Punya pada sradhyaeo maharaj apnar abatarder mulyaban bani nie alochona amader bimugdha o samridhya korechen , asadharan o atulanio alochona , ja bar bar sunte iccha kore. Joy thakur , joy sri sri ma o joy swamiji.
শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণ ভক্ত,আপনি আমার বিনম্র প্রণাম ও ভালোবাসা নেবেন। আমি নিজের ই গান একটি যুক্ত করেছিলাম। এই চ্যানেল টি আমার গানের চ্যানেল। আমি বেলুড় বিদ্যমন্দিরের প্রাক্তন ছাত্র, আপনার এই শুভ বার্তা আমার খুবই উৎসাহিত, অনুপ্রাণিত এবং সম্মানিত করলো🙏 আমার প্রতিটি ভিডিও র ডেসক্রিপশন বক্সে আপনার যাবতীয় তথ্য দেওয়া আছে 🙏ঈশ্বরের কাছে আপনার পরিবারের সকলের সার্বিক সুস্থতা কামনা করছি
Pronam Moharaj ...ki asadharon apnar kotha r Maa ke nie je ghotona ti bollen .... asadharon , e ghotona amader jana chhilo na.....apnar kachh thekei ami dikhya niechhi Udyan Bati theke... Thakur -Maa r asadharon kripa amar opor , ami apnake Guru hisebe peyechhi.....apni susthyo r bhalo thakun....
No word will be sufficient to praise this discourse. This discourse is possible only fron Great Yogis/ Maharajs from Ramakrishna Mission. Pranam to all.🙏🙏🙏🙏🙏🙏....🙏🙏🙏🙏🙏🙏
সুপ্রভাত পূজনীয় মহারাজ আমার সশ্রদ্ধ প্রণাম গ্রহন করুন 🙏🙏🙏 মহারাজের হিরন্ময় কন্ঠস্বর এক হাজার জনের মধ্যেও আমাদের চিনতে অসুবিধা হয় না। মহারাজের অদ্ভুত সুন্দর বাচন ও ব্যাখ্যা শুনে সকলেই তাঁর প্রতি আকর্ষণ অনুভব করবেন । অসাধারণ মহারাজের ব্যাবহার মানবিকতা ও স্মৃতি শক্তি। আমরা হয়তো অনেকেই জানি যে যত জেলখানা আছে সেই জেলখানা বর্তমানে সংশোধনাগারে পরিবর্তীত হয়েছে এবং হচ্ছে এবং এই অন্ধকারের মানুষগুলো পূজনীয় মহারাজ এর জাদু স্পর্শে আবার মূলশ্রোতে ফিরে আসছে । সমাজের এই ঐশ্বরিক প্রাপ্তির জন্য মহারাজ ও রামকৃষ্ণ মিশন চির উজ্জ্বল দৃষ্টান্ত । শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা, স্বামীজি মহারাজ সহ সকল শ্রীরামকৃষ্ণ পার্ষদগনের শ্রী পাদপদ্মে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই।🙏🙏🙏
গভীর শ্রদ্ধা,কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাই সম্মানীয় শ্রীরামকৃষ্ণ ভক্ত 🙏আমি পূজনীয় মহারাজের স্নেহধন্য বেলুড় বিদ্যামন্দিরের প্রাক্তন ছাত্র। একই সাথে স্বামী সর্বগানন্দজী র সঙ্গীতের ছাত্র। আপনার এই ভক্তি বিনম্র মতামত বহু ভক্তের হৃদয় কে আন্দোলিত করবে আমার বিশ্বাস। মায়ের কাছে আপনার সার্বিক সুস্থতা কামনা করি। আমার প্রণাম নেবেন।
ঠাকুর বলতেন চাপড়াশ না পেলে বক্তব্যের কোন মূল্য নেই। পূজ্যপাদ স্বামী দিব্যানন্দজীর অমূল্য বক্তব্য সে কথাই প্রতিষ্ঠা করে। ধন্য আমরা সকল শ্রোতৃবিন্দ। জয় ঠাকুর।
🙏🌺 জয় ঠাকুর। জয় মা। শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণ অনুরাগী ভক্ত, আপনাকে আমার অন্তরের শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। পূজ্যপাদ মহারাজ কে আমাদের বিনীত প্রণাম নিবেদন করি। প্রেমময় শ্রীশ্রী ঠাকুর আমাদের সকলকে কৃপা করুন এই প্রার্থণা করি
আমি শ্রীযুক্ত গায়েন বাবুকে আমার সশ্রদ্ধ নমস্কার জানাই, তিনি সুন্দর ভাবে পূজনীয় মহারাজ এর ভাষন ভিডিও আকারে পরিবেশ করার জন্য, খুব সুন্দর হয়েছে ভালো থাকবেন, দিব্যত্রয়ীর কৃপায় আধ্যাত্মিক উন্নতি হোক এই প্রার্থনা করি।🙏🙏
অতীব উৎসাহিত, আনন্দিত এবং সম্মানিত হলাম শ্রদ্ধেয় শ্রীরামকৃষ্ণ ভক্ত 🙏 আমার আধ্যাত্মিক উন্নতির কামনা করেছেন .. এর থেকে বড় প্রাপ্তি আর কিছুই হতে পারে না। গভীর শ্রদ্ধা ও ভালোবাসা ছাড়া আর কিছুই দেওয়ার নেই আমার 🙏 জগৎ জননী আপনাকে আশীর্বাদ করুন প্রার্থণা করি।