একটা সময় মন থেকেই চাইতাম আজ আল আমিন এর কন্ঠে শুনব তার লেখা কোনো এক কবিতা , তখন এরকম রেকর্ড করা ছিল না । আজ রেকর্ড করা শুনে মনে হল বন্ধুর কন্ঠে অনেক জাদু আছে। আমি লেখক নই তবে কবিতা শুনতে মাঝে মাঝে ওর সাথে দেখা করতাম ওর ইচ্ছা ছাড়াই । আজ অনলাইনে শুনে ভালোই লাগল।