হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা.) বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, . من قرأ سورةالواقعة كل ليلة لم تصبه فاقة ابدا" . যে ব্যক্তি প্রতিদিন রাতে সুরা ওয়াক্বিয়াহ তেলাওয়াত করবে তাকে কখনো দরিদ্রতা স্পর্শ করবে না। হজরত ইবনে মাসউদ (রা.) তাঁর মেয়েদেরকে প্রত্যেক রাতে এ সুরা তেলাওয়াত করার আদেশ করতেন। [বাইহাকি:শুআবুল ঈমান-২৪৯৮] (মিশকাত পৃঃ ১৮৯) - মুফতী ওলি উল্লাহ।
সুবহানাল্লাহ মধুময় পবিত্র কুরআনুল কারিম তেলওয়াত মহান আল্লাহ উনাকে নেক হায়াত দান করুক আমিন। তার সাথে সাথে আমরা যারা শুনছি আল্লাহ আমাদের সবাইকে খমা করে দিন। হে আল্লাহ আমাদের প্রতি দয়া করুন আমাদের প্রতি রহমত করুন।
আমি উনার মত সুন্দর তিলাওয়াত আর কারো কাছ থেকে কখনো শুনি নি!❤️ যখনই কোনো সূরা তিলাওয়াত শুনতে মন চায় সবার প্রথমেই আমি উনার তিলাওয়াতটা খুজি!❤️ সত্যি বলছি উনার তিলাওয়াত শুনলে মনে এক অন্যরকম প্রশান্তি আসে!🤍
তিলাওয়াতটা শুনলে মনটা শান্ত হয়ে যায়। গভীর রাতে তিলাওয়াত গুলো শুনলে বোঝা যায় দুনিয়া টা কিছুই না। আল্লাহ ছাড়া সব কিছুই মিথ্যা। আল্লাহ আমাদের সবাইকে অনেক বেশি ইমান দান করুক।
এত সুমধুর কন্ঠের তেলাওয়াত শুনে আমি ত পাগল হয়ে সে মধুর তানে মর্মে মর্মে সে সুর বাজিছে কি মধু কি মধু কোরআনের ধ্বনি আহ মালিক আমার আশা আমি সারাটা জীবন এই কোরআনের সহবতে থাকতে চাই আমাকেও মালিক তাওফিক দাও তোমার কালাম সুন্দর রুপে পড়ার জন্য এবং বক্কে পুরো কোরআন ধরাণ করার তৌফিক দাও গো আমার মালিক তুমি ত সবই পারো তোমার কাছেই চাই এবং তোমার কাছেই চাহিবো তোমার কদমেই মথা নওয়াবো তুমিই আমার সব প্রভু তোমার কাছেই সকল চাইয়া তোমার কাছেই সকল পাওয়া 💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘💘