ফ্রিজ , ৭ ,৮ টা এলইডি বাল্ব , ওয়াশিং ম্যাশিন , কিচেন চিমনি ইউজ হবে , এতে কি পরিমান সোলার প্যানেল প্রয়োজন , এবং দাম কিরকম?
@MdMasud-pi4jq
@MdMasud-pi4jq 4 года назад
Thank you sir for giving us information about solar system. I really like you videos and best wishes for your upcoming videos.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Thank you for your wish.
@SayerHasan
@SayerHasan 4 года назад
ভাই আপনার ভিডিও খুব ভাল। আমি একটা জিনিস জানতে চাই।দয়া করে বলবেন। আচ্ছা আমি কি আমার নরমাল আইপিএস এ টল টিউবলার ব্যাটারি ব্যবহার করতে পারবো? ধন্যবাদ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
হ্যাঁ অবশ্যই পারবেন। টল টিউবুলার ব্যাটারি বেশি টেকসই হয়।
@SayerHasan
@SayerHasan 4 года назад
@@TechnologyBanglaShahin ধন্যবাদ। আপনার চ্যানেলকে সাবস্ক্রাইব করলাম
@riponchak6597
@riponchak6597 4 года назад
Good job bro you are promoting Renewable energy. After watching your tips I will get renewable energy for the home.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
I am very happy bro because you are interested about renewable energy. Let's make a green word.
@mrinmoyhasan7912
@mrinmoyhasan7912 4 года назад
Such a good initiative.just go ahead.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
Thank you.
@farmingandfarmersfeni3304
@farmingandfarmersfeni3304 4 года назад
ধন্যবাদ এত বিস্তারিত ভালো ইনফরমেশন দেয়ার জন্য
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
You are welcome.
@farmingandfarmersfeni3304
@farmingandfarmersfeni3304 4 года назад
নতুন নতুন ভিডিও পাওয়ার আশায় আছি
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@farmingandfarmersfeni3304 আসলে ব্যস্ততার কারণে ভিডিও একটু কম করতে হচ্ছে, তবে অবশ্যই চেষ্টা করব আরো নতুন নতুন ভিডিও করার জন্য। সোলার নিয়ে এই চ্যানেলে আরো কিছু ভিডিও আছে সেগুলো দেখতে পারেন।
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm Год назад
​@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
@TheNashm23
@TheNashm23 4 года назад
Thank you very much for this informative video. I have learned a lot from this video. With regards to the video, I have 9 130 watts solar panels installed and would like to conserve or back up enough electricity for 24 hrs. Will that be possible and to do so how many batteries do I need. Kind Regards Mohammed
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
You are welcome. আপনার 9 টি 130 ওয়াট সোলার প্যানেল থেকে মোট 1170 ওয়াট জেনারেট করা যাবে। আপনার যদি অল্প ব্যাক আপ দরকার হয় তাহলে 1 ব্যাটারি সিস্টেম করতে পারেন আর যদি বেশি ব্যাক আপ দরকার হয় তাহলে 2 ব্যাটারি সিস্টেম করতে পারেন, 2 ব্যাটারি সিস্টেম করতে হলে 24 ভোল্ট সোলার সিস্টেম চালাতে হবে। প্রতিটি ব্যাটারি 200 Ah এর কিনবেন। যদি আপনার লোড 400 ওয়াট এর বেশি হয় তাহলে এই দুই ব্যাটারি দিয়েও 24 ঘন্টা ব্যাকআপ দিতে সমস্যা হবে। সে ক্ষেত্রে ওভার অল আরও বড় সোলার সিস্টেম ব্যবহার করতে হবে। নোট: AC লোড এর চেয়ে DC লোড 3 গুন কম বিদ্যুৎ কনজামশন করে থাকে।
@khurshedahmed3047
@khurshedahmed3047 4 года назад
This is a good video about the solar system in BD I have ever seen.
@abdurrob8002
@abdurrob8002 4 года назад
Such a beautiful and informative presentation. Thanks a lot. I've a question, can we charge our IPS through solar system at day time and whn required, from power grid?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনাকেও ধন্যবাদ কমেন্ট করার জন্য। সোলার IPS/ইনভার্টার এর ওয়ার্কিং প্রিন্সিপাল খুব সিম্পল। দিনের বেলা এটা বাসার সব লোডকে সরাসরি সোলার থেকে চালায় পাশাপাশি ব্যাটারিকে চার্জ করে। রাতের বেলাতে সাধারণ IPS এর মতো কাজ করে, ওই সময় পাওয়ার আউটেজ হলে মেইন গ্রিড থেকে চার্জ নেয়, তবে কিছু ইনভার্টারে গ্রিড চার্জিং ইচ্ছামত অন/অফ করা যায়। আপনার আর কোন প্রশ্ন থাকলে আমাকে জানাবেন।
@Abdullahalzahid
@Abdullahalzahid 4 года назад
অনেক ধন্যবাদ, এত তথ্যবহুল ভিডিওর জন্য। আমার বাসার ফ্রিজ, মটর ও উচ্চ লোডের ডিভাইস গুলোতে সোলার ইউপিএস কানেক্ট না করে কিভাবে চালাতে পারি? জানাবেন প্লিজ।
@raseldubai9258
@raseldubai9258 4 года назад
very good job brother i liked your video, allah bless you & your famaly
@raseldubai9258
@raseldubai9258 4 года назад
how to get luminous c10 solar T T battery 200 ah in bangladesh need 4 pics for 48 volt system plz say something about that thank you sooo much
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
রাসেল ভাই, যেহেতু বাংলাদেশে Luminous/Exide (C-10) ব্যাটারি গুলো পাওয়া যায় না এবং এগুলো অনেক ওজন হওয়াতে ইন্ডিয়া থেকে আনাও খুব কষ্টকর তাই আমি বাংলাদেশের রহিম আফরোজের টল টিউবুলার ব্যাটারি টি ব্যবহার করি। মডেল নাম্বার: IPB 150 TT Battery আপনি নিবেন IPB 200 TT Battery. তবে আমি রিসেন্টলি শুনেছি এটার স্টক এই মুহূর্তে শেষ, কিছুদিন ওয়েট করেন আবার রিস্টক হবে আশা করি। রিস্টক না হলে সাইফ পাওয়ারের টল টিউবুলার ব্যাটারিটি নিতে পারেন।
@raseldubai9258
@raseldubai9258 4 года назад
আসসালামু আলাইকুম শাহিন ভাই কেমন আছেন আল্লাহর রহমতে ভাল আছেন আশা রাখি আল্লাহ আপনাকে অনেক ভাল রাখুক তো ভাইয়া আপনি যেটা বললেন যে ipb tt 200 ah ব্যাটারিটা সেটা কি c10 নাকি c20@@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
অলাইকুম আসসালাম। এটা C-20 ব্যাটারি। বাংলাদেশে বর্তমানে যে C-10 ব্যাটারি গুলো পাওয়া যায় সেগুলোর মান খুব বেশি সন্তোষজনক নয় তার চেয়ে আমি যে ব্যাটারি টা বললাম সেই ব্যাটারিটা অনেক বেশি মানসম্মত। C-20 হলেও এটার ভোল্টেজ এবং এম্পিয়ার টলারেন্স অনেক বেশি। আপনি নিশ্চিন্তে এটা নিতে পারেন। আর যদি পারেন ইন্ডিয়া থেকে রিয়েল C-10 ব্যাটারি আনিয়ে নিতে পারেন। তবে আমি ব্যক্তিগতভাবে টেস্টিং করেছি, রহিম আফরোজের এই টল টিউবুলার ব্যাটারিটি বেশি কারেন্ট ড্র করার সময় ক্যাপাসিটি এক্সট্রা মিনিমাইজ করে না, যেটা অন্যান্য C-20 ব্যাটারি গুলো করে।
@saifurrahaman8728
@saifurrahaman8728 4 года назад
রহিমআফরোজ টলটিউবলার আমিও খুজেছি, পাইনাই
@ayat-ranna-ghor
@ayat-ranna-ghor 4 года назад
একটি ৩২" এলইডি টিভি+একটি সিলিং ফ্যান+ একটি ফ্রিজ +২টা লাইটের জন্য কত ওয়াটের প্যানেল,ব্যাটারি, তার প্রয়োজন হবে।দয়া করে বলবেন।
@armanbhuyan2576
@armanbhuyan2576 4 года назад
Sir Salam, How are you? Hope fine. I need hi heat weather temperature for my industry by solar panels. If It is possible, I shall use Brick Field. Advice me please
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
অলাইকুম আসসালাম। আসলে সোলার সিস্টেম আপনি সবকিছুতেই ব্যবহার করতে পারবেন তবে বড় আকারের সোলার সিস্টেম করতে চাইলে আপনার প্রচুর পরিমাণে খরচ হবে। অন্যান্য ফুয়েল ব্যবহার করার চেয়ে সোলার সিস্টেম ব্যবহার করাটা আপনার জন্য কতটা সাশ্রয়ী এটা আপনাকে নিজেই হিসাব করে বের করতে হবে। বড় ধরনের ইন্ড্রাস্ট্রিতে সোলার সিস্টেম ব্যবহার করতে চাইলে আপনাকে অন গ্রিড সিস্টেম করতে হবে যা দিনের বেলায় পূর্ণ শক্তিতে কাজ করবে তবে রাতে ব্যাকআপ দিবে না। এই ব্যাপারে কথা বলার জন্য বড় বড় সোলার কোম্পানি গুলোর সাথে আপনি যোগাযোগ করে ডিটেলস ইনফরমেশন নিতে পারবেন। যেমন: সোলার ল্যান্ড, রহিম আফরোজ, গ্রামীণ শক্তি, সুপারস্টার ইত্যাদি।
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm Год назад
​@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
@shohagrana3098
@shohagrana3098 4 года назад
আসসালামু আলাইকুম,,, আলহামদুলিল্লাহ,,, ভাইয়া ভিডিও দেখে খুব ভালো লাগলো। দিনের বেলা আপনে সরাসরি কিভাবে সোলার থেকে লাইন চালান, এটা কি সে ধরনের আই পি এস ক্রয় করতে হবে, না কি যে-কোনো আই পি এস এ চলবে,, প্লিজ জানবেন,, ভালো থাকবেন ধন্যবাদ।
@MujahidSumon
@MujahidSumon 4 года назад
অনেক ইনফরমেটিভ ভিডিও ছিল। আমি আপনাকে মেইল করব ইনশাআল্লাহ।
@qutubuddin1503
@qutubuddin1503 3 года назад
আপনার কথা গুলো বেশ সুন্দর। ভাই বাসা বাড়ীর লোকেরা সোলার থেকে আহরিত বিদ্যুত জাতীয় গ্রীডে বিক্রি করা যাবে কিনা, দাম কত, নিয়মিত পেমেন্ট পাওয়া যাবে কিনা, ১ হাজার বর্গফুট ছাদে ও চার পাশে কি পরিমান সোলার লাগানো যাবে, তাতে কত টাকা খরচ হবে, মাসে কত টাকা আয় করা যাবে। একজন নারী এভাবে বিদ্যুত নিয়ে ব্যবসা করতে পারবে কিনা। দয়া করে জানাবেন।
@Mixvideoschanne
@Mixvideoschanne 4 года назад
৫৫ কিলোওয়াট সোলার স্থাপন করতে কত খরচ লাগবে জানাবেন প্লিজ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
প্রাইস নির্ভর করে আপনি কেমন কোয়ালিটির সেটআপ করবেন তার উপরে। আপনি সরাসরি গ্রামীণ শক্তি, রহিম আফরোজ, সোলার ল্যান্ড ইত্যাদি কোম্পানির সাথে যোগাযোগ করেন, বড় সিস্টেম হলে তারা তুলনামূলক প্রাইস ডিসকাউন্ট করে থাকে।
@iddrisehowlader-oc9jm
@iddrisehowlader-oc9jm Год назад
​@@TechnologyBanglaShahin আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়া আমি জানতে চাইছিলাম ৯টি ডিসি লাইট ৫ওয়াটের ছোট লাইট )))=== (((( সুপারস্টার এর ১৪ ইঞ্চি ডিসি ১৫ ওয়াটের ৫টি টেবিল ফ্যান চালাবো ))) এম্পিয়ার বেটারি লাগবে সোলার কত ওয়াটের কন্ট্রোলার লাগবে কত এম্পিয়ার একটু জানাবেন
@mozammelhok6129
@mozammelhok6129 5 месяцев назад
ভাই, আমার চার ইঞ্চি বোরিং আগে থেকেই আছে। পাশে আমার ১০ বিঘা জমি আছে। এখন আমি ঐ বোরিং এ ২ ইঞ্চি সাবমার্সিবল সোলার সেচপাম্প স্থাপন করতে চাচ্ছি। আমাকে দয়া করে পরামর্শ দিবেন কী vfd কিনবো? কোন পানেল, কত ওয়াট কিনব?
@tanvirh1993
@tanvirh1993 4 года назад
1000 w এর সোলার সিস্টেম এর জন্য টোটাল কত খরচ পরবে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
খরচ নির্ভর করছে আপনি কেমন কোয়ালিটির ইনভার্টার, সোলার প্যানেল, ব্যাটারি, স্ট্রাকচার ও ক্যাবল কিনবেন তার উপরে। আমার 1000 ওয়াট এর সোলার সিস্টেম করতে এক লক্ষ টাকার মতন খরচ হয়েছে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
1 KW= 1000 Watt
@bokulfull7456
@bokulfull7456 4 года назад
স্যার আপ্নার ভিডিওটা দেখে মনে হলো ভালো মানুষ পৃথীবিতে এখনও আছে আপনার অনেক হায়াত কামনা করি স্যার আমার বাসায় ১টা ফ্রিজ ১টা মটর ১টা টিভি ৬টি লাইট ৪টি ফ্যান ইনষ্টল করতে কত টাকা খরচ হবেএবং ২৪ঘন্টা চালাতে পারব বর্তমানে কারেন্টে চলে যদি কারেন্ট বাদ দিয়ে সৌর দিয়ে চালাই ips ব্যাতিত একটু জানাবেন plese
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ধন্যবাদ। আপনি যদি এগুলো শুধু দিনের বেলাতে সৌর বিদ্যুতের মাধ্যমে চালান তাহলে 1 লাখ টাকার মধ্যে হয়ে যাবে। কিন্তু যদি দিন রাত 24 ঘন্টা চালান এবং মোটর হাঁপ হর্স পাওয়ার এর বেশি হয় তাহলে অনেক বেশি খরচ হবে।
@SohelAhmed-dx2fc
@SohelAhmed-dx2fc 4 года назад
ভাল ভাই
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ধন্যবাদ ভাই। সোলার সম্পর্কিত যেকোন তথ্যের জন্য আমাকে ইমেইল/কমেন্ট করবেন। আমি খুব দ্রুত সমাধান দেওয়ার চেষ্টা করবো।
@hasanchoudhury5401
@hasanchoudhury5401 3 года назад
মনো ক্রিস্টালইন প্রেফারেবল ও ১০০০ ওয়াট সোলার প্যানেল গাল্ভানাইজড মেটাল ফ্রেম সোলার এঙ্গল ২৩ ডিগ্রী ভালো ডীসি ক্যাবল ভালো ইনভার্টআর ও টল তিউবুলার সোলার ব্যাটারি সম্পূর্ণ সিস্টেম ইত্যাদি সম্বন্ধে পরিষ্কার আলোচনার জন্য ধন্যবাদ ! এক্সেলেনট
@mdmamun-vo5lk
@mdmamun-vo5lk 6 месяцев назад
পুরা ভিডিও দেখেছি অনেক সুন্দর উপস্থাপনা ভালোবাসা রইলো বড় ভাই
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 месяцев назад
ধন্যবাদ।
@ChutysGoldenEye
@ChutysGoldenEye 4 года назад
খুবই সুন্দর করে বলেছেন প্রতিটি বিষয় । খুব ভাল ভাবে অনেক কিছু জানতে পারলাম আপনার ভিডিও থেকে । আমি খুব শীঘ্রই আপনার সাথে যোগাযোগ করবো আমাদের বিল্ডিং টা কমপ্লিট হলেই ।
@bipulbd08
@bipulbd08 4 года назад
অনেক ধন্যবাদ ভাই। একটি কম্পিউটার ( ২২ ইন্সি মনিটর এবং সিপিউ ) , একটি ফ্যান , একটি লাইট। এই সেটাপটি করা যাবে ? কত ওয়াটের প্যানেল এবং বেটারী লাগবে ? সোলার আইপিএস কোনটা দরকার হবে ?
@joliynill2430
@joliynill2430 3 года назад
শাহিন ভাই খুব সুন্দর উপস্থাপনা আপনার। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রশ্ন আছে একটা। এইযে ১ হাজার ওয়াটের সোলার প্যানেল বসিয়েছেন, অনেক টাকার ইনভার্টার কিনেছেন, আরো টাকার ব্যটারি কিনেছেন। এই সবগুলোর স্থায়ীত্ব হিসাব করে কি দেখেছেন যে এটা আসলে সাশ্রয়ী হচ্ছে কিনা? জানার জন্য প্রশ্ন করলাম ভাই। আমার জানামতে ব্যাটারি যতই ভালো ইনভার্টার ব্যাবহার করেন না কেনো ৫ বছর ওয়ারেন্টির টাইম পর্জন্ত ভালো চলে এর পরে একটাও ব্যাটারি যদি নষ্ট হয় তাহলে সম্পুর্ণ সিস্টেম টা সাশ্রয়ী নয়, বিলাশীতায় রুপান্তর হবে৷ আমার ভুল হতে পারে দয়াকরে আপনার সুন্দর উপস্থাপনার মাধ্যমে আমাকে জ্ঞান দান করবেন। অনেক ধন্যবাদ 🙂
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 3 года назад
আপনার কথায় যুক্তি আছে। ইনভার্টার মোটামুটি আট-দশ বছর গেলেও ব্যাটারি নিয়ে অনেক সময় সমস্যায় পড়তে হয়, অনেক সময় ব্যাটারির জন্য বেশ খানিকটা লস গুনতে হয়। এভাবে হিসাব করলে সেভিংস খুব বেশি হয় না। যদিও On Grid সিস্টেম এর ক্ষেত্রে ব্যাটারির ঝামেলা নাই তাই তুলনামূলক প্রফিট কিছুটা বেশি হয়। Off Grid সিস্টেমে সব খরচ বাদ দিয়ে সেভিংস সত্যি কম হয়। নোট: যেসব এলাকায় বিদ্যুৎ সাপ্লাই নাই সেইসব এলাকায় সোলার খুব ভালো একটা অপশন।
@joliynill2430
@joliynill2430 3 года назад
@@TechnologyBanglaShahin ভাই A গ্রেড ও B গ্রেড প্যানেল চেনার উপায় নিয়ে একটা ভিডিও বানালে উপকৃত হবো আমরা।
@uniquevew
@uniquevew 4 года назад
শাহীন ভাই আসসালামু আলাইকুম, ভাই আপনার ভিডিও গুলো দেখে সত্যিই খুব ভাল লাগে কারণ আপনার ভিডিও গুলোতে মানুষকে উপকার করার সত্যিকার প্রয়াস লক্ষ্যনীয় হয়েছে।আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুক।
@MDRasel-oo1tq
@MDRasel-oo1tq 4 года назад
সালাম নিবেন, আমার প্রশ্ন হলো আমার ৮৫ ওয়াট ও ৬৫ ওয়াট এর দুইটি প্যানেল কে আমি একটা কন্ট্রোলারে সংযোগকরতে পারবো কিনা? যদি পারা যায় তাহলে ঐ একটি কনট্রোলার থেকে ১৩০ah ও ৬০ah এর দুইটি আলাদা ব্যাটারিতে ভিন্ন ভিন্ন ভাবে সংযোগকরে চার্জ করা যাবে কিনা এবং এই অবস্থায় লোড দিলে কোন অসুবিধা হবে কিনা?
@shazzadbgd
@shazzadbgd 4 года назад
ভাই সালাম, আপনার ভিডিওগুলো খুবই সুন্দর এবং মানসম্মত৷ আমিও আপনার মত একজন প্রযুক্তি প্রেমি, কিন্তু আপনার মত এত জ্ঞানী নই৷ যাই হোক আমার ১০০০ ওয়াটের প্যানেল ও সাথে NXG 1400 ৬ মাস আগে লগিয়েছিলাম কিন্তুদুঃখের বিষয় NXG গতকয়েক দিন আগে নষ্ট হয়ে গেছে৷ আমার মন খুব খারাপ৷ আচ্ছা আপনি বলেছেন হলুদ UTL UPS টি ভাল, দয়া করে বলবেন আমি এটি কোথা থেকে কিনতে পারি৷ আরো একটু বলি আমি চট্টগ্রামে থাকি যেখানে সোলারের ভাল কিছু পাওয়া যায় না, কোন সাজেসন থাকলে জানাবেন
@jibonerkotha24
@jibonerkotha24 6 месяцев назад
Nice, I'm planning to install in my home. I probably ask for help when I finally decide to install.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 месяцев назад
Sure.
@sabihazaman4967
@sabihazaman4967 4 года назад
আমি আমার বাড়িতে 500 ওয়াটের একটি সোলার সিস্টেম ইন্সটল করতে চাই। যে সিস্টেম থেকে দিনের বেলায় বিদ্যুৎ থাকা অবস্থায় সোলার সিস্টেম থেকে বিদ্যুৎ ব্যবহার করবে অর্থাৎ বিদ্যুৎ সাশ্রয়ী। এবং রাতে যখন বিদ্যুৎ থাকবে না তখন ব্যাটারি থেকে ইউজ করবে। এর জন্য কি আলাদাভাবে ওয়ারিং করতে হবে নাকি নরমাল যে ওয়ারিং আছে তার সাথে শুধু মেশিন গুলো এড করলে হবে
@md.masumranaakanda5607
@md.masumranaakanda5607 4 года назад
ভিডিওটা খুব ভালো লাগল,, আগে না দেখায় ভালো সোলার কিনতে পারি নাই
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনাকে ধন্যবাদ কমেন্ট করার জন্য। ভবিষ্যতে যদি আপনি আপনার সোলার সিস্টেম আপগ্রেড করতে চান তখন কাজে লাগাতে পারবেন।
@babuyanaskar4157
@babuyanaskar4157 Год назад
Sir bolchi je 12 v DC 100 w solar panel er sate ,12 v DC 1200mm solar fun add korle ,fan ti ki cholbe? Only for solar +fan
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin Год назад
১২ ভোল্ট সোলার প্যানেলের সাথে যেকোনো ১২ ভোল্টের ডিসি ডিভাইস সরাসরি চালানো যাবে তবে যেহেতু ১২ ভোল্টের প্যানেল ১৮ থেকে ২২ ভোল্ট পর্যন্ত ভোল্টেজ জেনারেট করে তাই ওভার ভোল্টেজ এর জন্য ডিভাইসটি নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সাথে একটি ব্যাটারি এবং চার্জ কন্ট্রোলার ব্যবহার করলে রিস্ক থাকে না। নোট: ফ্যান একটি ইনডাকটিভ লোড তাই এটি কিছুটা বেশি ভোল্টেজেও নষ্ট হওয়ার সম্ভাবনা কম অন্যান্য রেজিস্টিভ লোড এর থেকে তবে ভোল্টেজ খুব বেশি হয়ে গেলে এটিও নষ্ট হয়ে যাবে।
@jahangirhossain1890
@jahangirhossain1890 4 года назад
আপনি কি আপনার প্যানেলে ডিসি সার্কিট ব্রেকার লাগিয়েছেন? লাগালে কত এম্পিয়ার? হেমকো ১০৪০ ওয়াট প্যানেলে কত এম্পিয়ার ব্রেকার দিতে হবে?(ips utl gma+ 12v)
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
40 A DC MCB ব্যবহার করতে পারেন। যদি না পান সে ক্ষেত্রে একটু বেশি এম্পিয়ার এর ব্যবহার করতে পারেন তবে কম এম্পিয়ার এর ব্যবহার করা যাবে না। তবে 24 ভোল্ট সিস্টেম হলে কম এম্পিয়ার এর ব্যবহার করতে হবে।
@SaifulIslam-kg5oi
@SaifulIslam-kg5oi 2 года назад
মাইক্রোটেক এর 1550Va সোলার আইপিএস কেমন হবে। এর চাইতে ভাল আইপিএস আছে কি। এই আইপিএস এ সর্বনিম্ন কত ওয়াট সোলার লাগানো উচিত ? উত্তরগুলি দিলে ভালো হয়।
@foysalmohammed865
@foysalmohammed865 4 года назад
ভাই আপনার পরামর্শ অনেক ভালো লেগেছে আপনাকে অনেক ধন্যবাদ আপনার কাছথেকে আরো একটু পরামর্শ চাই বিদ্যুৎ খরচ কম, হাওয়ার স্প্রিট ভালো ও টিকসই এমন দুএকটা সেলিংফেনের কোম্পানীর নাম বলবেন প্লিজ
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
সবচেয়ে কম বিদ্যুৎ খরচ হয় BLDC টেকনোলজির সিলিং ফ্যানে। এই সিলিং ফ্যান গুলো মাত্র 35 ওয়াট বিদ্যুৎ খরচ করে চলতে পারে। বাংলাদেশে এখন এই টেকনোলজির ফ্যান পাওয়া যাচ্ছে। innoel technology ltd নামের একটি কোম্পানি বাংলাদেশ BLDC ফ্যান বিক্রি করছে। এদের ফ্যানগুলো বেশ মানসম্পন্ন ও স্পিড ভালো। এই কোম্পানি এখন দারাজেও তাদের ফ্যান সেল করছে। আপনি ফেসবুকে এই কোম্পানির নাম লিখে সার্চ দিলে ওদের পেজ পেয়ে যাবেন। আর BLDC সম্পর্কে আরো ভালো ধারণা পাওয়ার জন্য ইউটিউবে সার্চ দিলে ইন্ডিয়ান বেশ কিছু ভিডিও পাবেন। তবে বিদ্যুৎ বাঁচানো যদি আপনার মূল উদ্দেশ্য না হয় তাহলে আপনি পাকিস্তানের GFC সিলিং ফ্যান নিতে পারেন। কিনার সময় একটু সতর্ক থাকবেন কারণ পাকিস্তানের এই ফ্যানগুলো প্রচুর ডুবলিকেট পাওয়া যায়। আরেকটা ফ্যান আছে ওটাও খুব ভালো, টঙ্গী ন্যাশনাল ফ্যান। তবে মার্কেটে প্রচুর নকল আছে তাই একটু বুঝে শুনে কিনবেন।
@foysalmohammed865
@foysalmohammed865 4 года назад
ভাই কেমন আছেন আপনি যে দারাজের কথা বললেন BLDC FAN বিক্রি করে এট কোথায়
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনি দারাজ অ্যাপ ওপেন করে BLDC লিখে সার্চ দিলে এই ফ্যান পেয়ে যাবেন। এছাড়াও ফেসবুকে ওদের কোম্পানির নাম দিয়ে সার্চ দিলে ওদের ফেসবুক পেজ পেয়ে যাবেন ওখানে মেসেজ এর মাধ্যমে ওদের সাথে যোগাযোগ করতে পারেন।
@raseltisha5942
@raseltisha5942 4 года назад
ভাইয়া আপনার উপস্থাপনা অনেক ভালো লেগেছে। আমি 100 ওয়াটের সোলার প্যানেল লাগাতে চাই সেক্ষেত্রে আমার কত ওয়াটের ব্যাটারি এবং কোন কোম্পানির ব্যাটারি দিলে ভালো হয়, জানালে খুবই উপকৃত হব। আপনাকে ধন্যবাদ
@m.s.sakib2205
@m.s.sakib2205 6 месяцев назад
আসসালামু আলাইকুম ভাইয়া, আমি ১ কিলো ওয়াটের সোলার সিস্টেম সেট করতে চাচ্ছি, কোন প্রাকৃতিক দুর্যোগ হলে আমি কী এটা দিয়ে পানির পাম্প (১ হর্স পাওয়ারের, প্রায় 750ও) চালাতে পারবো?( যদি ইনভার্টার থেকে একটা সকেট লাইন বানায় রাখি)
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 6 месяцев назад
এক্ষেত্রে ইনভার্টারটি মিনিমাম 1.5kw হতে হবে যেন পাম্প স্টার্ট এর সময় সার্জ কারেন্ট মোকাবেলা করতে পারে।
@m.s.sakib2205
@m.s.sakib2205 6 месяцев назад
ইনভার্টার ২ kW এর নিবো সিদ্ধান্ত নিয়েছি যাতে পরবর্তীতে সিস্টেম আপগ্রেড করতে পারি, কিন্তু বাজেটের জন্য আপাতত 200Ah এর ব্যাটারী ও 0.5kW এর প্যানেল নিতে চাচ্ছি, যখন পাম্প চালাবো তখন অবশ্যই বাকি সব লোড অফ করবো এখন এই ব্যাটারী ও প্যানেল অনুযায়ী কী পাম্প নিরাপদে চালানো যাবে?
@najmulhassan7123
@najmulhassan7123 3 года назад
ব্যাটারি কতটি ব্যবহার করলেন? টোটাল কস্ট কত হলো? ব্যাটারি লংজিবিটি কেমন হলো? তার সাথে আপনার দিনের বিদ্যুৎ বিলের তুলনা করে কোন টা লাভবান? সেটি ব্যাখ্যা করুন।
@mdmonju3944
@mdmonju3944 4 года назад
বর্তমানে বাজারে মাইক্রোটেক এর 1435 আছে এর চেয়েও কি ভালো গামা প্লাস? প্লিজ জানাবেন মাইক্রোটেক 1435 কিনব কিনা এর সাথে ব্যাটারি স্টান নাকি রিমসো ভালো ভালো হবে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
গামা প্লাস এ MPPT চার্জ কন্ট্রোলার আছে কিন্তু মাইক্রোটেক এ PWM চার্জ কন্ট্রোলার আছে। গামা প্লাস এ 40 এম্পিয়ার এর চার্জ কন্ট্রোলার আছে কিন্তু মাইক্রোটেক এর চার্জ কন্ট্রোলার মাত্র 35 এম্পিয়ার। গামা প্লাসে সর্বোচ্চ 1000 ওয়াট সোলার প্যানেল সাপোর্ট করে আর মাইক্রোটেক এ মাত্র 600 ওয়াট সোলার প্যানেল সাপোর্ট করে। গামা প্লাসে 12 ভোল্ট 24 ভোল্ট দুই রকম প্যানেল লাগানো যায়। সবদিক দিয়ে গামা প্লাস অবশ্যই ভালো। টল টিউবুলার ব্যাটারি লাগানোর চেষ্টা করবেন। রহিম আফরোজ এর টল টিউবুলার ব্যাটারিটি এখন ঠিকমতো পাওয়া যাচ্ছে না তবে সাইফ পাওয়ার এর টল টিউবুলার ব্যাটারি পাওয়া যাচ্ছে। যদি তাও না পান তাহলে রহিমআফরোজ বা হ্যামকো কোম্পানির নরমাল ব্যাটারি নিতে পারেন। তাও না পেলে রিমসো কোম্পানির ব্যাটারি নিতে পারেন।
@malaydepa6786
@malaydepa6786 3 года назад
Via ai khanay amar prosno holo... 24v panel dea utl a ke 12v single battery ty run korby... Many charge r 12v ips ta cholby...
@abdulkaium9798
@abdulkaium9798 4 года назад
আসসালামু আলাইকুম কেমন আছেন। আপনার ভিডিও দেখলাম অনেক কিছু জানলাম। আমার বাড়িতে কারেন্ট নাই ব্যাটারি ছাড়া শুধু সোলার দিয়ে কি দিনে সব কিছু চালাতে পারবো
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
অলাইকুম আসসালাম। আল্লাহর রহমতে ভালো আছি। আপনি কেমন আছেন? সোলার থেকে ডাইরেক্ট লোড চালানো যায় তবে লোডের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে কারণ সোলার থেকে ভোল্টেজ বেশি আসে। লাইট খুব দ্রুত নষ্ট হয়ে যায় আর ইন্ডাক্টিভ লোড যেমন ফ্যান আস্তে আস্তে নষ্ট হয়। অন্তত ভোল্টেজ স্ট্যাবিলাইজ করার জন্য একটি ছোট ব্যাটারি ও চার্জ কন্ট্রোলার ব্যবহার করা উচিত।
@HMS_Aziz
@HMS_Aziz 4 года назад
ভাইয়া, আপনার ভিডিও খুবই হেল্পফুল। ৮টি সিলিং প্যান ৬৪০ ওয়াট ২৫ এল ইডি ব্লাব ৫০০ ওয়াট টিভি ২ টা ২০০ ওয়াট ১ গোরা মোটর ১টা ১৫০০ লোড সহ ফ্রীজ ২ টা ২০০/৩০০ লোড সহ সর্বমোট ৩১৪০ ওয়াট। এই গুলো চালাতে ব্যাটারী কত am কত ওয়াট এবং প্যানেল কত ওয়াট কয়টা লাগবে? আমি শুধু প্যানেল এ চালাব।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনি যেহেতু ব্যাটারি ব্যাকআপ সহ সোলার সিস্টেম চাচ্ছেন তাই 3KW অফ গ্রিড সোলার সিস্টেম করতে পারেন। এক্ষেত্রে Luminious NXT 3KW ইনভার্টার ব্যবহার করতে পারেন। এটার সাথে 4 টি 150 Ah এর ব্যাটারি ও 3 KW সোলার প্যানেল সংযুক্ত করতে হবে। মোটর চালানোর সময় কিছু লোড অফ করে দিবেন, যদি মোটর সহ সব লোড একসাথে চালাতে চান তাহলে আরেকটু শক্তিশালী অন গ্রিড সিস্টেম করতে হবে তবে এক্ষেত্রে ব্যাটারি ব্যাকআপ পাবেন না, তখন অল্প কিছু ইমার্জেন্সি লোড চালানোর জন্য আলাদা IPS ইন্সটল করতে হবে।
@HMS_Aziz
@HMS_Aziz 4 года назад
ভাইয়া, সম্পুর্ন বিদ্যুৎ লাইন ছাড়া, এগুলো চলবে কি?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@HMS_Aziz সম্পূর্ণ বিদ্যুৎ লাইন ছাড়া এগুলো চালাতে গেলে কয়েক গুণ বেশি শক্তিশালী সোলার সিস্টেম লাগবে যা অত্যন্ত ব্যয়বহুল হবে। আমাদের দেশে সম্পূর্ণ বিদ্যুৎ লাইন ছাড়া খুব বড় সোলার সিস্টেম তেমন একটা করা হয় না।
@HMS_Aziz
@HMS_Aziz 4 года назад
শক্তি টা ২ গুন বাড়ালে হবে না ভাইয়া?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
@@HMS_Aziz প্যানেল ২ গুনা না হয় করলেন, দিনের বেলায় ভালোভাবেই চললো কিন্তু রাতে এত ব্যাকআপ দিতে খুব সমস্যা হয়ে যাবে। অনেক বড় ব্যাটারি ব্যাংক করতে হবে। বেশ কিছু সমস্যার সম্মুখীন হবেন রাতে, আবহাওয়া খারাপ থাকলে চার্জ হবে না সম্পূর্ণ ভাবে। এতগুলো ব্যাটারি প্রচুর ব্যয়বহুল হবে, ব্যাটারির উপরে বেশি প্রেসার পড়লে ব্যাটারি ৩/৪ বছরের বেশি টিকবে না। নেগেটিভ বিষয় গুলো অ্যানালাইসিস করার পর আপনার কাছে যদি বিষয়টা প্যাকটিক্যাল মনে হয় তাহলে করতে পারেন। আপনার যদি ইলেকট্রিসিটি থাকে তাহলে আপনি অন গ্রিড সোলার সিস্টেম করলে সবচেয়ে ভালো হবে, দিনের বেলায় সোলার থেকে চলবে আর রাতের বেলায় কারেন্টের লাইনে চলবে। এতে করে প্রচুর বিদ্যুৎ বিল সেভ হবে।
@emdadslife
@emdadslife 4 года назад
ভাইয়া আমি এ সিস্টেম আমার বাসায় করতে চাচ্ছি কিন্তু আমার রাতে ও লাগবে কেননা আমাদের এখানে বিদ্যুৎ নেই। এই ১০০০ ওয়াটের সিস্টেমের জন্য কত এম্পায়ারের কয়েকটি ব্যাটারি লাগবে। প্লিজ জানাবেন
@YouTube_Shorts_58.87M
@YouTube_Shorts_58.87M Месяц назад
বাজারে বর্তমানে 48v প্যানেল পাওয়া যাচ্ছে। আমি চাইছিলাম, 4v 550watt প্যানেল কিনতে। কারণ ভবিষ্যতে আমি হাইব্রিড করার ইচ্ছে আছে। বর্তমানে কি 48v প্যানেল থেকে 12v আউটপুট নেওয়া যায়??
@mstmontaj4666
@mstmontaj4666 3 месяца назад
স্যার বিদুৎ সংযুক্ত সিলিং ফ্যান সোলার প্যানেলের মাধ্যমে কি চলবে, এর সাথে কি কি যুক্ত করতে হবে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 3 месяца назад
হ্যাঁ পিওর সাইন ওয়েভ ইনভার্টার সংযুক্ত করলে বিদ্যুৎ চালিত সিলিং ফ্যানও চলবে।
@digitalstudio9701
@digitalstudio9701 4 года назад
ভাই আমার একটি দোকান আছে। সেখানে একটি পিসি দুটি প্রিন্টার ব্যবহার করি।এখন দুটি প্রিন্টার একটি পিসি চালাতে কত এম্পিয়ার এর ব্যাটারি এবং কত ওয়াটের সোলার প্যানেল লাগবে। আর সাথে সর্বনিম্ন কত ওয়াটের সোলার আইপিএস পাওয়া যাবে এবং কোথা থেকে। কারণ আমার বাজেট টা কম।
@rahmanmukhlis5802
@rahmanmukhlis5802 3 года назад
2 টা ব‍্যাটারী (165×2) ; সোলার প‍্যানেল 600W. (150×4) ; এবং সোলার IPS /24v.(Microtek 2435/24.) আছে। কি কি চালানো যাবে বা কত ওয়াট output পাওয়া যাবে।দয়া করে জানাবেন কি ?
@delowarbhuiyan7154
@delowarbhuiyan7154 3 года назад
ভাইয়া আপনি অনেক কষ্ট করেছেন ,অনেক কষ্ট করে ভিডিওটি বানিয়েছেন। এবং অনেক তথ্য তুলে ধরার চেষ্টা করেছেন। তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
@sumanrudra9420
@sumanrudra9420 4 года назад
একটি টিভি,লাইট, যে জিনিসটি আমি সোলার প্যানেল এর ইলেকট্রিক দিয়ে চালাবো ঠিক সেই একই জিনিস গুলি কি ভাবে এমনি সাধারণ ইলেকট্রিক দিয়ে চালাবো বা কি ভাবে কালেকশন করবো ?আর এটি করতে কি কি লাগবে আর কিভাবে করতে হবে জানাবেন। আর সোলার ইলেকট্রিক দিয়া কি আমরা এসি চালাতে পারব কিনা একটু জানাবেন। এই সব নিয়ে একটি ভিডিও পেলে খুব ভালো হয়।
@sifulislam3031
@sifulislam3031 4 года назад
ভাই আসসালামু আলাইকুম, আমার নরমা ১০০০ va একটা আইপিএস আছে আমি ১০০ওয়াটের 6 টা প্যানেল 40 mpr কন্ট্রলার দিয়ে ব্যাটারির সাথে সরাসরি সেট করছি এটাকি ঠিক আছে? আমার ব্যাটারি 200 mpr hamko
@mohammadzahirulislam9338
@mohammadzahirulislam9338 Год назад
UTL GAMMA PLUS SOLAR INVERTER কি ips inverter হিসাবে চালানো যাবে? মানে আমার iPs inverter আছে,ব্যটারী ২০০ এম্পিয়ার; এই সেটিং এ আমি UTL gamma plus solar inverter লাগালে কাজ করবে? আপাতত সোলার প্যনেল না লাগিয়ে;
@newversion2719
@newversion2719 3 года назад
ভিন্ন ভিন্ন অ্যাম্পিয়ারের সোলার ব্যাটারি সিরিজে সংযুক্ত করলে কি ব্যাটারি এবং ইনভার্টার এর কোন ক্ষতি হয় বা ব্যাটারির লাইফ টাইমের কোনো পরিবর্তন হয় কিনা যেমন 130 এম্পিয়ার এর একটি 150 এম্পিয়ার এর একটি এবং 200 এম্পিয়ার এর দুইটি ব্যাটারি সিরিজে সংযুক্ত করে 48 ভোল্ট বানিয়ে ইনভার্টার এর সাথে সংযুক্ত করলে কোন সমস্যা হবে কিনা
@dilrubaakter7256
@dilrubaakter7256 2 года назад
আমার বাসায় সোলারিক সৌর প্যানেল নিয়েছি। ৬৫ ওয়াট সিস্টেমেটি যাদের কছে নিয়েছিলাম বর্তমানে আমার কাছে তাদের যে কাগজপত্র আছে তাদের সাথে যোগাযোগ করতে পারছিনা। আমার সিস্টেম টি সমস্যা দিচ্ছে। এখন আমি কি ভাবে সমস্যা সমাধান কারি। এটটু বলবেন দয়া করে।
@enjoymentmedia3627
@enjoymentmedia3627 4 года назад
ব্যাটারী থেকে সুইচ বোর্ড পর্যন্ত কি ধরণের তার ব্যবহার করবো...। জানালে উপপকৃত হতাম...।
@MB-gb5pm
@MB-gb5pm 4 года назад
সার,ধন্যবাদ সুন্দর করে বুঝিয়ে বলার জন্য।আমার ১০০ ওয়াড আউট ফুট লাগবে।ভালো মানের সোলার, ব্যাটারি, ইনভেটর, তার,সেটিং সহ কেমন খরচ পড়তে পরে?
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
You are welcome. 100 ওয়াটের করতে চাইলে DC সিস্টেম করলে ভালো হয়। এক্ষেত্রে DC লাইট এবং DC ফ্যান চালাতে হবে আপনাকে। টোটাল খরচ নির্ভর করছে আপনি কোন কম্পানির সোলার প্যানেল, ব্যাটারি, চার্জ কন্ট্রোলার ইত্যাদি কিনবেন তার উপরে। তবে মোটামুটি একটা খরচের ধারণা দিচ্ছি। সবকিছু সহ 100 ওয়াটের সিস্টেমটি করতে আপনার 10-12 হাজার টাকা খরচ হবে। নোট: ইনভার্টার লাগিয়ে AC সিস্টেম করতে চাইলে সোলার প্যানেলের ওয়াট অনেক বৃদ্ধি করতে হবে এবং টোটাল খরচ অনেক বৃদ্ধি পাবে। বুঝতে সমস্যা হলে অথবা আর কোন প্রশ্ন থাকলে অবশ্যই আমাকে জানাবেন।
@mystoryabid
@mystoryabid 3 года назад
Apnar koto tk khoroch hoise setup ta krte? R mashe koto taka sashroy hocche? Plz janaben
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 3 года назад
খরচ হয়েছে প্রায় এক লাখ টাকার মতো। মাসে সাশ্রয় হয় 1000 টাকার মতো।
@sohelmehmodraj3966
@sohelmehmodraj3966 4 года назад
২০০ ওয়াটের ডিসি মটর টানা ১০ ঘন্টা চালালে, কত ওয়াটের ব্যাটারি, সোলার প্যানেল, এবং সোলার IPS ব্যাবহার করতে হবে? জানালে অপকৃত হতাম,
@mhtvbd211
@mhtvbd211 24 дня назад
আসসালামু আলাইকুম ভাই আমি একটা ২৪ ভোল্টের সোলার প্যানেল কিনমু, কোন প্যানেলটা কিনলে বর্তমানে ভালো হবে।
@vai6283
@vai6283 4 года назад
ভাই আসসালামু আলাইকুম! ভাই আমার একটা প্রশ্ন ছিল! কিভাবে বুঝব 310 ওয়ার্ড এর সোলার প্যানেল , খারাপ বা ভালো এটা কিভাবে বুঝব? প্যানেলে ভোল্টেজ পায়ে ৩৮ ভোল্টেজ! একটা প্যানেলের এম্পিয়ার কিভাবে দেখব! আর কিভাবে বুঝব প্যানেল টা ভালো কি খারাপ? প্লিজ ভাইয়া জানাবেন!
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
অলাইকুম আসসালাম। আপনি ভোল্টেজ এবং এম্পিয়ার গুন করলেই টোটাল ওয়াট পেয়ে যাবেন। আমি আমার করা একটি ভিডিও লিঙ্ক দিচ্ছি, এটা দেখলে আপনি খুব সহজেই বের করতে পারবেন। লিংক: ru-vid.com/video/%D0%B2%D0%B8%D0%B4%D0%B5%D0%BE-pgMGgNfu8MU.html
@mdnazmoolhasan885
@mdnazmoolhasan885 4 года назад
Vaia, 1 ta ac,(1.5 ton) 1 ta fridge, (Medium) 10 ta 120 watt air pump Uporer items gulo jeno easily chalano jay sheykhetre ki kora jay pls?
@shimul6680
@shimul6680 4 года назад
Vai dc solar ceiling fan ac dc dutotei chole...ami akta kinsi 3000 takai...matro 36 watt...egulo BLDC motor e chole...khubi efficient...apnio kinte paren...speed ac fan theke oneeeek beshiii jhetu apni research koren 😃....remote o ase.....56 inch
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
ধন্যবাদ ভাই কমেন্ট করার জন্য। যারা সরাসরি DC লোড চালায় তাদের জন্য DC ফ্যান অত্যন্ত জরুরি একটি জিনিস। এগুলোর পাওয়ার কনজামশন অনেক কম হয়ে থাকে। তবে যেহেতু আমার বাসায় সার্ভার এবং অন্যান্য সামগ্রী সরাসরি সোলার থেকে চালানো হয় হাই ইফিসিয়েন্ট ইনভার্টার এর মাধ্যমে তাই আমার এটি লাগবেনা, তবে অনেকের কাজে লাগবে। কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, সাথেই থাকবেন।
@shimul6680
@shimul6680 4 года назад
😇
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
👍👍
@yousufalom7550
@yousufalom7550 4 года назад
খুব সুন্দর উপস্তাপনা ভাইয়া আমি যদি শুদু সোলার চালাই একেবারে কারেন্ট না চালাই তার জন্য কি করতে হবে বা আমার বাজেট কথ আসবে ৬ টি ফেন ১টা ফ্রিজ ৬ বালব
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
সাধারনত অফ গ্রিড সোলার সিস্টেম গুলোতে দিনের বেলায় সরাসরি সোলার থেকে চালানোর ব্যবস্থা থাকে আর রাতের বেলায় সরাসরি বিদ্যুৎ লাইনে ট্রান্সফার হয়ে যায় লোড গুলো। আপনি যদি দিনরাত 24 ঘণ্টা সোলার এ চালাতে চান সেক্ষেত্রে আপনার খরচ অনেক বেশি হবে কারণ ব্যাকআপ সিস্টেম অনেক শক্তিশালী হতে হবে। এমনিতে আপনার 800-1000 ওয়াট এর সিস্টেম করলে সবকিছু সুন্দরভাবে চলবে তবে আপনি যদি রাতেও সবকিছু চালাতে চান তাহলে আপনাকে ডবল ওয়াটের সোলার সিস্টেম করতে হবে এবং ব্যাকআপ সিস্টেম অনেক বেশি রাখতে হবে যা অনেক ব্যয়বহুল।
@yousufalom7550
@yousufalom7550 4 года назад
আচ্চা মনে কিছু না নিলে যদি ১০০০ উয়াট এর ব্যেয়াপ সহ নেই তা হলে কথ টাকায় সারা জাবে মান সম্পুন্ন জিনিশ দিয়ে, ধন্যবাদ আপনাকে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
যদি আপনার লোড হয় 600 থেকে 800 ওয়াট এর মধ্যে তাহলে আপনার শক্তিশালী ব্যাকআপ সিস্টেম সহ 2000 ওয়াটের সোলার সিস্টেম করা উচিত, যেহেতু আপনি দিনে চালানোর পাশাপাশি সারারাত ব্যাকআপ নিবেন। ভালো ইকুইপমেন্ট দিয়ে করলে 2-2.5 লাখ এর আশেপাশে খরচ হবে।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আপনি যদি রাতে অল্প ব্যাকআপ নেন তাহলে অনেক কম খরচে করতে পারবেন সম্পূর্ণ সিস্টেম।
@yousufalom7550
@yousufalom7550 4 года назад
অশেষ ধন্যবাদ আপনাকে
@amdadul2979
@amdadul2979 4 года назад
ভাই, আমার সাত তলা বিল্ডিং আমি লিফট ,সাবমারসিবল পাম্প, এবং পুরো বিল্ডিংয়ে যেন বিদ্যুৎ বিল যেন কম আসে এ জন্য কত ওয়াটের সোলার প্যানেল লাগবে ,কত খরচ হবে ? পরামর্শ দিলে কৃতজ্ঞ থাকব
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আসলে সোলার সিস্টেমের প্রাইস বেশ আপডাউন করে থাকে। আপনি সরাসরি সোলার কোম্পানি গুলোর সাথে কথা বলে ডিসিশন নিন। রহিমআফরোজ অথবা গ্রামীণ শক্তি কোম্পানির সাথে কথা বলতে পারেন এ ব্যাপারে। আমার সাথে আলোচনা করতে চাইলে আপনি আমাকে একটা ইমেইল দিতে পারেন মোবাইল নাম্বার চেয়ে। ইমেইলের রিপ্লেতে আমি মোবাইল নাম্বার পাঠিয়ে দিব। shahinur1000@gmail.com
@amdadul2979
@amdadul2979 4 года назад
@@TechnologyBanglaShahin ok thq bro
@abdullahalkafi7493
@abdullahalkafi7493 4 года назад
ভালো লাগলো আপনার সোলার বিষয়ক রিভিউটা দেখে।।। আপনি কি চালাচ্ছেন solar on grid & solar off grid, না কোনটাই না। দয়া করে জানাবেন।
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আমি অফ গ্রিড সোলার সিস্টেম চালাচ্ছি।
@abdulhalim4639
@abdulhalim4639 3 года назад
খুব ভালো হয়েছে। অনেক ইনফরমেটিভ। অসংখ্য ধন্যবাদ
@farukhossain1410
@farukhossain1410 4 года назад
ভাইয়া আপনার ভিডিও টা অনেক সুন্দর হয়েছে ,অনেক সুন্দর ভাবে বুঝেছে ,যদি আপনার ব্যাটারি ব্যাকআপ এর ব্যাপার এ যদি কিছু কত ঘণ্টা ব্যাকআপ পাচ্ছেন ?????
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
আমি আসলে ব্যাটারি ব্যাকআপ তেমন একটা ব্যবহার করিনা। দিনের বেলাতে আমার সব লোড গুলো সরাসরি সোলার থেকে চালাই, এতে আমার অনেক বিদ্যুৎ বিল সেভ হয়। ব্যাকআপ নির্ভর করছে আপনি কত পরিমাণ লোড দিচ্ছেন তার উপরে। যদি 300 ওয়াট লোড দেন তাহলে 5 ঘন্টা চলবে আর 600 ওয়াট লোড দিলে 2.5 ঘন্টা চলবে। ব্যাটারি ব্যাকআপ যদি আরো বাড়ান তাহলে আরও সময় চালাতে পারবেন।
@imranhossain5091
@imranhossain5091 Год назад
আসসালামু আলাইকুম। আমি মো: ইমরান হোসেন, কালিয়াকৈর, গাজীপুর। আমি আমার বাড়ির জন্য সোলার প্যানেল ব্যবহার করতে চাচ্ছি।৩ টা ফ্যান,৩ লাইট, ব্যবহার করবো। ফাস্ট প্রায়োরিটি সোলার, তারপর ইলেক্ট্রিসিটি (সোলার আর ইলেক্ট্রিসিটি সিনকোনাইজ করা থাকবে) ইলেক্ট্রিসিটি চলে গেলেও ব্যাকাপ থাকবে। এরকম সোলার নিতে চাইলে, কোন সোলার ব্যবহার করবো?[হাইব্রিড নাকি অফগ্রিড) সাজেশন করলে উপকৃত হতাম
@touhidhasan8491
@touhidhasan8491 3 года назад
Vaya vinno vinno wt ar Panel jodi parallel connect kori ta hola ke onek basi amp loss hoba.....?ex.30.50.100.wt ar panel parallel connect korla amp loss ar pori man camon hoba.....?jodi calculation kora janaten onek opokrito hotam...
@mesbahuddin5328
@mesbahuddin5328 3 года назад
You discussed every aspect thoroughly. Thank you.
@basdevnandi7497
@basdevnandi7497 3 года назад
Thank you brother, there are many many things to learn from you those are need to me.
@salmanislam2790
@salmanislam2790 4 года назад
Like and subcribe kore support dilam bro.Eto informative video on solar system khub ei helpful laglo.Thank you please keep up the good work.
@TechnologyBanglaShahin
@TechnologyBanglaShahin 4 года назад
You are welcome bro.
@sheikhnihal1465
@sheikhnihal1465 3 года назад
Total estimate cost kmn hoba apnar setup er? Pannel+ 1 inverter+ battery and accessories.....
Далее
СОБАКА И ТРИ ТАБАЛАПКИ😱#shorts
00:24