অসাধারণ গেয়েছে মালিহা দূর প্রবাস থেকে এই ধরনের গান রাতের বেলায় প্রিয় মানুষকে মনে করে দু চোখে জল এসে গেলো আসলে আমার তো প্রিয় মানুষই নাই জল আসলো কার জন্য??
প্রিয় মানুষ নেই। ভবিষ্যতে হতে পারে এই কল্পনায় চোখে পানি এসে গেছে এই গান শুনে। আমি বুঝতে পারছি আপনি ভাবুক প্রকিতির। দুঃখ করবেননা একদিন হবে সেদিন আপনি প্রান ভরে ভরে ভালোবাসবেন আপনার প্রিয় মানুষটিকে। আপনার কমেন্টটি পড়ে আমার খুব দুঃখ লাগল তাই লিখলাম। আমিও একজন ভাবুক প্রকিতির।
মালিহার মুখের দিকে তাকালেই কেমন যেন একটা অপার মায়া কাজ করে... কি যে আছে তোমার মুখের মাঝে.... আল্লাহু একাই জানেন.... আর তোমার মুখের গান শুনলে যেন কলিজ্বাতে শান্তির শুবাতাস বয়ে যায়...... দোয়া করি তোমার গানের মাঝে যেন তুমি সারাজগৎকে মুগ্ধ করতে পারো.... আর তোমার গান শুনে যেন মনকে শান্তনা দিতে পারি এই অধম আমি.......!!!!!
দারুন গেয়েছ। এই গানটি অনেক এগিয়েছে। আমার মনে হয় এর মধ্যে তুমিই সবচেয়ে ভালো গিয়েছো। তোমার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল। তোমার কন্ঠের একটি একটি স্বকীয়তা রয়েছে যাকে বলে এক্স ফ্যাক্টর। ভালো মানের শিল্পী হওয়ার জন্য অবশ্যই x-factor থাকতে হয়। তোমার সেরকম একটি এক্সপেক্টর রয়েছে। শুভেচ্ছা রইল তোমার জন্য। 👍💐
মালিয়া তুমি গান এতো সুন্দর করে গাঁও,, দারুন তোমার সুর, তোমার চেহারাটায় একটা মায়া মায়া ভাব আছে, তোমার চোখ দুটো অনেক অনেক সুন্দর,, তোমাকে আমার অনেক ভালো লাগে,,❤️💖💗
সত্যিই খুব সুন্দর গান আর সুন্দর সুর। হৃদয় জুরিয়ে যায়। চেহারা টাও সুন্দর। গানের সঙ্গে মিলে গেছে। এত সুন্দর সুন্দর প্রতিভা কোথায় লুকিয়ে থাকে। যারা খুঁজে বার করে তাদের ধন্যবাদ।
It’s really outstanding. Labiba your sister movement was so much shocked me because i thought that she is deep in full of emotions. Lot of love from the core of my heart..