বাংলা অনুবাদ আমরা চোখে তোমাকে দেখিনি রাসুল, তোমার তসবির হৃদয় জড়িয়ে আছে। আনিলে 'কালামে ইলাহী' তুমি -- ও মোহাম্মদ সোনার মদিনায় আছে । ফুলেরা পড়ে সব 'শল্লি ওয়ালা' চমন সাজে শুধুই তোমার নামে। ওই সুবাস আর কোথায় পাবে গো তুমি-- যে সুরভী মজুদ মোর নবীজির ঘামে। আমরা জানি গো জান্নাত খুবই হাসিন, ছেড়ে সেই মদিনা আর যাব কোথায়? জান্নাতে তো আছে সব, মদিনা যে নাই আর মদিনাতে ঐ জান্নাত দেখতে পাই। অনুবাদ করেছেন: সেখ মুজিবর রহমান।
আপনার কণ্ঠে অন্যরকম মায়া আছে ভাইয়া। প্রিয় নবীর এমন নাতে, আল্লাহ্র কসম কান্না থামিয়ে রাখতে পারিনি। "ওগো প্রাণো প্রিয় নাবি" নাত এখন অন্তরে ছেয়ে আছে। নিভৃতে চোখ বন্ধ করে শুনতে গেলেই চোখটা ভিজে আসে। আল্লাহ্ বেশুমার বারাকাহ দিন আপনার কণ্ঠে। মনের অন্তরস্থল থেকে দুআ রইলো।
বাঙালিরা গজলের কথাকে নেয় না, নেয় সুর আর টোনকে। গজলে আবুলতাবুল বলুক সমস্যা নাই, সূরটা সুন্দর হলেও গিলে খেতে হবে৷ এখানে কিছু কথা অত্যন্ত মারাত্মক ও গর্হিত। আল্লাহর একটা নিয়ামত উঁচু করতে গিয়ে অন্য নিয়ামতকে খাটো করা হচ্ছে। জান্নাতে সবকিছুই থাকলে মদিনা নেই, কিন্তু মদীনাতে জান্নাত আছে বলে একধরনের মতাচ্ছিল্য করা হচ্ছে। আবার বলা হচ্ছে আমরা জান্নাত ছেড়ে কোথাও যাবো না। অথচ খোদ আল্লাহর রাসূলও জান্নাতে যাবেন।
1 I am from Syria. I was listening to songs, then I heard your voice. I love the Urdu language and I am learning it, and your voice is more beautiful. Thank you, my brother.
আমি আজ পর্যন্ত যত নাতে রাসুল শুনেছি সবথেকে বেশি আবেগাপ্লুত হয়েছি এই নাতটি শুনে। জাযাকাল্লাহ খায়রান আবু উবায়দা ভাই। আরো সুন্দর সুন্দর হৃদয়গ্রাহী ইসলামী সংগীত আপনার থেকে উপহার পাবো আশা করি। ইনশাআল্লাহ....
ماشاء اللہ بہت ہی بہترین نعت 💖❤️💓طرزِ کلام بھی دل کو چھو گیا دعا کی درخواست ہے اللہ پاک ہمارے دلوں کو ہدایت کی نور سے منور کر دے آمین ابوذر سراجی انڈیا
There are so many versions of this soulful naat. But this one truly penetrates into your heart so deeply. It's the best version ever. You deserve a billion views and likes. The voice , the expressions, the background everything is just so damn peaceful and touching. You're the best my friend Abu Ubayda. Lots of love to our beloved brother from India.
It like goosebumps in my mind... Eyes are full of tears & peace in mind... How great you are Hazrat mustafa (sm)... Ya Rasullah, when i remember you alone anywhere and anytime I don't know why I always cry like child.... Ya rasulallah.... Ya habiballah... You're great you're beauty, you're my idol....❤️❤️
কত সুন্দর আপনি প্রিয় মুহাম্মদ (স) ! যদি একটা বার দেখতে পেতাম! হে আমার রব তুমি সাক্ষী থেকো, আমাদের মনের নেক ইচ্ছাটি তুমি তোমার শ্রেষ্ট সৃষ্টির দ্বারা পূরণ করিও!😔
The Prophet (ﷺ) said "None of you will have faith till he loves me more than his father, his children and all mankind." Yaa Rasool, Aap Par Lakho Crore o Salaam ♥
Your voice is mesmerising. Moreover, while reciting you take care of proper pronunciation be it Urdu, Arabic or your mother tongue, it amazes me. Lots of love from Kashmir 💚💚💚
The one who had a smile on his face despite having no food in his stomach is our beloved prophet Hazrat Muhammad Mustafa sallallaahu alayhi wasallam. ❤️
বাঙালিরা গজলের কথাকে নেয় না, নেয় সুর আর টোনকে। গজলে আবুলতাবুল বলুক সমস্যা নাই, সূরটা সুন্দর হলেও গিলে খেতে হবে৷ এখানে কিছু কথা অত্যন্ত মারাত্মক ও গর্হিত। আল্লাহর একটা নিয়ামত উঁচু করতে গিয়ে অন্য নিয়ামতকে খাটো করা হচ্ছে। জান্নাতে সবকিছুই থাকলে মদিনা নেই, কিন্তু মদীনাতে জান্নাত আছে বলে একধরনের মতাচ্ছিল্য করা হচ্ছে। আবার বলা হচ্ছে আমরা জান্নাত ছেড়ে কোথাও যাবো না। অথচ খোদ আল্লাহর রাসূলও জান্নাতে যাবেন।
বাঙালিরা গজলের কথাকে নেয় না, নেয় সুর আর টোনকে। গজলে আবুলতাবুল বলুক সমস্যা নাই, সূরটা সুন্দর হলেও গিলে খেতে হবে৷ এখানে কিছু কথা অত্যন্ত মারাত্মক ও গর্হিত। আল্লাহর একটা নিয়ামত উঁচু করতে গিয়ে অন্য নিয়ামতকে খাটো করা হচ্ছে। জান্নাতে সবকিছুই থাকলে মদিনা নেই, কিন্তু মদীনাতে জান্নাত আছে বলে একধরনের মতাচ্ছিল্য করা হচ্ছে। আবার বলা হচ্ছে আমরা জান্নাত ছেড়ে কোথাও যাবো না। অথচ খোদ আল্লাহর রাসূলও জান্নাতে যাবেন।
Best hope - Allah Best leader - Muhammad (SAW) Best lyrics - Azaan Best Request - Dua Best tour - Haj Best success - Namaz Best daughter - Fatima Bibi (R.A)❤❤❤
Mashallah, what a song! You are one of my favourite islamic singer. May Allah protect you always with good health and bless you and your family. A lot of love and dua from England