আহা... ছোট বেলা থেকে তপু ভাইয়াকে শুনে আসছি সাথে এলিটাও প্রিয় একজন শিল্পী। কিন্তু খুবি কষ্ট হয় ভেবে কেনো এনারা আর গান করেন না, কোন নতুন গান আর শুনি না। উনারা কি আমাদের উপর অভিমান করে আছেন নাকী মানুষ উনাদের গান শোনার যোগ্য নয় ??? এই যে দেশে এত সস্তা সস্তা শিল্পী গুলো ভাইরাল হয় দুইদিনে অপরাধী গান , হিরো আলম আর মাহফুজের মত আবাল শিল্পীরা ভাইরাল হয়ে উঠে অথচ দেশে এত ভালো শিল্পীদের গান আজকাল মানুষ শুনছেই না।খুব কম উনাদের ফলোয়ার। মানুষের রুচিবোধ দিন দিন হারিয়ে যাচ্ছে। ভালো ভালো উঁচু মানের শিল্পীদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারনে কারন আমরা উনাদের সঠিক সম্মানটুকু দিতে পারছিনা।
it was just wow!!!!!!! the real combination of east and west mixture.All of the musicians are extremely talented and mature. thanks a lot Gan bangla , ROBI for this.
কেন যে পড়ছে মনে তোমায় এখন ভাবতে চাই তোমায় নেই প্রয়োজন চাইছি ছেড়ে যেতে তোমায়, তোমার অস্থির মন তবু স্রিতিরা করছে যেন খুব জালাতন ঈশর দাও খুলে আমার মনের বাধন বিশ্বাস সব ভেংেচুরে দাও, ভেংে দাও এই মন আমি উড়ে যেতে চাই ডানা মেলে আমি ফিরে পেতে চাই আমাকে। যদি মন হয় ভাসমান তবে ভয় কি হারাবার যাক না ডুবে মনের বাড়ি যা ছিল তোমার আমার ঈশর দাও খুলে আমার মনের বাধন বিশ্বাস সব ভেংেচুরে দাও, ভেংে দাও এই মন আমি উড়ে যেতে চাই ডানা মেলে আমি ফিরে পেতে চাই আমাকে। হতে চাই আমি শক্তির পাহাড় তবু দুখের বন্যা হতে চাই আজ স্বাধীন আমি তবু এত কেন কান্না।
Elita apu ur voice is divine. u are the most gifted and talented singer of Bangladesh. u dont have any idea how much like i have for ur divine voice!!!!!
ছোটবেলার প্রিয় শিল্পী তপু। এক পায়ে নুপুর গান শুনে জীবনে প্রথম প্রেমে পড়ি।অশ্চর্যের বিষয় হলো যার প্রেমে পড়েছিলাম তার নাম ছিলো আছমা আক্তার (নুপর)। ভালোবাসি হয়তো এখনো। সময়ের সাথে তাল মিলিয়ে চলতে চলতে কখন যে বড় হয়ে গেছি তা নিজেও জানি না। তবে সেটাই ছিলো আমার জীবনে বিশুদ্ধ ভালবাসা। ৩২ বছর বয়সে এসে সেই প্রেম আর নিজের মাঝে খুঁজে পাইনা কারণ মনটা যে ইমরান হাশমি হয়ে গেছে তাকে হারিয়ে।
wow... that's awesome... elita u great.. I'm great fan of u... ur voice is awesome & Topu vai don't need to tell anything... shei sotokal theke ami apnar fan... onek din jabot apnar new song er opekkhai silam...apnake abar ager moto kore dekhte chai...
osomvob sundor .... taposh vai k oshokkho dhonnobad bangladesh music k ato chomotkar vabe agie nie jabar jonno... r amar valo lagar duijon manush er konthe aksathe gan sunte parata mon k osomvob valo lagai vasie dilo.... khub sundor hoiese gan selection and sokol musicians der valobasha ar ovinondon.............................valo lagai Shaon Khan.....