Тёмный

Tumi Anek Jatno Kore with lyrics | Manna Dey 

Saregama Bengali
Подписаться 7 млн
Просмотров 3,2 млн
50% 1

Tumi Anek Jatno Kore with lyrics sung by Manna Dey from the album Bengali Songs Manna Dey.
Song Credit:
Song: Tumi Anek Jatno Kore
Film Title: Bengali Songs Manna Dey
Artist: Manna Dey
Music Director: Manna Dey
Lyricist: Pulak Banerjee
Label:: Saregama India Ltd
For more videos log on & subscribe to our channel :
/ saregamabengali
Facebook:: / saregamabangla
Twitter:: / saregamaglobal
Google+ :: plus.google.co...

Опубликовано:

 

2 окт 2024

Поделиться:

Ссылка:

Скачать:

Готовим ссылку...

Добавить в:

Мой плейлист
Посмотреть позже
Комментарии : 654   
@Koyel1000
@Koyel1000 2 года назад
মান্না দে মানেই আমার কাছে আমার 'মা'.. যখন বয়েস কম ছিল; 17 কি 18 হবে; সেই সময় দেখতাম মা মান্না দে'র গান শোনার জন্য + টিভিতে মান্না দে'র অনুষ্ঠান দেখার জন্য পাগল ছিল। মায়ের একমাত্র প্রিয় গায়ক। আমি আর আমার দিদি খুব বিরক্ত হতাম; ভাবতাম ধুর মা কেনো এতো depressing গান শোনে !! একদিন রাগ করে channel পাল্টে দিয়েছিলাম, মা তখন বলেছিল- "যেদিন মান্না দে'র প্রতিটা গানের সঙ্গে, lyrics এর সঙ্গে নিজেকে relate করতে পারবি সেদিন বুঝবি বড়ো হয়ে গেছিস। বয়েস না হলে এই গান ভালো লাগবে না।" আজকে আমার 32 বছর বয়সে দাঁড়িয়ে feel করি মা কেনো সেদিন কথা গুলো বলেছিল। আজ মা নেই, কিন্তু মায়ের প্রত্যেকটা কথা জীবনে উপলব্ধি করতে পারি। Infact এখন আমার মোবাইলের প্লে লিস্টে প্রথম অ্যালবামটাই থাকে '100 bengali songs of Manna Dey'. যতবার গান গুলো শুনি মা'র কথা মনে হয়..
@pradipkumarbasak5154
@pradipkumarbasak5154 2 года назад
আহা মা আমার।
@sadikmondal3109
@sadikmondal3109 2 года назад
Kintu amar boyos 20. 18 bochor boyos thekei ei gaan shuni
@moniruzzamankhan5873
@moniruzzamankhan5873 2 года назад
😍😍😍
@krishnenduroy1506
@krishnenduroy1506 Год назад
Ki darun byapar
@siprahite1454
@siprahite1454 Год назад
আমার মা ও ঠিক এইরকমের মান্না দের অন্ধভক্ত ছিল।। কিন্তু মা আজ আর নেই😪😪
@sajibmahmud4715
@sajibmahmud4715 Месяц назад
মনের প্রশান্তি খুঁজে পাই এই গানগুলো শুনে,,😢 যদি কেউ লাইক করে আবার এসে গানটা শুনবো,,,🖐️
@emdadulsn
@emdadulsn 2 года назад
আ হা, কি দারুণ গানের কথা সুর আর গানের কন্ঠ। যতবারই শুনি ততোবারই মন চায় গানটি আবার শুনি। মন জুড়িয়ে যায়। কি দারুণ অনুভূতি।
@nisithdutta344
@nisithdutta344 2 года назад
আমার বয়স ৬৪. খুব ছোট বেলা থেকেই এই প্রবাদপ্রতিম শিল্পীর গান শুনে আসছি।আমি নিশ্চিত করে বলতে পারি পৃথিবীতে যতদিন প্রেম থাকবে,ততদিন মানুষ এই গান শুনবে।
@ZakirBahadur3311
@ZakirBahadur3311 Год назад
😊
@Dimma-pe8cc
@Dimma-pe8cc Год назад
আমি আপনার কথায় একমত ।আমি সত্তর । নমস্কার ।
@princesarkar6238
@princesarkar6238 Год назад
❤️
@arunkumarbanerjee6175
@arunkumarbanerjee6175 Год назад
😅😅😅
@rajendrahazra8877
@rajendrahazra8877 Год назад
😂😂😂😂😂
@BeautyOfVillageLife918
@BeautyOfVillageLife918 Год назад
এত হাহাকার, এত প্রেম, এত বেদনা। আহা মান্না দে! কত ব্যথা লুকিয়ে আমাদের ব্যথাকে তুলে ধরেছ। যতই শুনি ততই কাদি😢
@rupalirahaman7804
@rupalirahaman7804 7 месяцев назад
ঠিক
@ramprasadbiswas6115
@ramprasadbiswas6115 Год назад
আহা,,, অপুর্ব,, হৃদয় কেঁদে ওঠে কী দরদ ,,, হৃদয়ের গভীরে ভালবাসা ❤️ কেঁদে ওঠে,,,, হাজার বছর চির নতুন,চির অমর হয়ে থাকবে
@Mahadihasan-tf2po
@Mahadihasan-tf2po 6 месяцев назад
তুমিও কি ইকটুও হারোনি,,,,,,
@haradhankoley4541
@haradhankoley4541 Год назад
মান্না দে কে কিছু বলতে গেলে প্রশংসা করতে গেলে কিছু কম হয়ে যাবে. উনি ঈশ্বরের দান উনার কোনো বিকল্প হয় না. এখনকার শিল্পীরা রকম গান গাইতে পারবে না. যতদিন পৃথিবীতে মানুষ থাকবে ততদিন মানুষের মধ্যে উনি বেঁচে থাকবেন. উনি অমর
@shribasbarman149
@shribasbarman149 Год назад
বাবা গান গুলো শুনতো ,কিন্ত আমার ছিল অপছন্দের। আজ পরিস্থিতি গান গুলোকে শুনতে বাধ্য করেছে । 😌
@ashimsadhukha5577
@ashimsadhukha5577 2 года назад
স্মৃতিটুকু কেন কাড়োনি? হৃদয় নিংড়ে দিয়েও এর উত্তর পাইনি. তুমিও কি একটুও হারোনি? এর উত্তরও পাবোনা. 🙏 ওনার শ্রেষ্ঠ গান.
@goldlife7332
@goldlife7332 16 дней назад
আহ্ কি সুন্দর গান এর কথা ❤❤❤❤ পুলক বন্দ্যোপাধ্যায় 🙏🙏🙏🙏🙏
@sathidasgupta5660
@sathidasgupta5660 2 года назад
কত আবেগ কত ব্যথা কত ভালোবাসা থাকলে এরকম গান করা যায়!
@কার্টুনেরগপ্পো
কত অতলস্পর্শী আবেগ আর অনুভূতি থাকলে এমন গান লেখা যায় এবং গাওয়া যায়।
@somnathpal8757
@somnathpal8757 3 года назад
আহা কত ব্যাথা, কত আবেগ, কত ভালোবাসা চুঁইয়ে পরছে। কি যে পাগল করা অনুভূতি বুঝিয়ে বলা যায় না।
@sompachaki5095
@sompachaki5095 2 года назад
Sottie tai..ridoy bakul hoye jay..tobu bar bar sunte ecche kore
@shaplabiswas517
@shaplabiswas517 2 года назад
Sotti tai amr khub khub khub priyo shilpi
@shyamalpradhan7349
@shyamalpradhan7349 2 года назад
একটি সুন্দর মন না হলে এমন করে বলা যায় না।খুবই সুন্দর বলেছেন আপনি।।👍👌💐💐💐💐💐
@sandipkumarbhattacharyya1586
@sandipkumarbhattacharyya1586 2 года назад
Pagol hoye jai ai gan sune, guru deb manna
@dewdrops5969
@dewdrops5969 2 года назад
শুধু আপনি না , আরো কয়েকজন এই গানটি দারুণ পছন্দ করেছেন। তাঁদের অভিব্যক্তি থেকেই বোঝা যায় । আবেগ প্রবণ ও হৃদয় তাড়িত শ্রোতাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা রইলো ।
@badaldey5708
@badaldey5708 3 года назад
হৃদয় থেকে নেয়া গান। অসাধারণ সুন্দর 💞💞💞💞 💔💔💔💔💔💔💔💔💔💔
@HighlightDekho
@HighlightDekho 2 года назад
এমনিতেই এমন একটা পরিস্থিতির মধ্যে দিয়ে জীবন কাটছে,আর এই সময়ে এই গান টা শুনে কেঁদে গেলাম 😭
@dipannitasarkar3330
@dipannitasarkar3330 3 года назад
অন্তরে আলো জ্বেলে রেখে, দৃষ্টি কে গেছ শুধু আড়ালে ঢেকে। আহা কি অসাধারণ কথা।
@satyanarayankairy2540
@satyanarayankairy2540 3 года назад
আগামী হাজার বছর পরেও কিংবদন্তি মান্না দের এইগান সবাই শুনবে।
@anupamdey7309
@anupamdey7309 21 час назад
তত দিন মানবজাতি এই পৃথিবীতে থাকতে পারবে কি না যথেষ্ট সন্দেহ আছে
@mdarafathossen6639
@mdarafathossen6639 2 года назад
আমি এ যুগের একজন তরুণ হয়েও মান্না দে ও হেমন্তকে রেখেছি প্রিয় শিল্পীর তালিকায়।
@MDASLAMUDDIN-lp2vf
@MDASLAMUDDIN-lp2vf Месяц назад
আপনার গান শুনলে আমি কোথায় যেন হারিয়ে যায়।
@debashischatterjee9921
@debashischatterjee9921 4 года назад
অন্তরে থাকবেন চিরকাল,,, প্রণাম
@dhrubajyoti_myself
@dhrubajyoti_myself 2 года назад
কি কথা কি সুর আর কি গলা চোখে জল এসে যায় 💔🥺
@bidhanbanerjee1165
@bidhanbanerjee1165 3 года назад
যেমন লেখা পুলক বন্দ্যোপাধ্যায় এর তেমন সুর ও গায়কী মান্না দে র।।
@arijitdatta6831
@arijitdatta6831 18 дней назад
পুলক বন্দোপাধ্যায় আর জন্মাবে ও না , উনি কি লিখে গেছেন সেটা আমরা 80 আর 90 দশক এর প্রজন্ম বুঝতে পারছি। ওনার ছেলের সাথেও মাখে সাঝে কথা হয়
@erd9566
@erd9566 3 года назад
মন ছুঁয়ে যায় ।জীবনের কথা, ব্যথা গানের মধ্যে প্রকাশ পায় । কথা, সুর,, আর মান্না দের দরদী কন্ঠ
@himanishsadhu7074
@himanishsadhu7074 Год назад
এই গানটি আমার জীবনেও ভীষনভাবে নাড়া দেয়।
@subhadippatra5697
@subhadippatra5697 Год назад
@@himanishsadhu7074 ď
@tufanmail3956
@tufanmail3956 Год назад
ভঢভঢঢঢঢঢভঢঢভভঢঢভভঢভভভঢঢভভভঢঢঢঢভভভভভঢঢঢঢভভভভভভভভভভভভভঝভঢঢভ্লভ্লভভভভভভভভভভভভভভভভ@@himanishsadhu7074ভভভভ ভ
@erd9566
@erd9566 Год назад
@@himanishsadhu7074 আমি রোজ না হলেও একদিন অন্তর শোনার চেষ্টা করি,অনেক কষ্ট কমে যায় ।
@manikchandrasarkar8369
@manikchandrasarkar8369 Год назад
@@subhadippatra5697 mon chua jay. So excellent.
@subirchatterjee2994
@subirchatterjee2994 5 месяцев назад
পুলক বাবুকে প্রণাম জানাই এতো সুন্দর গানের কথা লেখার জন্য। আর মান্না বাবু তো অসাধারণ গায়ক। Pronam🙏🙏
@kiranmaykarmakar5007
@kiranmaykarmakar5007 5 месяцев назад
অবিসংবাদিত যুগলবন্দী!❤
@arijitdatta6831
@arijitdatta6831 18 дней назад
পুলক বাবুর শেষ গান টা খুব ই মর্মান্তিক ভাষা, কাঁদাতে বাধ্য করবে।
@sujitkumar-hj9bu
@sujitkumar-hj9bu 2 года назад
বাস্তবে পাইনি পাগলিটাকে , তবে মান্নাজির গানের মধ্যে তাকে খুঁজে পাই 😥😥😥
@sourobsikder602
@sourobsikder602 Год назад
😭😭😭
@keyanayek4721
@keyanayek4721 Год назад
শুধুই অনুভূতি ❤️❤️আবেগ,ব্যাথা ❤️
@rajchakraborty8115
@rajchakraborty8115 9 месяцев назад
এ গান শোনার কোনো বয়স হয় না। আমার ছেলের বয়স 22 ,এটা তার প্রিয় গান। আমার তো বটেই এই 50 ছুঁতে চায় বয়সে। উনি ঈশ্বর পর্যায়ে নিজেকে নিয়ে গিযেছিলেন।
@smbachchu3193
@smbachchu3193 Год назад
সুর যেখানে কথা বলে সেখানে আমার ভাষা স্তব্ধ মন খারাপ থাকলে এই গানটা শুনি এখন প্রায় রাত তিনটা বাজে ১৪/০৬/২০২৩
@mdnasiruddin500
@mdnasiruddin500 3 года назад
অসাধারণ কণ্ঠ!
@somnathpal8757
@somnathpal8757 2 года назад
2022 সালে বাংলা গানের কোনো সুরকার, গীতিকারের পক্ষে সম্ভব হবে এমন ধারার গান সৃষ্টি করার? উত্তর - না....না কোনোদিনও নয়।
@arijitdatta6831
@arijitdatta6831 18 дней назад
পুলক বাবুর অবদান এই প্রজন্ম বুঝবেনা, ওনার লেখনী কখনও ব্যর্থ হয়নি,
@sitalkumarchattopadhyay313
@sitalkumarchattopadhyay313 8 месяцев назад
If you want to release yourself that is if you want to cry for God want to do something for others then let your mind to hear this type of song what respectable Mannaji has given us even you will be able to cry for God
@goutambandyopadhyay4344
@goutambandyopadhyay4344 Год назад
সুরসাধক মান্না দে'র অনবদ্য সৃষ্টি। গীতিকার- সুরকার- গায়কের অপূর্ব মেলবন্ধন।
@ছেড়াডায়েরি-ণ১ঝ
বার বার শুনতে ইচ্ছে করে
@thenaughtyarindam
@thenaughtyarindam Год назад
আমার বয়স 17 এই পুরানো দিনের গান গুলো শুনতে আমার বেশ ভালো লাগে মন থেকে একটা আলাদা অনুভূতি পাই যা বলে বোঝানো যাবে না । আমার বয়সী যদি কেউ এই কমেন্ট টি পড়ে থাকো তাহলে 1 টা লাইক দিয়ে যেও আমি নোটিফিকেশন পেয়ে আবার শুনবো ❤❤
@arijitdatta6831
@arijitdatta6831 18 дней назад
ভাই আমি 80''s এর প্রজন্ম, খুব ভালো লাগলো তোর কথাশুনে, নতুন গান এ কিছু নেই। না কথা না সুর। প্রায় 40 ছুঁই ছুঁই
@abad3401
@abad3401 2 года назад
গান টা শুনে পথম শুনেছিলাম ২০২১ সালে। সেই থেকে যখন খুব মন খারাপ থাকে তখন গানটি এখানে এসে শুনি মন অনেক সান্ততা অনুভব করে।❤️
@ramdonvids6793
@ramdonvids6793 11 месяцев назад
Oshadharon gaan. Unar konthe jeno r o osadharon hoye utheche. Bar bar shune o mon bhorche na.Unake chara ei gaan onnyer golay bhabai jaay na.
@SaramaMondal-f8x
@SaramaMondal-f8x 4 месяца назад
আমার খুব প্রিয় গান
@SaramaMondal-f8x
@SaramaMondal-f8x 4 месяца назад
অসাধারণ একটি গান যা শুনলে চোখে জল এসে যায়
@mohammadshihabalp6039
@mohammadshihabalp6039 3 года назад
মান্না দে'র গান শুনলে সময় আর বর্তমান বলে খেয়াল থাকে না,বসে উন্মাদ এর মত ভাবতে থাকি আর অতীত টাকে খুজতে থাকি,আর কখন যে প্যাকেট প্যাকেট সিগারেট চলে যায় বুঝতেই পারি না,আসলেই গুরু তুমি সেরা। ভালোবাসা বাংলাদেশ থেকে♥
@tapaskumargoswami1688
@tapaskumargoswami1688 3 года назад
মান্না দের এই রকম সব গান শুনতে গেলে রাতের নিস্তব্ধতায় শুনলে আমার যেন মনে হয় এই গান বেশি করে হৃদয় দিয়ে গানের মর্ম বোঝা যায়। জীবনের পেরিয়ে যাওয়া দিন গুলো যেন চোখের সামনে ভেসে ওঠে।
@jahangirjapanigaming1902
@jahangirjapanigaming1902 3 года назад
ভাই রাইট বলছেন
@somnathpal8757
@somnathpal8757 3 года назад
মান্না দের গান আপনার ধুমপান বাড়িয়ে দেয়। তাই সাবধান।
@mohammadshihabalp6039
@mohammadshihabalp6039 3 года назад
@@somnathpal8757 Hmm.Thik ache
@chiranjitbhadra1822
@chiranjitbhadra1822 2 года назад
বিরহ এর থেকে আর কি হতে পারে?
@PoliBiswas-p7j
@PoliBiswas-p7j Год назад
মান্না দে ও পুলক বন্দ্যোপাধ্যায় কে আমার সশ্রদ্ধ প্রণাম।
@shyamalpal1566
@shyamalpal1566 3 года назад
its not only a song, its a picturization of feelings of love.
@amitmondal7045
@amitmondal7045 2 месяца назад
Just wonderful. Un Forgotable .
@chatterjeesoumen25
@chatterjeesoumen25 3 года назад
কমেন্ট রেখে গেলাম ২৩।০৪।২০২১ কি অপূর্ব সৃষ্টি,কি অনবদ্য গলা🙏
@mdjony6125
@mdjony6125 Год назад
এই প্রজন্মে মানুষ হয়ে খুব আফসোস করছি! কি অসাধারণ চর সোনালী দিন ছিলো আগের প্রজন্মের..... বাংলাদেশ থেকে অনেক শ্রদ্ধা জানাচ্ছি মান্না দে কে
@taposhmistry1965
@taposhmistry1965 7 месяцев назад
তুমি অমর হয়ে থাকবে। মান্নাদা
@smrahatul7323
@smrahatul7323 2 месяца назад
আমার বয়স ২২ বছরে এসে গানের সাথে নিজের মিল পেলাম। অথচ গান টা আরো ১২-১৩ বছর আগে থেকে শুনছি। ক্যাসেট থেকে mp3, মোবাইল ফোন, স্মার্টফোন।
@AmitKumar00024
@AmitKumar00024 6 месяцев назад
তুমি অনেক যত্ন করে আমাকে দুঃখ দিয়েছো।
@prabirchatterjee8434
@prabirchatterjee8434 3 года назад
এত অপূর্ব বিরহের গান শুধু পরম শ্রদ্ধেয় মান্না দের পক্ষেই গাওয়া সম্ভব।
@pabitrachatterjee7666
@pabitrachatterjee7666 2 года назад
কথা,সুর ও কণ্ঠের এক স্বর্গীয় সমন্বয়।বাঙালি মনের এক অমূল্য সম্পদ।
@sp6132
@sp6132 Год назад
Ami 26, but manna dey amar kachhe ekjon ganer bhagaban
@thejurney
@thejurney Год назад
Valo basa❤
@nilchatterjee45
@nilchatterjee45 2 года назад
নিজেকে প্রশ্ন করে দেখোনা যার নাম তুমি আর লেখো না, কেনো তাকে ধরে আছো হৃদয়ে স্মৃতিটুকু তার কেন ছাড়ো নি😭😭😭😭😭
@Arjun-23
@Arjun-23 Год назад
এই গান গুলো শুনে এখন মনে হয়, সত্যি অামি এখন বড় হয়ে গেছি। মান্না দে 💞💞
@arshiahmmed3747
@arshiahmmed3747 Год назад
স্মৃতিটুকু তার কেনো কাড়নি? মারাত্মক কথা, তেমনি মান্নাদের সুরেও কান্নার ঝড়🙂
@AnikBaruaShumit
@AnikBaruaShumit 4 месяца назад
Best ever song in the world!
@sayandip3681
@sayandip3681 Год назад
heart touching song ❤️❤️❤️❤️❤️😭😭😭😭
@sudhansusekharaditya4849
@sudhansusekharaditya4849 3 года назад
এ এক পাগল করা অনুভূতি। গানের গভীরতা মন ছুঁয়ে যায় ।
@santanumukherjee3382
@santanumukherjee3382 Год назад
প্রতিবার নতুন করে আবিষ্কার করি কথা আর সুর হাত ধরে জড়িয়ে একসাথে কি সাবলীল অভিনন্দন প্রনাম এই অপরুপ সৃষ্টির জন্মদাতা দের
@Salehanusrin
@Salehanusrin Год назад
কথা টা একশো তে একশো সত্যি ❤
@BiswajitRoy-vc3kl
@BiswajitRoy-vc3kl 2 года назад
কি আবেগ,কি ভাব,সুর, কি meaning,ভাবা যায় না, এরকম গান আর পাওয়া যাবে না।।।।।।🙏🙏🙏❤️❤️❤️🙏🙏🙏
@jaidevkrishnadas6835
@jaidevkrishnadas6835 2 года назад
A-ha.. Asadharan..
@nabakumarmusic4771
@nabakumarmusic4771 3 года назад
যেমন কথা তেমন সুর তেমন কণ্ঠ🙏🙏🙏🙏 ও ভগবান আর একবার পৃথিবীতে এমন শিল্পীকে পাঠাও,
@udaynarayanmandal2322
@udaynarayanmandal2322 2 года назад
ঠিক কথা 👍👍
@somaroy8893
@somaroy8893 Год назад
Hmm
@kishalay7044
@kishalay7044 2 года назад
আপনি আমাদের অহংকার... এটাও জানি যে আর দ্বিতীয় মান্না দে হবে না। না হোক সেটাই চাই। কিন্তু যদিও হয় তাতে এত দরদ, এত সুর, এত অনুযোগ আর কারুর গলায় থাকবে না।
@totocompanyworld
@totocompanyworld 2 года назад
২০ টি বছর কখন যে ঝরে গেছে বুঝে উঠতে পারিনি। আমি আজও সেই পাগলটিই আছি। তুমি নিশ্চয়ই অনেক ভালো আছ? এরই নাম কি জীবন................?
@lgparvez4399
@lgparvez4399 4 года назад
My one more favourite song .... how about your.....??? Emon Singer pithibir jomine hoytoba r 1 tao jonmabena! Ai song gulo jara bojee tara sobai gold , r jini eto nice song upohar diyese tini must be original diamond, ekta bisoy ami add korte chai ai song er ortho je ba jara bojen tara nishsindehe real & rear premik. Aponaderkee jara sere chele gese tara life onekboro kosto peyese nijer owajantei.. hoytoba 10/20/30 bosor por tader vul bujte parbeeii its true..... miss u boss & love u unlimited - 2024
@jeweldevnath7459
@jeweldevnath7459 7 месяцев назад
আমার অনেক প্রিয় গান
@TanusreeDas-o3s
@TanusreeDas-o3s 10 месяцев назад
মানুষ বলে old is gold।।আমি বলবো gold নয়। হীরে,১০০% নয় ১০০০% হীরে ।
@sajibdattasurjo2406
@sajibdattasurjo2406 Год назад
~তোমার তলপেটে জন্ম নেওয়া সন্তান যদি কোন দিন এই গানে শুর মেলায়, তাহলে ভেবে নিয়ো, সে ও তোমার মতো কোন এক মায়াবতী বেইমানের প্রেমে পড়েছে..., যেমনটা আমি তোমার প্রেমে পড়েছিলাম....!! ~প্রিয় দুঃখ-বিলাশ~
@dewdrops5969
@dewdrops5969 Год назад
তাতে কি আপনি শান্তি পাবেন ? বোধ হয় না। তার চেয়ে ভাল হবে ঐ অধ্যায় টা ভুলে যান ।শান্তি পাবেন। আপনার অভিশাপে তার কিছুই যায় আসে না।
@sajibdattasurjo2406
@sajibdattasurjo2406 Год назад
@@dewdrops5969 ~আপনার ভুল হচ্ছে, আমি অভিশাপ করিনি, শুধু মাত্র মনে করিয়ে দিলাম যদি কোন দিন, তার সামনে কেউ গান টি প্লে করে, তাহলে সে যেন বুঝতে পারে, কেউ একজন ও কষ্ট পেয়ে এমন প্লেলিস্ট তৈরি করছিলো
@nilaydhar3729
@nilaydhar3729 4 года назад
One and only respected manna dey
@mohammadtuhin587
@mohammadtuhin587 9 месяцев назад
হে মহান গায়ক কষ্ট পেয়ে বার বার তোমার আর্তনাদ শুনতে আসি।😢
@tumirabenirabe7172
@tumirabenirabe7172 Год назад
এ গানের ব্যাখ্যা নেই,কেবল জীবন দর্শন আর উপলব্ধি!
@mostafam.khalid7561
@mostafam.khalid7561 4 года назад
প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে - সূত্রটা বিজ্ঞানের হলেও জীবনের অনেক ক্ষেত্রেই সুখে-দুঃখে, আনন্দ-বেদনায়, মিলন- বিরহে তার প্রমাণ মেলে।
@rabayabegum2791
@rabayabegum2791 2 года назад
Right
@dipakkayal7953
@dipakkayal7953 2 года назад
2022 মে।আজ কমেন্ট রেখে গেলাম।।।আমার সাথে এমন ঘটনা ঘটেছে।।আমি আজ ও তাকে ভুলতে পারিনি।।।।কিন্ত সে দিব্যি সুখে আছে।।।ভালো থাকুক ভালোবাসার অর্পিতা 💔
@mdnasiruddin500
@mdnasiruddin500 2 года назад
মহান শিল্পী মান্না দে! তঁার কণ্ঠে গাওয়া প্রতিটি গানই চমৎকার !
@electricalacademy5556
@electricalacademy5556 Год назад
ভালোবাসার কাছে সত্যি আমি হেরে গিয়েছি।
@buddhadevsadhukhan6325
@buddhadevsadhukhan6325 7 месяцев назад
ভালোবাসার ব্যাথা এতো গভীর হয়, মান্নাদা না বললে বুঝতে পারতাম না, সমুদ্রের ঢেউয়ের হাতছানির মতো, ভয়ঙ্কর অতল।
@DipaliDas-tp4cc
@DipaliDas-tp4cc 9 месяцев назад
Apurba
@sangramsamadder8231
@sangramsamadder8231 Год назад
মনের রাগ ,ব্যথা সব যখন শান্ত হয়ে যায় তখন এমন গান গাঁথে হৃদয়ে...😊
@SouravDas-oj6vr
@SouravDas-oj6vr 2 года назад
Sobi to pelam tobu e kemon paoya eti 'padachinha' chobir gaan. Eti upload korun please.
@samardas8152
@samardas8152 2 года назад
হৃদয় ছোঁয়া গান।
@purbashadutta3007
@purbashadutta3007 3 года назад
Aisob gan gulo te jara dislike kore..tader ki6u bolar nei..tara manush noy manush rupi amanush
@skmusicvideo4135
@skmusicvideo4135 3 года назад
অসাধারণ কণ্ঠ... যত শুনি তত ইচ্ছা করে শুনতে।
@mannalalbanerjee3430
@mannalalbanerjee3430 2 года назад
Sweet heart and sweet song of manna dey
@apubhowmik9012
@apubhowmik9012 8 дней назад
সকাল বেলাতে এই গান শুনতে গিয়ে চোখ ঝাপসা হয়ে যাওয়া। স্মৃতিটুকু কেনো তার কাড়নি!! আহা লাইনটা!!
@hridoypathan7666
@hridoypathan7666 3 года назад
নিজেকে প্রশ্ন করে দেখ না '' যার নাম তুমি আর লেখনা!! কেন তারে দরে আছ হৃদয়ে ' বিদায়ের পথ কেন ছারোনি?? ☹️☹️🙄
@rajdas-sh6uy
@rajdas-sh6uy 3 года назад
1q1a1
@szrsabnambd
@szrsabnambd 2 года назад
কালজয়ী এসব গান।যতশুনি তবুও শোনার ইচ্ছে রয়ে যায়। ❤️❤️খুবই প্রিয় গান।
@bestgaming4055
@bestgaming4055 4 года назад
Manna dey fire aso plz 🥰😭😭😭
@snehasishpradhan1125
@snehasishpradhan1125 3 года назад
Sudhu Manna Dey noy , tar sathe Pulak babuo jeno phire asen . 🙏🙏🙏😭😭😭
@shyamalpradhan7349
@shyamalpradhan7349 2 года назад
আহা হা কি গান তুমি গেয়েছো......কোনও দিনও ভোলার নয়।
@Saameeri
@Saameeri 3 года назад
I am a from Andhra, but music has no language. Such a beautiful melody, watching different versions of this song and trying to learn!!! This song takes you to a different world. Such a masterpiece!!!
@sandippal3579
@sandippal3579 3 года назад
Language is extremely vital to extract inner side sweetness of this type songs , specifically of Manna Dey. Only 40% could be realised by other language speakers. However if you listen more and more times you can feel it more. I appreciate your efforts to reach this song. 👌👌
@sandipkumarbhattacharyya1586
@sandipkumarbhattacharyya1586 2 года назад
Lovely
@prabirchatterjee8434
@prabirchatterjee8434 3 года назад
বিরহের গানে এত আনন্দ ও প্রাণ আছে - এটা মান্না দের দরদী কণ্ঠ ও গায়কী না শুনলে অজানাই থেকে যেত।
@dewdrops5969
@dewdrops5969 2 года назад
সেই' আনন্দ ও প্রাণ' গ্রহণ করার মত আপনার হৃদয়বোধ আছে । সেটা বুঝেছি, তাই তারিফ না করে পারলাম না।
@Nerab99
@Nerab99 3 года назад
2100 সালের স্মৃতির জন্য মন্তব্য রেখে গেলাম। কতো বার যে শুনেছি তার কোন হিসেব নেই। আমার সাথে এমন কিছুই ঘটেনাই তবুও কি ভালো লাগে 🥰🥰🥰
@utpaladhikary4297
@utpaladhikary4297 3 года назад
আহা মান্না দে মহাশয় 🙏🙏🙏 অসাধারণ। ভাষাহীন গায়কী।
@NoMash-o8y
@NoMash-o8y 4 месяца назад
আমার না হওয়া প্রিয় তোমার সাথে বিচ্ছেদ না হলে হয়তো আমি এই সুন্দর গানের মর্ম বুঝতাম না।💔🙂
@tarunkumarmondal468
@tarunkumarmondal468 3 года назад
এটি একটি অসাধারণ গান। যৌবনের শুরু থেকেই এনার গানের প্রেমে পড়ি। সেখান থেকে আমার গান শেখা শুরু। তখন থেকেই ওনাকে "গুরুদেব" বলে মেনে এসেছি। ওনার স্ত্রী ইহোলোক ত্যাগ করে যাওয়ার পর এই গানটি যখন কোনো স্টেজে গেয়েছেন, উনি কেঁদে ফেলেছন। অনুরূপভাবে, আমিও কেঁদে ফেলি যখন আমার স্ত্রী কয়েকদিনের জন্য যদি পাশে না থাকে। আসলে এমন ভাষা, সুর...... তাছাড়া এমন হৃদয়ের গান ক'জন গাইতে জানে ? আপনারা কি বলেন ???
@dewdrops5969
@dewdrops5969 2 года назад
গানটির রসাস্বাদন করতে হলে শ্রোতারও অনুভূতিপ্রবন মন থাকতে হবে।
@udaynarayanmandal2322
@udaynarayanmandal2322 2 года назад
একেবারে যথার্থই 👍
@anitabiswas6954
@anitabiswas6954 2 года назад
একদম ঠিক,,, ঠিক আপনার মতো অনুভূতি প্রবণ মন 😊😊
@dewdrops5969
@dewdrops5969 2 года назад
@@anitabiswas6954 বাহাদুরি দেয়া দরকার আপনাকে। খুঁজে বের করলেন কীভাবে ? পাঁচ মাস আগের ব্যাপার। এই গানটিকে কেন্দ্র করে আরো একটা কমেন্ট আছে।
@anitabiswas6954
@anitabiswas6954 2 года назад
@@dewdrops5969 হুমম,,, সেই কমেন্ট টা অন্যের কমেন্ট বক্স এ,,, কিন্তু এটা আপনার নিজের কমেন্ট বক্সে ছিল,,, আসলে এই গান টা আমার খুব প্রিয়,,,শুনি মাঝে মাঝেই,,, কিন্তু কোন দিন কমেন্ট বক্স খুলে দেখি না,,,,, বলতে পারেন আপনার কমেন্ট আছে কি না এমন মনে করে ই খুললাম আর Dew drops কে পেয়ে গেলাম 🌝🌝
@dewdrops5969
@dewdrops5969 2 года назад
@@anitabiswas6954 আমার আর একটা মন্তব্য আছে মান্না দে সম্পর্কে রফি সাহেবের একটা বক্তব্যকে নিয়ে , এই গানের পর ।
@arupkumarghosh3845
@arupkumarghosh3845 4 года назад
কেন তাকে ধরে আছো হৃদয়ে "- এর আক্ষেপ কখনোই হারিয়ে যাবে না! -যেমনি এই গান -ও কখনোই হারিয়ে যাবে না--!!
@nitishmondal1626
@nitishmondal1626 Год назад
প্রণাম যেখানেই থাকুন ভালো থাকুন সবসময় আশির্বাদ করবেন। 🙏
@badalsasmal8007
@badalsasmal8007 3 года назад
আমার গুরুদেব তোমায় হাজার কোটি প্রনাম মান্নাদের স্ত্রী মান্না দের সাথে ঝগড়া করে দুই মেয়ে কে নিয়ে বাপের বাড়ী চলে গিয়েছিল অনেক দিন আসেনি মান্নাদে ভীষন ভেঙ্গে পড়েছিল ঐ অবস্থা দেখে পুলক বাবু এই গান টা লিখেছিল এর এই গান টি যখন রেকর্ড হয়ে বাজারে বেজেছিল ওনার স্ত্রী আর বাপের বাড়ীতে থাকতে পারেনি দুই মেয়ে কে নিয়ে চলে এসেছিল কিন্তু মজার ব‍্যাপার রেকর্ড করার সময় মান্না দে বারে বারে কেঁদে ফেলেছিল শেষে শিল্পী বলেছিল আমি আর এবারে কাঁদব না তবু ও কেঁদেছিল (স্মৃতি টুকু তার কেনো কাড়নি ) এখনো ঐ খান টাতে কান্না শুনা যায় ওনার গানে
@EnigmaticSuman
@EnigmaticSuman Год назад
যাক এত দিন পর গানটার বিষয়বস্তু খুঁজে পেলাম। তবে পরে মান্না দের স্ত্রী গানটা আর গাইতে না বলেছিলেন। কারন যত বার মান্না দে পরে গানটা গাইতেন কেঁদে ফেলতেন।
@arshiahmmed3747
@arshiahmmed3747 Год назад
এবার এই প্রিয় গানটির মানে বুঝলাম😰
@arshiahmmed3747
@arshiahmmed3747 6 месяцев назад
প্রিয় মান্না বাবু, হয়তো আপনি আজ নীল আকাশে সাদা মুকুট পরেছেন। কিন্তু আপনার ভক্ত হৃদয়ে আপনি আজও রাজার রাজা❤ এখনো এই গান যখন গাই, তখন জীবনের সমস্ত না পাওয়া নিয়ে সুর করার চেষ্ঠা করি আপনার মতোন😊
@jwd9297
@jwd9297 Год назад
aha ki aporop gaan . ami onek jotno kore ai gaan gai
@amarkumardas6156
@amarkumardas6156 2 года назад
আহা কি সুন্দর কথা, দরদী গান আর কি সুর । জীবনের কত ব্যাথা, আবেগ এই গানে ফুটিয়ে তুলেছে ।জীবনের সব কেড়ে নিয়েছো, শুধু স্মৃতিটুকু আজো কাড়োনি ......... এ গান যেন হৃদয়কে চিরতরে স্পর্শ করে । মান্না দের এটি একটি অন্যতম সেরা গান। মনে হয় বারে বারে শুনি।।
@Mymusics4
@Mymusics4 2 года назад
যেমন কথা, তেমন সুর আর তেমনই গায়কি, যা হৃদয়ের তন্ত্রীতে টান মারে।
Далее
I Took An iPhone 16 From A POSTER! 😱📱 #shorts
00:18
abar hobe to dekha song
3:58
Просмотров 4,8 млн