🥀 সকাল পার হয়ে, দুপুর আসবে, আবার দুপুর পার হয়ে, আসবে সন্ধ্যা, তারপর রাত আসবে। কিন্তু এইসব মনভোলানো গান হৃদয়ের মধ্যেই চিরস্থায়ী হয়ে থাকবে। সকাল বিকাল রাত বলে আর কিছুই থাকবে না। অনন্ত কাল ধরে আনন্দ দিয়ে যাবে চোখের অন্তরালে। এক অজানা আনন্দে মন ছুটে বেড়াবে। মনকে আর হৃদয়কে করবে সতেজ। কোন কোলাহল ই প্রবেশ করবে না কানে। ভাবা যায় এত দুঃখ বেদনার মধ্যে এই গান আমাদের অপার আনন্দ দিয়ে চলেছে।🥀28.03.2023.