সাইফুল ভাই ট্যাংকির পানিতে ঢেউ হলে ফ্লোট সুইস দ্রুত পরপর এনও এনসি হতে পারে এতে মটর অন অফ হতে থাকবে। এজন্য একটি টাইমার ব্যাবহার করলে ৫/১০সেকেন্ড পরে ম্যাগনেটিক কন্টাক হোল্ড হবে।
আসসালামুআলাইকুম ভাই আপনার ভিডিও গুলি অনেক সুন্দর। 2 hp সাবমারসিবল মোটরের জন্য ছয় ফ্লোর এ ছয়টি গ্যাং ডিপি সুুইজ এবং ট্যাংকি অটো করার জন্য ফ্লোটসুইজ মেগনেটিক কন্ট্যাক সহ কানেকশন করা যাবে কি। একটা ভিডিও দিবেন প্লিজ।
ভাই এটার নাম " float switch " "ফ্লোট সুইচ", ফ্লোট মানে ভেসে থাকা অর্থাৎ যে সুইচ ভেসে থাকে৷ এটার দাম ৮০০/= থেকে ১২০০/= এর মধ্যেই হয়ে থাকে, অাপনার লাগানোর মধ্যে একটু ভুল অাছে, সেটা হল, গোল ব্যাটারীর মত যে অংশটি রয়েছে,যেটার মাঝখান দিয়ে তার ঢুকে বের হয়েছে, সে গোল ব্যাটারীর মত জিনিসটি টেনে ঐ ভেসে থাকা সুইচটির সাথে মিশিয়ে দিতে হবে, কারন ব্যাটারীর মত অংশটি হল ভার, অার এটি সুইচ থেকে অালাদা থাকলে সুইচটি ঠিকমত কাজ করেনা৷ উল্লেখ্য, অামরা অামাদের বাসায় ফ্লোট সুইচ ব্যবহার করছি, খুবই ভালো সার্ভিস দিচ্ছে,প্রথমটি এক বছরের মত টেকসই হয়েছিল, পরে অারেকটি লাগিয়েছি৷ অারেকটি কথা, এটার তার হয় সাধারনত তিনটি কালারের ১.লাল ২.কালো ৩.নীল কানেকশন দিতে হবে কালো অার নীলের সাথে অন্যথায় উল্টা কাজ করে৷ সবাইকে ধন্যবাদ৷
চিন্তা করবেন না বালতি দিয়ে আরও একটি ভিডিও তৈরি করা আছে আমি শুধু এক ধরনের একটি ভিডিও আপলোড করি নাই আপনারা আমার সমস্ত চ্যানেল টা ঘুরে দেখবেন এর পরে কমেন্টস করবেন
vhai,ami jodi magnetic conducdor use na kori,shudu flow switch use korey motor auto on-off connect dei,taholey ke hatat accident gotey tank water a current flow hotey parey?kindly,reply me..
কন্টাকটর ছাড়া অবশ্যই লাগানো যাবে। আপনার ফ্লোট সুইচ মানা করবেনা আপনাকে,তবে আপনার এই ঘনঘন বাজারে দৌড়ে গিয়ে নতুন একটা একটা করে ফ্লোট সুইচ কিনে আনতে হবে মাসে দুই চারটা যে কয়টা লাগে
বড় ভাই আপনি হাউজ ওয়ারিং ভাল করেন। তবে কন্ট্রোল কন্টাক্টর অতবা ম্যাগনেটিবের কাজ ভিডিও না করা ভাল। কারন একটা ম্যাগনিটিব কন্টাক্টরের অনেক কাজ থাকে।A1 A2 nc no এবং প্লাটারের ৩ টি অপশন থাকে এই সব গুলো না বলতে পারলে আপনি এই রকম ভিডিও না তৈয়ারি করা ভাল। ধন্যবাদ।
একটা মেগনেটিক কন্টাক এর যে কয়টি কাজ আছে মোটামুটি আমি সবগুলি কাজের অভিজ্ঞতা আমার একটু হলেও আছে,আমি যে জিনিসটা ভিডিও করতেছি যে জিনিসটার উপর আমি সেই জিনিসটাই দেখাতে হবে কারণ এখানে এন সি এন ও নরমালি ওপেন নরমালি অফ এগুলো আমার দেখার বিষয় না, এগুলো নরমালি ওপেন নরমালি অফ এগুলো হচ্ছে চেন্জ ওভার এর ক্ষেত্রে হতে পারে,বা আরো বহুবিধ কাজ আছে আমি যেটা দেখাচ্ছি আমি সেটা না দিয়ে আমি অন্য দিকে মোড় দিলে তো ভিডিওটা লং হতেই থাকবে শুধু
একটা ভিডিও যদি বুঝতে অসুবিধা হয় এই ধরনের আরো ভিডিও আছে চ্যানেল টার ভিডিও অপশনে গিয়ে ক্লিক করে আপনি ভিডিও গুলো দেখে আসতে পারেন তাহলে আপনার জিএফ কাজটা বুঝতে চাচ্ছেন হয়তো ওই ভিডিওতে উল্লেখ থাকতে পারে
অটো / ফ্লোট সুইচের সাথে এমন কোনো টাইমার লাগানো যাবে কিনা যেটা, ৩০ মিনিটের বেসি পাম্প চালু থাকলে অটো বন্ধ হয়ে যাবে, আর ট্যাংক খালি থাকলেও পরবর্তী ২-৩ ঘন্টার মধ্যে অটো চালু হবেনা। যতক্ষণনা ম্যানুয়ালি চালু করা হবে।
মটর যদি বড় হয় এমপিয়ার বেশী নিবে। এমন অবস্তা আপনি সরা সরি প্লাটার ব্যাবহার করেলে কাজ ট্যকশয় হবে না। সেই অবস্তায় আপনি ম্যাগনেটিভ কন্টাক্টর ব্যাবহার করবেন।
মেগনেটিক কন্টাক না লাগাইলে মাসের ভিতরে দুইবার প্লাডার চেঞ্জ করতে হবে আর ঘরে এক 10 ডজন প্লাডার সুইচ কিনে এনে রেখে দেবেন, যখন খারাপ হয়ে যাবে, খালি লাগাইতেই থাকবেন , খারাপ হলেই খালি লাগিয়ে দিলে, কোন সমস্যা নাই ,তাহলে মেগনেটিক কনটাকটার ব্যবহার করতে হবে না, আর মেগনেটিক কন্টাক যদি ব্যবহার করেন একটা প্লাডার সুইচ অনেক দিন চলবে