মেনে আর মানিয়ে নিতে পারলেই জীবন সুন্দর! যেখানে সবাই সম্পর্ক ছেদে ব্যাস্ত সেখানে আপনি সম্পর্ক টিকিয়ে রাখার আহবান করছেন। ❤ একটানা শুনছি বিরক্ত লাগছেনা,এটাই তো শিল্পীর বড় পাওয়া। ভালোবাসা রইলো বোন❤
আসলে উনি অত্যন্ত মেধাবী। নিজে গান লিখে নিজের সুর করে । ওনার মত মেধাবী শিল্পী মনে হয়না বাংলাদেশের আছে। কিন্তু উনি উনার যোগ্য সম্মান টা পাচ্ছে না। আশা করি ওনার গানটা সবাই শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। উনি আমার খুবই প্রিয় একজন সেলিব্রেটি।
উনি গানের মাধ্যমে গঠনমূলক সমালোচনা করেন, সমাজের ইতিবাচক পরিবর্তনের কথা বলেন সেটা সমাজের কর্তাদের ভাল্লাগে না। যদি তেলবাজি করতেন তাহলে এতোদিন পুরষ্কার পেতেন। এই হচ্ছে আমাদের অবস্থা।
আমাদের জেনারেশন এর জন্য লিজেন্ড শিল্পী যার গানে জীবনের সব কিছু খুজে পাওয়া যায়। প্রেম প্রকৃতি প্রতিবাদ সব কিছু কি সুন্দর অবলীলায় সুরের মায়ায় আবদ্ধ করেছেন এই গুণী শিল্পী। অনেকে অনেক ভালোবাসা। ভালো থাকবেন।
এই গানটা শোনার পর আমার ভালবাসার মানুষটার মেসেঞ্জারে সেন্ড করি, তিন বছর পর আবার ফিরে এলো আগের মত করে, ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা গান আমাদেরকে উপহার দেয়ার জন্য, ❤❤❤
প্রিয়… ১০ টা বছর একসাথে পথ চলার পরও, হয়তো, এখন আমি তোমার অনেক দুরের মানুষ, হয়তো তুমি আমায় আর ভালোবাসো না বলেই এতো সুন্দর একটা গান শুনতে এনাম। তাই তোমার জন্য আমার এক টুকরো স্মৃতি 💔রেখে গেলাম। কেউ যদি আমার মতো এক বুক কষ্ট নিয়ে এই গান টা শুনতে আসো তবে একটা কমেট বা লাইক করে যেও, নোটিফিকেশন পেয়ে আবারো ফিরে আসবো প্রিয় গানটা শুনতে, আর প্রিয় মানুষটার স্মৃতিচারণ করতে!😭 এভাবেই একদিন চলে যাবো সব ছেড়ে॥ ভুলে যাবে সবাই! তবুও যুগ যুগ থেকে যাবে আমার এই কমেন্ট শুধু তোমার স্মৃতি হয়ে!
আমার বিয়ের ১০বছর হতে চললো।কিন্তু কোথাও যেন একটা বন্ধন ছিঁড়ে গিয়েছিল।ভেবেছিলাম,চলে যাবো তাকে ছেড়ে😔কিন্তু এই গানটা আমাকে তাকে ছাড়তে দিলোনা❤আবারও একসাথেই পথ চলবো তার হাত ধরে ইনশাআল্লাহ😍 ধন্যবাদ সায়ান আপু।তোমার মত এত ভালো একজন শিল্পী আমাদের দেশের গর্ব ।
জীবনের বাকি আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের, তার চেয়ে নিজেদেরই চলোনা সাজাই এখন ও তো ভালোবাসা বাকি আছে ঢের। তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে .. 🌻
এটা আপনার আফসোস নাকি অন্যকিছু।উল্টো আফসোস আমাদের যে আমাদের নচিকেতা আছে,অঞ্জন দত্ত আছে কিন্তু সায়ান নেই।মহান রা কখনো জীবিত অবস্থায় সম্মান পায়না....আর কিছু বললাম না।
@@SouravDas-mk6pz সুমন একটা প্রবাহমান নদী, এরা সবাই সেই নদীর শাখা। সুমনের দেখানো পথেই এরা ছুটে চলছে অহর্নিশ। অথচ সুমনকে বলতে গেলে গুটিকয়েক মানুষ ছাড়া কেউ চেনেই না। অনুধাবন তো আরও অনেকদূরের কথা। যারা সুমনকে শুনতে জানে, তারা ভিন্নরকম মানুষ। সংখ্যায় যারা খুব কম।
এ যেনো শান্তি চুক্তির গান। গানটার প্রতিটি কথা জীবনধর্মী উপদেশমূলক, বাস্তব। জীবনের অপর নাম মেনে নেয়া, মানিয়ে নেয়া। দেশে এখন কথায় কথায় ডিভোর্স হয়। এই গানটি বিচ্ছেদ বা ডিভোর্স না হওয়ার কারণ হোক- এই প্রত্যাশা করি। সকলের জীবন সুন্দর হোক এই কামনা করি। ভালো থেকে সায়ান।
তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না দি, কিন্তু তোমার এই গান আমার ভেঙে যাওয়া সাজানো ছোট্ট সংসার কে জোড়া লাগিয়েছে। ছেড়ে যাওয়া যেখানে এত সহজ আজকাল তোমার এই গান আমাকে ফিরিয়ে এনেছে নতুন কাউ কে পাওয়ার আশার থেকে পুরাতন ভালোবাসা কে জড়িয়ে বাঁচার জন্য 😊 অনেক ভালোবাসা তোমার জন্য ❤️❤️❤️❤️
তোমার সাথে হেঁটে এতো খানি পথ আবার নতুন করে খুঁজবো কাকে? তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে। তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে। তোমার সঙ্গে আজ এসে এতো দূর এতোদিনে ভেঙ্গে গেছে কিছু মোহ তাই, নিজেকে প্রশ্ন করি হাত ধরে কার পড়ে থাকা পথটুকু পাড়ি দিতে চাই। তোমারও ভেঙেছে জানি স্বপ্নীল মন আমিও হেরেছি খুবই একই সে খেলায় পড়ন্ত বিকেলেরও যাই যাই ভাব তুমি আমি কাকে খুঁজি এই অবেলায় তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে আবার প্রথম থেকে চেনাজানা আর বাছাবাছি শেষ হলে তারে দাও মন এমনও তো হতে পারে সেও শেষমেষ রইলো না থাকলো না মনের মতন জীবনের বাকি আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের তার চেয়ে নিজেদেরই সাজাই আবার এখনও তো ভালোবাসা বাকি আছে ঢের তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে......
জীবনের বাকি আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের তার চেয়ে নিজেদেরই চলোনা সাজাই এখনও তো ভালবাসা বাকি আছে ঢের তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে।
আমি যতবার এই গানটি শুনি ততোবারই কমেন্ট এতগুলো দেখি সবার কমেন্ট পড়ে যা বুঝলাম এই গানের প্রতিটি কথার সাথে কমেন্টগুলো একাকার হয়েগেছে একজন শিল্পির স্বার্কতা এখানেই ধন্যবাদ সায়ান এগিয়ে যাও বহুদুর প্রতাশা রইল
তার চেয়ে মেনে নেয়া যে যার মতন, এত গান নয় এক শান্তি চুক্তির এক ওনাবিল সুর সত্য বটে বা নিজের মনের এক গোপন সত্য কথা তুলে ধরা, সত্যিই অসাধারণ যখনই মন খারাপ হয় বা কোনো রকম নিজের মাঝে খারাপ অনুভূতি হয় তখনই গানটা শুনতে চলে আসি ইউটিউবে ধন্যবাদ প্রিয় সায়ান কে এত সুন্দর একটি গান উপহার দেওয়ার জন্য❤❤
ভোর সাড়ে পাঁচটা নাগাদ বসন্তের হালকা শীতে কাঁথা মুড়িয়ে, কানে হেডফোন লাগাই গানটি শুনছি। এত্তো হৃদয় ছুঁয়ানো ভাবিওনি আর এতোই বাস্তবমুখী। সব লাইন আমার জন্য তৈরি হলো মনে হচ্ছে🌼🌻!
এক জীবনে কোন মানুষই শতভাগ পরিপূর্ণ/পারফেক্ট নন। আমাদের জীবনের অপ্রাপ্তি/অপূর্ণতা ঘোঁচানোর উপকরণ অন্যের মাঝে খুঁজতে গিয়ে আবারও ব্যর্থতা ধরা দিবে নিশ্চিত। তাই পূর্ণতার উপকরণ অন্যের মাঝে না খুঁজে, মানুষ হিসেবে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণে সঙ্গীর অপূর্ণতাগুলো পূর্ণতায় রূপ দিতে আমরা একে অপরকে খোলা মনে সাহায্য করি। সম্পর্ককে দৃঢ়তার বন্ধনে আবদ্ধ করি। বিবেকবান মানুষ হিসেবে এ বোধটুকু আমরা ধারণ করতেই পারি। অসাধারণ সম্পর্কের অনন্য সাধারণ কথামালা উপহার দেয়ায় অসীম কৃতজ্ঞতা।
প্রিয় মানুষ,,, আমাদের জীবনটা এই গানেরি মত হলো। আমাদের সম্পর্কের ১০ বছর আর বিয়ের ২ বছর। ১২ ধরে আপনার সাথে আছি কিন্তু বুঝতেও পারিনি আমি আপনার মনের কোথাও নেই। যখন বুঝতে পারলাম ১২/১৩ বছর আগে আপনি একটা মেয়েকে অনেক ভালবাসতেন আর তাকে পাননি বলে আজ আমি আপনার জীবনে আছি সেদিন থেকে আপনাকে আর চাইলেও আপন ভাবতে পারিনা, আপনাকে আমার ভাবতে গেলেই মনে হয় আপনিত আমারনা,আপনার মনেত আমি নেই,আমিত আপনার সেই ভালবাসার মানুষটি কখনো হতে পারবোনা। আপনার মনে আছে দুজন দুজনকে কত গুরুত্ব দিতাম আর আজ? আচ্ছা আমি আপনার সেই প্রিয় মানুষটি হলে কি আমার সাথে এমন করতে পারতেন? পারতেন আমাকে এক চিমটি কষ্ট দিতে? বড় ভাগ্যবতী সেই মেয়েটি যাকে আপনি ভালবেসেছিলেন যদি কখনো সুযোগ হয় মেয়েটির পায়ে আমি চুমু খাবো। আর দেখুন আমি কতটা অবাগিনি আমার ভালবাসার মানুষ আপনি,আপনাকে স্বামী হিসেবে পেয়েও আমি সব চেয়ে বড় হেরে যাওয়া প্রেমিকা হেরে যাওয়া স্ত্রী। জানি তাকে আপনি কখনো ভুলতে পারবেনা তবু আমার সাথে আছেন,আমি জানি কখনো আপনার মন পাবোনা তবু আপনার সাথে আছি সব মেনে নিয়েছি,নিচ্ছি, নিতে হবে কারন আপনার মনটা আমাকে না দিলেও আমার মনটযে আপনাকে দিয়েছি,,,চলুক এভাবেই জীবন তবুওত আপনার পাশে আছি।
আমার মনে হয় আপনার এটা ভূল ধারনা, মানুষ মানুষকে ভুলে যেতে পারে না হয়তো তাকে মনে রেখেছে তার মানে এই না যে আপনাকে ভালোবাসে না । এত বছর আপনাকে ভালোবাসার পরও আপনার সন্দেহ রয়ে গেছে তিনি আপনার না। তাহলে পৃথীবিতে ভালোবাসাটা কোথায়...??? মন থেকে মেনে নেন তিনি আপনার তা না হলে সারাজীবনের জন্য আপনাকে সঙী করতো না....... আর যদি এখন সে পরকিয়া করে থাকে কিংবা তার সাথে যোগাযোগ করে থাকে তাহলে বেপারটা আলাদা....
কি বাহ বলি, বলেন তো ভাই,যে কষ্টটা কে সঙ্গী করে এই মানুষটি ই যখন প্রতিটি দিনের শেষেই ঘরে ফিরছে, আবার ঠিক প্রতিদিনের মতো ই যখন রাতের অন্ধকারে ঐ একিই রকমের না পাওয়ার প্রাপ্তি টা যখন নিজেকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে না ভাই!! যে এমন করেই প্রতিটি দিন প্রতিটা রাত শেষে আবার ভোরের দেখা পায় আর তখনি বুঝি সেই সকাল থেকেই শুরু টা সেই ""প্রাপ্তি"" নামক এক চাতক পাখির স্বপ্নের পেখম মেলে ধরে থাকতে থাকতেই অপলক একটা আকাঙ্ক্ষা নিয়ে চেয়ে থাকা,,কখন একটু কথা বলবে! কখন অফিসে গিয়ে দুপুরের দিকে একটু খবর দিবে নিবে খাওয়া দাওয়ার সাথে বাসার প্রতিদিনের এক মিনিটের কয়েকটি কথা? আমার মনে হয়,এটা একটা টনিকের মতো কাজ করে কিন্তু দিন শেষে তো আমিও সেই অভাগা দের একজন হয়ে গেছি কোন এক কালবৈশাখী ঝড়ের মতোই আমার সমস্ত কিছু কেড়ে নিয়েছে আর বিধাতার দেয়া এই শরীর টাও এখন কেমন জানি দিনে দিন হতে হতে ৯ বছরে গিয়ে পড়েছে আর এখানে বোনটি হচ্ছে একটি কষ্টের সারথি আর আমি তার উল্টো টা, এখানে আমি স্বামী হিসেবে ২৫ শেষে ২৬ এ এসে প্রেম করেই তো বিয়ে করেছিলাম ২১ বছর ৫ মাস বয়সে বাবা মা পরিবারের অনুমতি ছাড়া অথচ এই ৯ বছর আগে জানতে পারছি কেন জানি আমাকে উপেক্ষা করছে আমার ই হয়তো একটি ভূলে!! হয়তো বা আমিও আমার মতো করেই নিজ থেকেই আমার ও অজান্তেই ভুলের অনুশোচনা থেকে নিজেকে ফিরে আসতেই তার কাছ থেকে নার্সিং পাব সেই আশায় কিন্তু সবকিছু ই সুন্দর মতোই আমার কাছ থেকে শুনে বুঝে যেন একটা অপেক্ষার পালা বদলের মত ই আমার সাথে যা শুরু করে যা করিনি জীবনে তাও মিথ্যা অপবাদ আমাকে শেষ ই করে দিয়েছে সমাজ সংসারে আর আমি তাকে এক কথায় নিজের মধ্যে আঁকড়ে ধরে থাকা সেই ২৬ বছর আগের সেই মানুষটি ই রয়ে গেছি আর সাথে আজকে আমার ছেলে মেয়ে ২' টার কথাও চিন্তা করেও নিজেকে বারবার ভাঙি আর গড়ছি কিন্তু কুল ভাঙ্গা টা শেষ ই হচ্ছে না. আরো অনেক কথায় জরিয়ে আছে আমাদের এই জীবন গল্পে!! যা না শুনে বুঝে, না আমি কাউকে বলতে পারছিনা তেমনি কেউ ই আয়াকে ভুল ই বুঝতেছে ছেলে মেয়ের জীবনের কথা চিন্তা করে !! তাহলে বলেন আমি ও বোধটার কষ্ট টা উপলব্ধি করতে ই আমি ও আমার এই দীর্ঘ জীবনের একটি সারসংক্ষেপ করে লিখলাম, আশা করি আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আল্লাহ তায়ালা আপনাদের সবসময় ভালো রাখেন, সেই দোয়ায় করছি, আর আপনাদের থেকে ও দোয়া প্রার্থী আমি।
যারা কয়েক বছর সংসার করে, বিবাহ বিচ্ছেদের জন্য আগ্রহ প্রকাশ করছেন তাদের এই গানটি অনন্ত একবার হলেও শোনা উচিত, যদি গানের প্রতিটি কথা অনুভব করতে পারেন। কিয়ামত পর্যন্ত বিবাহ বিচ্ছেদের কথা মাথায় আসবে না। ধন্যবাদ প্রিয়, সায়ান, এত সুন্দর যুগ উপযোগী গান উপহার দেওয়ার জন্য।
কখনো কখনো পরিস্থিতির সাথে গান এমনভাবে মিলে যায় তখন আর কিছু বলার থাকে না৷ শুধু থাকে তীব্র যন্ত্রণা৷ এই যন্ত্রণাটাকেও বোধ হয় মানুষ ভালোবাসে নাহলে কেন বা এত যন্ত্রণার গান এত ভালো লাগবে। ❤️ সায়ান ❤️
যে অচল,তার সাতে,নিজেকে ও অচল করে,রেখেছি,তবুও, অবোধ শিশুর,মতো,মন কেন বুজেও,না বুজার বায়না,করে আসলে মন,যা চায় তা কখনো,হয় না,বৃথাই, মনগড়া সব,ভাবনা,মনে,হলেও,কিন্তু, কিছু, গল্প, আছে, তা,একদম সত্যি,
২০১১--২০১৯ সাল পযর্ন্ত তার সাথে সম্পর্ক ছিল তারপরও তাকে হারিয়ে ফেললাম প্রবাসী বলে,,তাকে হারিয়ে একবারেই দিশেহারা হয়ে পরেছিলাম কি করব কিছুই বুঝতে পারতাম নাহ,,তারপর পরিবার থেকে চাপ দেয় বিয়ে করার জন্য কিন্তু আমি বিয়ে করতে রাজি ছিলাম নাহ।তারপর ২০২২ দেশে যায়, বাবা আমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে তারপর বাবার দিকে তাকিয়ে বিয়েটা করি, বিয়েতে কখনো সুখি ছিলাম নাহ আমি,এভাবে চলছিল সংসার জীবন।তার মাঝে প্রচুর ঝগড়া হয়ে আমার বউয়ের সাথে তারপরই হঠাৎ এই গান সামনে আসে আমি প্রথমে শুনি অনেকবার, পরে আমার বউয়ের মোবাইলে সেন্ড করি সেও শুনে তারপরেই সবকিছু মিমাংসা করে এখন আলহামদুলিল্লাহ ভাল আছি দুজনেই,এখন আমাদের একটা মেয়ে হয়ছে আলহামদুলিল্লাহ
আপনার সাথে খুব মিল আছে আমার শুধু একটা জায়গায় মিলে না আমি আমার ওয়াইফের সামনে অনেকবার গানটা শুনেছি এবং ওর কাছে অনেকবার সেন্ট করেছি কিন্তু আজও কাজ হয়নি তার একটাই কথা তোমার সাথে সংসার করবোনা মানে করবো না এদিকে আমার প্রেমিকাও চলে গেছে পরপারে তাই আজও আমি নির্ঘুম রাত আর অসহ্য যন্ত্রণা নিয়ে বেচে আছি তবে হয়তোবা আর সম্ভব না তার সিদ্ধান্তের সঙ্গে একমত হয়ে ফাইনালি বিচ্ছেদ। 😢
বড়ো মন কেমনের গানের কথা গুলো। একদিন ফেসবুকে ঘুরতে ঘুরতে হঠাৎ সামনে এলো গানটি। অনিচ্ছা সত্ত্বেও শুনতে লাগলাম। তার পর একটা ঘোরের মধ্যে চলে এলাম । খুব অবলীলায় মনের গোপন কথা গুলো সুন্দর আর স্পষ্ট করে বলেছেন শিল্পী বন্ধু। আমার বেশ কিছু বন্ধুদের ও পাঠালাম। তাদের ও সেই এক কথা লাগাতার অনেক বার শুনেছে তারা। আমার মনে হয়েছে শিল্পী বন্ধু নিশ্চিতরূপে এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন বা গিয়েছেন না হলে এমন গানের কথা আসা সাধারণত কষ্টসাধ্য ব্যাপার। প্রতিদিন শুনি গানটি। নিয়মের মধ্যে পড়ে গেছে এই গানটি শোনা। শুভকামনা শিল্পী বন্ধু। সবসময় ভালো থাকুন🖤🖤🖤💐💐💐💐💐💐❤️❤️❤️❤️❤️❤️
দুই দিন ধরে এই একটাই গান যে কতবার শুনলাম আর এই একটাই গান শুনে চলেছি। কি যে অদ্ভুত একটা শান্তি আছে গানটায় ❤❤ গানের কথা গুলো এতটাই মন কে ছুঁয়ে যায় যে মনে হয় সবটাই নিজের মনের কথা।
জীবন টা এমন কেন 😢❓ দুঃখের রং গুলি সবার একই রকম। পথ চলতে চলতে সবাই কেন পথ হারায় ? ভালোবাসা কেন রং বদলায় ? চাইলে ও কেন প্রিয় মানুষ এর মনের মতো হয়ে থাকা যায় না? কেন শুধু মেনে নিতে হয় ? মানিয়ে নিতে হয় ?
জীবন টা এমন কেন..? দুঃখের রং গুলি সবার একই রকম। পথ চলতে চলতে সবাই কেন পথ হারায়।ভালবাসার রং কেন বদলায়...? চাইলেও কেন ভালাবাসার মানুষের মনের মত হয়ে থাকা যায় না...? কেন শুধু মেনে নিতে হয়,..? মানিয়ে নিতে হয়....?
গানের প্রতিটি কথা অনেক মনে যোগ দিয়ে শুনেছিলাম। গানের প্রতিটি কথা বাস্তব জীবনে ঘঠে যাচ্ছে ঠিক তেমনটাই তুলে ধরা হয়েছে। এমন সুন্দর গান উপহার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
“জীবনের বাকি আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের তার চেয়ে নিজেদেরই চলোনা সাজাই এখনও তো ভালবাসা বাকি আছে চের তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে।” 😊
আমার জন্ম ১৯৯৭ সালে।জীবনে এই প্রথম শুনলাম আমাদের উপজাতিদের মধ্যে কল্পনা চাকমা নামে একজন সাহসী প্রতিবাদী নারী ছিলেন❤️❤️।আজকে সায়েম ম্যাডামের প্রতিবাদী গান শুনে খুব কষ্ট পেলাম 😢😢😢
আসলে আপনি সত্যি একজন মানবধরদি বাস্তববাদী সময়ের সেরা শিল্পী। বর্তমানে এই কল্পনার মাঝে আমাদের লুকিয়ে আছে পাহাড়ের জীবন, সংগ্রাম , স্বপ্ন ও প্রতিবাদের প্রতিচ্ছবি। আর এখন এই বিষ সমতলেও ছড়িয়ে পড়েছে। ধন্যবাদ, আরো এগিয়ে যাও ...
জীবনের বাকি আছে কতটুকু আর একই সে আঘাত যদি ঘুরে আসে ফের তার চেয়ে নিজেদেরই সাজাই আবার এখনও তো ভালোবাসা বাকি আছে ঢের। তার চেয়ে মেনে নাও যে যার মতন তুমি মানো আমাকে আমি তোমাকে তুমি মানো আমাকে আমি তোমাকে।
আমার কথা গুলো বলার দ্বায়িত্ব অনেক আগেই আপনাকে দিয়ে দিয়েছি।আর আজও আপনি বলছেন আমার কথাগুলো আমি শুনছি। তা রাষ্ট্রীয় হোক, হোক ধর্মের কিংবা ব্যাক্তিগত জীবনের। কৃতজ্ঞতা আপনার উপর
গানটি অসাধারণ,, সত্যি আমিও অনুভব করি আজ যাকে ছেড়ে চলে যাবো যে কারণে,, সেই কারণটার জন্য নতুন কাওকে খুঁজে নেওয়া মানুষটাকেও ছাড়তে হবে না এর কোন গ্যারান্টি নেই। তাই মেনে নিয়ে জীবনটাকে মানিয়ে নিতে পারাতেই সুখ।
ধন্যবাদ সায়ান আপু, বরাবর এর মত খুবই সুন্দর জীবনমুখি বাস্তব কথা মালা দিয়ে গান লেখার জন্য। আর গায়কী তো মাশাআল্লাহ অপ্রতিদ্বন্ধি। আপনার তুলনা আপনি নিজেই। আল্লাহ আপনাকে সব সময় সুস্থ রাখুন।