আমার প্রিয় কবি নজরুলের সকল সৃষ্টিই অনবদ্য। তাহা মানসিক বা দৈহিক যাহাই হউক না কেন, তাহার সকল সৃষ্টিই সৌন্দর্যের প্রতীক। তাই তাহার পুত্র, পৌত্রাদি ও তাহার প্রতিভার ধারক ও বাহক। ঈশ্বরের আশীর্বাদ যেনো তাদের উপর চিরকাল বর্ষিত হয়, এই আশা করি।
KAJI ANIRUDDHA, ARINDAM have brought NAZRUL closer to zillions of people who do not read or speak BENGALI but appreciates GOOD MUSIC. Music has no language barrier. Just an ear for good quality music. Asok Basu.
এই বাজনা শুনে মন প্রাণ জুড়িয়ে যায়। মনে পড়ে যায় সেই সময়ে এর কথা যাদের স্টিল গীটার বাজানো আজ ও আমাদের কানে বাজে যেমন আপনার বাবা কাজী অনিরুদ্ধ আর শূনীল গাঙ্গুলী। এই দুই জন এর বাজনা কথা বলে। তাই এনারা চিরকাল আমাদের মাঝে আছেন ওথাকবেন। আপনার মধ্যে সেই জিনস আছে। তাই আপনার স্টিল গীটার বাজনা যত শুনি ততই শুনতে ইচ্ছে করে। এই যে স্টিল গীটার কে যে কোন গানের প্রতি টা লইনের কথা বলানো ও তার সুখ্য কাজ গুলো ধরে ধরে করে দেখানো এই কাজা টা আপনার বাবা কাজী অনিরুদ্ধ আর শূনীল গাঙ্গুলী র মধ্যে ছিল যা আপনার মধ্যে আছে এখন কার পরযনমের মধ্যে নেই। অথচ আপনি সেই রকম ভাবে বলতে গেলে কারোর কাছে গীটার শেখন নি। কিন্তু আমার মনে হয় আপনার বাবা আর সুনীল দার রেকড শুনে শুনে যেভাবে গীটার বাজাচ্ছেন তাতে আপনি ও আপনার বাবা কাজী অনিরুদ্ধ আর শূনীন দার মত চিরকাল মনে থাকবেন। আপনার বাবার সময় কত গীটার ইস্ট ছিল তাদের মধ্যে সেরা আর সেরা মনে ধরার মতো গীটার বাদন বটুক নন্দি অভীজিত নাথ এদের মধ্যে ছিলনা শুধু মনেধরার মত বাজনা ছিল আপনার বাবা আর সুনীল দার মধ্যে। এই রকম মনে রাখার মতো গীটার বাজনা আপনি ওবাজিয়ে যান। ঈশ্বর আল্লা আপনার মথ্যে সেই শক্তি দিয়ে ছে যা আপনার মধ্যে আছে।
কি অসাধারণ বাজিয়েছো কাজী সাহেব। কি অসম্ভব সাধনা করলে এই রকম বাজনা হাত দিয়ে বেরোয়। তোমার মত গুনীকে বুক ভরা ভালোবাসা । আরো মনিমানিক্য শোনার অপেক্ষায় রইলাম। রবীন্দ্রনাথও এই বাজনা শুনলে খুব খুশি হতেন
অসম্ভব সুন্দর। বহু বছর পর এমন সুন্দর গীটার বাজানো শুনলাম। এক কথায় অসাধারণ। আপন যোগ্যতা আপন ধারায় বয়ে যায়। সুর হলে তা কানে কানে, আর সুবাস হলে তা ঘ্রাণে ঘ্রাণে।
Thanks to guitarists like KAJI ANIRUDDHA, BATUK NANDY et all for bringing the treasure of TAGORE to people who do not comprehend the BENGALI language but gets to enjoy TAGORES immortal music. Asok Basu, Atlanta, Georgia
When I was young, I used to listen to his wonderful playing on Kolkata radio. That used to be quite late at night. These songs bring back those beautiful memories.
My mother was his student ....I don't have the ability to judge him ....l can just say that whenever l feel disturbed l just listen this closing my eyes ...and it works like magic....
Wonderful playing. My favourite instrument and most favourite togore’s songs Both together just right match. Thanks to the player and all others who put together.